আপনি কি জানেন Windows 10 এখন সম্পূর্ণ ফ্রি !

Windows 10 নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। অবশেষে আমরা পেয়েছি, কাঙ্ক্ষিত Windows 10।  ইতোমধ্যেই অনেকে আপডেটেড হয়েছেন Windows7/Windows8 থেকে Windows 10 এ। ফেসবুকে আপডেটেড ডেক্সটপের স্ক্রিনশর্ট শেয়ার করতেও  আমাদের ভুল হয়নি। Windows 10 আপডেট নেয়ার সময় যে রোমাঞ্চ তৈরি হয়েছিলো তা থেকে তৈরি হয়েছে অনেক গল্প-কাহিনী, এসব নিয়ে সোশাল মিডিয়া এখনো বেশ গরম।  Windows 10 নিয়ে আমাদের নানামুখী কর্মকান্ড। কেউ কেউ আবার লেখালেখিও শুরু করে দিয়েছেন সুবিধা আর বেসুবিধা (অসুবিধা) নিয়ে। কাইদা-বেকাইদা (টিপস এন্ড ট্রিক্স)  নিয়েও কেউ কেউ মুখ খুলছেন। Windows 10 দিয়ে এই করলে সেই হয় আরো কতো কি। নিন্দুকেরা তদন্ত কমিটি বসিয়ে শুরু করেছেন দোষ ট্রুটি বার করার প্রকল্প।

এতক্ষণ তো ঠিকই ছিলো কিন্তু " Windows 10 এখন সম্পূর্ণ ফ্রি ! " ভাবা যায়।

ভাবা যায়!

বিল গেটস কাকুর শুনেছি মেলা টাকা পয়সা। উনার টাকা দিয়ে নাকি চাদে যাওয়ার রাস্তা ১৪ বার বানানো যাবে, তাই দান আর সমাজ সেবার জন্যও ভালোই খরচ করেন কাকু। তাই বলে Windows 10 ফ্রি ! না ভাই ঘটনা কিছু একটা নিশ্চই আছে!

অসীম কুমারের আজ কি হলো? তবে কি আজ সে পাইরেটেড Windows 10 নিয়ে লিখতে শুরু করলো?

শুধু তাক করবো, গুলি করবো না

একটু মজা করলাম, সবার সাথে। অনেক দিন পর লিখছি তো, তাই হাতটা একটু গরম করে নিলাম।  আসুন বিষয়বস্তুর দিকে নজর দেয়া যাক।

আমি একটুও মিথ্যা বলিনি। আমি যে উইন্ডোজ 10 এর কথা বলছি তা হচ্ছে Windows 10 IoT Core।  উইন্ডোজ 10 এর এই সংস্করণটি তৈরি করা হয়েছে এমবেডেড ডিভাইস সমূহের জন্য যেমন Raspberry Pi 2, MinnowBoard Max ইত্যাদি।

যারা হার্ডওয়্যার ডেভলপমেন্ট,রোবটিক্স,কন্ট্রোল সিস্টেম ডেভলপমেন্ট ইত্যাদি বিষয়ে গবেষণা করেন তাদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে Windows 10 IoT Core।

আশা করা হচ্ছে Windows 10 IoT Core গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম হবে। হার্ডওয়্যার প্রগ্রামিং, ইমেজ প্রসেসিং, সেন্সর সিগন্যাল প্রসেসিং,কমপ্লেক্স কন্ট্রোল সিস্টেম ডিজাইন,ভার্চুয়াল রিয়েলিটি,সিমুলেটর ডিজাইন, একাধিক ক্যামেরা নিয়ন্ত্রণ, ইত্যাদি কাজ অনেক সহজ করতে সক্ষম হবে Windows 10 IoT Core

আগে Raspberry Pi তে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। Microsoft ইতোমধ্যেই Arduino এর পার্টনার হিসেবে ওপেনসোর্স হার্ডওয়্যারের উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়েছে। তাই আমরা সামনে অরো অসংখ্য হার্ডওয়্যার শিল্ড এবং মডিউল পেতে যাচ্ছি যা আমাদেরর গবেষণা কার্যক্রমে ভিন্নমাত্রা নিয়ে আসবে। Raspberry Pi তে Windows 10 IoT Core ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট একসেস, ব্লুটুথ কমিউনিকেশন, ওয়াই-ফাই কমিউনিকেশন নিয়ে কাজ করা যাবে।এই টেকনোলজি গুলো রোবটিক্সে ব্যবহার করে অারো ইন্টেলিজেন্ট রোবট তৈরি করা যাবে।

কথায় কথায় ভুলেই গিয়েছি, কিভাবে Windows 10 IoT Core ডাউনলোড করা যাবে বলতে। Windows 10 IoT Core ডাউনলোড করার জন্য http://ms-iot.github.io/content/en-US/Downloads.htm এ একবার ঘুড়ে আসতে পারেন। অথবা http://go.microsoft.com/fwlink/?LinkId=619755 থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন।

আসুন Raspberry Pi, কিবোর্ড,মাউস,মনিটর,USB হাব যুক্ত করে আজই তৈরি করি নিজের Windows কম্পিউটার। আর আপনি যদি Windows Developer Program এর পার্ট হিসেবে হার্ডওয়্যার নিয়ে কাজ করতে চান তাহলে রেজিস্ট্রেশন করতে পারেন।

আপনারা যদি Raspberry Pi তে Windows 10 IoT Core ব্যবহার করে কি কি ধরণের প্রজেক্ট করা যায়, দেখতে চান তাহলে এই পেজটি দেখতে পারেন। personal weather station  command a robot with an Xbox 360 controller Microsoft’s HoloLens robot demo

এর মতো এডভান্সড প্রজেক্ট সমূহ তৈরি করতে Raspberry Pi তে Windows 10 IoT Core ব্যবহার করা হয়েছে। আপনি ইচ্ছা করলে নিজেও প্রজেক্ট তৈরি করে, প্রজেক্টের বর্ননা প্রকাশ করতে পারেন।

ভিডিওটিতে দেখানো হয়েছে Raspberry Pi তে Windows 10 IoT Core ব্যবহার করে কিভাবে একটা রোবট তৈরি করে কন্ট্রোল করা যায়।

সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।

যে কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করার পাশাপাশি আমাকে https://www.facebook.com/pages/Ashim-Kumar/1530502553863914 ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।

 

 

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

darun news

দারুন হয়েছে পোস্টটা৷ধন্যবাদ অসীম কুমার পাল ভাই৷
“”””””””””””””””””””””””””””””
উইন্ডোজ ৭/৮/৮.১ কে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার সবচেয়ে সহজ পদ্ধতি
==> http://www.ittimesbd.com/2015/08/upgrade-to-windows-10.html

উইন্ডোজ ১০ এর সকল ভার্সনের ল্যাটেস্ট ISO লিংক
==> http://www.ittimesbd.com/2014/10/windows-10-download.html

অনেক দিন পর অনেক ভাল লাগল। ধন্যবাদ অসিম ভাই