মাত্র 50 টাকায় energy light তৈরী করুন।

আসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে এমন একটি সার্কিট নিযে আসছি সেটা আমরা প্রতি নিয়ত ব্যবহার করে থাকি। তো আসলে আমরা আজ আমাদের হাতে তৈরী সার্কিটটি আমাদের বাডিতে ব্যবহার করব। কাজের কথায় আসি ! এক কথায় বলতে গেলে নিজের বাড়ীর সব বাল্ব নিজে তৈরী করে নিজের বাড়ীতে ব্যবহার করেন।

তো সে বাল্ব তৈরী করেতে গেলে কী কী লাগবে।

  • 1 প্রথমে একটা সোল্ডার করার জন্য আইরণ।
  • 2 একটা ব্লাংগ বোর্ড
  • ৩ একটা পাওয়ার সাপ্লাই।
  • ৪ প্রযোজনীয় লীড।
  • ৫ আর একটা সিরিজ বোর্ড থাকলে বেশী ভাল হয়।
  • ৬ একটা এনার্জী লাইট এর টিওব।
  • ৭ আমাদের কাজ শেষ।
  • এবার কাজ শুরু।
  • নিচের চিত্রের মত পার্টস গুলো বসে ফেলি।

পার্টস গুলো সব ঠিক মত বসা হলে। এবার সিরিজ বোর্ড এর মধ্যে টেস্ট করে ফেলুন। কোন প্রকার সমস্যা হলে আমাকে কমেন করে জানাতে পারেন। পূর্বে প্রকাশিত হয়।  ডিজিটাল ইনফর মেশান

কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন। ভাল লাগলে টিউমেন্ট করুন।

আমার ফেসবুক প্রোফাইল  fb.com/mujiburrahman.trader

Level 2

আমি মুজিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সার্কিটটির আরো ডিটেলইস্ দরকার। চপারের ব্যাপারে কিছু বলেন নি। টিউবের চারটি পা কোথায় কানেক্ট করব? এই সার্কিটটার ওয়াট কত?

    ভাই মো: আবু সাঈদ আমি কোন আর কোন ডিটইল্স এর দরকার নেই মনে করি । আর টিউবের চার টি পা দেখার জন্য https://mujibtrader.blogspot.com/2016/12/create-energy-light-for-just-50-rupees.html এখানে ভিজিট করুন । আর এই সার্কিট এর ওয়াট হচ্ছে 26 ওয়াট । আন্তরিক ভাবে দুঃখিত টিউবের চারটি পা কোথায় কানেক্ট করবে এটা এখানে না দেওয়ার জন্য । ধন্যবাদ

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

ভিডিও দিলে ভাল হতো,কারন কি কি পার্টস ছবিসহ দিলে সুবিধা হতো

Nice Post ভিডিও দিলে ভাল হতো,কারন কি কি পার্টস ছবিসহ দিলে সুবিধা হতো