ডিজিটাল ক্যামেরায় ফেস ডিটেকশান টেকনোলজি

দুইদিন আগেই ফটোফানিয়া নিয়ে লেখার সময় বলে ছিলাম ফেস ডিটেকশান টেকনলজি নিয়ে লিখব। হয়ত আরও কদিন পরেই লিখতাম। আবার ভাবলাম এদিক ওদিক না ঘোরাঘুরি করে লিখেই ফেলি।যাই হোক ডিজিটাল ক্যামেরায় ফেস ডিটেকশান টেকনোলজি কিন্তু সম্পূর্ণ আলাদা কাজে ব্যবহার হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ক্যামেরার তোলা ছবির প্রিভিউ অপশন থেকে ফেস ডিটেক্ট করে তাতে আপনার মন মত ইফেক্ট এবং ফিনিশিং টাচ ও দিতে পারবেন।

একটি ফেস ডিটেকশান টেকনোলজি ওয়ালা ডিজিটাল ক্যামেরার সিম্পল লজিক ডায়াগ্রামটি মূলত এই রকম হয়ে থাকে

face-detection-tecnology2.jpg

এবার আসুন তাহলে দেখে নেয়া যাক এই ফেস ডিটেকশান টেকনোলজির ফিচার এবং ব্যবহার।

ফেস সিলেকশান এবং ট্র্যাকিং

সাবজেক্টের ফেস এর উপরে আপনার ফোকাস ফিক্স করে দেয়ার পর আপনি চাইলে সেই ফেস এ অনুপাতে সিলকশান রেজ্ঞ সিলেক্ট করতে পারবেন। ফেস সিলেক্ট করা এবং ফাংশান ট্র্যাক করার পর আপনাকে নিমোক্ত দুইটা সেটিংস কনফিগার করতে হবে।

  • AF ফ্রেম সিলেক্ট করতে হবে ফেস ডিটেকশান এর জন্যে। এং
  • এই ডিটেকশান কনফার্ম করার জন্যে প্রিন্ট শেয়ার বাটন অপশনে ফেস ডিটেক্ট সিলেক্ট করতে হবে।

feature-2-2.jpg

AF পয়েন্ট জুমিং

feature-2-3.jpg

এএফ ফ্রমের ব্যবহার একটু আগেই বলেছি। এর সাহায্যে নির্দিষ্ট ফেস আপনি চাইলে ছবি তোলার সময় অথবা চাইলে পরেও সিলেক্ট করতে পারবেন। এই এএফ পয়েন্টে আরেকটি চমৎকার ফিচার হল এএফ পয়েন্ট জুমিং। আপনি চাইলে ছবি তোলার সময় অথবা তার পরেও এই জুমিং অপশন ব্যবহার করতে পারবেন। ফটো ফোকাসিং ঠিক করা এবং কারও এক্সপ্রেশানকে ঠিক করতে এই টেকনোলজি আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি কোন শৌখিন ফটোগ্রফার হয়ে থাকেন তাহলে তো আর কোন কথাই নাই। তাছাড়া ম্যাক্রো মোডের ক্ষেত্রেও আপনাকে ফোকাসিং করতে সাহায্য করবে এই জুমিং অপশনটি।

ফেস ডিটেকশান AF/AE/FE/WB

ফেস ডিটেকশান টেকনোলজি আরো সুবিধা যোগ করে দিয়েছে ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে। ফেসকে ডিটেক্ট করা ছাড়াও

  • ফোকাস
  • এক্সপোজার
  • হেয়াইট ব্যালান্স -  এর মত সুক্ষ টাস্ক আপনি চাইলে ম্যানুয়ালি অথবা অটো সেটআপ করতে পারবেন।

face-detec-afwb.jpg

ফ্ল্যাশ এর সময় অটোমেটিক্যালি ফেস ইলুমিনেশান ফোকাসিং কে আরো সুবিধাজনক অবস্থায় নিয়ে এসেছে। এই ইলুমিনেশানের জন্যে ফেকাসিং এবং ফেসিং সব সময় সুবিধা জনক অবস্থানে রাখা হয়।

রেড আই কারেকশান

এখন থেকে ছবি তে রেড আই পরে গেলে ফটোশপে ঘষামাজা করতে হবে না। ফেস ডিটেকশান টেকনোলজি ব্যবহার করে রেড আই ইফেক্ট টা রিজলভ করে দিলেই হবে। কিছু কিছু এক্সেপশনাল কেস এ এটি অটোমেটিক্যালি এই রেড আই খুজে বের করে এবং কারেকশান করে দেয়। আবার আপনি চাইলে অবশ্য ম্যানুয়ালি ও ডিটেক্ট করে কারেক্ট করে নিতে পারবেন।

feature-2-5.jpg

এই ক্ষেত্রে রেড আই শ্যাডো অপশনের সাহাজ্যে আপনি কারেকশান করতে পারবেন।  এর জন্যে আপনাকে [red eye corr] বেছে নিতে হবে।

আরেকটা কথা কারেক্ট করা হয়ে গেলে ইমেজ অটোমেটিক্যালি মেমরি কার্ডে সেভ হয়ে যাবে। আপনাকে আবার ম্যানুয়ালি করার ঝামেলায় যাওয়ার দরকার নাই।

ফোকাস চেকিং

আগের চাইতে আরো ভালোভাবে ফোকাসিং এর কাজ করা যাবে। আপনি চাইলে ছবি তোলার সময় অথবা পরপরই ফোকাসটি দেখে নিতে পারেন।

feature-2-6.jpg

ফোকাস যদি আপনার মনের মত যায়গায় না হয় তাহলে আপনি চাইলে প্লেব্যাক করে ফোকাস আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন।

ট্রিমিং

তোলা ছবির কোন নির্দিষ্ট অংশ কে ট্রিমিং করতে চাইলে এখানে সংযুক্ত রয়েছে ক্যামেরা - সাইড ট্রিমিং অপশন। এএফ ফ্রেমে ফেস ডিটেকশানের মাধ্যমে নির্দিষ্ট অংশ সিলেক্ট করা হয়ে গেলে। কোন কোন ক্ষেত্রে মাল্টিপল ইমেজ ডিটেকশান ও করা হয়ে থাকে। ট্রিমিং এর এই ফ্রেম এক ফেস থেকে আরেক ফেসে সুইচ করাতে প্রিন্ট/শেয়ার অপশন ব্যবহার করা যেতে পারে। ঠিক ট্যাব বাটনের মত।

feature-2-7.jpg

তাছাড়া আরেকটি মজার বিষয় হল অন্য কামেরায় তোলা ছবিতেএই ফেস ডিটেকশান টেকনোলজির মাধ্যমে আরো সুন্দর ফিনিশিং টাচ দেয়া সম্ভব।

এই ছিল ফেস ডিটেকশান টেকনোলজির ব্যাপারে একটা মোটামুটি ধারনা। বাকীদের আরো কিছু জানা থাকলে আশা করি মন্তব্য করে শেয়ার করবেন। তাতে এই টিউনটা হয়ত আরো সমৃদ্ধ হয়ে উঠবে।

ইনফরমেশান - ক্যানন

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ক্যামেরাটি হচ্ছে সনি কোম্পানির DSC-W110 এটিতে কি এ সুবিধাগুলো পাব?

মনে হয় না ……. তবে আপনি আপনার মডেলের উপর একটা সার্চ মেরে দেখতে পারেন।

Level 0

আমি আজকে প্রথম এই সাইটে signin করলাম।
আমার প্রশ্ন হল ——আমি যে বাংলা software (ফোনেটিক) দিয়ে লিখছি সেটির কোন সফটওয়্যার আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে link পাঠাবেন।

Level 0

tushar.ziaআপনি অভ্র ব্যাবহার করুন।
ডাউনলোড করতে নিচের লিংকটা দেখুন।
http://www.omicronlab.com/avro-keyboard.html

rex  
Level 0

কি ভাই তুষার ও কাতার আপনারা পান্তা ভাতে ঘি দিচেছন কেন ??? টিনিটন ভাই/আপুর ডিজিটাল ক্যামেরায় ফেস ডিটেকশান টেকনোলজি নিয়ে কথা হচেছ I

হাহাহাহা …….. আরেকটা ব্যাপার …….. টিনটিন ভাই বললেই হবে।

Level 0

ওয়াও, মজার ব্যপারতো। ফেস চিনতে পারে ক্যামেরা! আচ্ছা, এই ক্যামেরা কি নিগ্রোদের ফেসও ডিটেক্ট করতে পারে? কোনো সমস্যা হয় না?

হাহাহা …………. ভাই ইদানিং আজব আজব কমেন্টের সন্মূখীন হচ্ছি। কেউ কেউ এ্যাটাক করে আবার কেউ কেউ এমন ফান করে ………. কি বলব ……. রেক্স ভাইয়ের মত বলতে গেলে ………….. পান্থা ভাতে ঘিঁ

ভাল লেগেছে।
ডিজিটাল ফটোগ্রাফি সাইট ভিজিট করুন
http://www.photographyimti.blogspot.com
http://www.fujicolorimti.blogspot.com

jotil tune korsen tintin vai,asholei onek kisu jante parlam. thank’s

are microqatar vai , apni atodin koisilen?

(হা হা হা হাঃ-)) ভালো কিছু ইনফর্মেশন পেলাম ধন্যবাদ টিনটিন ভাই…