ফাইল শেয়ার করুন কোথাও upload না করেই (LAN, WIFI অথবা Over the internet যে কোন মাধ্যমে)

এক পিসি থেকে অন্য পিসিতে ফাইল শেয়ারিং খুবই দরকারি একটি কাজ।হতে পারে সেটা LAN, WIFI অথবা Over the internet। এই কাজটি আপনাকে easy করে দিবে ছোট একটা সফটওয়্যার। এর মাধ্যমে আপনি  LAN, WIFI অথবা Over the internet ফাইল শেয়ার করতে পারবে কোন সাইট এ ফাইল উপলোড না করেই।

ধরুন আপনি আপানার বন্ধুর সাথে চেট করছেন তখন যদি কোন ফাইল শেয়ার করতে চান তাহলে হয় আপনাকে মেইল করতে হবে অথবা কোন ফাইল শেয়ারিং সাইট এ আপলোড করতে হবে। কিন্তু ফাইল তা যদি হয় বড় তাহলে ত আর জন্ত্রনার শেষ নাই।

এই সফটওয়্যার টির মাধ্যমে আপনি খুব সহজে ফাইল শেয়ার করতে পারবেন মেইল বা কুথাউ upload না করেই। just link share করে।


যা যা করতে হবেঃ

০২. সফটওয়ার টি রান করুন

 ০৩. নিচের ছবির মত ফাইল ড্রাগ করে সফটওয়্যার টি তে ছাড়ুন

  ০৩. নিচের ছবির মত দেখানো লিংক টা কপি করে শেয়ার করুন

ভাল থাকবেন সবাই।

 

আশা করি সবার কাজে লাগবে।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস