ইলেকট্রনিক্স এর জাদু গিরি [পর্ব-৫১] :: আপনার বাসার নষ্ট এবং দুর্বল টিউব লাইট মাত্র পাঁচ মিনিটেই ঠিক করে ফেলুন।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামো আলাইকুম সালাম

আশা করি সবাই ভাল আছেন আপনাদের জন্য একটি টিউন নিয়ে হাজির হলাম

আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগতে পারে কারণ আমাদের সবারই

বাসায় কমবেশী টিউব লাইট জ্বালিয়ে থাকি। একটি টিউব লাইট বেশ কিছুদিন

জ্বালানি পর দেখা যায় টিউব লাইট দুর্বল হয়ে বার বার নিভে আর জ্বলে তখন এ অবস্থায়

আমরা টিউব লাইট পরিবর্তন করা ছাড়া কোন উপায় থাকে না এই নষ্ট টিউব লাইট

কিভাবে আমরা উজ্জ্বল আলোতে জ্বালাতে পারব আজকের এই টিউনটিতে দেখব।

টিউব লাইট জ্বালাতে হলে যা লাগবে

1. ব্যালাষ্ট 

2. ষ্টাটার

3. টিউবলাইট

এই তিনটি হলে আপনি একটি একটি টিউব লাইট জ্বালাতে পারবেন। টিউব হোল্ডার টিউব ষ্টেন লাগালে সুন্দর হয়।

আমরা হয়ত অনেকেই জানি না টিউব কানেকশন কি ভাবে লাগাতে হয়

আসুন সর্বপ্রথম আমরা টিউব লাইট কানেকশন কিভাবে লাগাতে হয় দেখি

আমাদের মধ্যে যে সব বন্ধুরা টিউব কানেকশন জানেন না তারা ছবিটি দেখে শিখে নিন।

আসুন এবার নষ্ট টিউব লাইট কিভাবে জ্বালাবো দেখে নেই

প্রথম আপনাকে চেক করতে হবে টিউব লাইটের এর ফিলামেন্ট ঠিক আছে কিনা

এভোমিটার দিয়ে চেক করব x10 ওহুমস এ রেখে পিন দুটি এভোমিটারে যদি মন দেখায় তখন আমরা বুঝব ফিলামেন্ট ঠিক আছে

টিউব লাইটের দুই মাথা চেক করব। যদি টিউব লাইটে কোন এক মাথা এভোমিটার দিয়ে মানি না দেখায় তাহলে বুঝবো এই

মাথার ফিলামেন্ট নষ্ট এ অবস্থায় আপনার টিব লাইট জ্বলবে না। এ অবস্থায় আমরা যদি টিউবলাইট জ্বালাতে চান তা হলে শুধু একটি মাথার জন্য

যে মাথাটা টিউবলাইটের এভোমিটার দিয়ে মান না দেখায় তামার তার দিয়ে এভাবে শট লাইন করে দিব তাহলে টিউব লাইট উজ্জ্বল হয়ে জ্বলে উঠবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন যদি টিউব লাইটের দুটি মাথা ফিলামেন্ট এই কাটা থাকে তাহলে তাহলে
অবশ্যই ব্যলাস্ট চেক করতে হবে।

যদি এভাবে টিউব লাইট উজ্জ্বল হয়ে না জ্বলে শুধু বার বার নিভে আর জ্বলে তখন আপনি চারটি রেক্টীফায়ার ডায়ড

লাগাবেন তখন দেখবেন আপনার দুর্বল টিউব লাইট ও উজ্জ্বল হয়ে নতুন টিউব লাইটের মত জ্বলে উঠবে

এটা হল রেক্টীফায়ার ডায়ড এরকম চারটি ডায়োড লাগবে ডায়েরি সাদা অংশ + অপরটি - পা

চারটি রেক্টীফায়ার উপরে দেয়া ছবিটির মত করে কানেকশন করবে। তার পর আসুন দেখি ডায়োড গুলি কোথায় কিভাবে লাগাব দেখি

এ ভাবে মাত্র চারটি রেক্টীফায়ার ডায়ড লাগিয়ে আপনার দুর্বল এবং নষ্ট টিউব লাইট আপন মনে জ্বালাতে থাকুন।

দেখা হবে বেচে থাকলে আগামি টিউনসে।

Level 2

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Electronics ballast diye kivabe jalabo?

    @saeedrony: টিউনসে সবচাইতে নিচের ছবিটি দেখুন

      Level 2

      @সেন্টু খান: bhai eta to electrical ballast er ta diyesen.Amar dorkar silo electronics ballast(circuit ballast) diagram ja diye nosto tube jalano jabe.

প্রতি বারের মত এবারো একটি কাজে টিউন উপহার দেয়ার জন্য
ধন্যবাদ সেন্টু ভাই

আঙ্কেল আমি আপনার একজন বক্ত । আপনার এমন কোন টিউন নাই যে ভাল লাগেনি । সত্যি অসাধারন…

আমি আপনার একজন বক্ত ।

ভাল লাগে আপনার টিউন।
ধন্যবাদ

nasto tube er connection ta bujhte parlam na

কাজের জিনিস

    @সাহেব বিশ্বাস: অনেক ধন্যবাদ আপনাকে

      সেন্টু ভাই কেমন আছেন? ভাই আপনার ২১ তম পর্বে DC থেকে AC কনভার্টার যে ডয়াগ্রমটি দিয়েছিলেন। সেটা দেখে বুজতে পারছিলাম না যে-ট্রানজিস্টারের সাথে রেনজিস্টারের সংযোগটা কোথায় হবে। B নাকি E তে। তার সাথে IPS/UPS ·র সার্কিট ডায়াগ্রাম দিলে খুব উপকৃত হব।

        ভাই এখানে Q1 Q6 ছয়টা ট্রান্জষ্টর ব্যবহার করা হয়েছে । ভাল করে ডায়গ্রামটি দেখুন আশাকরি বুজতে পারবেন।

Vaia ekhon prai shob balast to auto. Auto balast eo ki aki setting kaj korbe? thanks for your valueable tune.

    অটো ব্যালাষ্টে আপনি টিউবলাইট পিলামেন্ট কাটা থাকলে সর্ট দিতে পারবেন । রেক্টীফায়ার ডায়ড ব্যবহার না করাই ভাল।

Level 0

apnar agar tune gulo kotai pabo aktu bolben

Level 0

FB te friend req.. pl accept it. thanks

অসাধারন সুন্দর একটা টিউন। আমি সবসময় আপনার টিউন দেখি কমেন্টস্ কারার সুযোগ পাইনি, কারন আগে টিউনারের মেম্বাশিপ পাইনি।
আমি ছোটকাল থেকেই ইলেকট্রনিক বিষয় নিয়ে একটু নাড়াচাড়া করতে পছন্দ করতাম, তাই ডিপ্লমায় পড়া। আমার আসলে বাস্তব একটা ট্রেনিং নেওয়ার খুব ইচ্ছা। যেখান থেকে অনেক কিছু শিখা যাবে। ভাই সম্বভ হবে, ছোট ভাইদের সময় দেওয়ার। আমরা আপনাকে যথেষ্ট সম্মানী দিতে চেষ্টা করবো।

Please: অাপনার ফেইসবুক লিংকটা দিবেন।
[email protected]

vaia aita 100% working and ami eta jani…… Amader basar akta tube light ey vabe jalassi 7 month jabot…. Apnar tune ta khub e valo laglo………. Thanks

ভাই আপনার টিউন গুলো আসলেই অসাধারন

টিউন সুন্দর কিন্তু ভুল বানানের কারনে পড়তে মজা পাইনা।

অভ্র দিয়ে খুব সহজেই শুদ্ধভাবে বাংলা লিখতে পারবেন।

শেষ ছবিতে নিউট্রাল কোথায় বুঝতে পারলাম না। একটু বুঝিয়ে বলবেন?

আপনার প্রতিটি টিউন অসংখ্য সুন্দর । ভাল থাকবেন ভাই আর আমাদের নিয়মিত টিউন উপহার দেবেন। ভাল লাগলো আপনাকে পেয়ে।

খুব সুন্দর কাজ

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

সেন্টু ভাই আপনাকে অনেক ধন্যবাদ

Bondu tumi boss na mega boss. Rectifier diode koi pabo? dam koto? Dokan a gia ki bolte oy?