TeamViewer।অনবদ্য File sharing software সফটওয়্যার।পার্ট-২

আস-সালামু-আলাইকুম।

কিছুদিন আগে Team Viewer Software নিয়ে একটি পোস্ট হয়েছিলো।সেটা তে অনেক তথ্য দেওয়া হয়নি।তাই এর পরের অংশ  আমি শেয়ার করলাম।আশা করি সবার কাজে লাগবে,

Team Viewer worlds most popular .এর মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবির যেকোনো কম্পিউটার এর সাথে সংযোগ স্থাপন করে ফাইল শেয়ার,তথ্য আদান প্রদান করতে পারবেন।

আসুন জেনে নেই কিভাবে আপনি এর মাধ্যমে ফাইল শেয়ার করবেন।প্রথমে আপনি Team Viewer Software latest version এখান থেকে নামিয়ে নিন।।এখন  নিচের ছবি গুলো অনুসরন করুন।

প্রথমে software টি রান করুন।বাম দিকে লক্ষ করুন YOUR ID এবং  Password দেয়া আছে।আপনি যার সাথে কানেক্ট হতে চান তার আইডি ও পাসওয়ার্ড আপনি নিন এবং আপনার টা তাকে দিন।এর পর File Transfer এ টিক দিয়ে Connect Partner  এ ক্লিক করুন।

দেখুন যে কানেক্ট হয়েছে।এবার ছবি তে খেয়াল করুন।আপনি যার সাথে কানেক্ট হয়েছেন তার ড্রাইভ গুলো ডান দিকে দেখাচ্ছে আর আপনার টা বাম দিকে দেখাচ্ছে।

এবার আপনি তার পিসি থেকে কিছু নিতে চাইলে তার ড্রাইভ ব্রাউস করুন এবং কোন ফাইল টি ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন।তার আগে আপনি ফাইল টি আপনার পিসি তে কোথায় রাকবেন তা আপনার ড্রাইভ এ দেখিয়ে দিন।যেমন আমি Desktop সিলেক্ট করেছি।সিলেক্ট করা হয়ে গেলে তার ড্রাইভ এর উপরে Receive এ ক্লিক করুন।

এবার দেখুন যে ডাউনলোড শুরু হয়ে গেছে।স্পীড লক্ষ করুন।৯৬০কেবি।

এখানে কয়েকটা ব্যপার লক্ষ্য রাখতে হবে।ফুল স্পীড পেতে হলে যার সাথে কানেক্ট হবেন সে যেনো আপনার সার্ভার/নেটওয়ার্ক এর ভিতরে হয়।নাহলে কিন্তু ফু স্পীড কখনই পাবেন না।

Sodftware টি ব্যবহার করা খুবি সহজ।আশা করি সবাই বুঝতে পেরেছেন।ধন্যবাদ।

ফ্রি সফটওয়্যার এর জন্য এখানে ক্লিক করুন।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন………….

    Level 0

    ধন্যবাদ।

আচ্ছা মুকুট ভাই, বাংলাদেশের নেটের যা স্পীড তাতে আরএকজনের পিসি কতটুকু স্পীডে এনালাইস করা যাবে?

    Level 0

    আপনি যে স্পীড ব্যবহার করেন তাই পাবেন।কিন্তু একই Broadband Network এর আওতায় ব্যবহার করলে সুপার স্পীড পাবেন।যেমন টা আমি দেখিয়েছি।

    আপনি যদি ফাইল ট্রান্সফার না করে পিসি Remote Control এর মাধ্যমে দেখতে চান তাহলে নরমাল স্পীড ই যথেষ্ট।
    ধন্যবাদ।

খুভ ভাল লাগল
কিন্তু আর একটি ব্যপার জানতে চাই, পাটনারের কম্পিউটার থেকে আমার কম্পিউটারে সেভ করতে হলে কপি করে পেষ্ট করা যাবে কিনা?

    Level 0

    কপি পেস্ট করতে পারবেন না।কিভাবে ফাইল নিতে হবে সেটা উপরে দেখিয়েছি।আশা করি বুঝতে পারবেন।না পারলে আবার বলবেন।
    ধন্যবাদ।

Level 0

মুকুট ভাই,আমার বন্ধু আমার pc থেকে নিলো 1.4/mbps স্পিডে,আমি যখন আমার বন্ধুর pc থেকে নিতে গেলাম তখন পেলাম only 30/kbps।এটা কেন হলো?আমরা দুজনেই XP user.

    Level 0

    সেটা কিভাবে হলো তা বলতে পারবনা।আমারো কিছু দিন আগে এমন হয়েছিলো।পরে এক্সপি সেটআপ দেয়ার পর ঠিক হয়েছে।

Level 0

আস সালামু আলাইকুম।

    Level 0

    ওয়ালাইকুমুস-সালাম।

টেটিতে একটা টিউনে জনৈক ভদ্রলোক আপনার কমন্টের উপর ক্ষিপ্ত হয়ে অনেক বকাবকি করে বললঃ "পারলে আপনি কিছু টিউন করে দেখান" আসলে তা দেখিয়েছেন। ধন্যবাদ এগিয়ে যান আমরা আপনার সাথে আছি। আর টিউনাররা যেন টিউন করতে উৎসাহীত হয় এমন কমেন্ট্ আশা করি। (Please don't mind)

    Level 0

    হাহাহাহা।আপনি ঠিক বলেছেন।আমার মনে আছে।ওটা একটা ছবির টিউন এ বলেছিল।কাজের টিউন না করে অকাজের টিউন করলে কার না রাগ হয়।

    আপনার উপদেশ আমলে রাখবো।মাইন্ড করিনি।ধন্যবাদ।

জিনিসটা আমার লাগবে না । টি উনটি সুন্দর হয়েছে তাই ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ

Thanks a lot bro……..

অনেক দিন ধরে ইউস করছি……কঠিন…তবে file transfer থেকে Remotely login টার সার্ভিসটা ভাল…ধন্য বাদ

    Level 0

    remote এ করলে যার টা করবেন সে তো আর ব্যবহার করতে পারবেনা।ওটাও একটা মজা

আমিও অনেকদিন থেকেই ইউস করি অসাধারন একটি সফট।

অনেক দিন প্রায় ২ বছর ধরে ব্যাবহার করছি খুব মজার

Level 0

thanks

আমি কিউবি ১২৮ ইউজ করি, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে আমি আমি অন্য কিউবির সাথে কত স্পিড পেতে পারি?
অন্য লাইনটা যদি কেবল কানেকশন ১২৮ হয় তাহলে কত পেতে পারি?

"Sodftware টি ব্যবহার করা খুবি সহজ" তাই ইউজ করব

ধন্যবাদ

    Level 0

    ১২৮/৮=১৬কেবি।
    আপনি ১৬ কেবি এর বেশি পাবেন না মনে হয়।কারন আমি Wimax এ এটা ব্যবহার করিনি।BroadBand হলে ১মেগা এর উপরে পাবেন।

আমি যখন অন্যের পিসি ইউজ করব তখন সে কি তার পিসি ইউজ করতে পারবে না? মানে পুরা আমার কন্ট্রোলে থাকবে? অফ করার আগ পর্যন্ত একটু বুঝিয়ে বলুন

    Level 0

    আপনি যদি Remote control এ লগিন করেন তবে অন্যের পিসি আপনি নিয়ন্ত্রন করবেন।আপনি আপনার পিসি থেকে কার্সর নারালে ওই পিসি তে কার্সর নরতে থাকবে এবং সে কোনো কাজ করতে পারবেনা।আর যদি File Transfer এ লগিন করেন তবে কোনো সমস্যা হবেনা।কারন ওটা তে শুধু ফাইল নেয়া জায়।আশা করি বুঝতে পেরেছেন।

Level 0

সফটওয়্যার কিছুক্ষন ইউজ করার পর কিনতে বলে, কারো কাছে সিরিয়াল, ক্রাক থাকলে দিবেন প্লিজ

    Level 0

    কিনতে বললে Cancel এ ক্লিক করবেন।আর কিছু করতে হবেনা।এটা এমন না যে না কিনলে বন্ধ হয়ে যাবে।এটা সম্পুর্ন ফ্রী।ইন্সটল করার সময় Non-Comercial এ ক্লিক করে নিবেন।

nice

vaia gp to gp kemon speed hobe ??? atay ke amr packege data spend hobe ?>?

vai shunlam eta diye maki onner net o share kora jay?? eta ki true?? n kivabe??

    Level 0

    করা যায়।তবে যার টা ব্যবহার করবেন সে তখন কিছুই করতে পারবে না।কারন আপনি আপনার পিসি থেকে কার্সর নারালে তারটাও নরবে।

    bujhlam na!!! AMR net use na kore tar net use kora jabe?? mane ami download korle tar bandwith a downld korte parbo??? dhorun ami use kori 256kbps! se use kore 1mbps! tar net use korle ki ami 1mbps pabo??
    r ID n password pabo kotha theke???

Level 0

আমিও অনেকদিন যাবত রিমোট কন্টোল এবং ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করি। অসাধারণ…

Level 0

সবই বুঝলাম মুকুট ভাই, কিন্তু একটা কথা ছিল আমার, আমি টিম ভিউয়ার ব্যবহার করছি,এখন সেটা অকেজো, কারণ লাইসেন্স নাই আমার কাছে, trial টা ব্যবহার করছিলাম আমি, এখন লাইসেন্স এর অভাবে আর ব্যবহার করতে পারতেছি না, যদি আপনার কাছে লাইসেন্স এর কোন ব্যবস্থা থাকে অথবা এন্টারপ্রাইজ ভার্সন থাকে তাহলে আমাকে লিংক টা দিবেন? দয়া করে। উপকৃত হব , ভালো থাকবেন, আরো প্রয়োজনীয় অনেক টিউন করবেন এই প্রত্যাশায় রইলাম—

    @mithushan: টিম ভিউয়ার এর জন্য তো কোনো লাইসেন্স লাগেনা।আপনি ইন্সটল এর সময় Personal/non-commercial সিলেক্ট করে ইন্সটল করবেন।তাহলে আর লাইসেন্স লাগবেনা।

Level 0

ধন্যবাদ, মুকুট ভাই, আমি ট্রাই করবো, আমি জানতাম না, আমার লাইসেন্স চাইছিল তাই আমি বলছিলাম
আবার ও ধন্যবাদ আপনাকে……………….

Level 0

আইডি ও পাসওয়ার্ড কিভাবে স্থায়ী করা যায়

Level 0

ধন্যবাদ।এই software টা খুবি জনপ্রিয়।তাই সবার ই জানা আছে।ধন্যবাদ।