….::::Splash Pro-HD Media Player::::….বিনামুল্যে।আপনাদের জন্য।

আস-সালামু-আলাইকুম।

কেমন আছেন সবাই?অনেক দিন টিউন করা হয়না।কারন ভালো কিছু পাচ্ছিনা।আজ পেলাম তাই টিউন করতে বসলাম।

Splash Pro.এটা একটা মিডিয়া প্লেয়ার।তাও আবার HD.অর্থাৎ এটার মুল কাজ হচ্ছে হাই ডেফিনেশন ভিডিও চালানো।এছারা এটা দিয়ে মোটামুটি যেকোনো ফাইল চালানো যায়।এক কথায় অসাধারন একটা মিডিয়া প্লেয়ার।

এই মিডিয়া প্লেয়ার আপনাকে এমন কিছু উপহার দিবে যেটা আগের কোনো প্লেয়ার পারেনি।

Splash Pro দিয়ে আপনি AVCHD™, MPEG-2, AVC/H.264 and VC-1 ফরম্যাট এর HD Video চালাতে পারবেন।এটার জন্য আপনাকে বাড়তি Codec এর দরকার হবেনা।

এটার আরেকটি মজার Feature হলো এটা মুভি দেখা,গান শোনার সময় আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে।

এই সফটওয়্যার এর মুল্য ১৯.৯৫ ডলার।কিন্তু এখান থেকে আপনি বিনামুল্যে নামিয়ে নিন।এর সাথে Patch ফাইল দেয়া আছে।সফটওয়্যার টি ইন্সটল করে নিন।এর পর Patch ফাইল ওপেন করে Patch করে নিন।আর কিছু লাগবেনা।

এর কিছু Features দেয়া হলো।দেখে নিন।

  • Designed and Optimized for HD.
  • View Pictures with Video Quality.
  • Best Player for Your Camcoder.
  • Ultra Responsive.
  • Stylish User Interface.
  • Ecomode-Save Energy.
  • Ultra Fast Video n Audio Decoders.
  • Full AVCHD Format Support.
  • Easy N Fast.
  • 1080i to 1080i Conversion.
  • Automatic Camcoder Detection N Playback.
  • Multicore CPU Supports.

নিচে এর কিছু ছবি দেয়া হলো।

ডাউনলোড লিঙ্ক ১ ডাউনলোড লিঙ্ক ২

২টি ডাউনলোড এর লিঙ্ক দেয়া হলো।কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

সবাই কে ধন্যবাদ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভলো জিনিস…………কাজে লাগবে……আছ্ছা মুকুট ভাই কাল আপনার আমার দুটা টিউন এর কি হইলো

    Level 0

    একটা সাহায্য ও জিজ্ঞাসা তেঁ ছিলো।তাই ওটা টিউন হিসেবে হয়নি।
    ২য় টি কতৃপক্ষ বন্ধ করে দিয়েছে।ওয়েবসাইট রিভিউ টেক্টিউন্স এ allowed না।সেটা আমি জানতাম না।কিন্তু কেউ একজন খুব খারাপ এবং অশ্লিল মন্তব্য করেছিলো।যা দেখে খুব কষ্ট পেয়েছি।

    আপনাকে ধন্যবাদ।

    মুকুট ভাই এসব খারাপ মন্তব্যর জন্য টেকটিউনের আনেক ভালো ভালো টিউনার এখন টেকটিউনের কাছে ও আসেনা।কষ্ট পাইয়েন না আসা করি সবসময় টেকটিউনের সাথে থাকবেন টিউন করবেন দোয়া করি ভালো থাকবেন সুস্হ থকবেন ………

    Level 0

    aita thik rasel vai. Orar vab hoilo poisa dia jinis kinsi.posondo hoi nai taka ferot chai.arek group banan vul nia khepe.jeno akhane boi chapa hoi. Ekusher boi melai ai boi uthbe. Limited bandwith use kori(1gb).manusher upokar korte chaisilam.but mone hoi r somvob na. mobile, erlaigga englishe likkhlam.

    Level 0

    @Rasel japan ধন্যবাদ ভাই।

    @athalsten সহমত।

ধন্যবাদ ভাইয়া

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

ভাল,সংগ্রহে রেখে দিলাম,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।……

Level 0

ডিভিডি রিপ্ ফাইল(মুভি) ফুলস্ক্রিন এ দেখা যাবে এ প্লেয়ারে ?

