শিক্ষা জাতির মেরুদণ্ড! কিন্তু বাংলাদেশে কি আমরা আমাদের মনের মতো শিক্ষা নিতে পারি!!? 100% না! কিন্তু এবার আপনার পছন্দের টপিকসে আপনিও শিক্ষা নিতে পারবেন। (তাও আবার ফ্রিতে অনলাইনে বাড়ি বসে) হাজারো বিষয় থেকে আপনার মনের মতো শিক্ষা নিন, সুশিক্ষিত হোন। – ৩য় সিকুয়াল (মেগা সিরিয়াল)

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?

বরাবরের মতো আমি চলে আসলাম আপনাদের সবার প্রিয় সিকুয়াল "নিজের পছন্দমতো অনলাইন শিক্ষা নেওয়ার দারুণ সব মাধ্যম নিয়ে, যা বিশ্বব্যাপী স্বীকৃত" আমি টিউনে অনলাইনে শিক্ষা নেওয়ার অলিগলি নিয়ে আলোচনা করছি।

শিক্ষা জাতির উন্নতির ধারক ও বাহক। কিন্তু আমরা জাতি হিসাবে শিক্ষার হার বাড়িয়ে চলেছি। কিন্তু এই জাতির উন্নয়ন এতোটা পিছিয়ে কেন? কে দিবে এর উত্তর! আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় নিজের পছন্দমতো বিষয়ে শিক্ষা নেওয়ার কোন সুযোগ নেই। আমাদের একটা বিষয়ে পড়ার জন্য চাপিয়ে দেওয়া হয়। আর আমরা সেটাকে গলাধঃকরণ করি।

যেখানে না থাকে আমাদের ভালোলাগা, না থাকে নিজের পছন্দ নিয়ে ভাবার ভালো সুযোগ। এর ফলে আমরা শিক্ষিত হচ্ছি। কিন্তু পিছিয়ে যাচ্ছি জাতি হিসেবে প্রতিনিয়ত। যেকারনে আমাদের এগিয়ে যাওয়ার পথ হচ্ছে কঠোর থেকে আরও কঠোর। যেটা আমাদেরকেই বদলাতে হবে নিজস্ব উদ্যোগ নিয়ে। আমরা এই অনলাইন যুগে চাইলেই পারি আমাদের পছন্দের বিষয় সম্পর্কে আরও বেশি জানার। যা হতে পারে আমাদের ভবিষ্যৎ এর পথ প্রদর্শক এবং আর হতে পারে নিজের সাথে সাথে সমাজের তুমুল পরিবর্তন।

নিজের পছন্দমতো নিন অনলাইন শিক্ষা

আরও মজার বিষয় এই শিক্ষা আপনি আপনার দেশের বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার সাথে সাথে করতে পারবেন। যা আমি গত দুই পর্বে উল্লেখ করেছি। হ্যাঁ সেই দুই পর্ব আপনারা এখান থেকে দেখে নিন আগে, তাহলে আজকের টিউন বুঝতে আরও সুবিধা হবে।

অনলাইন শিক্ষা নেওয়ার দারুণ সব ওয়েব পোর্টাল বা সাইটঃ

১৮) University of Oxford Podcasts

University of London এর মতো University of Oxford ও বিভিন্ন ধরণের ফিচারড পোডক্যাস্ট প্রকাশ করে। এখানকার ম্যাক্সিমাম লেকচার পাবলিক লেকচার এবং বিজিটিং প্রফেসারের লেকচার সমগ্র। University of Oxford পডক্যাস্টের সুবিধা হলো এখানে লেকচার গুলো সিরিজে সাজানো এবং আপনি নির্দিষ্ট টপিকসে সাবস্ক্রাইব করে গভীর জ্ঞান নিতে পারবেন বিশ্বের স্বনামধন্য লেকচারারদের কাছ থেকে।

University of Oxford Podcasts

১৯) BBC Podcasts

BBC Podcasts বিভিন্ন ধরণের লার্নারদের জন্য বিভিন্ন টপিকস পোডকাস্ট করে থাকে। অধিকাংশ পোডকাস্ট প্রতি সপ্তাহে আপডেট করা হয় এবং সেগুলোর মধ্যে ফিন্যান্স, স্পোর্ট এবং সাম্প্রতিক বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্যও আছে বিবিসির ভিন্ন ভিন্ন আলোচনা। তবে গভীর বিষয়ে আলোচনা না করে সেখানে সর্বসাধারণের জন্য পোডক্যাস্ট তৈরি করা হয়।

