“হায়ারোগ্লিফ” লিপি সম্পর্কে জেনে নিন!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

একটা সময় ছিলো মানুষের মনের ভাব প্রকাশের কোনো উপায় ছিলো না। মানুষ তখন বনে বাদরে থাকতো, কোনো ভাষা ছিলো না। আস্তে আস্তে মানুষের অসীম ক্ষমতা ব্যবাহার করে সবই অর্জন করে নিচ্ছে। যতই অর্জিত হচ্ছে ততোই মনে হচ্ছে কতকিছু আজও অধরা। আসুন পরিচয় হয় মানব সভ্যতার সূচনালগ্নের এক ভাষার সাথে।

হায়ারোগ্লিফ এক ধরনের লিখন পদ্ধতি। যার আবিস্কার হয়েছে প্রাচিন মিসরে। তাই প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতিকে বলা হয় হায়ারোগ্লিফ। তবে হায়ারোগ্লিফ নামটা গ্রীকদের দেওয়া যার অর্থ “পবিত্র লিপি”

মিশরীয় হায়ারোগ্লিফ লিপি তৈরি হয় খ্রিষ্টপূর্ব ৮ম সহস্রব্দের মাঝামাঝি সময়ে। সম্ভবত ৩৭০০ খ্রিষ্ট পূর্ব এবং ৩৪০০ খ্রিষ্ট পূর্বে প্রথম ফারাও মেনিসের (ফেরাউন) শাসনামলে হায়ারোগ্লিফ লিপি তৈরি করা  শেষ হয়।

৩০০০খ্রিষ্ট পূর্বাব্দে মিশরীয়রা মনের ভাব প্রকাশের জন্য ২৪টি হায়ারোগ্লিফ চিহ্ন বা বর্ণমালা ব্যবহার করা শুরু করেন। এই ২৪টি চিহ্নের সাহায্যে তারা প্রত্যেকটি মানুষের স্বরের এক একটি ব্যাঞ্জনধ্বনি প্রকাশ করতো।

হায়ারোগ্লিফগুলো বাম থেকে ডানে, ডান থেকে বামে এবং উপর থেকে নিচে সাজানো হয়। রাজকীয়, ধর্মীয় বিষয় এবং মন্দির ও পিরামিডের দেয়ালের লেখার জন্যই মূলত হায়ারোগ্লিফ লিপির ব্যবহার করা হতো। এজন্য হায়ারোগ্লিফ এর আকৃতিগত গঠন অনেক সুন্দর। কিন্তু এখনও হায়ারোগ্লিফ লেখার ১০০% অর্থ উদ্ধার করা সম্ভব হয় নি।

ভাষাকে ল্যেখ্য রূপ দানের ক্ষেত্রে হায়ারোগ্লিফই হল প্রথম এই ধারণা পোষন করে আসছেন ভাষা গবেষকগণ।

আমার সবগুলো টিউন

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন টিউন।প্রত্যাগমনকে স্বাগত জানাচ্ছি।

    @রওণক ভাই: আমি আসুস্থ। আপনাদের অনেক মিস করেছি। দোয়া করবেন।

      আমরা সবাই প্রার্থনা করছি আপনি তারাতারি সুস্থ্য হয়ে উঠবেন এবং নিয়ে আসবেন নতুন নতুন টিউন।

খুব ভালো লাগলো .

তাড়াতাড়ি সুস্থ্ হয়ে উঠুন

thank you

Level 0

@tokbel: কি আর বলব ব্রাদার। এই টিউনে একটু সমালোচনা করসিলাম। মর্ডারেটর ভাই দিসেন আমার কমেন্ট ডিলিট মেরে……
https://www.techtunes.io/tech-fiction/tune-id/142178
স্ক্রিনশট of my comment:
http://i.imgur.com/mL4Ju.jpg

    @tech_no:
    আপনার টিউন ডিলিট করার কারণ; সেটার ভাষার মধ্যে অশালীন শব্দ ছিল | ভবিষ্যতে এরকম শব্দ ব্যবহার করবেন না | আমি মডারেটর নই বা তাদের চিনিও না, কিন্তু এক্ষেত্রে তারা সঠিক কাজই করেছেন |

      Level 0

      @অনুপ: কোন জায়গাটা “অশালীন” ছিল একটু কি বুঝায় বলবেন? কারন আমি এই ধরনের লাঙ্গুএজ সব জায়গায়ই ব্যাবহার করি। এইখানে কি সমস্যা বুঝলাম না। একটু ধরায় দিবেন। আর আমি এই কমেন্ট মনে হয় অন্য কাউকে করসিলাম। tokbel নামক কাউকে। সেই কমেন্টও তো দেখছি না…… :/

কিছু statistics :

১. টিউনটির লাইনসংখ্যা মোটামুটি ২০ (half line / quarter line ধরেই ) |
২. এই ২০ লাইনের মধ্যে শুভেচ্ছাজ্ঞাপক, দোয়াপ্রত্যাশী ইত্যাদি লাইন আছে মোটামুটি ৫ টি |
৩. অর্থাৎ mathematically এটি ১৫ লাইনের একটি টিউন |
৪. একেকটি লাইনে গড়ে ২২টি করেও শব্দ থাকলে মোট শব্দ সংখ্যা এখানে ১৫ x ২২ = ৩৩০ |
৫. টেকটিউনসের টিউনের জন্য আবশ্যিক নুন্যতম শব্দসংখ্যা ৫০ |

আর কিছু বলার নেই |
বেশি কিছু বলতে গেলে সেটাই একটা টিউন হয়ে যাবে !!!

Level 2

“হায়ারোগ্লিফ” লিপি সম্পর্কে জেনে নিন!!!
Heading ta dekhe oti utshahi hoe porte jeye deklam information kisu nai.
Sombob hole er upor ekta giga tune koren khub e khushi hobo.
Onek Thanks for tune on this title.
Ashakori etodin a sushto hoe gesen.
Eid MUbarok.

    @farhadjoy: ঈদ মোবারক!!! হায়ারোগ্লিফ নিয়ে মেগাটিউনের ইচ্ছে আছে তবে একটু দেরি হবে এর সাথে আমি গ্রীক ও মায়া সভ্যতার কিছু যোগ করে টিউন দেবো।