১০ মিনিটে তৈরি করে ফেলুন একটি ছোট্ট ট্রানজিষ্টর টেষ্টার………….

ইলেকট্রনিক্স নিয়ে যারা নতুন অথবা বেশ কিছুদিন হয়ে গেল কাজ শুরু করেছেন , তাদের জন্য  এই মজার টিউনটি।  নিশ্চই এতদিনে খুব ভালো মত শিখে ফেলেছেন রেজিস্টর, কেপাসিটর, ডায়ড, ট্রানজিষ্টর এর কাজ। আজ আমরা ডায়ডের এবং ট্রানজিষ্টরের  মুল মন্ত্রকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলব অতি জরুরী ট্রানজিষ্টর চেকার।  ইলেকট্রনিক্স এর কাজ করতে গেলে সবারি ট্রানজিষ্টর ব্যবহার করতেই হয়। আর যখনি ট্রানজিষ্টর তখনি চলে আসে কোনটা বেস, কোনটা ইমিটর আর কোনট কালেকটর । অথবা ট্রানজিষ্টরটা ভালো না খারাপ। এই কাজটি কয়এক সেকেন্ডে করে ফেলতে পারব নিচের সার্কিটটির মাধ্যমে।

আসুন এবার দেখি সার্কিটটি কিভাবে কাজ করছে :

এনপিএন ট্রানজিষ্টর এর ক্ষেত্রে :

  • প্রথমে ট্রানজিষ্টরকে সার্কিটে ইমিটর , বেস , কালেক্টর পয়েন্ট এ কানেক্ট কারতে হবে।
  • ট্রান্সফরমার থেকে যখন প্রথম হাফ সাইকেল ট্রানজিষ্টরের মধ্য দিয়ে যাচ্ছে তখন ইমিটর, বেস জাংশন ফরয়ার্ড বায়সড হয়ে  ট্রনজিষ্টরটি অন হচ্ছে এবং ডায়ড D1  ফরয়ার্ড বায়সড  হবে । ফলে সবুজ লিডটি জলে উটবে।  এর মাধ্যমে আমরা সহজেই ট্রানজিষ্টরের বেস, ইমিটর, কালেকটর লেগ নির্নয় করতে পারব। অন্যথায় বুঝতে হবে যে ট্রানজিষ্টরটি এনপিএন না।
  • ভেরিএবল রেজিষ্টর পরিবর্তন করে আমরা বেস কারেন্ট চেক করতে পারব। ভেরিএবল পরিবর্তন করলে সবুজ লাইট কম/বেশি জলবে। এতে বুঝতে পারব যে ট্রানজিষ্টরটি ভালো আছে।

পিএনপি ট্রানজিষ্টর এর ক্ষেত্রে :

  • প্রথমে ট্রানজিষ্টকে সার্কিটে ইমিটর , বেস , কালেক্টর পয়েন্ট এ কানেক্ট কারতে হবে।
  • ট্রান্সফরমার থেকে যখন  হাফ সাইকেল ট্রানজিষ্টরের মধ্য দিয়ে যাচ্ছে তখন ইমিটর, বেস জাংশন ফরয়ার্ড বায়সড হয়ে  ট্রনজিষ্টরটি অন হচ্ছে এবং ডায়ড D2  ফরয়ার্ড বায়সড  হবে । ফলে লাল লিডটি জলে উটবে।  এর মাধ্যমে আমরা সহজেই ট্রানজিষ্টরের বেস, ইমিটর, কালেকটর লেগ নির্নয় করতে পারব। অন্যথায় বুঝতে হবে যে ট্রানজিষ্টরটি পিএনপি না।
  • ভেরিএবল রেজিষ্টর পরিবর্তন করে আমরা বেস কারেন্ট চেক করতে পারব। ভেরিএবল পরিবর্তন করলে লাল লাইট কম/বেশি জলবে। এতে বুঝতে পারব যে ট্রানজিষ্টরটি ভালো আছে।

[বি: দ্র: ধরে নিব যে ট্রান্সফরমারের উপরের প্রান্ত পজিটিভ এবং নিচের প্রান্ত নিগেটিভ]

এখন প্রশ্ন আসতে পারে যে একজন শুরুতে না জেনে কি করে বুঝবে যে আসলে কোন লাইট টা জললে কোন ট্রানজিষ্টর? ?????????? তাদের বোঝার সুবিধার্তে নিচের চিত্র টি দিলাম ।

চিত্র : ক

চিত্র : খ

*** ক চিত্র টি খেয়াল করুন। এনপিএন ট্রানজিষ্টর এর ইমিটর (-) সুতরাং এর জন্য যে ডায়ড টি ফরয়ার্ড বায়াসড হবে তার সাথে সংযুক্ত লাইট টি জলবে। তখন বুঝব সেটি এনপিএন ট্রানজিষ্টর । টিক বিপরীত টি হবে পিএন পি।

