মাউসের একটানে বানিয়ে ফেলুন full Image কে Icon image ।

আসসালামু আলাইকুম, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন এটি আমার প্রথম টিউন এবং ছোট্র একটি টিউন করার জন্য ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজের কথায় আসা যাক সেটা হল, আমাদের প্রায়ই বড ধরনের কোন ছবি কে আইকন ছবি বানাতে হয়, আর সেখানে যত সমস্যা যারা ভাল পারেন তারা Photoshop দিয়ে বানাতে পারেন । যারা নতুন তাদের জন্য ছোট্র একটি সফটওয়ার শেয়ার করলাম Imagicon নামের এই সফটওয়ারটি । এটির ব্যবহার খুবই সহজ প্রতমে ইনস্টল দিন তারপর তা open করুন তারপর  ড্রাগ এন্ড ড্রপ করুন ইমেজটি যেখানে সেভ করবেন option এ গিয়ে  তা সিলেক্ট করে দিন।

Pen Drive, Memory Drive and Hard Drive এর আইকন এ ছবি দিন খুব সহজে এজন্য প্রথমে পছন্দের একটি  ছবি কে উপরের সফটওয়ার দিযে আইকন বানিয়ে নিন । এর পর নোটপ্যাড খুলুন এবং লিখুন [AUTORUN]  Icon=Roni.icoতার পর সেভ করুন autorun.ifo তার পর save as type করে all file. এবার যে ড্রাইভ এর রং পরিবর্তন করবেন সে ড্রাইভে ছবিটি এবং নোট প্যাড ফাইলটি paste করে hard drive এর বেলায় কম্পিউটার পুনরায় চলু করুন আর pen drive and memory card এর বেলায় খুলে আবার লাগান । তবে যাদের কম্পিউটার এ virus autorun আছে তাদের নাও হতে পারে । এ লেখার  শেষেরভাগ এর আগে প্রকাশ হয়েছে কিন্তু আমি সফল হতে পারি নাই।

Level 0

আমি বেলায়েত বিন সফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস