নিজেই তৈরি করুন ফেসবুক টিউমেন্ট বোট,  আর হয়ে যান টপ বোটার।

আসসালামু আলাইকুম,সবাই ক্যামন আছেন?আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে বোট সাইট বানাতে হয়। যারা বোট সম্পর্কে জানেন তো তারা সাথেই থাকুন আর যায়া জানেন না তারা টি টি তে প্রকাশ হওয়া আমার এই টিউন টি. এখানে ক্লিক করে পড়ে নিন যাই

হোক চলুন শুরু করি,প্রথমে যা যা লাগবে বলে নেই.

.১। পাউয়ারফুল ক্রিপ্ট

২। ভাল একটা হোস্টিং (পেইড)

৩। ক্রোন জব

প্রথমে ক্রিপ্ট টা ফ্রি ডাউনলোড করে ফেলুন।

DOWNLOAD NOW

এবার লাগবে একটা হোস্টিং.. এই বিষয় টা খুবি গুরুত্ব পূর্ন, কারন এই হোস্টিং এর উপর ডিপেন্ট করে আপনার বোট কত স্পীডে চললবে বা চলবে কিনা, আর সব হোস্ট কোম্পানি বোট Allow করে না, চালালেউ সাস্পেন্ড করে দেয়া হোস্টিং। তাই আপনার হাজার ভিজিটর ওয়ালা ওয়েব সাইটে ফোল্ডার করে বোট চালাবেন না, তাতে আম সালা দুইটাই যাবে।দিলাম তো সমস্যা পাকিয়ে তাই না? এর সমাধান দেব আমার অভিজ্ঞতা থেকে, আমার জানামতে বাংলাদেশি একটা হোস্ট বোট সাস্পেন্ড করে না, HostShopBD.Com থেকে যে কোন একটি প্যাকেজ নিন। Cpanel এ লগিন করুন। তার পর আপনার ডাউনলোড করা ক্রিপ্ট টি public_html এ আপলোড করে দিন।এবার Cpanel এ Tool Use করে Zip ফাইল টা Extract করে ফেলুন, এবার আপনার সাইটে অন্য ট্যাবে দিয়ে দেখুন, বোট হয়ে গেছে। এখন ও কাজ শেষ হয় নাই, এবার ক্রোন জব লাগাতে হবে, না হলে বোট সচল হবে না। cron-job.org তে যান একটা একাউন্ট খুলুন, তার পর Add cron Job সিলেক্ট করুন। ফাকা বক্সেYourDoamin.TLD/value.php এখানে YourDomain.TLD এর জায়গায় আপনার ডোমেইন দিন। টাইম ১ মিনিট দিন, নিচের সব গুলা টিক দিয়ে দিন।সেভ করুন।কাজ শেষ, কারো ক্রোন জব এ প্রব্লেম থাকলে বললেতে পারেন, আমি সলভ করে দেব। ক্রোন জব রানিং হলেই কাজ শেষ, এখন চালাতে পারেন, ইচ্ছা মত,ধন্যবাদ!

Level 0

আমি এন এক্স টি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম্ম

থ্যাংকস !
http://latestdown69.wapka.mobi ওয়েব সাইট টি বিক্রি করা হবে ৫০০ টাকা – +৮৮০১৭৪৮০৬১২৩৬

ভাই সাইট তো Wapka, না হলে নিতাম

অনেক অনেক ধন্যবাদ ভাই 🙂

ভাই আপনার দেওয়া স্কিপ্টটা তো (.zip) ফরম্যাটে আছে ওটা কিভাবে Public এইচটিএমএল হিসেবে আপলোড করবো? আর zip ফাইলটা Extract করে তো তিনটা (.php) ফরম্যাটের ফাইল পেলাম। কিভাবে কি করবো বুঝতেছি না। সবকিছু একটু বুঝায় দিলে খুশি হতাম।
বলতে গেলে Javascript এর ব্যাপারে আমার তেমন ধারনাই নাই।

    আমার মনে হয় আপনি Wapka এর মত ফ্রি হোস্ট ব্যাবহার করছেন, তাই এমন হচ্ছে,পেইড হোস্ট ব্যাবহার করেন দেখবেন Public_xtml নামের ফোল্ডার পাবেন। আর ওয়াপকা Php সাপোর্ট করে ননা