ইলেকট্রনিক্স প্রজেক্ট [পর্ব-০৩] :: অনেক দিনে স্বপ্ন পূর্ণ করুন আর 250W এম্পলী ফায়ার তৈরী করুন নিজের হাতে।

ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট

আল্লাহ সর্বশক্তিমান

আজ আপনাদের কে বেশী ওয়াটের একটি এম্পলিফায়ার সার্কিট উপহার দিব। অনেকেই STK আইসি দিয়ে এম্পলিফায়ার তৈরী করা শুধু স্বপ্নই ছিল কিন্ত অনেকেই হয়ত তৈরী করতে পেরেছেন অনেকেই হয়তো পারেন নাই এ জন্যই আজ অতি সহজ করে চিত্র আকারে ড্রায়গ্রামটি দিলাম এতে করে সকলেই আশা করি তৈরী করতে পারবেন।

 

Hifi এম্পলিফায়ার বলতে আমরা যে সব এম্পলিফায়ার বুঝি তাদের মধ্যে STK এম্পলিফায়ার অন্যতম। নিচে এ সম্পর্কে আলোচনা করা হল। এখানে যে STKএম্পলিফায়ার সার্কিট দেওয়া হলো তাতে  STK 4101-II সিরিজের বেশ কয়েকটি IC এর কোনটিতে কত ভোল্ট সাপ্লাই দিলে কত WATT পাওয়া যাবে।তা আমরা এক বার দেখে নেই। সার্কিটের কোন পার্স পরিবর্তন ছাড়াই শুধু আইসি নাম্বার এবং ট্রান্সফরমার ভোল্টেজ কম বেশি করে এম্পলী ফায়ার ওয়ার 30W থেকে 250W করা যাবে যেমন আপনাদের কে সহজে বুঝার জন্য নিচে একটি চিত্র দেওয়া হল=

পাওয়ার সাপ্লাই ব্যবহারের ক্ষেত্রে পাশের দেওয়া চার্টের মিনিমাম ভোল্ট
(Minimum Volt) ব্যবহার করাই উত্তম।

 

 

ডায়াগ্রাম যে সকল বন্ধুরা  বুঝে না তাদের জন্য চিত্র আকারে দেওয়া হল=

এবার আসুন আমরা STK এম্পলী ফায়ার মূল সারকিট দেখি চিত্র

আকারে দেওয়া হল=

উপরোক্ত STK এম্পলিফায়ার IC গুলোর জন্য স্পিলিট (SPLIT)
পাওয়ার সাপ্লাই প্রয়োজন। অর্থাৎ এ ধরনের সাপ্লাইয়ে পজেটিভ (+) ও নেগেটিভ (-)
ভোল্ট ছাড়া একটি জিরো ভোল্ট (0) বা কেমন পয়েন্ট বা গ্রাউন্ড থাকে
আর STK এম্পলিফায়ার এর জন্য কমপক্ষে 3AMP কারেন্ট প্রয়োজন
সকল STK এম্পলি ফায়ারের ক্ষেত্রেই বিশেষ সতর্কতা প্রয়োজন
কেননা এর output পয়েন্ট দুটি অর্থাৎ স্পিকারের তার দুইটি
শর্ট বা একত্রিত হওয়ার সাথে সাথেই দামি IC টা নষ্ট হয়ে যাবে।
সার্কিটের লাগানো সকল ক্যাপাসিটর অবশ্যই 50 volt বা 63 volt
এর হতে হবে।

যেহেতু সার্কিটটি স্পিলিট সাপ্লাই তে চলে সেহেতু IC টি

প্রচন্ড গরম হবে তাই বেশ বড় আকারের হিটসিং ব্যবহার
না করলে IC টা গরম হয়ে পুড়ে নষ্ট হয়ে যাবে।

 

আশা করি এম্পলী ফায়ার তৈরী করুন এবং ব্যবহার করুন

আজ এখানেই বিদায় নিলাম মোঃসেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ।

Level 2

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই গুলা এখন চলে না

ভাই কত টাকা খরচ পরবে???আর কত inch এর স্পিকার চলবে??

Level 2

ভাই 9030 IC দিয়ে সার্কিটটি তৈরী করলে কেমন হবে?

ধন্যবাদ

vi ata ki redimet pawa jabe ? or redimet sarket ic pawa jabe? kemon ki dam bolben?

valo thaken………thank you…..

ভাই আনুমানিক কত টাকা লাগতে পারে???

    @হিমেল রহমান: IC সহ প্রায় ছয় সাত শত টাকা নিতে পারে IC টির দামের উপর নির্ভর করবে এখানেত অনেক গুলি IC নাম্বার দেয়া হয়েছে।

ধন্যবাদ

thanks vai always apnar kas theka valo valo tune pai.

এই অ্যাম্পিফায়ার কি কি কাজে ব্যবহার করা যাবে?

ভাই কম খরচ এর মধ্যে ৮ inch স্পিকার এর জন্য ভাল একটা এম্পলিফায়ার সারকিট দিয়া যাবে????

ভাইয়া একটা লিস্ট দিবেন সমস্ত আইসির যাতে দোকানে গিয়ে সহজেই দোকানে গিয়ে সব কালেক্ট করিতে পারি প্লিজ প্লিজ দেন

সেন্টু খান ভাই, আপনাকে আমি ওস্তাদ মানি, আমি আপনার ভুল ধরার জন্য পোস্ট করছিনা, আমি just আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি, আমি সর্ব প্রথম আপনার এম্পলি ফায়ার সম্পর্কে টিউন (TDA 2030A) পড়ে এম্পলি ফায়ার বানানো সম্পর্কে উথসাহ পাই, আসলে আমার অনেক ছোট বেলা থেকেই গান আর মিউজিক এর প্রতি আসক্তি আছে, আর সব গান পাগলদের মত আমিও বেশী BASS এর জন্য পাগল ছিলাম, কিন্তু microlab বা creative এর Hi-Fi
গুলার দাম বেশী হবার কারনে কিনতে পারিনাই, আপনার সেই টিউন পড়ে একটা Hi-Fi amplifier বানানোর সিধান্ত নেই, তার পর শুরু করি এই বিষয়ে research. আমার দরকার ছিল ২০০*২=৪০০ ওয়াট’স এর পাওয়ার ফুল amp, TDA 2030A ছিল ২৫*২=৫০ ওয়াট’স, তাই আমি STK দিয়ে বানানোর সিধান্ত নেই, STK 4191/4192 এই সিরিজ টা হচ্ছে ৫০*২=১০০ ওয়াট’স, আর সেই কারনে আমি STK 4231 দিয়ে বানানোর সিধান্ত নেই, জার পাওয়ার হচ্ছে ১০০*২=২০০ ওয়াট’স । কিন্তু বাজার দর দেখলাম STK 4191 দিয়ে amp (শুধু amp, স্পিকার এর খরচ আলাদা) হবে

STK 4191= ৬০০ টাকা
সার্কিট বোর্ড= ১২০ টাকা
bass treble = ৯০ টাকা
হিট সিঙ্ক = ৫০০ টাকা
৩০-০-৩০ ট্রান্সফরমার= ৮৫০ টাকা
amp বক্স = ২৫০ টাকা
cooling fan = ৪০*২= ৮0 টাকা
আরও আনুসাঙ্গিক খরচ সব মিলে প্রায় ৩১-৩২ শত টাকা
(STK 4191 দিয়ে আপনি ফুল পাওারে ৬-৮ ইঞ্চি ইন্ডিয়ান ভিকার বা 5 core স্পিকার বাজাতে পারবেন, কিন্তু জাপানি বা আমেরিকান স্পিকার ভ্যাড় ভ্যাড় করবে ফুল পাওারে, bass মনের মতন পাবেন না, মনে হবে আরও হলে ভাল হত)

আর STK4231 (১০০*২=২০০ ওয়াট’স এর দাম ৮০০ টাকা, আর বোর্ড হেন তেন মিলে খরচ হবে ৩৫ শত টাকা)
এই ic দিয়ে আপনি ১০ ইঞ্চি ইন্ডিয়ান ভিকার বা 5 core বাজাতে পারবেন জাপানি গুলা ফুলে দিলে সাউন্ড নষ্ট হয়ে যাবে)

স্পিকার আছে আবার কয়েক ধরনের ইন্ডিয়ান গুলা বেশির ভাগ woofer, যেই গুলাতে bass খুব বেশী নাই,
আর আছে sub woofer (যেই গুলা ready made স্পিকার গুলাতে ১ টা করে থাকে শুধু bass দেবার জন্য) এই sub-woofer গুলা আপনি স্পিকার হিসেবেও বেবহার করতে পারবেন, কিন্তু ভাল tweeter লাগাতে হবে । জাপানি আর আমেরিকান স্পিকার গুলা খুব ভাল আমি বেবহার করি boschmann 10”, সেইরাম bass দেয় ।

