Windows Live OneCare ব্যবহার করেছেন?

এক সময় KasperSky ব্যবহার করে সুখ পেয়েছিলাম।

পরে যখন KasperSky-এর লাইসেন্স বাতিল হয়ে গেল তখন হন্যে হয়ে খুঁজছিলাম নতুন Antivirus Software। পয়সা দিয়ে কেনার উপায় ছিল না। তখন খুঁজে-পেতে বের করি এই Windows Live OneCare। প্রায় এক বছর ধরে ব্যবহার করছি এই সফটওয়্যারটি। এখন আমার পিসি নিয়ে কোন চিন্তা করতে হয় না। সে নিজে নিজে আমার পিসির সব ঠিকঠাক রাখে।

বিভিন্ন ব্লগে দেখি নানা মানুষ নানান Antivirus Software-এর কথা তোলে। এইটা ভাল তো ঐটা খারাপ। এইটার লাইসেন্স কি পাওয়া গেলে ঐটার পাওয়া যায় না, ইত্যাদি।

onecare1.jpg

আমার মনে হয় আপনারা Windows Live OneCare ব্যবহার করে দেখতে পারেন। আমি এটা ব্যবহার করে এত সন্তুষ্ট যে আমি এটির লাইসেন্স কিনে নিয়েছি এক বছরের জন্য।

যারা কিনে ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য একটি উপায় বাতলে দেয়া যায় (যা আমি এতদিন করে এসেছি)। Windows Live OneCare এর Trial version টি ৯০ দিন চলে। বাসায় ইন্টারনেট থাকলে এটি নিজে নিজেকে আপডেট করে নেয়। আমি ৯০ দিন পর পর Windows রি-ইন্সটল করতাম। তাতে করে আমার কাজ চলে যেত।

এই লিংকে ক্লিক করে Windows Live OneCare-এর Trial version-টি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন।

যেই ফিচারগুলো আমাকে মুগ্ধ করেছেঃ

১. ফায়ারওয়াল সেটিংসটিকে নিজের মত করে সহজ উপায়ে সাজিয়ে নেয়া যাওয়া। বিশেষ করে কম্পিউটারে আমার মত বকলম যারা তাদের কোন বেগ পেতে হবে না। কোন কোন সফটওয়্যারকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে দিবেন তা নিজে সাজিয়ে নিতে পারা কিন্তু জরুরী। মনে করুন, আপনি iPod ব্যবহার করেন। এখন ঝামেলা হল iPod, iTunes ছাড়া নিজেকে সাজাতে পারে না। আর যখন আপনি আপনার পিসিতে iTunes-ডাউনলোড করবেন তখন এই ফালতু সফটওয়্যারটি খালি খালি ইন্টারনেটে নিজেকে সংযুক্ত করে আপনার ব্যণ্ডউইডথ খাবে। কিন্তু Windows Live OneCare-এর মাধ্যমে এই ধরনের খুচরা সফটওয়্যারের ইন্টারনেট সংযুক্তি প্রতিরোধ করতে পারবেন মুহুর্তেই।

onecare2.jpg

onecare3.jpg

২. টিউন-আপ-এর মাধ্যমে পিসিকে আরো smooth ও efficient করে তোলে।

৩.  সময় মত ব্যাক আপের মাধ্যমে প্রয়োজনীয় ফাইলপত্র সুরক্ষিত রাখে।

দেখুন ব্যবহার করে। আমি নিশ্চিত, খারপ লাগবে না।

Level 0

আমি সাঈদ রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

টিউন টা ভাল হয়েছে কিন্তু আমি তো আজকেই এটা নিয়ে টিউন করেছি যা হোক আমি শুধু ডাউনলোড লিংক দিয়েছিলাম।

Level New

তবে বিস্তারিত জানাবার আপনাকে ধন্যবাদ দিতেই হয়।

তাই নাকি? আমি আসলে না দেখেই পোস্টটা দিয়েছি। আপনি চাইলে আমি আমারটা সরিয়ে দিতে পারি। ধন্যবাদ!

Level New

না তার দরকার নেই আপনার টিউনটা সুন্দর হয়েছে।

Level 0

Said bhai,when i install with onecare then display screen as “the procedure entry point GetProcessID could not be located in the dymanic link library KERNEL32.dll. ”
how do i can to solve this software as onecare ?

Level 0

১. ৯০ দিন পর পর Windows রি-ইন্সটল করা আমার কাছে প্র্যাক্টিকাল মনে হয় না।
২. কত টাকা দিয়ে কিনলেন?

@লাভ ডেফ, আপনার ব্যাপারে সাহায্য করতে পারছি না বলে দুঃখিত।

@নূর, অস্ট্রেলিয়ান ডলার ৯৯ দিয়ে কিনলাম।

ধন্যবাদ ভাই সাঈদ, কিন্তু এটাতো প্রথম ইন্সটলার ফাইল ডাউনলোড হয়, তারপর ইন্সটল করার সময় আবার ডাউনলোড শুরু হয়, এর কি কোন সম্পুর্ন ইন্সটলারটা পাউয়া যাবে? জানাবেন।

নাহ, অনেক স্লো করে দিল পিছি, ক্যাসপারই ভাল আমার জন্য……….