BBC Podcasts

২০) TED-Ed

আরও একটা একটা মজার শিক্ষা ওয়েব সাইট TED-Ed। এখানে এনিমেশন ভিডিও এর সাথে বিভিন্ন বিষয়ে শিক্ষামুলক ভিডিও এর মাধ্যমে শেখানো হয়। প্রায় প্রতিটি ভিডিও ১০ মিনিট দীর্ঘ এবং সম্পূর্ণ শিক্ষা মূলক। TED-Ed যে শুধু মাত্র কৌতূহলী লার্নারদের জন্য প্রয়োজনীয় সাইট তা নয়, এখানে অনেক তথ্য বহুল ভিডিও আছে যা অনেকের প্রয়োজনের সময় সাহায্য করবে। তাছাড়া অনেক নতুন নতুন সব টপিকস মজা করে উপস্থাপন করা।

TED-Ed

২১) LessonPaths

LessonPaths আরও একটি জনপ্রিয় সাইট প্রয়োজনীয় এবং তথ্য বহুল আর্টিকেল থেকে শেখার জন্য। মূলত বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করলেও আরও অনেক বিষয়ে জানার সমান সুযোগ থাকছে এখানে। খুব বেশি ইউজারবান্ধব এই সাইট থেকে উপকারি আর্টিকেল খুজে পাওয়ার জন্য অনেক শর্টকার্ট পদ্ধতি আছে।

LessonPaths

২২) Memrise

অনেক বেশি ইউজারবান্ধব এবং উপকারি অনলাইন ফ্রি শেখার সাইট MemriseMemrise ডেস্কটপ এবং অ্যাপ দুই ভার্সনেই পাওয়া যায়। আপনি যদি ভাষা শেখেন তাহলে Memrise অনেক বড় টুল হিসেবে কাজ করতে পারে। অনেক বেশি কন্টেন্ট সমৃদ্ধ এই সাইট থেকে সকল বিষয়ে জানার সমান সুযোগ থাকছে। আরও একটি মজার বিষয় গেমসের মাধ্যমে শেখানো, যেটা মজার ভেতর দিয়ে কিছুকে ধারণা তৈরি করার দারুণ পদ্ধতি।

Memrise

২৩)  National Geographic Kids

 National Geographic Kids একটি ফ্রি শিক্ষা কার্যক্রম যেটা কম বয়সিদের জন্য বেশি উপযোগী। যারা কিডস ফ্রেন্ডলি পরিবেশে, বিশেষ করে ভিডিও, গেম বা ফটোসের মাধ্যমে শিক্ষা নিতে চাই তাদের জন্য খুব কার্যকরী। খুব থিসিক্যাল বিষয়ের কোর্স এখানে না থাকলেও ক্যাজুয়াল বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য এটি খুব উপকারী।

National Geographic Kids

২৪) Fun Brain

অনলাইনে যেসব বাচ্চা শিখতে চাই তাদের জন্য Fun Brain খুব উপকারী। সেটা আপনারা নাম শুনেই বুঝে গেছেন বোঝা যাচ্ছে। বিভিন্ন গেমস এবং ফ্যান পাজেলের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম দেওয়া আছে। বিশেষ করে ম্যাথ এবং রিডিং স্কিল বাড়ানোর জন্য সাইটটি খুব কার্যকরী। আর যদি আপনার বাচ্চা প্রশ্ন প্রিয় হয় তাহলে Fun Brain তাঁর জন্য অনেক উপকারী হতে পারে। বিভিন্ন ধরণের পুরস্কারের মাধ্যমে উৎসাহ দেওয়ার কিছু ভিন্ন নিয়মও এখানে প্রচলিত আছে।

Fun Brain

২৫)  Whyville

বাচ্চাদের ওয়েব লার্নিং এর অপশন হিসেবে Whyville এটিও খুব দারুণ সাইট। বিভিন্ন কার্টুন রিলেটেড পিকচার এবং এনিমেশনের মাধ্যমে এখানে শেখার ব্যবস্থা আছে। যারা মূলত টিনেজারে সবে পা দিলো তাদের জন্য কিছু শিক্ষণীয় ভিডিও বেজড কন্টেন্ট আছে যার উক্তি মূলক লেখগুলো ছবি বা ভিডিও কে তাদের সামনে জীবন্ত করে তুলবে। 

Whyville

আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট টিউনে।

আরেকটা কথা অনেকে এই টিউনকে এক সঙ্গে কলাবোরেট করার কথা বলেছেন। সেই সাথে কিছু প্রশ্নও আছে আপনাদের ভেতর থেকে। আমি চেষ্টা করবো এই সিকুয়ালের শেষ পর্বে সেই সব বিষয় নিয়ে আরও আলোচনা করবো। সে পর্যন্ত সাথে থাকুন।

এই টিউনেও আপনার মতামত এবং প্রশ্ন রাখতে পারেন, যা আমি এখানে এবং নেক্সট টিউনে উথায়ে ধরার চেষ্টা করবো।

ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।  🙄

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হইছে! 🙂 চালিয়ে যান

দারুন