শর্টকাট কী ব্যবহারের মাধ্যমে সহজে চালান ফেসবুক

☞আপনার ফোনে অতিরিক্ত নেট ডাটা খরছ কমান ! (ভিডিও টিউটরিয়াল)

☞আপনার ফোনে ওয়ার্জনাল ভার্সন বের করুন ! (ভিডিওটিউটরিয়াল)

সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুক এখন যেন আমাদের মৌলিক
চাহিদায় পরিণত হয়েছে। দিনে অন্তত একবার
ফেসবুকে উঁকি না মারলে যেন আমাদের চলে
না। কিন্তু আপনি জানেন কি? ফেসবুকের
নিউজফিডের রয়েছে কিছু শর্টকাট কী যা
আপনার মাউসের ব্যবহার কমিয়ে আরও দ্রুত ও সহজ ফেসবুকিং করতে সাহায্য করবে।

ফেসবুকের শর্টকাট কী :

* J ও K কি দিয়ে ওপরে ও নিচে
নিউজফিডের টিউন নির্বাচন করা যায়।

* Enter করে নির্বাচিত টিউন পুরোটা দেখা
যাবে।

* L কোনো টিউন লাইক বা আনলাইক করতে
ব্যবহার করা যাবে।

* P নতুন কিছু টিউন করার জন্য।

* S দিয়ে কোনো কিছু শেয়ার করা যাবে।

* C চেপে নির্বাচিত টিউনে টিউমেন্ট করা
যাবে।

* O নির্বাচিত ছবি বড় করে দেখাবে।

* Q চ্যাটে কাউকে খুঁজে পেতে সাহায্য
করবে।

* / কোনো কিছু খুঁজতে সার্চবার সক্রিয়
করবে।

এই তালিকা ভুলে গেলেও কোনো ক্ষতি
নেই। নিউজফিডে থাকা অবস্থায় ‘?’ ক্লীক
করলেই আপনি পুরো তালিকাটি দেখাতে
পারেন। সূত্র : ফেসবুক ৷

☞আমার ইউটুব চ্যানেল Subscribe করুন ৷

☞আমার ব্লগ সাইট ভিজিট করুন ৷

☞আমাদের ফেজবুকে পেজ ৷

ধন্যবাদ, আমার টিউনস টি পড়ার জন্য ৷
আশা করি সামনে নতুন কিছু নিয়ে আবার হাজির হব, এথন এই প্রযন্ত বিদায় ৷

Level 2

আমি রক স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস