সেকেন্ড টাইম দেওয়া যাবে যে সকল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ second time admission 2019

আশাকরি সকলে ভাল আছো। গত বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি

পরিক্ষা দিয়েছিলে কিন্তু ভাল প্রিপারেশন না থাকার কারণে চ্যান্স হয়নি। নো টেনশন - কথায় আছে একবার না পারিলে দেখ শত বার। তাই আমি বলব সেকেন্ড টাইম ভার্সিটিতে পরিক্ষা দেওয়া লজ্জার কিছু না। ভাল স্থানে পড়তে হলে তোমাকে অনেক কষ্ট ও অনেক কিছু বিসর্জন দিতে হবে। যাই হউক যারা সেকেন্ড টাইম দিবে তারা এখন থেকেই ভাল করে প্রস্ততি নাও।

তোমাদের সুবিধার জন্য যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দি তে পারবে তার লিস্ট দিলাম।

 

১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU), সাভার, ঢাকা।
২। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস্ (BUP) মিরপুর, ঢাকা।
৩। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি (IUT) গাজিপুর।
৪। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, (SAU), আগারগাঁও, ঢাকা।
৫। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU), ময়মনসিংহ।
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU), গাজীপুর।
৭। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), সিলেট।
৮। চট্টগ্রাম  ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (CVASU), চট্টগ্রাম।
৯। খুলনা বিশ্ববিদ্যালয় (KU)।
১০। বরিশাল বিশ্ববিদ্যালয় (BU)।
১১। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (COU)।
১২। ইসলামি বিশ্ববিদ্যালয় (IU), কুষ্টিয়া।
১৩। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR), রংপুর।
১৪। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU), ময়মনসিংহ।
১৫। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST), সিলেট।
১৬। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU), পটুয়াখালী।
১৭। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় (NSTU), নোয়াখালী।
১৮। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU), পাবনা।
১৯। হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU) দিনাজপুর।
২০। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), যশোর।
২১। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU), টাঙ্গাইল।
২২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BSMRSTU), গোপালগঞ্জ।

সময় দিয়ে পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ।

লেখ-পড়া বিষয়ক সকল আপডেট পেতে আমার সাইট ভিজিট করতে পার।

http://studyinfobd.com  

 

ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।

Level 1

আমি ফাহাদ কাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank You. Information Gula Onk Upokare Laglo.
16th NTRCA Circular 2019