IDM এর চেয়ে বেশি সুবিধাসম্পন্ন ডাউনলোডার, ব্যবহার করলে এটির প্রেমে পড়বেন অবশ্যই

আমরা অনেকেই মুভি দেখতে পছন্দ করি। তাই প্রচুর পরিমানে মুভি ডাউনলোড করা হয়ে থাকে। কি দিয়ে ডাউনলোড করেন আপনি ? নিশ্চয়ই IDM !!! আর এজন্যই মাঝে মাঝে নেট কানেকশন ফেইল্ড হবার কারনে নিশ্চয়ই ডাউনলোড টাও ফেইল হয়ে যায় তাই না… আবার যদি মুভির পার্ট অনেক গুলো হয় তবে ১ ঘণ্টা পর পর এসে এসে নতুন পার্ট ডাউনলোড দেবার যন্ত্রণা পোহাতে হবে। একবারে যে ডাউনলোড দিয়ে ঘুমিয়ে যাব তার কোন উপায় নেই।

এই বার সকল সমস্যা, সকল যন্ত্রণা থেকে মুক্তি। JDownloder একটি চরম একটি ডাউনলোডার। আমি অনেক আগে থেকেই ব্যবহার করি, সত্যি অসাধারন কাজ করে এটি। ব্যবহার না করলে এটির সব সুবিধা বর্ণনা করা সম্ভব নয়। তবুও এক নজরে সুবিধা গুলো দেখে নেই।

JDownloder এর সুবিধাঃ

  • গড় ডাউনলোড স্পীড IDM এর মতই
  • যে কোন সাইটের লিংক রিজিউম সাপোর্ট হয়ে যাবে, যা IDM পারে না।
  • এক সাথে ২০টি ফাইল ডাউনলোড দেওয়া করা যাবে।
  • সকল ফাইল শেয়ারিং সাইটের জন্য বিল্ডইন ক্যাপচারিকগ্নিশন পদ্ধতি, যা IDM পারে না।
  • বিল্ডইন Winrar এবং hjsplit এর সুবিধা। ফলে rar বা zip করা ফাইল অটো ভাবে খুলে যাবে ডাউনলোড হবার পর এবং আলাদা আলাদা পার্ট করা ফাইলও জোড়া লেগে যাবে।
  • শার্টডাউন সুবিধা।
  • অটো লিংক গ্রাবার সুবিধা। মানে IDM এ যেমন ডাউনলোড বাটন ক্লিক করা লাগে এটা তে সেই ঝামেলা নেই। ডাউনলোড লিংক টা কপি করলেই হবে।সব চেয়ে বড় সুবিধা IDM এর মত টাকা লাগবে না কিনতে এটা সম্পূর্ণ ফ্রি ডাউনলোডার সফটওয়্যার।

টিউনটি এখান থেকে নেয়া। ফেসবুকএ আমি

ধন্যবাদ।

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার সাজেস্ট করা ডাউনলোড ম্যানেজার টা ভালো
কিন্তু দুক্ষিত ভাই IDM IS BEST 🙂
IDM এ scheduler , queue সহ বিভিন্ন function আছে যার সাহায্যে আপনি চাইলে ঘুমের সময় ও ডাউনলোড চালিয়ে রাখতে পারবেন আর at a time কয়টা করে ফাইল ডাউনলোড করতে চান তা ও উল্লেখ করতে পারবেন এবং কুএউএ এর মাধ্যমে একটার পর একটা file ডাউনলোড হতে থাকবে 🙂

    Level New

    @ABTanjir: দেখেন এগুলো ওপেনসোর্স সফটওয়্যার। এগুলো ব্যাবহার করা মানে হল পাইরেসিকে না বলা। আপনি যে আইডিএম ব্যবহার করছেন সেগুলো আশা করি কিনে ব্যবহার করছেন।
    আর আপনি যেগুলো বললেন মানে যে ফাংশনের কথা বললেন সেগুলোর মধ্যে আমি যতদূর জানি সবগুলোই আছে jdownloader এ। আমি এটা বিগত তিন বছের ধরে ব্যবহার করছি। এর উপর আইডিএম অনেক ডাউনলোড রিজিউমি সাপোর্ট করতে পারে না । কিন্তু এই কাজ খুব সহজেই জেডাউনলোডার করতে পারে। আপনি জেডাউনলোডার দিয়ে ইউটিইবের ভিডিও নামিয়ে দেইখেন। বেছে বেছে ফরম্যাট নামানোর সুবিধা আইডিএম এ নেই।

      Level 0

      @sagir42: আশা করি আপনি ওরিজিনাল উইন্ডোজ ব্যবহার করেও পাইরেসিকে না বলছেন।আর JD দিয়ে আশা করি কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোন গান,সফটওয়্যার,মুভিও ডাউনলোড করছেন না।

      আর “আইডিএম অনেক রিজিউম সাপোর্ট করেনা এবং বেছে বেছে ফরম্যাটে নামানোর সুবিধা আইডিএমে নেই” এ লেখা পড়ার পর খালি হাসতেই আছি হাসতেই আছি।যে অন্তত: একদিনের জন্য হলেও IDM ব্যবহার করেছে সেও জানে IDM দিয়ে youtube থেকে সকল ফরম্যাটেই ফাইল নামানো যায়।আপনি IDM এ file type extension ঠিকমত সেট করে নিতে পারেননি বা ব্রাউজারে এক্সটেনশন এড করেননি এই দোষ তো আর IDM এর না।

        Level New

        @m0bst3r:
        “আশা করি আপনি ওরিজিনাল উইন্ডোজ ব্যবহার করেও পাইরেসিকে না বলছেন।”
        আমি লিনাক্স মিন্ট ব্যবহার করি। তাই আপনার আশা পুরণ করতে পারলাম না বলে আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি।

        “আর JD দিয়ে আশা করি কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোন গান,সফটওয়্যার,মুভিও ডাউনলোড করছেন না।”
        আমার পিসিতে কোন গান নেই। এবং সেটা যে পাইরেসিকে না বলার জন্য সেটা নিশ্চয় আপনাকে আলাদা করে বলতে হবে না? আমার বাসা আজিমপুর শেখ সাহেব বাজার। চাইলে আমার পিসি দেখে যেতে পারেন আমার বক্তব্য প্রমাণ করার জন্য।
        আবারও দুঃখিত। যেমনটা আগে বলেছি। আমি লিনাক্স মিন্ট ব্যবহার করি। GNU/Linux Distro হওয়ার কারণে আমাকে কোনরূপ পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে হয় না। সাধারণত যে যে সফটওয়্যারগুলো লাগে সেগুলো বাইডিফল্ট দেওয়া থাকে । আর দেওয়া না থাকলে আমরা সফটওয়্যার সেন্টার থেকে নামিয়ে ব্যবহার করি।
        গানের মত মুভির জন্যও একই কথা। চাইলে পরীক্ষা করে দেখে যেতে পারেন।
        যদি জানতে যান আমি শতভাগ পাইরেসি মুক্ত কিনা? তাহলে বলবো না। আমি কিছু পিডিএফ বই নামাই যেগুলোর জন্য আমি অবশ্যই পাইরেসি করি। কিন্তু সেগুলোর পরিমানও আমি কমিয়ে আনছি। আশা করি সেখানেও আমার পাইরেসির পরিমান একদিন শূণ্য হবে।

        “আর “আইডিএম অনেক রিজিউম সাপোর্ট করেনা এবং বেছে বেছে ফরম্যাটে নামানোর সুবিধা আইডিএমে নেই” এ লেখা পড়ার পর খালি হাসতেই আছি হাসতেই আছি।যে অন্তত: একদিনের জন্য হলেও IDM ব্যবহার করেছে সেও জানে IDM দিয়ে youtube থেকে সকল ফরম্যাটেই ফাইল নামানো যায়।আপনি IDM এ file type extension ঠিকমত সেট করে নিতে পারেননি বা ব্রাউজারে এক্সটেনশন এড করেননি এই দোষ তো আর IDM এর না।”
        আপনি Jdownloader সম্পর্কে যা বলেছিলেন তা নিয়ে কিন্তু আমি হাসিনি। যাই হোক, আমি যেটা বুঝিয়েছি আর আপনি আইডিএমন এ যে পদ্ধতির কথা বললেন সেই দুইটা আলাদ বিষয়। তার পরও আপনার কথা ধরেই বলছি। আপনার আইডিএমএ যেটা সেট করতে হয় সেটা আমার JDownloader এ সরাসরি করা যায়। কিছুই সেট করতে হয় না।

        দেখেন যা না তা নিয়ে আমি তর্ক করি না। আইডিএম যে ধরনের শক্তিশালী Download Manager সে ধরনের শক্তিশালী কোন Download Manager এখনো নেই। কিন্তু আইডিএম এর উপরে কোন কথা নেই ধরনের কথাগুলো আদেক্ষিলা মনে হয়।

          Level 0

          @sagir42: বাহ আপনি তো দেখছি একদম পাইরেসি মুক্ত মানুষ।স্বর্নের টুকরা! আপনি এভাবে দাবি করলে আর আপত্তি করি কিভাবে ?

          আর ”আইডিএমে সেট” করার কথা এজন্য বললাম যে বাই ডিফল্ট আইডিমে প্রায় সকল পপুলার ফাইল এক্সটেনশনই এড থাকে,কিন্তু এরপরেও অনেক ন্যুব আছে যাদের আইডিএমে মিনিমাম .mp4 বা .flv এক্সটেনশন এড করা নাই,তার ফলে এরা এই ফাইলগুলো অটো আইডিএম দিয়ে ক্যাচ করাতে পারেনা আর বলে যে আমার আইডিএম দিয়ে ডালো হয়না!……যাই হোক, এক্সটেনশন এড করা কোন আহামরি জিনিষ না বা কোন কষ্টসাধ্য ব্যাপারও না।আপনি যে বললেন বেছে বেছে ফরম্যাটে নামানোর সুবিধা IDM এ নেই এটা তো সরাসরি একটা মিথ্যা কথা বললেন,এর কি ব্যাখা দিবেন আপনি ?YTতে ভিডিও ওপেন করে দেখেন ডান কর্নারে ডাউনলোড প্যানেল দেখাবে,সেটাতে ক্লিক করে এভেইলেবল সকল ফর‌ম্যাটই আপনি ডালো করতে পারবেন।
          আরেকটা বিষয় যেটা এই টিউনে উল্লেখ করা হয়নাই এই বাল্টুস JDরে IDMএর উপরে রাখতে।সেটা হল JDতে ম্যাক্স কানেকশন সংখ্যা ২০ আর IDMএ সেটা হল ৩২।আইডিএমের সাথে পাল্লা দিতে পারে এমন ডাউনলোডার আজ পর্যন্ত হয়নি।

          Level 0

          @sagir42: বাহ আপনি তো দেখছি একদম পাইরেসি মুক্ত মানুষ।স্বর্নের টুকরা! আপনি এভাবে দাবি করলে আর আপত্তি করি কিভাবে ?

          আর ”আইডিএমে সেট” করার কথা এজন্য বললাম যে বাই ডিফল্ট আইডিমে প্রায় সকল পপুলার ফাইল এক্সটেনশনই এড থাকে,কিন্তু এরপরেও অনেক ন্যুব আছে যাদের আইডিএমে মিনিমাম .mp4 বা .flv এক্সটেনশন এড করা নাই,তার ফলে এরা এই ফাইলগুলো অটো আইডিএম দিয়ে ক্যাচ করাতে পারেনা আর বলে যে আমার আইডিএম দিয়ে ডালো হয়না!……যাই হোক, এক্সটেনশন এড করা কোন আহামরি জিনিষ না বা কোন কষ্টসাধ্য ব্যাপারও না।আপনি যে বললেন বেছে বেছে ফরম্যাটে নামানোর সুবিধা IDM এ নেই এটা তো সরাসরি একটা মিথ্যা কথা বললেন,এর কি ব্যাখা দিবেন আপনি ?YTতে ভিডিও ওপেন করে দেখেন ডান কর্নারে ডাউনলোড প্যানেল দেখাবে,সেটাতে ক্লিক করে এভেইলেবল সকল ফর‌ম্যাটই আপনি ডালো করতে পারবেন।আরেকটা বিষয় যেটা এই টিউনে উল্লেখ করা হয়নাই এই JDরে IDMএর উপরে রাখতে।সেটা হল JDতে ম্যাক্স কানেকশন সংখ্যা ২০ আর IDMএ সেটা হল ৩২।আইডিএমের সাথে পাল্লা দিতে পারে এমন ডাউনলোডার আজ পর্যন্ত হয়নি।

          Level 0

          @sagir42: আমার আচরনে কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন।

ভাইয়া আমার পিসিতে IDM ইনষ্টল থাকা সত্ত্বেও কি আমি Jdownloader ভালভাবে ব্যবহার করতে পারি?

tnx

idm e prob hole try korbo 😀

vai sob, maramari kilakili ja khusi koren. no prob. but idm is till now best DM. IDM er onek settings ace. onekei jane na. ami 3 bocor dhore calacci….. no problem.

Level 0

vai apni idm somporke kom janen apni joto gulur subida kotha bollen sob e kora jabe idm e
বিল্ডইন Winrar এবং hjsplit এর সুবিধা।sara

Level New

@m0bst3r:
উপরে কেন যেন আমি আপনার মন্তব্যের প্রতুত্তর করতে পারছি না। তাই এখানে উত্তর দিলাম। আশা করি আপনার নজরে পড়বে।

“বাহ আপনি তো দেখছি একদম পাইরেসি মুক্ত মানুষ।স্বর্নের টুকরা! আপনি এভাবে দাবি করলে আর আপত্তি করি কিভাবে ?”
আমি নিজেকে কিন্তু পাইরেসি মুক্ত বলি নাই। তাই এই কথাটার কোন গুরুত্ব নেই। 😀

“আর ”আইডিএমে সেট” করার কথা এজন্য বললাম যে বাই ডিফল্ট আইডিমে প্রায় সকল পপুলার ফাইল এক্সটেনশনই এড থাকে,কিন্তু এরপরেও অনেক ন্যুব আছে যাদের আইডিএমে মিনিমাম .mp4 বা .flv এক্সটেনশন এড করা নাই,তার ফলে এরা এই ফাইলগুলো অটো আইডিএম দিয়ে ক্যাচ করাতে পারেনা আর বলে যে আমার আইডিএম দিয়ে ডালো হয়না!……যাই হোক, এক্সটেনশন এড করা কোন আহামরি জিনিষ না বা কোন কষ্টসাধ্য ব্যাপারও না।”
কোন কিছুর সেটিংস কারই কষ্টসাধ্য কিছু না। নেট থেকে ক্রাক ভার্সন নামানো, ক্রাক করা, সেটিংস করা, এক্সটেশন চালু করা সবই খুব সহজ। এক সময় আমিওতো করতাম। 😉

“আপনি যে বললেন বেছে বেছে ফরম্যাটে নামানোর সুবিধা IDM এ নেই এটা তো সরাসরি একটা মিথ্যা কথা বললেন,এর কি ব্যাখা দিবেন আপনি ?”
ব্যাখ্যা আগেই দেওয়া ছিল। আমি আগেই বলেছি আমি তিনবছর ধরে জেডাউনলোডার ব্যবহার করছি। তাই আইডিএমএ কি নতুন যুক্তি হয়েছে তা আমার জানান কথা না। স্বীকার করছি এটা আমার অজ্ঞতা প্রসুত কথা ছিল। কিন্তু কোনটা মিথ্যা বলা আর কোনটা অজ্ঞতা প্রসুত বলা সেটা আপনি একবারও ধরতে পারলেন না। উপরন্তু আমাকে মিথ্যাবাদী বললেন। :'(

“YTতে ভিডিও ওপেন করে দেখেন ডান কর্নারে ডাউনলোড প্যানেল দেখাবে,সেটাতে ক্লিক করে এভেইলেবল সকল ফর‌ম্যাটই আপনি ডালো করতে পারবেন।”
আমি পূর্বেই একবার বলেছি আমি কোন সুবিধার কথা বলছি তা আপনাকে বুঝাতে পারিনি। একটু ছবিটা দেখুন এবং বলুন এই ধরনের কোন সুবিধা আইডিএমএ আছে কিনা? আমিও জ্ঞান অর্জন করি।
https://imagizer.imageshack.us/v2/1221x483q50/674/hQabtc.png

“আরেকটা বিষয় যেটা এই টিউনে উল্লেখ করা হয়নাই এই JDরে IDMএর উপরে রাখতে।সেটা হল JDতে ম্যাক্স কানেকশন সংখ্যা ২০ আর IDMএ সেটা হল ৩২।আইডিএমের সাথে পাল্লা দিতে পারে এমন ডাউনলোডার আজ পর্যন্ত হয়নি।”
কথাটা কিন্তু আমি আগেই বলেছি। IDM এর মত কোন ডাউনলোড ম্যানেজার এখনো নেই। তাই রিপিড টেলিকাস্টের কোন অর্থ হয় না।

নিশ্চয়তা দিচ্ছি আপনার কথায় কোন কিছু মনে করিনি।
————————————————

এই কথাগুলো পুরাই অতিরিক্ত। যদি ইচ্ছে না করে তবে না পড়লেও হবে।

আমি স্বেচ্ছায় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে কাজ করি পাইরেসি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমাদের প্রধান উদ্দেশ্য থাকে আমরা যেন কোন সফটওয়্যার পাইরেসি না করি। এর জন্য আমরা ওপেনসোর্স সফটওয়্যার বা মুক্ত প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহ প্রদান করি। যেমন পাইরেসি না করে অপারেটিং সফটওয়্যার হিসেবে উবুন্টু, লিনাক্স মিন্ট, ফেডোরা ইত্যাদি ব্যবহার, অফিসের জন্য OpenOffice.org বা LibreOffice, গ্রাফিক্স এর জন্য GIMP, Inkscape, Blender, ইত্যাদি ব্যবহার করার জন্য উৎসাহ দিয়ে থাকি।
ঠিক তেমনি ডাউনলোড ম্যানেজার হিসেবে JDownloader, Xtreme Download Manager ইত্যাদির কথা বলে থাকি।

আমাদের কথা হল পাইরেসি করে ঘি ভাত খাওয়ার দরকার নেই। আমরা সহজ ভাবে নাহয় পান্তা ভাতই খাই।

স্বীকার করি মুক্তি প্রযুক্তির অনেক সফটওয়্যারই এখনো প্রোপাইটরি সফটওয়্যারের মত এত ভাল হয়ে উঠেনি কিন্তু ঐ যে বললাম, “আমাদের পান্তা ভাত. . .”

ভাল থাকবেন।

    Level New

    @m0bst3r:
    আরেকটা বিষয় বলে রাখি। আমি যে ছবি দিয়েছি সেখানে যে গানের লিংক দিয়েছি সেটা কিন্তু আমি নামাইনি।
    পরে আবার বলতে পারেন এই যে একটা পাইরেসি করলাম। 😉

আপনারা দয়া করে ঝগড়া বন্ধ করুন

offline installer দিতে পারলে ভাল হত

East or west, IDM is the best! 😀

ভাই পারলে JD র 35 MB র ফাইল টার ডাউনলোড লিংক টা দিন। মানে মেইন ফাইলটার ব্যাকআপটা দিন, যেন আমি নেট কানেক্ট ছাড়াই Install দিতে পারি।

Very Useful post.
Thanks For Sharing.
http://www.galaxyakash.blogspot.com