শুক্কুর_বারের বিশেষ উপহার (সকল সিম্ফোনি symphony হ্যান্ডসেটের পি সি স্যুট)

টিউনার ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভাল আছেন। প্রথমেই বলে নেই যে যারা Symphony হ্যান্ডসেট ব্যাবহার করেন তাদের জন্য উপকারী।
আমি টি.টি তে নিয়মিত পাঠক কিন্তু আমি এত ভাল ভাল টিউন এখানে দেখিযে নিজেকে টিউন করার মত উপযুক্ত মনে হয় না। সে যাই হোক কয়েকদিন আগে আমি খুব হন্যে হয়ে আমার সিম্ফোনি D70 হ্যান্ডসেটের জন্য একটা পিসি স্যুট খুজছিলাম কারন আমার কিছু এস এম এস পিসিতে ব্যাকআপ করা দরকার ছিল এবং ইন্টারনেট ঘেটে তন্ন তন্ন করে খুজেও তখন সেটা পাইনি 🙁
কিছুদিন পর দেখি এক ভাই সিম্ফোনি D70 সেটের জন্য পিসি স্যুট চেয়ে টিটিতে হেল্প চেয়েছেন কিন্তু সেরকম কোনো সাড়া দেখিনি।
তারপর এটা পাবার আশা যখন ছেরেই দিয়েছি ঠিক তখনি একটা সুপার পিসি স্যুট পেয়ে গেলাম যা সকল সিম্ফোনি হ্যান্ডসেটের জন্য কাজ করে(যদিও আমি এ পর্যন্ত D70,FT30,S90 এ তিনটি মডেলে কাজ করেছি এবং কোনো সমস্যার সম্মুখীন হইনি)। তাই বিশ্বাস করি অন্য হ্যান্ডসেট গুলোর ক্ষেত্রেও এটা কাজ করবে।
আসুন দেখি এটা দিয়ে কি কি কাজ করা যায়ঃ
১. হ্যান্ডসেটের তথ্য ব্যাকআপ এবং রিষ্টোর করতে পারবেন
২. হ্যান্ডসেটকে ডায়ালআপ মোডেম হিসেবে ব্যাবহার করতে পারবেন
৩. কন্টাকনাম্বার ব্যাকআপ করতে পারবেন
৪. মেসেজ ব্যাকআপ করতে পারবেন
৫. মোবাইলের এলার্ম কখন দিয়েছেন সেটা চেক করতে এবং পরিবর্তন করতে পারবেন।Symphonyনিচের লিঙ্ক থেকে সফটওয়ারটা ডাওনলোড দিয়ে জিপ ফোল্ডারটা খুলে setup.exe ফাইলটা ডাবলক্লিক করে ইন্সটল করুন।

http://www.6ybh-upload.com/2qhkteishwke/Symphony_pc_suite.rar
ইন্সটল কম্পলিট করে মোবাইলটা ডাটা কেবল দিয়ে কম্পিঊটারে সংযুক্ত করে মোবাইল থেকে com port সিলেক্ট করুন। প্রথমবার ড্রাইভার সেটআপ হয় তাই হয়তো খানিক সময় নিবে কিন্তু এরপর থেকে মোবাইল কানেক্ট করে com port সিলেক্ট করে সফটওয়্যারটা চালু করলেই মোবাইল কানেক্টেড দেখাবে।
আমি টিটি তে লিখার ক্ষেত্রে নতুন তাই কোন রকম ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

টেকটিউন কতৃপক্ষকে বলছি, মানুষের উপকার হবে এমন একটা ব্যাপার শেয়ার করেছি তারপরও আপনারা আগের পোষ্টটা মুছে দিয়েছেন। দয়া করে লিখা মুছে দিয়ে নতুন করে লিখার ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করবেন না।

দয়া করে মুছবেন না।

Level 0

আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজে লাগার মত সফট…চালিয়ে জান।মোবাইল নিয়ে আরও ভাল পোস্ট চাই।

    ধন্যবাদ ভাই, মনে থাকবে এবং আমার সাধ্যমত আমি চেষ্টা করব।

সিম্পুনি মোবাইল দিয়ে কত কেবি স্পিড পাওয়া যায়?

    এটা হ্যান্ডসেটের উপর নির্ভর করে, তবে সাধারনত 10-30kb পাওয়া যায়।

ধন্যবাদ

ভাই আমারে কি একটা ZTE mobile এর PC Suite manage করে দেওয়া যাবে??
দিতে পারলে খুবই ভাল হত!!

    sorry bro, ঠিক এ মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারছি না। আপনি টেকটিউন্স হেল্প ডেস্ক এ সাহায্য চাইতে পারেন।

Level 0

যদি কাজ করে তাহলে আপনাকে হাজার ধন্যবাদ। i have been looking for this soft for a long time

    আমার বিশ্বাস কাজে লাগবে। তারপরও কাজ হলো কিনা জানাবেন। এবং কোন হ্যান্ডসেটে কাজ করেছে সেটাও বলতে ভুল্বেন না।

    Level 0

    many many many thank. worked on my ft10

এটিউন মুছলে টেকটিউনসের মডারেসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয় । অনেক উপকারি পোস্ট এটা । আমি অনেক দিন ধরেই খুজছিলাম এটা ।

    নীতিমালার ভঙ্গ করেনা এমন টিউন মডারেটররা কখনোই ডিলিট করেন না।আপনি যদি মনে করেন, আপনার ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে তাহলে এডমিন বরাবর মেইল করতে পারেন।তবে আবেদন করার আগে নীতিমালা পড়ে আসুন।মডারেশানের সচ্ছতার ক্ষেত্রে টেকটিউনস এডমিন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

    Level 0

    নীলাকাশ কে বলছি্‌ ‌না জেনে টেক্টিউন্স কে দোষ দিচ্ছেন কেন?আপনার এই টিউন মুছে ফেলার মত নয় সেটা আপনি ভাল করেই জানেন।

    আপনার এই লেখা দেখে খুব রাগ হচ্ছে
    """""টেকটিউন কতৃপক্ষকে বলছি, মানুষের উপকার হবে এমন একটা ব্যাপার শেয়ার করেছি তারপরও আপনারা আগের পোষ্টটা মুছে দিয়েছেন। দয়া করে লিখা মুছে দিয়ে নতুন করে লিখার ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করবেন না।

    দয়া করে মুছবেন না।"""""""""

    এই টিউন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ,কারন আমার বাসায় সবাই সিম্ফনি ব্যবহার করে।এবং এই সফট অনেক কাজে লাগবে।

    মেহেদি ভাই, প্রথমবার ঠিক এই পোষ্টটাই প্রথম যখন দেই তখন একবার প্রিভিউ দিয়ে তারপর পেন্ডিং হয়ে যায়। দ্বিতীয়বার দেবার পর আর সমস্যা হয় নি।

    নিশাচর ভাই, এডমিনের মেইল আইডি আমি জানিনা, নাহলে লিখতাম।

    Mukut ভাই, "নীলাকাশ কে বলছি্‌ ‌না জেনে টেক্টিউন্স কে দোষ দিচ্ছেন কেন?আপনার এই টিউন মুছে ফেলার মত নয় সেটা আপনি ভাল করেই জানেন।"
    আপনার এই লেখা টা দেখে আমারও খুব খারাপ লেগেছে, কারণ ইতোমধ্যে আমার সাথে এই টিউন নিয়েই একবার সমস্যা করা হয়েছে। সো না জেনে তো লিখার প্রশ্নই আসে না।
    টিউনটি আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

ধন্যবাদ সফ্টটি শেয়ার করার জন্য। সিম্ফনি মোবাইল বলতে আসলে কোন ধরণের মোবাইলকে বুঝায়।? একটু বিস্তারিত বলবেন কি?

    ভাই, বাংলাদেশের ৫ বছরের বাচ্চাও এখন সিম্ফোনি ব্রান্ড চেনে। বিস্তারিত বলার দরকার কি?!!!
    ঠিক বুঝলাম না 🙁

thanks … kindly inform me …

সিমপোনিতে কি নাম্বার ব্লক ও কল রেকোড করা যাবে

    সেটা depend করে আপনি কোন মডেলের হ্যান্ডসেট ব্যবহার করেন, আর সে মডেলে উক্ত সুবিধাগুলো আছে কিনা তার উপর। আমি D70 ব্যবহার করি এবং এটাতে করা যায়।
    অপশনটা পাবেন,
    settings>call settings>black list এ।

Level 0

symphony modem installer এর লিঙ্ক দিতে পারবেন। 32 bit + 64 bit

এটা ইন্সটল করলেই মডেম ইন্সটলার অটোমেটিক ইন্সটল হবার কথা। সফটওয়ারটা ইন্সটল হবার পর connect to the internet অপশনটা চেষ্টা করুন।
আমার পিসি ৩২বিট তাই ৬৪বিট এর কথা বলতে পারছি না 🙁
একটু চেষ্টা করে দেখুন।

Level 0

AMAR AK TA MOBILE D42 KAJ KORBE ???
JANA BEN PLZZ??????

Level New

ভাই আপনার ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারছি না ‍া
প্লিজ আর কোন সরাসরি ডাউনলোড লিংক লিঙ্ক দিতে পারবেন। ‌