যাই হোক, STK IC ভাল, কিন্তু পাওার যথেষ্ট নয়, ১০” জাপানি সাব-অফার কে পাওয়ার সাপ্লাই দিতে জায়া হিটে পুড়ে যাবে, আর STK IC এর খারাপ দিক হচ্ছে, এই IC বেশী জোরে গান বাজালে পুড়ে যাবার সম্ভাবনা থাকে ( জবের বেপার আপনি ১০” স্পিকারে কি আস্তে গান সুনবেন নাকি???) আর একবার এই IC পুড়ে গেলেই ৬০০-৮০০ টাকার ধাক্কা,

তাহলে এখন কি করি??? আরও research করে দেখলাম STK এর বাবা হচ্ছে transistor, 4-8-16-32 যার যেমন পাওয়ার দরকার সে তেমন বানায়া নিতে পারে, আর যদি পুড়ে জায় তাহলে একসাথে সব পুরবেনা, আর থিক করতে ১০০ টাকার বেশী খরচ হবেনা, আর ৮ টা transistor দিয়া amplifier বানাতে ৪০০০ টাকার মত খরচ হবে, পাওয়ারও বেশী ২০০*২=৪০০ ওয়াট’স , তাই ঠিক করলাম ৩৫০০টাকা দিয়া কম পাওয়ার আর বেশী ঝামেলার (ঝামেলা কারন STK পুড়ে গেলেই ৬০০-৮০০ টাকার ধাক্কা) জিনিস বানানোর থেকে আর মাত্র ৫০০-৬০০ টাকা বেশী খরচ করে ডবোল পাওয়ার আর কম ঝামেলার ( কম ঝামেলা কারন transistor পুরলে একতার বেশী পুরেনা সাধারনত, আর replace করতে ১০০-১৫০ টাকার বেশী লাগবেনা) বানানই ভাল, টাকা যখন খরচ হবেই তখন সামান্য কিছু টাকা বেশী খরচ করে ভাল জিনিস বানানই ভাল ।

এই মুহুরতেও আমি আমার amp দিয়া গান শুনছি, আমার boschmann original speaker এর bass শুনলে কান, আর মন দুইটাই ভরে জায়, আর সামান্য জোরে bass দিলে আমার ঘরের আসবাব পত্র কাঁপতে লাগে………… তাই আমার মনে হয় STK দিয়ে amp বানানোর থেকে আর সামান্য কিছু বেশী টাকা খরচ করে transistor দিয়ে amp বানান, আর ইন্ডিয়ান হাবি জাবি স্পিকার না কিনে জাপানি বা আমেরিকান স্পিকার কিনা, তাহলে মন আর কান দুইটাতেই শান্তি পাওয়া যাবে, আর ইন্ডিয়ান স্পিকার কিনলে মনে হবে কি জানো নাই কি জানো নাই…।

    @সেন্টু খান: ভাই, এইটার সাথে রুচির কোনই সম্পর্ক নাই, আমি শুধু বলতে চাচ্ছিলাম যে STK IC দিয়ে amp বানালে সেইটার maintenance খরচ বেশী হবে, আর amp বানানোর খরচের তুলনায় পাওয়ার কম হবে, আমি এই বিষয়টা নিয়া প্রায় ২মাস যাবত গবেষণা করেছি, ইন্টারনেট আর প্র্যাক্টিকাল দুইটাই……

    বাজারে ready made sound system কিনতে পাওয়া যায়-

    ভিকার= ২ টা ১০” woofer আর দুইটা tweeter প্রতিটা বক্সে, দুইটা বক্স, মোট ৪ টা ১০” স্পিকার (woofer) amp সহ। প্রতিটা বক্স ১৫০ ওয়াট’স । দাম ১৩৫০০ টাকা

    আমি amp আর দুইটা স্পিকার ( প্রতিটাতে একটা করে ১০” boschmann sub-woofer আর দুইটা alda horn tweeter) বানাইছি ১৪ হাজার দিয়া, আশা করি পার্থক্যটা বুঝাতে পেরেছি,

    STK দিয়া দুইটা ১০” সাব-ওফার (Boschmann / Pioneer) বানাইতে গেলে খরচ হবে সব মিলে ১০-১২হাজার, কিন্তু সাউন্ড শুনলে মন খারাপ হবে । যার একমাত্র কারন STK এর ওয়াট’স কম, আমি বলতে চাচ্ছিলাম টাকা খরচ যখন হবেই , তখন সামান্য একটু বেশী খরচ করলে ভাল জিনিস পাওয়া যাবে, যেইটার ঝামেলা কম হবে।

    মাইকেল ভাই!
    আমি stk4191 ii user, আমি একটি কেবিনেট বা বক্সে (8 ohoms)10 ইঞ্চি ২ টা আর (8ohom) 8 ইঞ্চি ১ টা স্পিকার এবং ১ট টুইটার ব্যবহার করি।
    এখন আমি stk4191 ii এ্যামটিতে ২ টি পেয়ার বক্স মানে, একটি বক্সে ১টি 12 ইঞ্চি ১টি 10 ইঞ্চি এবং ১টি হর্ণ টুইটার ব্যবহার করতে চাই।
    আমি আপনার থেকে জানতে চাই অামার এই এ্যামটি কি কাভার দিতে পারবে?

@মাইকেল সরকার: ভাই গবেষণা তো অনেক হল এইবার টিউন করেন।

    @রিপুল আহমেদ: ঠিক আছে ভাইয়া, আমি কয়েকদিনের ভিতরেই টিউন করব, আশা করি, আমি যদিও ভাল লিখা লিখি করতে পারিনা, তাও চেষ্টা করব।

মাইকেল সরকার আপনার সাথে কি ভাবে যোগাযোগ করা যাবে?

ভাই stk4141 এর সাথে ৮ ইঞ্চির কোন কোম্পানির কত ওয়াটের স্পিকার ভালো হবে?
অভিজ্ঞ ভাইদের কাছ থেকে উত্তর আশা করছি……

Level 0

Subwoofer er jonno active crossover circuit ta niye jodi ekta post diten…. tahole upokrito hotam.

সেন্টু ভাই সালাম নিবেন। আমার একটা Alteck lansing এর model 5200 2:1 মানে একটা সাব এর ২ টা স্যাটেলাইট এ ৪ ইস্পিকার এর উফার বা সাউন্ড সিস্টেম আছে। এইটার মোট আর এম এস হল ৯০ ওয়াট। ২ সাটেলাইতে মোট ৪ ইস্পিকারের জন্য ১০ ওয়াট করে ৪০ ওয়াট আর সাব উফারের জন্য ৫০ ওয়াট। মানে সাব টা ৫০ ওয়াটের। আমার সাবের ইস্পিকার টা নষ্ট হয়ে জাবার পর স্টেডীয়াম মার্কেট থেকে কয়েকটা ইস্পিকার এনে লাগালাম উফারের ইস্পিকার টি ৬.৫ ইঞ্ছি। কিন্তু আগের মত ভাল বেস পাইনাই। মার্কেটে ভাল বেসের যে সব ইস্পিকার পাওয়া যায় সেই গুলা ৮ ইঞ্চি এবং ২৫০ থেকে ৫০০ ওয়াট। আমার প্রস্ন হল আমার এই সার্কিট এর কোন আই সি চেঞ্জ করে শূধু উফার এর পাওয়ার ৩০০ বা ৫০০ করা যাবে কিনা- ?? যদি যায় কি ভাবে কি করব। একটু কষ্ট করে বিস্তারিত জানালে খুব উপকার হবে। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

Level New

transistor diya ki kore banano jai jodi bistarito diten valo hoito.
@মাইকেল সরকার

সেন্টু ভাইয়া একটু হেল্প করুন প্লিজ
আমার কাছে TDA2822 আইসি আছে। আমি এটা দিয়ে কম খরছে একটা ভালো আম্পলিফায়ার বানাতে চাই। একটু হেল্প করে ভাইয়া।কি কি পার্টস লাগবে এবং কিভাবে সংযোগ দিবো একটু ছবিসহ বলে দিবেন প্লিজ ভাইয়া

ভাই stk 408-040e আই সি তে কত ডিসি ভোল্ট ইনপুট করতে হয়,,,, হেল্প পিলিজ,,,