আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভা্ল আছেন। আজ আমি আপনাদের জন্য এটি দারুন ট্রান্সলেটর নিয়ে এসেছি। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বহুল ব্যবহ্রত ট্রান্সলেটর। এটা দিয়ে ইংরেজি থেকে আরবি ট্রান্সলেটর করা যাবে। তাছাড়া আপনি কি লিখেছেন তা আবার আপনাকে পড়ে শুনাবে। এর রয়েছে বিশাল শব্দ ভান্ডার। ডিকশনারী । আরো অনেক কিছু।
সফটওয়্যার টি ইন্সটল করার পর ওপেন করুন। এবং বাম পাশে ইংরেজি বাক্য লিখুন। F5 চাপুন বা ছবিটির মতো করে সিলেক্ট করুন। অন্য চিন্নিত জায়গায় ক্লিক করুন দেখুন আপনি কি লিখেছেন তা বলে দিচ্ছে।
দেখি এতে কি কি রয়েছে।
হাজারো শব্দের বাক্যকে সেকেন্ড এর মধ্যে ট্রান্সলেশন করা।
ইংরেজিতে Text-to-Speech
২ মিলিয়নের বেশি শব্দ নিয়ে English/Arabic ডিকশনারী
- English/Arabic ডিকশনারী
- Arabic/English ডিকশনারী
- English spelling checker
Arabic-enabled Microsoft Windows™ 98/2000/ME/NT/XP/WIN7 operating system
সফটওয়্যারটি সুন্দর ভাবে চালানো জন্য আপনার কম্পিউটারে আরবি ভাষা ইন্সটল থাকতে হবে। নাথাকলে একটি windows xp সিডি সিডি রোম ডুকিয়ে
contral pennel=language =keyboard and language এ নিচে অংশে সিলেক করে apply করুন।[ এই মুহুত্বে আমি মনে করতে পারছিনা কারণ আমি WIN 7 USe করি]।
এবং ডিকশনারী থেকে আপনি অনেক শব্দাথ খজে পাবেন।
আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি সম্পর্কে জানার খুবই আগ্রহ। https://smartidea.xyz, https://easysoundproof.com
জানা ছিল ধন্যবাদ।