ইন্টারনেট জগত সম্পর্কে ১০ টি আশ্চর্য সত্য যা শুনলে আপনার চোখ কপালে না, আসমানে উঠবে!

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

আমার ৫০তম টিউনে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকটা পথ হেঁটেছি আপনাদের সাথে, আজকে আমি বিশাল খুশি 🙂  টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি, আপনাদেরকে কিছু শিখাতে পেরেছি কিনা জানি না তবে চেষ্টা সবসময় করেছি আর করে যাব বলে আশা করছি।

ছবি - Shutter Stock

আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইন্টারনেট জগত সম্পর্কে ১০ টি আশ্চর্য সত্য যা শুনলে হয়তো আপনি থমকে যাবেন। আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম কথা গুলো শুনে।

১) ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যাঃ

আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করি এবং জানি যে এটার গুরুত্ব অনেক। কিন্তু কেউ কি জানেন ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা কি হারে বাড়ছে?

২০০২ সালে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা ছিল মাত্র ৬০০ মিলিয়ন আর এখন সেটা এসে দাঁড়িয়েছে ২.২ বিলিয়নে। এক দশকে প্রায় ৩৬৭% বেড়েছে।

ভবিষ্যতে কত হবে সেটা ভাবতে পারছেন? এমন একদিন হয়তো আসবে যখন ইন্টারনেট যে ব্যবহার না করবে তাকে পাগল বলবে মানুষ। 😛

২) ফেসবুক সম্পর্কে একটি আশ্চর্য সত্যঃ

আমরা সবাই ফেসবুকে ছবিতে, স্ট্যাটাসে লাইক দেই কিন্তু আমরা কি জানি প্রতিদিন কতটা লাইক হচ্ছে? বর্তমানে ফেসবুকের অ্যাক্টিভ ব্যবহারকারির সংখ্যা হচ্ছে ১.২১ বিলিয়ন। সবাই প্রতিনিয়ত ছবি ভিডিও আপলোড করছে। এখন চলুন সেই আশ্চর্য সত্যটা জানি,

ফেসবুকে প্রতিদিন ৫০০ টেরাবাইট ডাটা আদান প্রদান হয়, প্রতিদিন প্রায় ২.৭ বিলিয়ন লাইক হয় এবং ৩০০ মিলিয়ন ছবি আপলোড হয়।

১০২৪ গিগাবাইটে হয় ১ টেরাবাইট,  প্রতিদিন ৫০০ টেরাবাইট ডাটা আদান প্রদান কি বাড়ির কাছে? আমি নিজেই প্রতিদিন অন্তত ১ এমবি আপলোড করি 😛 (Proud)

৩) স্প্যামিং সম্পর্কে একটি তথ্যঃ

স্প্যামাররা অনেক সচেতন! 😀 সোশাল মিডিয়াতে আমরা যেসব লিঙ্ক দেখি তার অনেক গুলোই স্প্যাম যেখানে ক্লিক করলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে।

আমরা ফেসবুক টুইটার সহ অন্যান্য সোশাল মিডিয়াতে যেসব অ্যাকাউন্ট দেখি তার শতকরা ৪০ ভাগ অ্যাকাউন্ট স্প্যামারদের খোলা। সকল মেসেজের মধ্যে শতকরা ৮ ভাগ মেসেজ পাঠানো হয় স্প্যামারদের দ্বারা।

আমি কয়েকদিন পর পর মেসেজ পাই, আফ্রিকান কোন মেয়ের ছবি দেওয়া প্রোফাইল থেকে পাঠায়, এমন সুন্দর করে কথা বলে যেন আমি তার হাজার বছরের পরিচিত। এদের একটা লক্ষন হল আপনার সাথে ফেসবুকে কথা বলবে না বরং মেইল চাইবে। এরকম দেখলেই সাবধান হয়ে যাবেন, অনেকেই আছেন এমনকি একসময় আমি নিজেও এমনটা করতাম, যেকোনো মেয়ে দেখলেই চ্যাট করতে ইচ্ছা করতো 😛 তবে এখন থেকে সতর্ক থাকবেন, বাংলাদেশি মেয়েদের (হয়তো আপনার ভাই-ব্রাদার :D) সাথে চ্যাট করেন কিন্তু আফ্রিকান মেয়েদের সাথে কইরেন না।

৪) গুগল সার্চ সম্পর্কে একটি সত্যঃ

হেহেহেহে! মামার কথা আর কি বলবো, কদিন পর পর শুনি এই কম্পানিকে গুগল কিনে নিয়েছে ঐ কম্পানিকে গুগল কিনে নিয়েছে। সে শুধু বড় হচ্ছেই, এখন পর্যন্ত প্রায় ১৪৫ টার মতো কম্পানি গুগল কিনেছে/মার্জ করেছে। এই গুগল যে একদিন কত বড় হবে তা ভাবলেই আমার মাথা ঘুরে। 😀

প্রতি মাসে গুগল ১০০ বিলিয়ন সার্চ করে তার মানে হল প্রতি সেকেন্ডে প্রায় ৪০, ০০০ সার্চ রেসাল্ট আমাদেরকে দেয়।

যেদিন শুনেছিলাম যে পৃথিবীর প্রথম মোবাইল ফোন তৈরিকারী কম্পানি মটোরোলাকে কিনে নিয়েছে গুগল সেদিন আসলেই অবাক হয়েছিলাম। এত বড় একটা কম্পানি যেটা কিনতে গুগলকে গুনতে হয়েছে ১২.৫ বিলিয়ন ইউএস ডলার। তাছাড়া ব্লগার, অ্যান্ড্রয়েড, ইউটিউব, প্লিঙ্ক, ওয়েয, পিকাসা এসব তো আছেই।

৫) ওয়েবকেম সম্পর্কে একটি মজার তথ্যঃ

প্রযুক্তির যত সব নতুন নতুন আবিষ্কার দেখি তার সবগুলোই কোন না কোন প্রয়োজনবোধ থেকে এসেছে। ওয়েবকেম নিঃসন্দেহে একটি আশ্চর্য আবিষ্কার যদিও এখন আমাদের কাছে তেমন আশ্চর্য মনে হয় না।

কেমব্রীজ ইউনিভার্সিটির কয়েকজন অলস ছাত্ররা ওয়েবকেম আবিষ্কার করেছে, তাদের উদ্দেশ্য ছিল নিজের রোমে বসে কফি রোমের খবর রাখা।

Trojan Room coffee pot একটি কফি রাখার পাত্র ছিল কেমব্রীজ ইউনিভার্সিটিতে। ওয়েবকেমটা বানানো হয়েছিল যেন সেই পাত্রের কফি শেষ হয়ে যাচ্ছে কিনা তা দেখার জন্য যেন বার বার ঐ রোমে না যেতে হয়। ওদের মতো অলস হতে পারলেও ভালো 😛 অলসতার বহিঃপ্রকাশ হল আজকের নিরাপত্তা ব্যাবস্থায় ব্যাবহৃত শক্তিশালী ক্যামেরা।

Dr. Quentin Stafford-Fraser এবং Paul Jardetzky এই দুজন হলেন প্রথম ওয়েবকেমের নির্মাতা।

৬) প্রথম ওয়েবসাইটঃ

স্যার টিম বার্নাস লী লন্ডনে জন্ম নেওয়া একজন পদার্থবিধ। তিনি চিন্তা করেছিলেন এমন একটি হাইপারলিঙ্কের কথা যার দ্বারা পৃথিবীর সবাই যুক্ত থাকবে। সেই মহৎ ব্যক্তির অসাধারন আবিষ্কারকে মানুষ উন্নতির চরম পর্যায়ে নিয়ে গেছে।

info.cern.ch হল বিশ্বের প্রথম ডোমেইন/ওয়েব সার্ভার। ১৯৯১ সালের আগস্ট মাসের ৬ তারিখে এটি পাবলিশ করা হয়।

আপনারা ইচ্ছা করলে এখনি সেই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন (নাহ এখন না, টিউনটা শেষ করে নিন :P) সাইটটা এখনো আগের মতোই আছে, সাদামাটা করে রেখে দেওয়া হয়েছে যেন ইতিহাসটা অক্ষুন্ন থাকে।

৭) সবচেয়ে দামি ডোমেইনঃ

সহজ এবং সুন্দর নামের ডোমেইন সবার কাছেই পরিচিত। আমি নিজে Yahoo তেমন ব্যবহার না করলেও Yahoo নামের ডোমেইনটা আমার প্রিয়। এই সুন্দর এবং সহজে মনে রাখার মতো ডোমেইন গুলো বিক্রি হয় অনেক দামে। আসুন দেখি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি ডোমেইনের নাম গুলো।

সবচেয়ে দামি ডোমেইনের নাম হল insure.com দাম, ১৬ মিলিয়ন ডলার। দ্বিতীয় দামি ডোমেইনের নাম হল sex.com যার দাম ১৪ মিলিয়ন ডলার।

অনেকেই ভাবছেন তাহলে গুগল বা ফেসবুকের ডোমেইনের দাম কত? এখানে যে নাম দুইটা দিলাম সেগুল কোন কম্পানি না, শুধু একটা ওয়েবসাইট অ্যাড্রেস। দ্বিতীয় ডোমেইনটার দাম কেন যে এত বেশি হল সেটা হয়তো সবাই বুঝতে পেরেছেন। প্রথমটার কারন আমি নিজেও বুঝি নাই (insurance একটি ভালো বিজনেস এটা বুঝি :D)

৮) দেশভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যাঃ

অন্যান্য দেশের কথা জানার আগে আসুন দেখে নেই আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা কত।

  • ২০০৫ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারির হার ছিল ০.২%
  • ২০০৬ সালে ১%
  • ২০০৭ সালে ১.৮%
  • ২০০৮ সালে ২.৫%
  • ২০০৯ সালে ৩.১%
  • ২০১০ সালে ৩.৭%
  • ২০১১ সালে ৫%
  • ২০১২ সালে ৬.৩%

ভারতে ২০১২ সালে ইন্টারনেট ব্যবহারকারির হার ছিল ১২.৬% এবং একই সালে পাকিস্তানে ছিল ১০%।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা রয়েছে Iceland-এ ৯৭.৮% ইউএসএ তে ৭৮.৩% চিনে ৩৮.৪% এবং সবচেয়ে কম ইন্টারনেট ব্যবহারকারী দেশ হল উত্তর কোরিয়া যেখানে ০% মানুষ ইন্টারনেট ব্যবহার করে।

আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিলাম এই তথ্যটা জেনে,  Iceland ছোট একটা দেশ অনেকে হয়তো এই দেশের নাম শুনেননি অথচ তারাই ইন্টারনেট ব্যবহারে এগিয়ে আছে। সমস্যা নেই আমারাও এগিয়ে জাচ্ছি, আমি তো ফেসবুকের নাম শুনেছিলাম কলেজে এসে কিন্তু এখন ক্লাস সিক্সের পলাপাইনও জানে এবং ফেসবুক ব্যবহার করে। 😀

৯) সবচেয়ে বেশি বই লেখকঃ

Philip M. Parker হলেন INSEAD নামের একটি বিজনেস স্কুলের একজন প্রফেসর। আমরা জানি বই লিখতে একটি টাইটেল লাগে, কি কি টপিক থাকবে তা লাগে,  একটা একক ISBN (International Standard Book Number) লাগে, কভার পেজ লাগে, বেক কভার লাগে আর কি! সবচেয়ে বড় কথা হল বই লিখতে জ্ঞান লাগে।

Philip M. Parker এখন পর্যন্ত প্রায় ২০০০০০ টি বই লিখেছেন। তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বেশি বইয়ের লেখক।

এই বেক্তির এত কঠিন কাজকে সহজ করেছে কম্পিউটার এবং ইন্টারনেট। ভদ্রলোক গণিত, জীববিজ্ঞান এবং অর্থনীতিতে অনার্স করেছেন (আমারতো একটা নিয়েই টানাটানি :P) বই লিখা সহজ কোন কাজ না, বই হল মানুষের দিক নির্দেশনা আর সেটা যদি ভুল দিকে যায় তাহলে সব শেষ!

