“ম্যাজিক সফটওয়্যার”-১# ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে..

Magic Software-1Magic Software-1

"ম্যাজিক সফটওয়্যার" শিরোনামে অনেকদিন থেকে ভাবছি কিছু সফটওয়্যারের রিভিউ পোষ্ট করবো৷ কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো কথা কম বলে,কাজ বেশি করে (মানে পিচ্চি মরিচে ঝাল বেশি,সাইজে ছোট হলে ও কাজ করে বড়-সড়)৷আজ এমনই একটা সফটওয়্যারের কথা বলবো,যেগুলোকে আমি "ম্যাজিক সফটওয়্যার" উপাধিতে ভূষিত করেছি৷"ম্যাজিক সফটওয়্যার"-১ এ যে সফটওয়্যারের কথা বলবো তার নাম Fireshot (814kb) ৷অনেক সময় দেখা যায় কোন Website এর iNformation সেইভ করে রাখার প্রয়োজন হয়৷তখন তা *.Html বা *.Txt আকারে সেইভ করতে হয় Browser এর Save As Menu থেকে৷এতে সময় ও বেশি লাগে এবং মাঝে মাঝে Website এর কিছু ছবি সেইভ ও হয় না৷কেমন হয় যদি এক ক্লিকে আপনি Load করা Webpage টি যেমন দেখছেন ঠিক সে রকম Image File আকারে সেইভ হয়!Fireshot (814kb) দিয়ে তা সম্ভব৷এই সফটওয়্যার দুই ধরনের Browser Internet Explorer ও FireFox এর জন্য পাওয়া যায়৷আপনি যে Browser ব্যবহার করেন সে অনুযায়ি Fireshot Download করে নিন৷এরপর আপনার Browser এ একটি Fireshot নামের নতুন বাটন যোগ হবে৷"S" বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page...(যদি আপনি পুরো সাইটটি সেইভ করতে চান) এ Save Button এ ক্লিক করে কোথায় সেইভ করবেন তা একবার দেখিয়ে দিন৷৪টি ভিন্ন ফরমেটে আপনি সেইভ করতে পারবেন৷*.Jpg,*.Png,*.Gif এবং *.Bmp৷আপনি Jpg ফরমেটে সেইভ করলে হার্ডডিস্কের স্পেস তুলনামূলক কম খাবে৷এরপর যেকোনো Website এর Screenshot নেবার দরকার হলে Website টি Load হলে Browser এর নতুন "S" লেখা বাটনে একবার ক্লিক করুন৷এরপর একটা মেসেজ আসলে একটু কষ্ট করে একবার Enter Press করুন৷

ম্যাজিক!!!

আপনি চাইলে শুধু Visible Screen এর Screenshot ও নিতে পারেন৷সে জন্য "S" বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page... এর পরিবর্তে Capture Visible Area... অংশে ক্লিক করুন৷আপনি চাইলে Fireshot এর নিজস্বঃ Image Editor দিয়ে Screenshot Edit করতে পারেন৷

Internet Explorer ব্যবহারকারীদের জন্য-
Click This Link (814 kb)

FireFox ব্যবহারকারীদের জন্য-
http://screenshot-program.com/fireshot.xpi (821 kb)

পরবর্তি "ম্যাজিক সফটওয়্যার" রিভিউ প্রকাশিত হবে ব্লগারদের Response এর উপর ভিত্তি করে৷"ম্যাজিক সফটওয়্যার"-২ রিভিউ এ আলোচনা করবো সেইভ করা Screenshot এর সাইজ কোনো রকম Quality Loss ছাড়াই কিভাবে আরো ছোট করা যায় (With another MAGIC SOFTWARE and Without any Extra Software)৷

ততক্ষন পর্যন্ত ভাল থাকুন

Level 2

আমি আমি ডিলিট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ডিলিট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু স্ক্রিনসট দিলে বেশ ভালো হত। তবে দারুন আইডিয়া – ম্যাজিক সফট। চালু রাখুন।

Level 0

অভিনন্দন নতুন সিরিজ শুরু করার জন্য। আগে কিছু লেখা আছে screen shot সফটয়্যার নিয়ে। একটা তুলনামুলক আলোচনা তুলে ধরতে ভুলবেন না।

@শফিউল
খাইট্টা লিকতাচি,তার উফড়ে পুলাপাইন পছন করতাচে না…ইশকিরিনছট দিয়াম,কিনতু পুলাপানের উতশাহ না পাইলে খামাখা লিকতাম ক্যান??আপ্নেড় মনতোব্বুড় লাইগা ধইন নো বাদ…

@নূরএকশো পি
আপ্নেড়ে ও ধইননো ভাত….ইশকিরিনছট নিয়া এই বলোগে আরু পুষ্ট থাকবাড় পাড়ে,সব পুষ্ট তো আড় পরা সমভব না….আপ্নেড়া উতশাহো দিলে ম্যাঝিক চপটয়ার নিয়া রিভিউ বহুদুড় নিয়া জাইবার চাই….

ও ভাই একজন মানুষ। আমি আফনারে একশো বোস্তা উতসাহো দিতাছি। আফনে আরো লেকেন। আমাদের নোতুন নোতুন মেজিক চপটোয়ার সম্পর্কে জানান। আমরা আফনার মেজিক চপটোয়ারের ভান্ডার খালি করবার চাই। ওহহো একশো বোস্তা উতসাহোর লগে দুইশো বোস্তা ধইননো ভাত ফ্রি। আশা করি আফনে খুব তাড়াতাড়ি পরের চপটোয়ার নিয়া লিকবেন।

@কামরুল ইসলাম রুবেল..অরে ড়ে ড়ে,এত্তু ঠ্যাং গু কৈ রাকবাম!!!!..লিকবাড় তো চাই,কিনতু অহন এট্টু অননো যিনিশ নিয়া বিজি…তয় দেকি,আমাড় ভানডাড়ে এমুন অনেকগুলা চপটয়ার আচে,শব ছেয়ার করুম..আশতে ধিড়ে…

ম্যাঝিক চপটয়াড় 2 পরতে এইহানে কিলিক মাড়েন..https://www.techtunes.io/tutorial/tune-id/3106/

মানুষ ভাই, আফনারে অেনক অেনক দইননো-বােতর ব্যাথা,
মুই এেতািদন এইডাই খুজ েত অেসলাম

Level New

ধন্যবাদ………….