আরডুইনো টিউটোরিয়াল [পর্ব-১৭] :: আরডুইনোতে এলসিডি ডিসপ্লে ব্যবহার করার পদ্ধতি

আরডুইনো টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমার টিউটোরিয়াল গুলো কেমন লাগছে? আজ আমরা টিউটোরিয়ালের ১৭তম পর্ব নিয়ে কথা বলবো। এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো এলসিডি ডিসপ্লেে।

এলসিডি ডিসপ্লে কি এটা আশা করি সবাই জানেন। কারণ আমরা প্রতিনিয়তই এলসিডি ডিসপ্লে ব্যবহার করি। আমাদের অনেকেরই কম্পিউটারের সাথে এলসিডি মনিটর আবার কারো কারো বাসায় এলসিডি টিভি আছে। LCD এর পূর্ণরুপ হলো Liquid Crystal Display. আমরা আরডুইনোর সাথে সরাসরি কোন বড় ধরনের এলসিডি ডিসপ্লে ব্যবহার করবো না। আরডুইনোতে ব্যবহার উপযোগী ছোট এলসিডি ডিসপ্লে বাজারে পাওয়া যায়। ডিসপ্লের সাইজ অনুযায়ী এদের অনেক ভাগ আছে। যেমন 16*2 LCD Display, 20*4 LCD Display। এর দ্বারা মূলত ডিসপ্লেটিতে মোট কতগুলো ক্যারেক্টার বা অক্ষর দেখানো যাবে তা বুজানো হয়। যেমন একটি 16*2 ডিসপ্লেতে মোট ১৬টি কলাম এবং ২টি রো আছে। অর্থ্যাৎ প্রতি লাইনে সর্বোচ্চ ১৬টি করে দুই লাইনে মোট ৩২টি অক্ষর দেখানো যাবে।

আরডুইনোতে এলসিডি ডিসপ্লে আমরা কেন ব্যবহার করবো? এ প্রশ্নটির উত্তর আশা করি আপনারাই দিতে পারবেন। আরডুইনোতে যখন আমরা কোন প্রজেক্ট তৈরী করবো তখন যদি ইউজারকে আমরা কোন তথ্য দেখাতে চাই তখন কিন্তু আমাদেরকে এই ডিসপ্লে ব্যবহার করতে হবে। সেভেন সিগমেন্ট ডিসপ্লের একটা অসুবিধা হলো ওটাতে শুধু নাম্বার দেখানো যায়। কিন্তু  এলসিডি ডিসপ্লেতে আপনি ইংরেজী বর্ণ, নাম্বার, সাংকেতিক চিহ্ন এসব কিছু দেখাতে পারবেন। তাই এলসিডি ডিসপ্লে অত্যন্ত প্রয়োজনীয়। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এলসিডি ডিসপ্লে কিভাবে ব্যবহার করতে হয়, এর জন্য কিভাবে কোড লিখতে হয় এসব কিছু দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই।

আশা করছি আজকের পর্বটি আপনারা ভালো করে বুজতে পেরেছেন। তারপরও যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।

আমাদের ফেসবুক পেজ: নাবা টেক ওয়ার্ল্ড

আমাদের ইউটিউব চ্যানেল: Naba Tech World

আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বা জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনার সামান্যতম উপকারও হয়ে থাকলে অামাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস