সয়ংক্রিয় ভাবে সেভ হবে ফাইল

কাজ করতে করতে কোন কারণে কম্পিউটার বন্ধ হলে সর্বশেষ সেভ করা পর্যন্ত তথ্য পাওয়া যায়, ফলে দীর্ঘ সময় সেভ করতে মনে না থাকলে বেশ সমস্যায় পরতে হয়। তবে মিনিটে মিনিটে যদি ফাইলটি সেভ করা যেত অনেক সময় তাহলে বেশ সুবিধা হতো। এধরনের সুবিধা পাওয়া যাবে অটোসেভ সফটওয়্যার দ্বারা। এজন্য http://www.door2windows.com থেকে ৭৬৮ কিলোবাইটের ফ্রিওয়্যার, বহনযোগ্য সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করলে সিস্টেমট্রেতে একটি ফ্লপির আইকন আসবে। এই আইকনে ক্লিক করে কত সময় অন্তর অন্তর সেভ করবেন তা নির্ধারণ করে Hide বাটনে ক্লিক করলে প্রোগ্রামটি লুকাবে এবং নির্বাচিত সময় পরপর চলতি (এ্যকটিভ) প্রোগ্রাম সেভ হবে। যদি চলতি (এ্যকটিভ) প্রোগ্রামটি পূর্বে সেভ করা না থাকে তাহলে সেভ ডায়ালগ বক্স আসবে। আর অটোসেভ প্রোপার্টিস থেকে Run When Windows Start চেক করলে কম্পিউটার চালু করার সাথে সাথে অটোসেভ সফটওয়্যারটি চালু হয়ে সিস্টেমট্রেতে থাকবে।

প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2233

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেহেদী আকরাম ভাই, অনেক দিন পর। কোথায় ছিলেন এতদিন।
কাল রাতে আপনার বিয়ষে আলোচনা করতেছিলাম, অনেকদিন টেকটিউনে আপনাকে দেখিনা।

Auto Save বলতে অফিস, ফটোশপ, পেইজ মেকার সব ফাইল সেইভ হবে..?

Auto Save বলতে অফিস, ফটোশপ, পেইজ মেকার সব ফাইল সেইভ হবে..? এই প্রশ্নটা আমারও

মেহেদী আকরাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন সবসময়…..

অনেকের কাজে আসবে।

অনেক ধন্যবাদ ভাই। আপনাকে টিটিতে, প্রজন্মফোরাম সহ কোথাও অনেকদিন হলে দেখিনা। সম্ভবত ব্যস্ত মানুষ আপনি।

Level 0

ধন্যবাদ ভাই।

Level 0

The server replies that you don’t have permissions to download this file.
Details:
Http/1.0403 Forbidden
ডাউনলোড তো হয় না বস…

আপনি ফুটবলের সময় আমাদের সবসময় আপডেট রেখেছেন, তাই এ জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি আপনার এই টিউনে লিখেছেন,
বিশ্বকাপ খেলার সময়সূচী যদি মোবাইলে সময়মত চলে আসতো বিনাখরচে তাহলে কেমন হতো!
আপনার ঐ টিউন দেখে আমার মনে হয়েছিল, আপনি একটা ক্যালান্ডারে খেলার সময়সূচী লিখে রেখেছেন। আর আমরা ঐ ক্যালেন্ডারটা নিজেদের জিমেইল একাউন্টে add করেছি। সুতরাং এস এম এস তো আসবেই , স্বাভাবিক ব্যাপার।

আপনি খেলার সময় সূচীর কথা বলেছেন, অথচ কি দেখা গেল? দেখা গেল শুধু সময়সূচী নয়, একেবারে ডিটেইলস সবকিছু এস এম এস করে জানিয়ে দেয়া হল। ১ টা গোল হওয়ার সাথে সাথেই এস এম এস, ৩০/৪৫ মিনিট পর এসএমএস, আবার খেলা শেষ হলে আবারো ফলাফলের এসএমএস !

প্রশ্নঃ এটা কিভাবে সম্ভব? আপনার পক্ষে তো কখনই সম্ভব না বিশ্বকাপ ফুটবলের আগে থেকেই নির্দিষ্ট মিনিটে গোলের সংখ্যা গুগলের ক্যালেন্ডারে add করা অথবা আমাদের জিমেইল একাউন্টে ঢুকে ঐ নির্দিষ্ট ক্যালেন্ডার এডিট করা। তাহলে কিভাবে গোলের সংখ্যা জানানো সম্ভব হল ? তাও একেবারে আপডেট !!!

    আসলে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে এটি করা। আমি আমার গুগল ক্যালেন্ডারে এটা করেছি আর আপনারা তার ব্যবহার করেছেন আপনাদের গুগল ক্যালেন্ডারে সেট করেছেন।
    আমি কোন কিছু আপডেট করলে তা আপনাদের গুগল ক্যালেন্ডারে সয়ংক্রিয়ভাবে আপডেট হতো। খেলার সময়সূচী আগে থেকে সেট করা আর গোল হলে সংগে সংগে আমি তা আমার গুগল ক্যালেন্ডারে আপডেট করেছি। আর সবাই তা এসএমএস এর মাধ্যমে পেয়েছে।

Level 0

মেহেদী আকরাম ভাই, দেখি ট্রাই করে ধন্যবাদ …।

বহু দিন পর দেখলাম মেহেদী ভাইকে, ডুমুরের ফুল হয়েগেলেন নাকি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

সুন্দর টিউন কাজে লাগবে।
ধন্যবাদ ভাই ভাল কাজের একটা টিউন শেয়ার করার জন্য।

Mehedi Vai-Cut , copy , past prevent korar software ti ami onek din dhore khojci jodi apni plz ekto sahazzo kortan er babohar bidi likhe
amar mail address [email protected]

অনেক সুন্দর টিউন কাজে লাগবে।

মেহেদী ভাইকে অনেক অনেক ধন্যবাদ।আপনি এতদিন কোথায় ছিলেন?ভাই আমাদের ভুলে যাবেন না।আরেকটি কথা,মেহেদী ভাই কী করেন এটা খুব জানতে ইচ্ছে করে।যদি আপনি কিছু মনে না করেন।

আরে ভাই আমার বাসাও তো কুষ্টিয়াতে

Level 0

ধন্যবাদ মেহেদী ভাই ।