ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-৪ Degree Change }

ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-১ SUBJECT এবং PREDICATE } (UPDATED)
ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-২ Narration Change }
ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-৩ Narration Change }
কোন প্রকার ভূমিকা না করে আজ একেবারে মূল কথাতে চলে আসছি । আজ আপনাদেরকে আমি Degree Change করতে শেখাবো । তো চলুন শুরু করি , তবে তার আগে একটা কথা বলেনি সেটা হল আপনারা প্রথমে Adjective এর Positive , Comparative আর Superlative সম্পর্কে জেনে নিবেন । আমি আপনাদের সুবিধার জন্য কয়েকটা Adjective এর Positive,Comparative আর Superlative দিয়ে দিয়েছি । নীচের ছবি দেখেনিন ।


এরপর আসি মুল কথায় । Degree Change করার ক্ষেত্রে যেটা মূল হল সেটা হল Adjective এর Change.
এবার আপনারা Positive, Comparative আর Superlative এর Degree তে গঠন দেখে নিন নীচের ছবি থেকে ।

কি বুঝলেন ? না বুঝলে আসুন আমি বুঝিয়ে দিচ্ছি ।
যদি Positive এ থাকে No other তখন Comparative এ Change করলে সেটা হবে Any other ; Superlative এ তখন One of বসবে না ।
চলুন একটা উদাহরন থেকে আরও ভাল ভাবে বুঝেনি ।
No other man in the villiage is as good as Ram. (Positive)
Ram is better than any other man. (Comparative)
Ram is the best man in the village. (Superlative)
দেখলেন Positive এ No other আছে তাই Comparative এ Any other হল আর Superlative এ One of বসলো না ।
তেমনি যদি Superlative এ One of না দেওয়া থাকে তাহলে একই ভাবে পরিবর্তন হবে আর Comparative এ Any Other দেওয়া থাকলেও একই হবে ।
নিচে আরও কয়েকটা উদাহরন দিলাম ।
1)Nile is the longest river in the world. (Superlative)
   No other river are as long as Nile. (Positive)
   Nile is longer than any other river in the world.(Comparative)
2) Lion is more dangerous than any other animal. (Comparative)
    No other animal is as dangerous as lion.(Positive)
    Lion is the most dangerous animal.(Superlative)
তাহলে আশা করি বুঝতে পেরেছেন কী ভাবে Degree Change হবে ।
এরপর ধরুন যদি Positive এ  Very few থাকে তখন কি করবেন ? No tension আমি আছি না ! তখন Comparative এ Many other বসবে আর Superlative এ One of বসবে ।
চলুন এটাও একটা উদাহরন থেকে আরও ভাল ভাবে বুঝেনি ।
Very few rivers in the world are as long as The Ganges. (Positive)
Ganges is longer than many other rivers in the world. (Comparative)
The Ganges is one of the longest rivers in the world. (Superlative)
তেমনি যদি Superlative এ One of দেওয়া থাকে তাহলে একই ভাবে পরিবর্তন হবে আর Comparative এ Many Other দেওয়া থাকলেও একই হবে ।
নিচে আরও কয়েকটা উদাহরন দিলাম ।
1)Lipika is one of the tallest girls in the village.(Superlative)
   Very few girls are as tall as Lipika in the village.(Positive)
   Lipika is taller than many other girls in the village.(Comparative)
2) Kanchenjunga is higer than many other peaks in the world.(Comparative)
    Very few peaks are as high as Kanchenjunga in the world.(Positive)
    Kanchenjunga is one of the highest peaks in the world.(Superlative)
বি.দ্র One of থাকলে -s টা দিতে ভুলে যাবেন না ।
এরপর ধরুন যদি দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝায় তখন কি করবেন ?
 আসুন আমি আপনার কানে-কানে উত্তর টা বলে দিচ্ছি ।
১)প্রথমে সামনে যেটা থাকবে সেটা পেছনে যাবে ।
২)পেছনে যেটা থাকবে সেটা সামনে আসবে ।
৩)হ্যাঁ থাকলে না হবে আর না থাকলে হ্যাঁ হবে ।
চলুন এটারও একটা উদাহরন দেখে নি ।
I am not as strong as you.
You are stronger than me.
আরও কয়েকটা উদাহরন দেখে নিন ।
1)Salman is more handsome than Shahrukh.
Shahrukh is not as hansome as Salman.
2)You are better than me.
I am not as good as you.

বি.দ্র দুটি বস্তুর মধ্যে তুলনা বোঝালে Superlative Degree হয় না । 

কী ? কঠিন লাগলো নাকি ? তাহলে ? এরপর শুধু প্র্যাকটিস করতে হবে তাহলেই হল ।
আজ এ পর্যন্তই । যদি পারি পরের পর্বে Joining সম্বন্ধে আলোচনা করবো ।
পরে দেখা হবে । ভাল থাকবেন । আর আশা করি অনেক অনেক অনেক কমেন্ট করবেন ।
ও ও আর একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম , আমি কিছুদিন ধরে ভাবছি ফেসবুকে একটা ফ্যান পেজ খুলবো অবশ্য সেটা পড়াশুনো সংক্রান্ত হবে । আর একজন Admin এর পক্ষে একটা পেজ কন্ট্রোল করা যথেষ্ট কঠিন , তাই কেউ যদি আমার সাথে পেজটা খুলতে ইচ্ছুক থাকেন দয়া করে কমেন্ট করুন ।

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

লেখা বুঝা যায় না ।

    @sumon70: প্রব্লেম হবার তো কথা নয় ।

      @মানুষ:ভাইয়া, একটা নতুন টিউনে তোমার টপিক্স কি আরেকটু সহজ করে দিতে পারি ???
      তুমি অনুমতি দিলে আরও সহজ করে দিচ্ছি, এতে করে class 10 এর student হিসেবে যেমন তোমার উপকার হবে, তেমন অনেক টেকটিউনারেরও উপকার হবে।
      মোটকথা তুমি যে উদ্দেশ্য নিয়ে টিউন করেছ, তা সফল হয়তো হবে।

        @Black Dragon: আমি কমেন্টেই সহজ করতে চেয়েছিলাম, কিন্তু এখানে ছক সাপোর্ট করছে না।

          @Black Dragon: আপনি একটা টিউন ই করে দেন । আপনার টিউন এর অপেক্ষায় রইলাম । আপনাকে অনেক ধন্যবাদ ।

Level New

onek valo laglo asa kori niomito hobe