আশাকরি একটু ভালো ভাবে দেখলে বুঝতে পারবেন।

[সকলের বুঝার সুবিধার্থে টেকনিক্যাল ভাষা কম  ব্যবহার করলাম]

সকলের সুবিধার্থে পিসিবি লেআউট দেয়া হলো :

যা যা লাগবে :

১. ট্রান্সফরমার ..........................................(২২০/৬) ১টা

২. ডায়ড ................................................২ টা

৩. লিড (লাল এবং সবুজ)...................................১টা করে

টিউনটি কারো কাজে আসলে নিজেকে সার্থক মনে করব। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Evan Sharif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MD. Shafiul alam sharif Bsc in EEE, AUST IT officer Trutexbd, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোজা প্রিয়তে। 😛 ধন্যবাদ

    মাখন ভাই….. আপনাকেও ধন্যবাদ…….. 🙂

আসলেই একটা কাজের জিনিস
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

Soja preote

khuv valo……….

ধন্যবাদ ইভান ভাই । খুবই চমৎকার হয়েছে । আর আপনার কাছে যদি কোন MOSFET টেষ্টার থাকে তবে জলদি জলদি একটু শেয়ার করেন ……

Level 0

ভাই পারলে http://www.mcqexambd.com সাইট নিয়ে একটি পোস্ট করেন। তাহলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। কারণ সাইটটি নতুন অনেকে জানেই না এরকম একটা ফ্রি পরীক্ষা দেওয়ার সাইট আছে। সত্যিই মজার একটা সাইট।

ইভান ভাই PCB বোর্ড কে তৈরি করে ? যারা তৈরি করে তাদের একটা মোবাইল নাম্বার দিন । আমার ২/৩ টি PCB Board তৈরি করতে হবে । ১ টি বা ২/৩ টি ছোট বা মাঝারি ধরনের PCB তৈরি করতে তারা কত নেয় ? Golden বা Copper layer PCB তৈরি করতে কত খরচ পড়বে ?? দয়াকরে অবশ্যই একটু জানাবেন ……..

ভাই tune এর জন্য ধন্যবাদ।জোশ হইছে…………………………………..আামি PCB তৈরী করে দিয়ে থাকি।
Email me: [email protected]

super carry on

জনমের বাচা বাচালেন! এটা আমার খুব দরকার ছিল। টেকটিউনস এ ইলেক্ট্রনিক্স নিয়ে টিউনার ভাইয়েরা টিউন করতে চান না ।নয়ত এসব টিউন এত জনপ্রিয় হবার পরও কেন তারা ইলেক্ট্রনিক্স বিষয়ে টিউন করেন না? যাইহওক মূল্যবান টিউনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আপনার কাছথেকে আরও এরকম অনেক অনেক টিউন পাব।

Vai amar kichu janar chilo. Er ta holo:
1. Capacitore keno volt lekha thake? Power supply circuite je capacitor baboher korechen ta koto volter?
2. Variable resistor diye jodi nob ghuriye bivinno man sristy kora jay tobe fixed resistorer ki proyojon?

    Bridge ki IN7001 baboher korechen?

    ১. ক্যাপাসিটরটি সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত সহ্য ক্ষমতা রয়েছে তা জানার জন্য ক্যাপাসিটরটির গায়ে ভোল্টেজের মান লেখা থাকে । আর Power Supply সার্কিটটিতে 50 Volt এর ক্যাপাসিটর লাগাতে হবে ।

    ২. এখানে R1 Fixed Resistor এর মাধ্যমে ভেরিয়েবল রেজিষ্টরে খুবই স্বল্প পরিমাণে একটি নির্দিষ্ট কারেন্ট প্রদান করা হচ্ছে আর ভেরিয়েবল রেজিষ্টরটির মাধ্যমে সেই নির্দিষ্ট পরিমাণ কারেন্টটিকে কম-বেশি করে LED এর উজ্জ্বলতা কম-বেশি করা হচ্ছে ।

    ৩. Bridge -এ 1N7001 নয় 1N4007 মানের ডায়োড ব্যবহার করতে হবে ।

খুব কাজের জিনিস। অথচ তৈরী করাও খুব সহজ। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Torongo vai apnake osonkho dhonnobad, kosto kore amar prosner uttor debar jonno. Valo thakun.

Level 0

জ টি ল………..
চালিয়ে যান ৷

ইভান ভাই আপনি কি বড় কোন Project করবেন? Obviously Fully Commercial Project. If you are interested contact with me by email : [email protected] . এই Offer টা শুধু ইভান ভাই না যেকোন Electronics জানা লোকের জন্য Available.

Torongo Vhai Veriable Diyee Jodi Current ke kom-beshi kora e hoy tahole oi resistance er value 470k indicate kora holo keo bujlam na.

Level 0

খুবই সুন্দর