পার্সোনালী একজন ভিজিটর হিসেবে আমি যেরকম সাইটে ভিজিট করতে পছন্দ করি বা করবো

কালকের টিউনে লিখছিলাম বাংলাদেশের এখন কার ওয়েবসাইট গুলা নিয়া , সেগুলোর বেহাল দশা, বিজ্ঞাপন ভর্তি আর লুকের বাজে হাল আর ভিজিট করার কিছু সমস্যার কথা। এরপর টিউনে অনেকেই ধন্যবাদ দিছেন, লেখাটা ফেইসবুকে পোস্ট করার পরে অনেকে জিগাস করছেন, আর বড় কথা ফোন করেও এগুলো থেকে নিস্তার পাওয়া যায় কিভাবে তা জানতে চাইছেন ৪ জন। এতগুলো মানুষের কথা আর ভালোবাসা ফেলার ক্ষমতা আমার নাই।

তো আমি আজকে কিছু পয়েন্ট দেখায়া দেই, দেখেন কাজে লাগাইতে পারলে আপনার আর আপনার সাইটের ভিজিটর দুইজনের ই লাভ।

শুরুতেই আমি বলবো কি আছে আপনার সাইটে এইটা আমি বুঝতেছি কিনা। একটা সাইটে আমি গেলাম,আর ঢুকার ৫ সেকেন্ডের ভেতর যদি আপনি আমারে না বুঝাইতে পারেন সাইট টা কিসের তাহলে সেইটা আপনার ব্যার্থতা।

প্রথমেই নাম, নামের ব্যাপারে বাংলাদেশী ওয়েব মাস্টার দের বেশ প্রবলেম আছে, আমরা একটু বেশী ই ক্রিয়েটিভ। তো আপনার সাইট “ঝাকানাকা ডট কম” এর নাম শুনে আমার বুঝার বুদ্ধি নাই সাইট টা কিসের। আমি নিজেই এর বাইরে না, তো আমাকে কি করতে হবে ?

হুম আমাকে এমন কিছু সাইটের উপরেই রাখা লাগবে যা দেখে আপনে বুঝে যান সাইট টা কিসের।

মাঝখানে একটু গল্প কই, কয়দিন আগেই এক ক্লায়েন্টের সাইটে গেছি, মানে আগে একজন রে দিয়া করায়া নিছিলো, ভাল্লাগে নাই, কই থেকে আমারে পায়া ফোন দিছে। সে সাইটের উপরে বিশাল বড় একটা আধাঘোলা ছবি। দেখতে খারাপ অবশ্য লাগতেছে না, ডিজাইনার এর মাথায় ঘিলু খানিক টা ছিলো  মার্কেটিং এর। সে এক সুন্দরী মহিলার ছবি দিয়া রাখছে। আচ্ছা বাবা বুঝছি তরা মেলা টাকা দিয়া তর কম্পানীর জন্য মডেল রে দিয়া ছবি তুলাইছোস, আমি এখন কি বুঝবো ? ঐ সাইটে আম কলা কাঠাল পাওয়া যায় না মোবাইল ফোন ? আশা করি বুঝাইতে পারছি পয়েন্ট টা।

পয়েন্ট নাম্বার টু, সাইটের লোডিং টাইম। মাঞ্জা মারা স্লো পুরাই, পেইজ লোড করতে দিয়া আমি ভাত খেয়ে এসেও দেখি লোড হচ্ছেই। এ ভাই, ডিজাইন আমিও জানি, হোম পেইজে পুরা একটা সিনেমা দেখায়া দিতে পারি ভিজিটর রে, ঘাপলা টা হলো আমি কি ডিজাইন দেখতে গেছি না আমার যেইটা দরকার সেইটা খুজতে গেছি ? ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন, আরেহ ভাই উপরে নেভিগেশন মেনু তো আছে, এক পাশে রিসেন্ট পোস্ট দিয়া দেন, মিটে গেলো !!!!! উপরে কোন লেখা সবথেকে বেশি হিট, সুন্দর সুন্দর ছবির স্লাইডার, আপনার ফেবু, টুইটার পেইজের লাইক বাটন খাইতে গেছি আমি ? সো এখানে আমার পয়েন্ট হলো যতটা দরকার তার বেশী এক লাইন কোড ও যাতে আপনার পেইযে এড না হয় সেদিকে খেয়াল রাখেন। টেকটিউন্সের নিজের ও এমন কিছু সমস্যা আছে, বাট চোখে লাগে না কারন সার্ভার টা, খুব ফাস্ট । যদিও স্লো নেট দিয়ে পিসি দিয়া যারা হোম পেইজে ঢূকার চেষ্টা করেন তারা জানেন পেরা কাকে বলে, কত প্রকার ও কি কি।

আরেক টা পয়েন্টঃ রঙ চং। এ ভাই , আপনার ঐটা একটা ওয়েব সাইট, ফ্যাশন হাউজ বা দোকান না। এমন রঙ লাগানোর লাগায় যে পেইজে কি লেখা আছে তা খুজে পাই না !!!!!!!!! তাকাইতে হয় চোখ কুচকায়া । এখন আপনি চিন্তা করেন, আপনারে আমি একটা বই পড়তে দিছি, সেটার কাগজের কালার লাল আর লেখার কালার বাদামী, পড়েন এইবার ! তো এখানে আমার পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড হালকা রাখেন, সাদা রাখলে বেটার।

পয়েন্ট নাম্বার, উউউ মনে নাই। লেখার সাইজ, ইশশশ আমি কি ম্যাগ্নিফাইং গ্লাস নিয়া বসছি আপনার সাইট দেখতে ? এমনিতে চোখে হাজারো সমস্যা, ব্রাইটনেস কমায়া রাখা লাগছে, এর মধ্য আপনার সাইটের পিচ্ছি পিচ্চি লেখা আমি কেমনে কি বুঝুম ? সোজা ভাবে বলি, ফন্ট সাইজ বড় করেন, এতে আপনার টাকাও লাগতেছে না, ক্ষতিও হইতেছে না। ভিজিটর চোখে ব্যাথা না কইরা কি লিখছেন তা পড়তে পারতেছে । লেখার দুইটা লাইনের মাঝখানে ফাক দেন, ফাক থাকলে সেটারে আরেক টু বড় করেন।উফফফফ আঙ্গুল ব্যাথা হই গেছে। থামলাম।

আমিঃ ফেইসবুক | টুইটার

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গত কালকের টিউন পড়ে তো হাসতে হাসতে আমার পেট ব্যাথা। আর ওয়েব সাইটের নামের কথা নাই বললাম। কাস্টমার মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ডোমেইন নামের অর্ডার করে মনে হয় দৌড় দেই। তো যাই হোক Keep it up…

    @সুমির: থ্যাঙ্কস দাদা, আমি ইচ্ছে করেই আজ সার্ভার কোয়ালিটি, বিজ্ঞাপন এই ব্যাপার গুলো স্কিপ করছি , যেগুলো খুব বড় প্রবলেম ম্যাক্সিমাম সাইটের। এরা এখনো ৫০ টাকায় মাসিক হোস্টিং খুজতেছে।

এই টিউনটাও ভালো লিখছেন। আর আমাদের দেশের ওয়েবমাষ্টারদের কথা না ই বলি… তবে এটা ঠিক, আমাগোর দেশের প্রতিটা সাইট এডমিনই নিজেরে ডিজাইনার, ওয়েবমাস্টার, এসইও এক্সপার্ট , বিলগেটস এর ছোট ভাই ব্লা ব্লা ব্লা… ভাবে।

Level New

আরও পয়েন্ট প্লীজ।

শিমুল ভাই আপনি আমার সাইটের প্রবলেমগুলো কি একটু ধরিয়ে দিবেন?

tech2help.tk এইটা কেমন হয়েছে একটু দেখেন তো । ভুল গুলো [email protected] এ মেল করে দেবেন প্লিজ ।