    Level 0

    চলবে।এবং ফুল স্ক্রিন এও দেখা যাবে।ধন্যবাদ।

এক কথায় " অসাধারণ"

    Level 0

    আপনাকেও অসাধাআরন ধন্যবাদ,

আপাতত প্রিয়তে রাখছি। ধন্যবাদ ভাইয়া। চালিয়ে যান। অবশ্যই ভালো থেকে। শুভ কামনা।

    Level 0

    প্রিয় তে রাখার জন্য ধন্যবাদ।

প্রিয়তে নিলাম কাল ডাউনলোড করবো। আর ভাই আপনার সাইটে যেতে পারলাম না এবং মিডিয়াফায়ারের লিঙ্ক দিয়ে অনেক সুবিধা হয়। ধন্যবাদ।

    Level 0

    আমি চেষ্টা করেছি মিডিয়াফাইয়ার এ দিতে।কিন্তু আপলোড সমস্যা।তাই বাধ্য হয়েই Hackerbox এ দিতে হয়েছে।সে জন্য আমি খুব ই দুঃখিত।কিন্তু Hackerbox খারাপ না।ইনস্ট্যান্ট ডাউনলোড।

দেখব। কিন্তু আমার প্রিয় প্লেয়ার মনে হয় KM player ই থেকে যাবে। তবে ভাল ফিচার পেলে অবশ্যই পাল্টাব।

    Level 0

    ধন্যবাদ।আমিও ইদানিং KMPLAYER ব্যবহার করছি।Splash Pro নিয়ে জানলাম তাই আপনাদের কাছে উপস্থাপন করলাম।

ওয়ালাইকুম-আসসালাম, অসাধারন একটা টিউন করেছেন। সফটওয়্যারটি সংগ্রহে রাখার মতো। আপনাকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

    Level 0

    সালাম এর উত্তর নেওয়ার জন্য ধন্যবাদ।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।আমি ভালো আছি।আল-হামদু-লিল্লাহ।আপনিও ভালো থাকবেন।

Level 2

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ।ভালো থাকবেন।

উপকারি সফট, ধন্যবাদ শেয়ারের জন্য।

    Level 0

    হুম।ধন্যবাদ।

Auto subtitle kaj kore………………………….???

    Level 0

    করে।করে।

Level 0

আমি ব্যবহার করেছিলাম । কিন্তু প্রথম দিকে ভাল লাগ্লেও পরের দিকে একেবারেই ভাল লাগেনি। উইন্ডজের জন্য PowerDVD ও kmplayer ই বেস্ট।

    Level 0

    মতামতের জন্য ধন্যবাদ।

Level 0

সালাম ভাইজান, ভাল হয়ছে, এমন কোন Player আছে কি যে Player এর মাধ্যমে Low কোয়ালিটি movie কে High কোয়ালিটি Movie করে দেখা যায়?

    Level 0

    এরকম কোনো প্লেয়ার আছে কিনা সেটা আমার জানা নাই।তবে একটা সফটওয়্যার এর মাধ্যমে Low কোয়ালিটি movie কে High কোয়ালিটি Movie তে কনভার্ট করা যায়।হাসান যুবায়ের ভাই এর টিউন টি দেখুন।https://www.techtunes.io/video-editing/tune-id/67800/

আপনার টিউনের জন্য ধন্যবাদ। ভাই আমার সনি এরিকসন k800i সেটে কিভাবে skype use করবো বিস্তারিত জানাবেন কি? আমি চেষ্টা করেছি কিন্তু ক্রেডিড চাই আমি পারছি না।প্লিজ বলুন না…….?

    Level 0

    আমি এ ব্যাপারে বেশি কিছু জানিনা।আপনি সাইফুল ভাই কে জিজ্ঞাসা করুন।ধন্যবাদ।

Level 0

সত্যি বলতে কি, জানেন? jet audio player এর উপর এখনও কিছু পাইনি। all the best.
মুকুট ভাই এর টিউন ভাল হইছে।

    Level 0

    আপনার মতামতের জন্য ধন্যবাদ।আমি ৩টা প্লেয়ার ব্যবহার করি।কারন এমন অনেক ফাইল আছে যা অন্যটা তেঁ চলেনা।
    1:Gom Player.
    2:KM Player.
    3:Jet Audio

