এক ক্লিক এই প্রসেসর হয়ে যাবে core i 7

শুভ নববর্ষ,

আপনি কি আপানার PC কে core i 7 এ রুপান্তর করতে চান?কিন্তু পকেট ফাকা।তবে এই টিউন টি আপনার ই জন্য।

এক ক্লিক এই আপনার PC কে core i 7 করে অবাক করে দিন আপনার বন্ধুদের।

 

 

 

এর জন্য আপনাকে কিছুই করতে হবে না।

শুধু এখান থেকে একটা ছোট ফাইল ডাউনলোড করে JUST open করলেই কাজ শেষ।

এরপর আপনি আপনার Computer এর Properties এ গিয়ে দেখুন আপনার কম্পিউটার হয়ে গেছে core i 7।কোন ঝামেলা ছাড়াই। (Right click on MY PC/Computer then Click On Properties)

 

আর এই সফটওয়্যার এর সুবিধা হল PC Restart করলেও Restore হবে না।

 

 

আজকে এইটুকুই। যদি ভাল লাগে টিউমেন্টস করতে ভুলবেন না।

 

 

 

যদি এই বিষয়ে আগে কোন টিউন হয়ে থাকে বা ভুল হলে ক্ষ্মা করবেন।

যদি কোন প্রবলেম হয় তবে যোগাযোগ কতে পারেন।

আর সবশেষে আবার ও জানাতে চাই শুভ নববর্ষ।

নিজে ভাল থাকুন আর অন্যকে ভাল রাখুন।

 

 

একটা বৈশাখের গানঃ

এসো হে বৈশাখ, এসো এসো 
এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো...যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো...মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
এসো এসো...

Level 0

আমি আসিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা করে লাভ কি?

    লাভ তেমন নেই।শুধু বন্ধুদের বোকা বানানো।

    ধন্যবাদ #মাসুম আহমাদ কাফিল টিউমেন্টস এর জন্য।

আবার Restore করবো কি করে ?

    Restore করা খুব সহজ।
    শুধু Task Masager>Start-up থেকে gg.bat টি Enabled আছে তা Disabled করে দিতে হবে।
    তারপর PC Restart দিলেই কাজ শেষ।
    Restore হয়ে যাবে।
    #Abdullah Al Baki টিউমেন্টস এর জন্য ধন্যবাদ।

এটা একটা টেম্পোরাটি প্রসেস। পিসি রিস্টার্ট দিলে আবার আগের মতো হয়ে যাবে। বহুবার টিউন হওয়া এই টপিক্সটির জন্য আবারও ধন্যবাদ 🙂 আশা করি নতুন কিছু নিয়ে নিয়মিত লিখবেন।

    ধন্যবাদ #সানিম মাহবীর ফাহাদ টিউমেন্টস এর জন্য।
    পিসি Restart দিলেও Restore হবে না।
    আপনি একবার ট্রাই করে দেখেন প্লীজ।

pcr shob information hack hobe may be :/

    #মাহিন মৃধা
    আমার মনে হয় আপনার ধারনা টা ঠিক না।
    এটি খুব সহজ একটা ট্রিক।এই Software টা শুধু প্রসেসর এর নাম টাই পরিবর্তন করতে পারে।
    তাই hack হবার সম্ভাবনা নেই।

windows dela ke abar ager moto hoya jabe???