ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-১ SUBJECT এবং PREDICATE } (UPDATED)

প্রথমেই বলে রাখি যে আমি কোনও স্কুল এর টিচার না কেবল ক্লাস ১০ এর ছাত্র তাই অনেক প্রব্লেম আমি নাও পারতে পারি , তবুও আমি যতটা পারি চেষ্টা করবো উত্তরটা দেবার আর কোনও প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি । প্রথমেই জেনেনি বাক্য বা Sentence কাকে বলে ।

সংজ্ঞাঃ A sentence is a word or a group of words making a complete meaning . (একটা বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছের সমষ্টিকে বাক্য বা Sentence বলে । )
 
Major Sentences & Minor Sentences. 

Sentences framed with group of words are called Major Sentences .

 Single word Sentences and Verbless Sentences are called Minor Sentences . 

Minor Sentences এর ব্যবহার :
১) খবরের কাগজের Headline এ । উদাহরণঃ a)Deadbody in Tank. b) Accident snatched 5 lives প্রভৃতি । 
২)বিভিন্ন Advertise এ । উদাহরনঃ a) Easy Home Loans . b) Dr. Shety in Delhi প্রভৃতি ।
৩)Telegram লেখার সময় । উদাহরনঃ a) SORRY. (I am Sorry) b) MOTHER SERIOUS ( Mother is serious. ) প্রভৃতি ।

এবার আসি Major Sentence এর কথায় ।

Major Sentences এর দুটি পার্ট থাকে
a) উদ্দেশ্য বা Subject b)বিধেয় বা Predicate
 
THE SUBJECT: Persons or things thats are spoken of in a sentence. {বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়} 
 
THE PREDICATE: Word or words by which something said about the subject . { যে শব্দ বা শব্দগুচ্ছের দ্বারা Subject এর সম্বন্ধে কিছু বলা হয় } নিচে কয়েকটা উদাহরন দিলাম ।
   SENTENCES                                 SUBJECT                               PREDICATE

1) The sky is blue.                           The sky                              is blue .
2) We are happy.                              We                                   are happy .
3)All the students are present.              All the students                      are present.
4)Honesty is the best policy.                 Honesty                              is the best policy.
5)Do your duty.                              You ( এখানে You টা উহ্য আছে )            do your duty.

আজ এই পর্যন্তই । পরের টিউন এ Sentence এর বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করবো , আশা করি তোমরাও আমার সাথে থাকবে । কেমন লাগলো কমেন্ট করে জানাবে । কোনও অসুবিধা হলে তাও জানাবে যদি আমি পারি সল্ভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ । নিচে তোমাদের প্র্যাকটিস করার জন্য কয়েকটা বাক্য দিলাম ।
a) Subject চিহ্নিত কর ।
1) The tiger was killed .
2)Time is the best killer.
3)Promises should be kept.
4)All are welcome here.
5)Who did it ?

b) Predicate চিহ্নিত করো ।
1)His silence proves his guilt.
2)Do not run in the sun.
3)Health is wealth.
4)If in doubt , wait and see.
5)Strange people they are!

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই লেখা গুলো তো ভাল মত পড়া যাচ্ছে না , হিজিবিজি!!!!!!!!!!!!!!!!!

পড়া যাচ্ছে না লেখা গুলো…..Tune update করেন।

আপনাদের অসুবিধার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । UPDATE করেছি দেখুন তো এবার ঠিক আছে কিনা ?

আমি কম্পিউটার থেকেই পড়তেছি , হিজিবিজি লেখা কিছুই বুঝা যাচ্ছে না।

আমার pc তে অনেক font install করেছি তারপরও আপনার লেখা কিছু বুঝা যাচ্ছে না ।

Level 0

ami mobile theke poriskar porte parche.apnar next tuner opekkhay roilam

Level 0

100% CLEAR, TNX @ মানুষ VAI

    @mukter: ধন্যবাদ । আপনাদের কাজে লাগলেই আমি খুশি ।