১০) ইন্টারনেটের ওজনঃ

ইন্টারনেটেরও আবার ওজন আছে? শুনলে মাথা ঘুরবে না তো কি করবে? তবে কথাটা সত্যি, এই ইন্টারনেট জগতের একটা সত্যিকারের ওজন আছে। আর সেই ইন্টারনেটের ওজনের পরিমাণ শুনলে তো আপনার মাথা আরো ঘুরবে 😛

ইন্টারনেটে যেসব তথ্য আছে তার ওজন 2.0 × 10-7 ounces

গনিতবিদ কোন ভাই থাকলে একটু সাড়া দেন, আমার মাথা লাঠিমের মতো ঘুরতাসে 😛 যাই হোক এই ওজনটা সম্পর্কে একটু ধারনা আমি দিয়ে দেই ১ আউন্স=২৮.৩৪৯৫ গ্রাম। আমার মতো এবারো অনেকেই ওজনের পরিমাণটা বুঝবেন না 😀 আমার মতো অংকে কাচা ব্যক্তিবর্গের জন্য বাংলা হিসাব দিলাম 😛

একটা ক্ষুদ্রতম বালির কণার ওজন যতটুকু হবে ততটুকু ওজন হল ইন্টারনেট নামের এই দৈত্যটার।

উপসংহারঃ

অনেকগুলো আশ্চর্য তথ্য দিলাম, এবার বোনাস হিসেবে আরেকটি আশ্চর্য এবং খুবী দুঃখের খবর জানাতে চাই।

ইন্টারনেটে যেসব সার্চ হয় তার তিন ভাগের একভাগ হল খারাপ ভিডিও/ছবি নিয়ে :(ধারনা করা হয়েছে, ইন্টারনেটে যত ছবি আছে তার ৮০ ভাগ হল উলঙ্গ মেয়েদের ছবি। :'(

তথ্যটা দিতে গিয়ে অনেক সংশয়ে পরেছি দেবো কি দেবো না। এই কর্কশ এবং তিতা সত্যটা শুনে খুবী কষ্ট পেলাম :(উপরের সবগুলো তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা, আমি শুধু একটু অলঙ্কার লাগানোর চেষ্টা করেছি। যদি মনে করেন কোন কিছু বাড়িয়ে লিখেছি তাহলে দয়া করে বকা না দিয়ে সুন্দরভাবে বলুন আমি ঠিক করে দেবো।

আমার ৫০তম টিউনের সমাপ্তি এখানেই! এই পর্যন্ত আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি আশাকরি আর পাবো। আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভাবে চালিয়ে যেতে পারি। (আমি আবেগে কানতাসি! :'(আমার এত আবেগ কেরে? :P)

টিউনটি ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে আমার গাওয়া গানটা শুনে আসবেন। আর ভালো না লাগলে কি করতে হয় তা তো জানেনই 😀 (না জানলে আমার আগের পষ্টগুলো পড়ুন :P)

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

আমার গান।

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 30 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর ইন্টারনেটে লক্ষ লক্ষ টেরাবাইট যত ডাটা আছে তার সমগ্র ওজন মাত্র ১টা মাঝারি সাইজের স্ট্রবেরির অজনের সমান । টিউন ভাল হয়েছে । চালিয়ে যান ।

    Level 0

    @newmission17: ধন্যবাদ ভাই, আপনাকেও 🙂

সুন্দর।
অনেক কিছু জানলাম। 😀

    Level 0

    @Abid khan247: শুনে খুশি হলাম ভাই।

Level 0

অনেক সুন্দর তথ্যবহুল টিউন…ধন্যবাদ…

    Level 0

    @mizan065: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন 🙂

দারুন টিউন হয়েছে।
ধন্যবাদ আপনাকে

    Level 0

    @মোঃ মমিনুল ইসলাম খান: শুনে অনেক খুশি হলাম যে আপনি আমার টিউনটি পছন্দ করেছেন। ধন্যবাদ ভাই 🙂

মনে হচ্ছে আপনাকে এখনই মিষ্টি খাওয়াই। কিযে তথ্য দিলেন !! আমার মাথাও তো ঘুরতাচ্ছে।

    Level 0

    @Al Shahriat Karim: থাক ভাই!! মিষ্টি খাওয়াতে হবে না, মিষ্টি খাইলে ডায়বেটিস হয় 😛 😀 অনেক ধন্যবাদ ভাই 🙂

////////////////// দারুণ //////////////////

    Level 0

    @Hasib.cse.pstu: অনেক ধন্যবাদ ভাই 🙂

Level 0

আপনি এত পাজি কেরে???? 😛 ( মজা করলাম, আমি মজা লইতে পছন্দ করি 😛 )
টিউনটি খুবই সুন্দর হয়েছে, চালিয়ে যান। 😀

    Level 0

    @SK Shagar: ভাই আমিও আপনার মতো, মজা ছাড়া লাইফ অচল!!! অনেক গুলা ধইন্নাবাদ আফনার জন্য 😛 😀 হেহেহেহেহেহে!!!

নির্বাচিত হবার মত টিউন! অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য।
ছোট্ট সংশোধনীঃ টিম বার্নাস লী এর নামের আগে “স্যার” যোগ করুন। স্যার টিম বার্নাস লী ওয়েব এর জনক এবং নাইট উপাধীতে ভূষিত।

    Level 0

    @নেট মাস্টার: আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ভাই 🙂
    আর এই ভুলটা করা আমার একদমি উচিত হয় নি, আমি ঠিক করে দিয়েছি। আপাকে অসংখ্য ধন্যবাদ!

অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ। সামনে আরো টিউন পাবো আশা করি।

    Level 0

    @উদীয়মান লেখক: অনেক ধন্যবাদ ভাই আপনাকে। বেচে থাকলে ইনশাল্লাহ ভালো টিউন দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আবারো 🙂

খুবই সুন্দর লিখেছেন। ধন্যবাদ

    Level 0

    @JUBAYER AHMED: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই 🙂

আমার অ্যাড্রেসেও আফ্রিকান একটা মেয়ের স্প্যামিং ম্যাসেজ আসছিল। নাম মিস মেরি। ২.৫ মিলিয়ন ডলারের লোভ দেখায়। ফোন নং দেয়। প্রথমে বুঝতে পারিনি। পরে এক বড়ভাই এর সাহায্যে বুঝতে পারি। খুব ভাল পোস্ট। ভাল লাগলো পড়ে।

    Level 0

    @শাহরুখ রাশিদ: এগুলো প্রায় সবার কাছেই আসে, ধন্যবাদ ভাই!! 🙂

অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই, অনেক কিছু জানলাম।

    Level 0

    @হোছাইন আহম্মদ: উৎসাহ পেলাম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে 🙂

হাফ সেঞ্চুরিটা মাড়লেন ভাই
তাই ৫০ টি গোলাপের সুবেচ্ছা জানাই
টিউনটি করেছেন মজা করে
কিন্তু তথ্যগুলি জেনে মাথা ঘোরে
এরকম টিউন করে যান
? ? ? ? ? ? ? ? ? ? ?
হে হে হে হে হে — আর মিলাতে পারলুমনা ভাই… ধন্যবাদ তথ্যমূলক টিউনটির জন্য।

    Level 0

    @FAIYAJ BIN REZA: হেহেহেহেহে, আপনার কথা শুনে অনেক মজা লাগলো ভাই, উৎসাহিত হলাম, অনেক অনেক ধন্যবাদ ভাই 🙂

মামা জবাব নেই। চালিয়ে যান।

    Level 0

    @Alldatainfo20: অনেক গুলা ধন্যবাদ মামা! 😀

গান বাজনার খবর কি ভাই…? চলছে তো ভাল ….? আর ধন্যবাদ তথ্যমূলক টিউনটির জন্য। চালিয়ে যান ভাই।

    Level 0

    @প্রযুক্তির মায়াজাল: ভাই গান করতেসি, ইদানিং পড়াশুনা নিয়ে একটু বেশি BG থাকার কারনে একটু কম। তবে চলছে…… ধন্যবাদ ভাই 🙂

ভাই এক কথায় অসাধারণ , অনেক অনেক ভালো পোস্ট, ভবিস্যতে এমন ভালো পোস্ট করবে আসা করি >>

    Level 0

    @abusufian shamim: আপনাদের সাপোর্ট দেখে অনেক খুশি লাগছে ভাই। অনেক ধন্যবাদ আপনাকে 🙂

Level 0

এতো দেখি দাদার যুগে চলে এলাম ১টাকাই ১০ টা লড্ডু।১০(+১)টি অসাধারণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

    Level 0

    @blogstatus: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য 🙂

Level 2

Nice.

    Level 0

    @Harun0212: ধন্যবাদ 🙂

Level 2

কেমব্রীজ ইউনিভার্সিটির সেই অলস ছাত্রদের নাম/ছবি please যদি দিতেন।
ভাল লাগল আপনার টিউন। সহকর্মীদের সাথে share করলাম।

    Level 0

    @Harun0212: আপনার কথামতো টিউনটি আপডেট করলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাই 🙂

Level 2

“এমন সুন্দর করে কথা বলে যেন আমি তার হাজার বছরের পরিচিত” — পরিচিত মানুষের মত কথা বলা স্পামারদের একটা স্ট্যাটেজি। এতে স্পাম ব্লকিং প্রোগ্রাম ওই মেসেজটাকে স্পাম ফোল্ডারে ফেলে না।

    Level 0

    @omi97: জি ভাই, আমি সেটাই বলেছি। তবে আমরা এখন অনেক সচেতন। ধন্যবাদ আপনাকে 🙂

Level 0

ভালোই লাগিলো পড়িয়া!

    Level 0

    @saddam8182: আপনাকে অনেক ধন্যবাদ ভাই 🙂

Level 0

যা শুনলে আপনার চোখ
কপালে না, আসমানে উঠবে!
আপনার লাস্ট তথ্যটা শুনে সত্যিই খারাপ লাগলো
খারাপ মানুষের সংখ্যা কম হলেও ভালো মানুষের কাজের সংখ্যা কম।

    Level 0

    @M.Sameer: ঠিক বলেছেন ভাই, আমার এরকম টাইটেল দেওয়ার উদ্দেশ্য হল বেশি আশ্চর্য কয়েকটা তথ্য। ধন্যবাদ 🙂

Level 0

বস সেই রকম। অনেক দিন পর একটা টিউন পড়ে মজা পাইলাম। ধন্যবাদ

    Level 0

    @techtimes: শুনে অনেক খুশী হলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ 🙂

Thank for the great tune. Kintu Skype mone hoy Microsoft er.

    Level 0

    @সাইফুল ইসলাম সোহেল: অতি বিচক্ষণ চোখ আপনার, মানতেই হবে!! অনেকে পরেছে কিন্তু ভুলটা আপনি পেলেন। আসলে আমার সমস্যা হচ্ছে গুগল আর মাইক্রোসফটের মধ্যে ঝামেলা করে ফেলি মাঝে মাঝে ২ বাঘকে একসাথে দেখি (সাকিব আর বাংলালিংক) 😀 টিউন আপডেট করে দিয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই 🙂

darun hoyecggey,chaliye jan

    Level 0

    @avijitsarkar: অনেক ধন্যবাদ ভাই 🙂

হে হে হে হে হে! প্রিয়তে নিলাম, নির্বাচিত করার জন্য ৩কেবি খরচ করলাম ও অবশেষে এক বস্থা ধন্যবাদ দিলাম।

    Level 0

    @অবুজ বালক: আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ভাই। আপনাকেও এক বস্তা ধন্যবাদ 🙂

অনেক সুন্দর ও তথ্য বহুল টিউন, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ।।

    Level 0

    @ধূপছায়া: শুনে খুশী হলাম ভাই 🙂 আপনাকেও ধন্যবাদ।

    Level 0

    @রাকিবুল আলম: থাঙ্কস 😉

Level New

আমি আবেগে কানতাসি!! :'( আমার এত আবেগ কেরে?? 😛 ) onek sondor post share korar jonno thanks

    Level 0

    @sohel_199885: হেহেহেহ, শুনে খুশী হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই 🙂

সিরাম লিখছেন ভাই ।

    Level 0

    @মোঃ- শাহজালাল আপন: অনেক ধন্যবাদ ভাই……!!

ভালো পোষ্ট পরলে সবসময়ই ভালো লাগে। টিটির সবাইকে এমন একটি ভালো পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ ।

    Level 0

    @Momen Hasan: আপনাকে অনেক গুলো ধন্যবাদ ভাই 🙂

Level 0

অনেক দিন পর একটা ভাল টিউন পরলাম। প্রিয়তে।

    Level 0

    @Roni: শুনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে ভাই 🙂

Level 2

ভাই দেশী আপনার টিউন পড়ে মাথা নষ্ট এত সময় দেন কিভাবে।

    Level 0

    @santokhan: আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ভাই। অনেক ধন্যবাদ 🙂

Level New

মাথাডা লাট্টুর ঝিমের মতো ঝিম ধইরা গেলো……… আসলেই “অবাক পৃথিবী”

    Level 0

    @polashbd2012: হেহেহেহে। ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ 🙂

Level 0

অনেক গুলু অজানা তথ্য জানলাম থ্যাংকস

    Level 0

    @skynet: আপনাকে জানাতে পেরে আমি খুশী হলাম ভাই 🙂 আপনাকেও ধন্যবাদ।

Level 0

কিছু তথ্য আগেই জানা ছিল, তবে নতুন অনেক কিছু শিখলাম।
টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    @hmmm: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই 🙂

দারুন টিউন হয়েছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    Level 0

    @masud08rana: আপনাকেও ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🙂

দারুন টিউন হয়েছে। ধন্যবাদ আপনাকে…..++++

    Level 0

    @ব্লগার ভাই: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

Level 0

দারুন হইসে ভাই চালিয়ে জান ।

    Level 0

    @jmahamod: ধন্যবাদ ভাই। 🙂

অত্যন্ত সুন্দর পোস্ট 🙂

অনেক কিছু জান্তে পারলাম।তবে সবচেয়ে অস্থির ইন্টারনেট এর ওজন!

Level 0

অনেক ধন্যবাদ

দারুন লিখেছেন

Level 0

ভাই খুব ভাল হয়েছে, আরও ভাল ভাল পোষ্ট করুন এই কামনা করি, ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

ভালো লাগলো।।

f9 Lekchen.

Level 0

অনেক তথ্য জানলাম, ধন্যবাদ।

৭নাম্বারে সবচেয়ে দামী ডোমেইনের নাম বললেন।কিন্তু আমি তো পেলাম অন্যকিছু।সবচেয়ে দামী ডোমেইনের
VacationRentals.com $35 million in 2007 [1]
Insure.com $16 million in 2009 [2]
Sex.com for $13 million in November 2010[3]

আপনার লিস্ট ঠিক আছে কিন্তু সেটা ২য় ও ৩য় তে আছে।সুত্রঃউইকিপিডিয়া

Level 0

অনেক সুন্দর টিউন! ধন্যবাদ!

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর টিউন!

টিউন টা ভালো লেগেছে কিন্তু চোখ তো কপালে উঠে নি, ধন্যবাদ

ভাই দারুন লিখেছেন।

Many many tnx

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…