পোর্টেবল সফটওয়্যারের জন্য আর ওয়েবসাইটে ওয়েবসাইটে ঘুরতে হবে না,এখন থেকে যে কোন সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার বানান আর আপানার PC সিস্টেমকে রাখুন জঞ্জাল মুক্ত এবং Smooth

আসসালামু আলাইকুম,

আশা করি ভাল আছে সবাই। আজ আপনাদের সাথে এমনই একটা সফটওয়্যার এর লিংক দেব যার মাধ্যমে আপনি কোন সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার বানানতে পারবেন।আমি আজকে এই পোর্টেবল সফটওয়্যার মেকারের পুরনাঙ্গ ব্যবহার step by step বর্ণনা করব যাতে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনিয় সফটওয়ার গুলোকে পোর্টেবল বানাতে পারেন।

পোর্টেবল সফটওয়্যার কি সে বিষয়ে আর বিস্তারিত বলবনা।শুধু এক কথায় বলি- পোর্টেবল সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারের জন্য PC তে ইন্সটল করার দরকার হয় না।তাই আপানার কাছে যদি আপানার প্রয়োজনিয় সফটওয়্যার গুলোর পরতাবালে ভার্সন থাকে তাহলে নতুন করে PC তে উইন্ডোজ দিলেও এক এক করে ওই সব সফটওয়্যার ইন্সটল দেয়ার দরকার হবে না।ইন্সটল দেয়ার ঝামেলা নেই যার ফলে আপানার PC থাকে জঞ্জাল মুক্ত এবং Smooth, তাছড়া সময় আর সিস্টেমের জায়গাও উভয়ই সেভ হয়।

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

যা যা করতে হবেঃ


১. প্রথমে সফটওয়্যার এবং সিরিয়াল কি  ডাউনলোড করুন এখান থেকে;

২. এখন নিচের ছবি অনুযায়ি step by step বর্ণনা ফলো করুন-

বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।

আশা করি সবার কাজে লাগবে।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

AY Software Te Download korse Setup Dese But Virus Ar moto Computer Kamon Jeno Hoya Gasa Plsase Kew Ay Software te setup deben na

ভাই সফটওয়্যার টা আমার পিসি তে ইন্সটল দিয়ে দিয়েই ত টিউতট্রিয়াল টা বানাইলাম।আমি কোন প্রব পাইনাই…