আপনার ডেক্সটপ আরও প্রসারিত করুন GimeSpace দিয়ে

আরও ডেক্সটপ স্পেস প্রয়োজন হলে কম্পিউটার ব্যবহারকারীরা কী করে? মাল্টি-মনিটরের জন্য আরও একটি মনিটর কিনতে হয় অথবা ভার্চুয়াল ডেক্সটপ সফটওয়ার ব্যবহার করতে হয়। কিন্তু GimeSpace এ এরচেয়ে ভাল সমাধান আছে। এটা মাল্টি-মনিটর এবং ভার্চুয়াল ডেক্সটপের সংমিশ্রন।

সফটওয়ারটি মূলত horizontal বর্ডার উন্মুক্ত করে এবং এর জন্য সেখানে উইন্ডো বা ডেক্সটপ আইকন রাখা সম্ভব হয়। ফ্রী ভারশন শুধু horizontal ডেক্সটপ প্রসারিত করতে পারে কিন্তু পেইড ভারশনের vertical প্রসারণ করার ক্ষমতা রয়েছে।

এখন আসি ফ্রী ভারশনে। যখন মাউস পয়েন্টার বামের বা ডানের বর্ডারে নিয়ে যাওয়া হবে তখন ডেক্সটপ স্ক্রুল হবে। কিছু maximized উইন্ডো স্ক্রুল করে না, কারণ তারা একই অবস্থানে থাকবে যখন ডেক্সটপ স্ক্রুল করা হবে।

Scroll Lock কী চাপলে বর্তমান স্ক্রীন পজিশন লক হয়ে যাবে। ফলে কাজের সময় কোনো সমস্যা হবে না।

প্রোগ্রাম exit করতে হলে সিস্টেম ট্রেতে রাইট ক্লিক করে exit সিলেক্ট করতে হবে অথবা context মেনুতে গিয়ে collect all windows সিলেক্ট করতে হবে। Context মেনুর এই অপশন বেশি কাজে লাগবে যখন আপনি overview হারিয়ে ফেলবেন এবং সব উইন্ডোকে এক স্থানে আনতে চাইবেন।

আর বেশি কিছু লিখছি না। নিজে ব্যবহার করে দেখুন কেমন লাগছে।

ফ্রী ভারশন ডাউনলোড করুনঃ Click Here

Level 0

আমি শোভন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 331 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ahhhaaaa………… jadi full version ta paoa jeto. by the way . tanx