    Level 0

    আমি যত দূর জানি, jet audio player এ ইন্শাআল্লাহ
    সর্ব ধরনের ফাইল চলে। এবং সমস্যা ছাড়া খুব, খুব, খুব, ক্লিয়ার।
    লিঙ্ক—http://dn2.cowon.com/JetAudioInc/jetAudio/JAD8014_PLUS_VX_u.exe

    Level 0

    আমি যত দূর জানি, jet audio player এ ইন্শাআল্লাহ
    সর্ব ধরনের ফাইল চলে। এবং সমস্যা ছাড়া খুব, খুব, খুব, ক্লিয়ার।
    লিঙ্ক–http://fs10.filehippo.com/6806/2896f3e7525a4c08975a06c57c72a2bd/JAD8014_BASIC.exe

অনেক আগে থেকে ইউজ করি
যথেষ্ট ভাল, কিছু জিনিস চরম লাগে
এটার ভার্শন?
blogspot দেখেন কিভাবে যদি কিউবি ইউজ করেন? dns মান চেইঞ্জ না অন্য কিছু?

ধন্যবাদ এই প্লেয়াকে সবার সামনে আনার জন্য

    Level 0

    এটার ভার্সন 1.8
    আমি ব্রডব্যান্ড ও বাংলালায়ন ব্যবহার করি।বাংলালায়ন এ ব্লগস্পট ওপেন করতে সমস্যা হয়।।কিন্তু ব্রডব্যান্ড এ হয়না।

Level 0

তাহলে আমি VLC Player কেন ব্যবহার করি? সবাই দেখি অন্য Player ব্যবহার করে।

    Level 0

    যার যেটা পছন্দ।

Splash Pro নিয়ে আরেকটি Tune দেখে খুব ভালো লাগছে…

Player-টি ভবিষ্যতে আরও উন্নত হবে…

আমার Tune-টি ছিল এরকম- https://www.techtunes.io/download/tune-id/38666/

    Level 0

    সেটা আমার জানা ছিলোনা।জানানোর জন্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ। সফট ওয়ার টা অনেক ভালো লেগেছে।

    Level 0

    ধন্যবাদ।আপনাকেও

Level 0

ধন্যবাদ।

Level 0

ভাই ধন্যবাদ । আর রাগ কইরেন না একটা কথা বলি আপনি যে লিঙ্ক দিসেন hackbox এর ওইটা পুরাই ফালতু এতো কম স্পীড দেয় যে নামাইতে নামাইতে আঞ্জেলিনা জোলি আসলেই বুইড়া হইয়া যাইব 😀 আমার নরমাল স্পীড ৩০-৩৫ কিন্তু এখানে দিচ্ছে ৬/৭/৮ 🙁 🙁

    Level 0

    কি করবো ভাই।আমি আগুন এ আপলোড করতে অনেক ট্রাই করসি।কিন্তু পারিনি।তাই হ্যাকারবক্স এ করসি।এক্টু কস্ট করেন।আমার অপারগতার জন্য ক্ষমা চাচ্ছি।ধন্যবাদ,

Level 0

মুকুট ভাই,
ধন্যবাদ আপনাকে। আমি বেশ আগে থেকে ই সফটওয়্যারটি ব্যাবহার করি। খুব ই ভাল একটি প্লেয়ার। বিশেষ করে এইচডি মুভি প্লে করার জন্য। আমার পিসি পেন্টিয়াম ৪ এইচটি প্রসেসর, আগে ব্লু রে মুভি প্লে করলে আটকে আটকে যেত। কিন্ত এই প্লেয়ার টি
জিপিইউ থেকে রিসৌরস নেয়। আমার আলাদা গ্রাফিছস কার্ড আছে, এই প্লেয়ার টি গ্রাফিছস কার্ড থেকে রিসউরস নেয়ার কারনে অনেক স্মুথ চলে। like the player…

    Level 0

    হুম।জানি।কমেন্ট এর জন্য ধন্যবাদ।

Level 0

this player is so good but this a trial verson. there have no lisence key. the patch file not found

Level 0

HMM AITAI ATO DIN KOGCILAM >>>>>>>>>>>>Thanks VAI >>> 🙂

darun jinish nie tune kora ta dekhsi apnar ovvash hoye gese. obosshoi ovvash ta change korben na. thanks

    @vanga cycle:পাম দিয়া তো ফুলায়া দিলেন।
    মজা পেলাম ভাই।ধন্যবাদ।