মাত্র এক ক্লিকেই আপনার ছবিতে দিন হাজারো ইফেক্ট!!! কোন রকম এডিটিং ছাড়াই!!

আবারও ফিরে এলাম সেই চিরচেনা ফটো বিষয়ক টিউনে। 😛 হাড় কাপানো এই শীতে ছবিতে যদি ঠাটা পরার ইফেক্ট দেই তাহলে কেমন হয়? অথবা দেয়া হলো পানি ছিটানো ইফেক্ট? যেমনটা শীতের সকালে শিশির ভেজা ঘাসে থাকে? শুধু তাই নয় এমন হাজারো ইফেক্ট দিতে পারেন কোন রকম এডিটিং ছাড়াই এবং এক ক্লিকে!

কি বিশ্বাস হচ্ছে না? শুধু দেখে যান তাহলেই হবে।

যেসব ইফেক্ট দিতে পারবেনঃ

আপনার ছবি ওপেন করে তারপর একটা একটা করে ক্লিক করে বিভিন্ন ইফেক্ট দিন। একটা ইফেক্ট Apply করার পর সেটার উপর আবার অন্য ইফেক্ট দিন। এভাবে হাজারো ইফেক্ট দিয়ে রাঙ্গিয়ে দিন আপনার ফটোকে! এমনকি ছবির প্রিভিও স্থানে মাউস দিয়ে ইফেক্টের স্থান ঠিক করে দিতে পারেন।
বিস্তারিত দেখতে পারেন এই ভিডিও টিউটোরিয়ালে।

ডাউনলোড লিঙ্কঃ

Boxoft Photo Magic Maker
আর সিরিয়াল কী পাবেন এখানে।
সাইজ মাত্র ১৯ মেগাবাইট।

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

moja to 😀 thanx

onek onek thanks dear

মারাত্বক ব্যাপার স্যাপার……..
গ্রাভাটারের ছবিতেও দেখি অন্য রকম ইফেক্ট মারছেন। 🙂

অনেক ধন্যবাদ ভাইয়া ডাওনলোড করে দেখছি 🙂

তুমি ভাই আসলেই বোধয় হাতেকলমে প্রমান দিতেই পছন্দ কর।তোমার পোষ্ট থেকেই তা বুঝা যায়।

কোন কারণে media fire এর link down আছে
reply sms এ Serial by Hasan Jubair.txt এর ভিতর যা আছে দেওয়া যাবে কি…
দিলে উপকৃত হবো
ধন্যবাদ।

ডাউনলোড করেছি। ব্যবহার করব। ধন্যবাদ এ লট

আবার আসলাম ধন্যবাদ দিতে। দারুন

মাত্র এক ক্লিকেই এত পরিবর্তন?তাহলেতো এখনই ডাউনলোড করতে হয়।
তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সফটি শেয়ার করার জন্য।

Thanks.
ভালোই তো লাগলো । এবার ডাউনলোড দিয়া দেখি।

ভাল লাগছে ডাউনলোড এবং প্রিয় তে…। 😀

খুবিই ভাল হয়েছে।ধন্যবাদ।

সুন্দর

ভুল তো মানুষেরই হয়।আমিও একবার ভুল করেছিলাম কিন্তু আপনি ছাড়েননি।।আপনার টিউনটি সুন্দর হয়েছে। http://www.techtunes.io/download/tune-id/39771/

    এটাকে ভুল বললে এই ভুল আপনার একবার নয় অনেকবারই হয়েছে।
    আপনার দেয়া ভার্শন পোর্টেবল কিন্তু এটা তা নয়।
    এবং এটা নতুন ভার্শন।

    আপনার মত আমিও বলেছিলাম যে এটা নতুন ভার্সন কিন্তু আপনার উত্তর ছিলো
    “হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
    ৩ ডিসেম্বর, ২০১০ at 10:27 পুর্বাহ্ন (Edit)

    তাহলে চলেন আমরা সবাই রিটিউন করা শুরু করি। মজিলা দিয়েই শুরু করি। এক মাস পর পর এর আপডেটেড ভার্শন বের হয়। আমাকে অবশ্য ছোট সফটওয়্যার নিয়েই টিউন করতে হবে কারন 1GB বা 500MB মিডিয়া ফায়ারে আপলোড করার ক্ষমতা নাই!”
    আমি বলছি না যে আপনি আর টিউন করতে পারবেন না এই সফটওয়্যারটি নিয়ে।আমি শুধু আপনাকে বললাম আমিও আপনার মত ভুল করেছিলাম।ধন্যবাদ ভালো থাকবেন।

    আপনার দেয়া ভার্শন পোর্টেবল কিন্তু এটা তা নয়। 😛 😆

    এটাই যদি আপনার যুক্তি হয় তাহলে কিছু বলার নেই।কিন্তু যুক্তিটা বড়ই দূর্বল।ধন্যবাদ ভালো থাকবেন।টিউনটি কিন্তু সুন্দর হয়েছে।অভিনন্দন।

    হা হা
    বেশ মজা পেয়েছি।
    আপনি যে আমার টিউন পড়েন আজকে বুঝলাম।
    অসীম ধন্যবাদ।

    আপনার অভিযোগটি সঠিক নয়।আপনার প্রতিটি টিউন আমি মনযোগ দিয়ে পড়ি এবং “নির্বাচিত টিউন”এ ক্লিক করি।কারন একটাই সেটা হলো আপনার বেশীরভাগ টিউন সফটওয়্যার নিয়ে।যে সব টিউন পড়িনা সেটা হলো অনলাইনে উপার্জন বিষয়ক টিউন।ভালো থাকবেন।বেশী বেশী সফটওয়্যার নিয়ে টিউন করুন সেটা পাইরেসি কিংবা ফ্রীওয়্যার,যেটাই হোক।

    আমিও কিন্তু আপনার সব টিউন পড়ি। 😛 😛
    দেশে আসলে আশা করি দেখা হবে। 😀

    দেখা হোক বা না হোক,মোবাইলে কথা হবে।আমি আসার আগে টিটি’তে আমার বাংলাদেশের মোবাইল নাম্বার দেবো ।সিম এখনও কেনা হয়নি।কিনলেই নাম্বার দেবো সবাইকে।আর হ্যাঁ, ঢাকা গেলে কিন্তু আল-ফাতাহ পরিবহনে চড়তে ভুলবো না।বীনে পয়সা বলে কথা।

এ্যমনন স্‌শীতে গগরম এএএকখ্খান সফট দেএববার জন্য্য আপপনাকেএ ধন্য্য্য্য্য্যবাদদদ উহূহূহূ…….

ধন্যবাদ হাসান ভাই, প্রভাশি ভাই ও হাসান ভাই কে বলছি প্লিজ, আপনারা দুজনেই টিটির একজন ভাল মানের টিউনার, আর কোন বাডাবাডি না…… এই নতুন বছরে আমরা সব কিছু ভুলে যাব,

সংগ্রহে রাখলাম ধন্যবাদ আপনাকে।

ডাউনলোড করতে মঞ্চায়।
(স্পিড কচ্ছপের আগে দৌড়ায়)

খুবই ভালো লাগলো।

আমার কিছু সামস্যার সমাধান দিয়ে একটু সাহায্য কারুন বস। আমার অফিসে facebook সহ অনেক গুলো সাইট লক করা।
আমি Tor Bowser দিয়ে সাইট গুলো Browser করতে পারি। কিন্তু সমস্যা হল facebook এর games গুলো open হয় না।
বি:দ্র: পিসির Administrator lock করা কোন সিডি বা ডিভিডি ড্রাইভ নেই।

ডাউনলোড হল না। নতুন লিংক দিলে ভাল হয়।
ধন্যবাদ

ধন্যবাদ দারুন একখান সফট শেয়ার করার জন্য… 🙂

ভাই আমি ডাউনলোড করতে পারতেছিনা এট‍া You don’t have permission to access /photo-magic-maker/a-pdf-pmm.exe on this server. দেখাচ্ছে। আমার মেইলে ডাউনলোড লিংক দেন [email protected]……. দিলে খুব উপকৃত হব।

Level 0

Excellent…………………………….

bhayia namate parchina..
403 error lekha ashche..=(

সুখ পাইলাম।