যেভাবে বিদলে যেতে পারে জীবন,যাদের জীবন যাপনের স্টাইল হতে পারে আপনার জীবনের পাথেয়।

আসসালামু আলাইকুম,

আজ আপনাদের জন্য নিয়ে আসেছি এমন একটি বেস্ট সেলিং বুক যাতে আছে বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী।যাদের জীবন যাপনের স্টাইল হতে পারে আপনার জীবনের পাথেয়।

আমাদের এ সুন্দর পৃথিবীতে এসেছেন অনেক জ্ঞানী-গুণীজন, ধর্ম প্রচারক,প্রতাপশালী রাজা-বাদশাহ, ক্ষমতা ধর নেতা, বীরযোদ্ধা, গবেষক, নির্মাতা,উদ্ভাবক, লেখক, কবি ইত্যাদি। তাঁদের মধ্যে কেউ পৃথিবীতে এনেছে খুশির জোয়ার, কেউ এনেছে ভয়াবহ বিপর্যয়, কেউ দিয়েছে মানব জীবনে শান্তি, কেউ এনেছে অশান্তি।

আমাদেরও বসে থাকলে চলবে না কাঁধে কাঁদ মিলে দেশকে এগিয়ে নিতে হবে।সেই জন্য চাই সঠিক জ্ঞান যা আমাদের শক্তি যোগাবে এবং জাগাবে ইচ্ছাশক্তি। সেই ইচ্ছা শক্তির প্রেরণা যারা, যাদের জীবনী থেকে নিতে পারি অনেক তথ্য তাঁদের নিয়েই মূলত এই বইটি।

নিলখেতে অনেকেই দেখে থাকবেন এই বইটা।আজ ওয়েবসাইট ঘুরতে ঘুরতে এই বইটির সফট কপি পেয়ে গেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি।

ডাউনলোড লিংকঃ বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী

ধ্যন্যবাদ সবাই।


আশা করি সবার কাজে লাগবে

ভাল থাকবেন সবাই।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।


Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস