ফেসবুক গ্রুপে এক ক্লিক এ সব বন্ধু এড করা তো শিখেছেন এবার এক ক্লিক এ সব কিভাবে ডিলিট করবেন তা দেখুন।

অনেক দিন পরে টিটি তে লিখতে বসলাম। তাই কি লিখব চিন্তা করা শুরু করলাম। শেয়ার করার অনেক কিছু আছে কিন্তু লেখার সময় পাচ্ছি না। যাই হোক আজকে ছোট একটা টিউন করলাম। টিউন টি হয়তো আগেও হয়েছে। সমস্যা নেই আবার দেখে নীলে।
আমাদের অনেকের ফেসবুক এ গ্রুপ নিশ্চয় আছে। এখন গ্রুপ এ একসাথে সব ফ্রেন্ড এড করার জন্য সবাই টিউন করে কিন্তু একসাথে অনেক সদস্য বাদ দেওয়ার জন্য টিউন খুব কম দেখি। আমি আজকে দেখাব কিভাবে একসাথে গ্রুপ থেকে অনেক সদস্য বাদ করে দিবেন। অনেকে হয়ত চিন্তা করা শুরু করে দিয়েছেন গ্রুপ এ সদস্য জোগাড় করতে অবস্থা শেষ আবার বুজি বাদ দিমু!!! কি বলে রে!!!!!!! । যাই হোক আপনাকে আমি সব সদস্য এখনই বাদ করে দিতে বলছি না, শুধু দেখে রাখতে বলছি যদি কখন কাজে লেগে যায় আর কি। যেমন আমার লেগেছে, আমি একটা গ্রুপ তৈরি করতে গিয়ে টাইপ ভুল করে “Tech” এর জাগায় “Tecn” দিয়ে দিছি। “h” আর “n” এই একটা শব্দ গোলমাল লাগিয়ে দিয়েছে। এখন আপনারা আমারে বেকুব ছাড়া তো আর কিছু বলবেন না। যে সে এতো দিনেও h আর n ভুল করছে ধরতে পারে নাই!!!! 

How To remove? - Avmo

রিনেম করে দিলেই তো হয়, না হয় আরেকটা গ্রুপ তৈরি করলেই তো হয়। আসল কথা হচ্ছে গ্রুপ খুলছি আর ৫০০০ সদস্য এড করে পালাইছি মাত্র ১৫ মিনিটে। এখন তো আর রিনেম করার সুযোগ নাই। আর আরেকটা তৈরি করার কথা যে বলবেন – দরুন আপনি Techtune এবং Tecntune নামে দুইটা গ্রুপ রাখলেন এখন আমি দেখে কোনটা আসল মনে করব। তাই ভুল টা ডিলিট করে দেওয়া ই উচিৎ। এখন গ্রুপ ডিলিট ও করা যাবে না কারন যতক্ষণ গ্রুপ এ ১ জন সদস্য আছে তা করা যাবে না। যাই হোক এই বুলটা সবাই করে না সুধু আমার মত যারা আছে তারাই করে আরকি।
যাই হোক যদি কারো কাজে লাগে তারা ভিডিও টি দেখে নিন। কারণ বিস্তারিত লিখার সময় আজকে নাই। আর কোড টি ডাউনলোড করে নিন।

Download Button - AVMO

Download Button - AVMO

Password:- "avmo"

ফেসবুকে আমি - Abdul Motaleb

Level 0

আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক ক্লিকে সব ফ্রেন্ড এড করার স্ক্রিপ্ট টা লাগবে।

আমি মনে করে ছিলাম সবাই এড করা টা জানে। তাই রিমুব করার জন্য টিউন করে ছিলাম। সমস্যা নাই আজকে এড করা নিয়ে টিউন করব। দন্যবাদ।

কোডে কোন সমস্যা হবেনা তো ?

@ALL, অ্যাকাউন্ট ব্লক খাইতে চাইলে এই সব কইরেন।

    @BangladeshPoint: ভাই রিমুব করতে কেউ ব্লক খায় না। যত সমস্যা এড করতে।

1 click e ki vabe ad korbo ?
R er jonno block hobo na toh ?

এক ক্লিক এ সব বন্ধু এড করুন আপনার ফেসবুক গ্রুপ এ। :-
https://www.techtunes.io/facebook/tune-id/315847