জোস একটি এক্সচেঙ্গ সাইট ! কোন রকম সমস্যা ছাড়াই আপনার ফেসবুক পেজ এ লাইক নিয়ে নিন !!!

আলোচক ঃ- Tahmid Abrar

আজকের ওয়েবসাইট ঃ - addmefast.com  Link :-    http://addmf.co/?V7CLRCR

এছাড়া টিউনে অটো লাইক নেয়ার জন্য এ ভিডিওটি দেখতে পারেন -

[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]

অনেকেই শখের বশত ফেসবুক পেজ খুলে বসেন। আবার অনেকেই আবার নিজের সাইটের জন্যও ফেসবুক পেজ খুলেন। কিন্তু লাইক সংকটের জন্য শতকরা 60/70 জন এডমিনই মনে ভেঙে ফেলেন অনেকেই অবশেষে ফেসবুক পেজেটির কাজ ছেড়ে দেন। আবার অনেকে দিনের পর দিন কাজ করেও পর্যাপ্ত লাইক পান না। অথচ আপনি অনেক স্বপ্ন নিয়ে পেজটি খুলেছিলেন। তবে আমি আজ আপনাদের সাথে একটি টিপস শেয়ার ‍করব, যা ইনশআল্লাহ অবশ্যই আপনার পেজের/টিউনের/ছবির জন্য অজস্র লাইক পেয়ে যাবেন।

আপনাকে শুধু একটু কষ্ট করে কিছু কাজ করতে হবে। কাজ গুলো তেমন কঠিন কিছু না। একদম সহজ। তারপরও আমি স্ক্রীনশর্ট সহ বিস্তারিতভাবে টিউটোরিয়াল প্রকাশ করছি, যে আপনি কোন সমস্যার সম্মুখীন না হন। এরপরও যদি অঘটন বশত: কোন সম্যার সম্মুখীন হয়ে যান তাহলে অবশ্যই টিউমেন্ট করে বলবেন। আর যদি উপকৃত হন তাও টিউমেন্ট করতে কিন্তু ভূলবেন না। ফেসবুক লাইক টিউটোরিয়াল মনে রাখবেন, এই কাজটি কিন্তু একে বারেই সহজ। তবে যদি আপনি নতুন হন তাহলে আপনাকে খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে। যদি পারেন তাহলে সম্পূর্ণ টিউনটি দুই তিন বার পড়ে নিন। তারপর কাজ ধরুন। আর যদি আপনি ঝুনা প্লেয়ার হয়ে থাকেন তাহলে তা কোনো কথাই নেই। ওকে অনেক কথা বলে ফেললাম। শুরু করছি……

1। সর্ব প্রথম এখানে ক্লিক করে ফেসবুক লাইকের ওয়েব সাইটটিতে যান।

 

addmefast.com

2। এখন আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। তাই Registration এর ক্লিক করুন।

ফেসবুক লাইক

3। Registration এ ক্লিক করার পরে একটি ফর্ম আসবে। ঠিক নিচের চিত্রের মতো………। ‌ফর্মটি পূরণ করুন। যদিও ফর্মটির বিস্তারিত বিবরণ স্ক্রীনশর্ট এ দেওয়া আছে তারপও যারা নতুন তাদের জন্য আরোও একটু বিস্তারিত বলছি… 1 নং ঘরে আপনার ইমেইল দিন। 2নং ঘরে আপনার ইচ্ছামত একটি পাসওয়ার্ড দিন। 3নং ঘরে আবার ঐ পাসওয়ার্ডটিই দিন।4নং ঘরে ক্যাপচাটি পূরণ করুন। যদি ক্যাপচা বুঝতে সমস্যা হয় তাহলে 5নং এর তীর দিয়ে চিহ্নিত রিলোড বাটনে ক্লিক করুন নতুন ক্যাপচা আসবে। এরপর ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে নিন এবং সবশেষে Sing Up এ ক্লিক করুন।]

ফেসবুক লাইক

4। এবার যেই ইমেইল আইডিটি দিয়েছিলেন সেই ইমেইলের ইনবক্স খুলুন। দেখবেন একটি কনফার্মশন ইমেইল গিয়েছে। ঐলিংটিতে ক্লিক করুন।

5। এখন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

6। সঠিকভাবে লগইন হওয়ার পর। এখানে ক্লিক করুনফেসবুক লাইক এবং ফেসবুকের ইউজার নেম ও ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে সাইন ইন করুন।

7। এখন আবার ‍addmefrist.কম এর ফিরে আসুন এবং আপনি যেই ফেসবুক পেজ ‍লাইক পেতে যান সেটি সেট করুন। নিচের ছবি দেখুন…. ফেসবুক লাইক  ফেসবুক লাইক

8। এখন নিচের ছবিটি ফলো করুন…. ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। ফেসবুক লাইক [ফর্মটি সম্পর্কে নতুনদের জন্য একটি বিস্তারিত: 1নং বক্সে আপনার ফেসবুক পেজের নামটি দিন। 2নং বক্সে ফেসবুক পেজের ইউআরএলটি দিন। এরপর দুইটি “on” এ ক্লিক করে অন করে দিন। সবশেয়ে Save Changes এর ক্লিক করুন।]

ফেসবুক লাইক

9। প্রাথমিক অবস্থা সাইন আপ করার সাথে সাথেই পেয়ে যাবেন 50পয়েন্ট।‍ আর এগুলো ব্যায় হবে আপনার পেজে লাইক পাওয়ার জন্য। ডলার দিয়েও আপনি লাইক কিনতে পারেন তবে। তবে আবার বিভিন্ন পেজে লাইক দেওয়ার মাধ্যমেও আপনি পয়েন্ট অর্জন করতে পারেন। এককথায় বলতে পারেন ফেসবুক লাইক এক্সচেঞ্জ। পয়েন্ট অর্জন করার জন্য যেভাবে লাইক দিবেন…..ছবিটি দেখুন… ফেসবুক লাইক

ফেসবুক লাইক

10। ফেসবুক লাইকে ক্লিক করার পর এখন নিচের মত দেখতে পাবেন এবং Like এর ক্লিক করুন।

ফেসবুক লাইক

11। ক্লিক করার সাথে সাথে পপ আপউইন্ডোতে একটি ফেসবুক পেজ ওপেন হবে। তবে মনে রাখবেন সবসময় এই কাজগুলো করার আগেই আপনার ফেসবুক আইডি ফেসবুকে লগ ইন করে রাখবেন তার পরই এই লিংক গুলোতে ক্লিক করবেন।

12। পপ আপ উইন্ডে‍াতে যেই পেজটি ওপেন হবে ঐটি লোড হওয়ার সাথে সাথে দ্রুত লাইক দিয়ে দিন এবং উইন্ডোটি ক্লজ করে দিন। যদি সঠিকভাবে লাইক এবং ক্লজ দিতে পারেন তাহলে আপনি পয়েন্ট পাবেন

13। আর এভাবে এই পয়েন্ট গুলো খরচ হবে আপনার ফেসবুক পেজ এর লাইকের জন্য। এভাবে যত পয়েন্ট অর্জন করতে পারবেন ততই আপনার পেজে লাইক পেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই।কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট বক্স আছেই।

আর আমার জন্য দোয়া করবেন।

যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।

আর আমার ব্লগে সকলের দাওয়াত- http://www.techabrar.blogspot.com *আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- http://www.facebook.com/Abrar-Tahmid-369150756866519/

ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না? আল্লাহ হাফেজ।

Level 0

আমি Tahmid Abrar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস