বাড়িয়ে নিন আপনার Windows এর 100% Net Speed এবং Windows কে দেখিয়ে দিন বুড়ো আঙ্গুল আর উপভোগ করুন Full Speed এ Download এবং Browse। সব পদ্ধতি এখন আপনার হাতের মুঠোয়

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই। ব্যাবসার কারনে টিউন করার সময় বের করতে পারছি না। তারপরও যতটুকু সময় পাই টিউন করার চেষ্টা করি। আজকের টিউনে আমি আলোচনা করব কি ভাবে windows থেকে ১০০% নেট Speed পাওয়া যায়।

ছবি - Shutter Stock

windows বিভিন্ন ভাবে bandwidth কেটে রেখে আমাদের নেট Speed কমিয়ে দেয়। এখন কি ভাবে  Windows কে  বুড়ো আঙ্গুল দেখিয়ে Full Speed এ Download এবং Browse করার যায়?

এর জন্য কিছু পদ্ধতি রয়েছে। পদ্ধতি গুলো আমি ধাপে ধাপে তুলে ধরব। আমি নিজে এ পদ্ধতি গুলো ব্যবহার করে আমার windows থেকে ১০০% নেট Speed পাচ্ছি। তাই আপনাদের কাছে শেয়ার করলাম।

এ পদ্ধতিতে যাওয়ার আগে আপনার নেট Speed দেখেনিন। পদ্ধতি শেষ করার পর আপানার পিসি টি Restart দিন এবং নেট Speed চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার নেট Speed বেরছে কিনা?

পদ্ধতি ১ Drain out DNS Cache

এ পদ্ধতি টি খুবই সহজ।নিচে তুলে ধরলাম।

  • প্রথমে আপনি CMD অপেন করুন Run as administrator দিয়ে।(Cmd লিখে windows যে drive এ আছে সেখানে Search দিন।তাহলে cmd পাবেন)
  • এখন টাইপ করুন IPCONFIG /FLUSHDNS এবং ইন্টার চাপুন।
  • নিচের ছবির মত হলে Close করে দিন।

পদ্ধতি ২ Disable Unnecessary Services

এ পদ্ধতি টি একটু ভাল ভাবে বুঝে করবেন।কিছু service আছে যে গুল আপনার নেট Speed কমিয়ে দেয়।

তাই সে গুল কে নিয়ন্তন করার পদ্ধতি নিচে দিয়ে দিলাম।

  • Run গিয়ে services.msc লিখে Enter চাপুন।
  • নিচের ছবির মত আসবে

  • এখন নিচের service গুলতে right click করে properties এ click করুন।

এখন নিচের ছবির মত automatic থেকে Manual করে ok দিয়ে বের হয়ে যান।

service গুলোর নাম।সব গুল service কে উপরের নিয়মে করতে হবে।

Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)

পদ্ধতি ৩ Reset WinSock

WinSock  রিসেট দিলে আপনার ইন্টারনেট এর গতি  বেরে যায়। তাই মঝে মাঝে WinSock  রিসেট দিবেন। কি ভাবে WinSock  রিসেট দেবেন নিচে তুলে ধরলাম।

  • CMD অপেন করুন Run as administrator দিয়ে।
  • এখন NETSH INT IP RESET C:\RESETLOG.txt লিখে ইন্টার চাপুন
  • নিচের ছবির মত আসলে Cmd Close করুন।ব্যাস এটুকুই।

পদ্ধতি ৪ Update Network Card Driver

এ পদ্ধতিতে আপনার  Network Card Driver সফট টি Update করে নিতে হবে। আমাদের motherboard সিডি তে নতুন Network Card Driver থাকে না। তাই এটিও নেট speed কম হওয়ার কারন।

কিভাবে নতুন Network Card Driver সফট টি আপডেট করব তা নিচে দিলাম।

  • device manager ওপেন করুন।
  • Network adapters এ ভিতরে ঢুকুন।
  • আপনার Network Card Driver right click করে Update Driver Software click করুন।
  • নিচের ছবির মত আসলে Search automatically for updated driver software এ click করে

আপনার Network Card Driver সফট টি আপডেট করে নিন।

পদ্ধতি ৫ Disable Bandwidth Reserves

এ পদ্ধতিটি দুই ভাগে ভাগ করা হয়েছে। এ পদ্ধতি টি হয়ত অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য কঠিন।

পদ্ধতি 1

  • Run গিয়ে gpedit.msc টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে

  • এবার এভাবে ধাপে ধাপে যান  Local Computer Policy\Computer Configuration\Administrative Templates\Network\QoS Packet Scheduler
  • এবার Limit reservable bandwidth  এ  right click করে Edit এ click করুন।
  • নিচের ছবির মত আসলে enabled এ click করুন এবং  Bandwidth limit to”0 লিখে ok দিয়ে বের হয়ে যান।

পদ্ধতি 2

  • Run গিয়ে regedit.exe টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে

  • এবার এভাবে ধাপে ধাপে যান HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows
  • এবার Pshed click করুন।দেখবেন ডান পাশে এই লিখাটি আছে NonBestEffortLimit।
  • NonBestEffortLimit right click করে Modify এ ঢুকুন।

  • এখন Decimal এ click করুন এবং  Value data 1 থেকে 100 দিন।তারপর ok দিন।

সব গুল ধাপ শেষ করে আপনার  computer টি Restart দিন। এখন উপভোগ করুন আপনার windows এ ১০০% Bandwidth। দেখবেন আপনার নেট অনেক খানি ফাস্ট হয়েছে। সব গুল পদ্ধতি আপনি ভাল ভাবে শেষ করতে পারলে windows এ ১০০% Bandwidth পারবেন।

আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও টিউট্রিয়াল দিয়ে দিচ্ছি

কার যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে যানাতে পারেন আমি সাহায্য করতে চেষ্টা করব।

যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন আমি ঠিক করে দেব।

আজ এখানেই শেষ করছি।

আমার জন্য দোয়া করবেন, আমার ব্যাবসার জন্য দোয়া করবেন।

আল্লাহ্‌ হাফেজ।

Hit Regan এর সাথে থাকুন আর  All time Hit থাকুন।  :mrgreen: :mrgreen: :mrgreen:

Level 0

আমি Hit Regan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

All time Hit


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া,তবে CMD টা বুঝলাম না ৷

    Level 0

    @এন.এম_রূপকথা®: CMD মানে হল Command Prompt।
    আপনি run এ গিয়ে CMD লিখেও পাবেন।তবে Run as administrator দিয়ে ওপেন করলে ভাল হইয়।
    তাই আপনার windows যে drive এ আছে (যেমন C: drive) সেখানে ঢুকুন।
    তারপর উপরের ডান পাশে দেখুন একটি Search বার আছে সেখানে CMD লিখে Search দিন।কালো রঙ এর cmd.exe দেখতে পাবেন।এখন cmd.exe এ right click করে Run as administrator দিয়ে ওপেন করুন।
    তারপর উপরের কাজ গুল করে ফেলুন।তারপরও সমস্যা হলে আমাকে জানাবেন।

চমৎকার লিখেছেন । এরকম আরও চাই …

    Level 0

    @βℓąȼЌ ďяąǥ๏ɲ: ধন্যবাদ ভাই।

বলে তো ঝাকাসসসসস 😀

    Level 0

    @IHK শাওন:ধন্যবাদ bro 😉

      last step ta clear na,,, video te last step “”””Disable Bandwidth Reserves””” aita te disable korchen. but likhsen enable korte.

      r decimal a 1-100 er moddhe j kono amount dilei hobe??

      plz give me a clear conception.

matha ghuranti martase……………….

    Level 0

    @মোস্তফা শওকাত ইমরান শাহীন: 😀 😀 😀 😉 😉 😉

Try na kore e tnx janalam apnar erokom valo ekta lekhar jonno….try kore dekhi.asa kori valo e kaj korbe……………

    Level 0

    @StylozScorpio: আপনাকেও ধন্যবাদ।করে দেখেন কাজ অবশ্যই হবে।

e ta ki windows 7 a kaj korbe?

    Level 0

    @Biplob Hossain: অবশ্যই কাজ করবে।

      Level 0

      regan vy, win 7 a sob gulu active hocchena , plz help me,,
      01911008181

        Level 0

        @reazul2011: ভাই win 7 এ যে স্টেপ গুলো পাচ্ছেন না সে গুলো না করলেও চলবে। কোন কোন স্টেপ গুলো পাচ্ছেন না আমাকে কমেন্টে জানান।

Level 0

Shob podoti use korta hoby na 1ta korly hoby? Ans plz…

    Level 0

    @Md.Rakib01: সব গুল পদ্ধতি ধাপে ধাপে ব্যবহার করতে হবে।

vhai etato broad band i mean lan and wearless lan e hobe dialup connection e hobe na

    Level 0

    @shorkarimail: ভাই সব connection এ কাজ করবে। করে দেখুন।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিগান ভাই, এই পদ্ধতি গুলো আমার পিসিতে ১০০% কাজ করছে। আগে যেখানে ৫১২ তে পেতাম ৫০ কেবি এখন পাচ্ছি ৬২ কেবি। যাকে বলে নেটের পরিপূর্ণ ব্যবহার। চরম একটা উপকার করলেন ভাই।
পিসি কোর আই ৫, উইন্ডোজ ৮.১, ডাউনলোড ম্যানেজার IDM

    Level 0

    @রনি সাটিয়ার: ধন্যবাদ ভাই অনেক ভাল লাগলো জেনে যে আপনার কাজ হ্যেছে।আমার কষ্ট সার্থক হল।

Fine tune…Thanks a lot.

আমি বেশ কিছুদিন হলে নেট স্পিড সমস্যাই আছি। তো ভাবলাম দেখি টেক টিউন্স এ কোন টিউন আছে নাকি এই বিষয়ক। তো আমাদের হিট রেগান ভাইয়ের এই টিউন টা পেলাম। তিনি যেভাবে বলেছেন আমি পুঙ্খনাপুঙ্খ ভাবে চেষ্টা করেছি। তো মাননীয় “হিট রেগান” ভাইয়া, আমার পি সি বর্তমানে ওপেন হচ্ছে কিন্তু কোন কাজ করতে পারছি না। আপনি একটু আমার ইনবক্সে আসেন। টিউন লিখেছেন এখন প্লিজ সমাধান করে দিন। এর টেক টিউন্সের মোডারেটরদের বলব, ইদানিং অনেক আজে বাজে টিউন করা হচ্ছে।
এই সব টিউন FOLLOW করে অনেকেই সমস্যায় পড়ছে।

    Level 0

    @Robin Islam: ভাই উপরের কমেন্টে দেখেন যে রনি সাটিয়ার ও রিয়াজ এবং আরও অনেকের এ পদ্ধতিতে কাজ করেছে। কিন্তু আপনার কেন কাজ করলো না সেটা আপনার সমস্যা আমার লেখার কোন ভুল নেই।যদি ভুল থাকত তাহলে সবার সমস্যা হত। দয়া করে না বুঝে কোন আজেবাজে কমেন্ট করবেন না। আমি কোন ফালতু টিউন করি না। আগে আমি নিজে সফল হলে তারপর সেটা টিউন করি। আপনি হয়ত কোথাও ভুল করেছেন তাই আপনার সমস্যা হয়েছে। আর যারা সঠিক ভাবে করেছেন তাদের তো কোন সমস্যা হয়নি। তাই কিছু বলার আগে বুঝে বলবেন। আপনাদের মত মানুষদের কারনে আমরা টিউনাররা টিউন করতে আগ্রহ হারিয়ে ফেলি।

ফাউল টিউনার।

    Level 0

    @Mehdi Hasan: আগে নিজে করে দেখেন আর এক জনের কমেন্ট পরে আজেবাজে কমেন্ট করবেন না। উপরের কমেন্টে দেখেন যে রনি সাটিয়ার ও রিয়াজ এবং আরও অনেকের এ পদ্ধতিতে কাজ করেছে। এক জন ফালতু কমেন্ট করল আর আমি ফালতু টিউনার হয়ে গেলাম।পারলে এব্যাপারে আমার চাইতে ভাল টিউন করে দেখান। আপনাদের মত নিচু মনের মানুষদের কারনে আমরা টিউনাররা টিউন করতে আগ্রহ হারিয়ে ফেলি। দয়া করে ভাল করে জেনে তারপর কমেন্ট করবেন।

Level 0

#Regan vai eta ki windows 7 e kaj korbe??????????

    Level 0

    @aqnation: হ্যাঁ ভাই কাজ করবে।

nice tune

Thanks.Good tune.

Last step NonBestEffortLimit a decimel koto dite hobe?

    Level 0

    @শুভ্র আকাশ: ভাই 100 দিয়ে OK দিন কাজ হবে।

Level 0

so many thanks bro…………… please to be continue

Level 2

খুব কাজের একটা টিউন পাইলাম। ধন্যবাদ ভাই।

    Level 0

    @it.sardar: আপনাকেও ধন্যবাদ।

Level 0

Veryyyyyyyyyyyyyy nice tune.
Again we want same similar tune

Level 0

download speed aktu kom hoye, upload speed besi holo ! a ki, aita to ami chaini..

    Level 0

    @Tanjamin: ভাই আপনি ভাল ভাবে বুঝে প্রতিটি ধাপ ঠিক মত করেন তাহলে কাজ হবে। শুধু আমার না টেক টিউনে অনেকেরই কাজ হয়েছে।সবার কমেন্ট পড়ে দেখেন তাহলে প্রমান পাবেন।

Level 2

nice tune

    Level 0

    @zottils: ধন্যবাদ।

আমার কাজ হয়েছে ভাই । আমার মডেমে স্পীড থাকে ২১০ কেবির মত যেখানে IDM এর স্পীড পেতাম সর্বোচ্চ ২৮ কেবি তবে আপনার পদ্ধতিটি প্রয়োগ করার ফলে এখন স্পীড ৩২ থাকে অলটাইম ।
আচ্ছা এটা কাজ করে কিভাবে বলতে পারেন ?

    Level 0

    @Mosharaf Tanvir: শুনে খুব ভাল লাগলো। ভাই উপরের পদ্ধতি গুল ভাল ভাবে পড়লে বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে।

অসাধারন একটি পোস্ট ভাইয়া, শেয়ার করার জন্য অসংখ্যক ধন্যবাদ। আপনার টিউটোরিয়াল অনুযায়ী সব কাজই করতে পেরেছি। কিন্তু দুটি জায়গাতে সমস্যা করছে তথারুপ:
১। পদ্ধতি ৫ নং কাজ করতে পারছিনা। Run গিয়ে gpedit.msc লিখলে windows can not found gpedit.msc. সুতরাং লোকাল পলিসি এডিটরে যেতে পারছিনা। যাবার জন্য অন্য কোন পদ্ধতি বললে উপকৃত হই।
২। HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows
এবার Pshed click করুন।দেখবেন ডান পাশে এই লিখাটি আছে NonBestEffortLimit। এই দুটি কি আমার এখানে নাই। অর্থাত Pshed কি নাই। উল্লেখ্য আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম।
পরিশেষে আপনার কাছে আরও এই ধরনের মজার ট্রিকস পাবার আশা রাখছি।-ভাল থাকবেন।

    Level 0

    @আসলাম মামুন: ভাই আপনার সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ।
    ১ নং সমস্যাটির জন্য আপনি Cmd ব্যবহার করতে পারেন। cmd ওপেন করে সেখনে gpedit.msc লিখে এন্টার চাপুন চলে আসবে।
    ২ নং সমস্যার জন্য আপনি প্রথমে একটি নিউ কি তৈরি করে সেটার নাম দিন Pshed। তারপর ডানপাশে right click করে একটি DWORD ফাইল তৈরি করুন এবং সেটার নাম রিনেম করেনিন NonBestEffortLimit।
    ব্যাস হযেগেল আপনার সমস্যার সমাধান।
    তারপর যদি সমস্যা হয় আমাকে জানাতে পারেন আমি সাহায্য করার চেষ্টা করব।

cooool man…..! Nice..!

    Level 0

    @arifexclusive: ধন্যবাদ।

Level New

Nice tune. Direct favourite-e

ভালো হয়েছে। দেখি এইবার জিপির স্পিড বাড়ে কিনা 😀
তবে ভাই নেটওয়ার্ক কার্ড ড্রাইভারটা যদি হুয়াওয়ে মডেম এর ক্ষেত্রে হয় তবে কি আপডেট হবে?
মানে আমি যখন দিয়েছি তখন বলেছে যে আমি এখন পর্যন্ত বেস্ট ড্রাইভার ব্যবহার করছি। 😀

    Level 0

    @জাওয়াদ: ভাই আপনাকে আপডেট করতে হবে না যে ড্রাইভার টা আছে সেটাই কাজ করবে।:D 😀 😀

আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুন্দর টিউনের জন্য।

    Level 0

    @রিয়াদ হাসান: আপনাকেও ধন্যবাদ ভাই।

vai ame apnar koa moto poweramp install kresi kintu kaj to krlo na kisu khon pore r chalai tai parlam na vai apnar s4 jodi noon rooted hy r ote jodi kaj kre tahole amar ta kn krbe na vai sas barer moto help krben pls r apnar fb id ta deya jai?

    Level 0

    @Raihan Mostafa: ভাই আপনি মনে হয় নেট চালু রেখেই poweramp ওপেন করেছেন। ভাই নেট চালু করে poweramp চলালে এটার কি নষ্ট হয়ে যায় তাই আপনি আবার install করে নেট বন্ধ রেখে poweramp চালান কোন সমস্যা আর হবে না।

vaia amar to shorbonash hoye geche prothom 3 ta ami korechi akhon to bar bar net disconnect hoye jacche , please help me

    Level 0

    @saad rahman: ভাই আমি বার বার বলেছি যে ভাল ভাবে বুঝে তারপর কাজ গুল করবেন। আপনার কোথাও ভুল হয়েছে। তাই আপনি আবার ভাল ভাবে বুঝে চেষ্টা করেন কাজ হবে।

Level 0

vai tune ta fatafati hoise

    Level 0

    @apu.milon: আপনার কমেনটাও ফাটাফাটি। 😀

dhonnobad vai apni to specialist in android apni ki emon kono apps dite paren jar dara poweramp er net acess off kre rakha jabe janaben vai pls

    Level 0

    @Raihan Mostafa: ভাই আমি নিজেকে এত বড় কিছু মনে করি না। আমি নিজেকে একজন প্রযুক্তির ছাত্র মনে করি। ভাই আমি এখনও এমন কোন আপস পাই নাই। পেলে অবশ্যই আপনাকে দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য।

ভাই আপনি যে স্টেপ গুলা দেখায়ছেন সব গুলা কি করতে হবে নাকি যেকোনো একটি করলেও হবে।

    Level 0

    @jahid husain: ভাই সব গুলা স্টেপ করতে হবে।

শাবাশ
এরকম আরও টিউন চাই

    Level 0

    @বিলাই: ধন্যবাদ ভাই।

ভাই সব স্টেপ হয় না কেন??

    Level 0

    @sarwar sajeeb: ভাই সব স্টেপ ভাল ভাবে বুঝে তারপর করেন অবশ্যই কাজ হবে।

Nice tune.go ahead

ড্য্যুড,ইউ জাস্ট মেড অ্যান অসাম পোষ্ট। থ্যাংকস আ লট ম্যান। আই ইউজড ইউর দিস পলিসি এন্ড গট দ্যা বিনিফিট। ওয়াও। প্লিজ কিপ পোষ্টিং সাচ টাইপ ওয়ান্ডাফুল পোষ্ট।

Level 0

Vi ai systema pc er kono problm hoba nato!
আমি বলতে চাচ্ছি যে আপনি যে সিস্টেমে কাজ করতে বলেছেন, তাতে পিসি’র কোন সমস্য হবে নাতো!?
মাইন্ড করিয়েন না প্লিজ। আমি জানতে চেয়েছি মাত্র।

    Level 0

    @Asraful: ভাই ভাল করে বুঝে তারপর করেন কোন সমস্যা হবে না।

অসাধারন টিউন ! খুবই গোছানো আর পরিপাটি । চেষ্টা করে দেখব । তবে আপনার যে জিনিস টা খুব ভাল লাগল টা হল আপনি দেখলাম সবার কমেন্টেরই উত্তর দিলেন । ধন্যবাদ

    Level 0

    @গাজী রেজা: ভাই ধন্যবাদ অনেক সুন্দর কমেন্টের জন্য। আমি নিজেকে অত বড় কিছু মনে করি না যে কমেন্ট এর উত্তর দেব না।আর আপনারা আমার টিউনে কষ্ট করে কমেন্ট করেন তাই আপনাদের কমেন্ট গুলোর উত্তর দেয়ার চেষ্টা করি।

Level 0

vai with due respect … ami broadband use kri & apnar instruction gula step by step follow krsi (even last er 2ta way er 2 te e try krsi) but no luck :/ …

    Level 0

    @ian: ভাই আপনাকে সব গুল স্টেপ এর কাজ করতে হবে স্টেপ ১ থেকে স্টেপ ৫ পর্যন্ত, না হলে কাজ করবে না।

Level 0

vai korechi … & step 5 er 2ta option e use korechi but noticeable kisu e pai nai …

    Level 0

    @ian: ভাই কিছু বলার নাই। ভাই অনেকেরই তো কাজ হয়েছে। কমেন্ট গুল পরলেই প্রমান পাবেন। আপনার ক্ষেত্রে কেন কাজ করল না বুঝতে পারলাম না? কোথাও ভুল করছেন না তো???
    কখন যদি নতুন করে windows সেটআপ দেন তাহলে আর একবার ট্যারাই করে দেখবেন কাজ হতেও পারে।

কি ভাই? আগে 70/80 কেবিপিএস থাকতে ব্রউজিং তুগার চলতো… কিন্তু এটি করার পর দেখছি ধপাস করে কমে গেল হাটেই না…. মনে করলাম নেটওয়ার্ক প্রব্লেম কি না! হেল্প লাইনে কম্পেইন করার পর এখন স্পিড় 250/300 কেবিপিএস.. কিন্তু এখনো একই অবস্থা. সমস্যাটা কোথায় জানাবেন?

    Level 0

    @Hello-Khaled: ভাই আপনি মনে হয় কোথাও ভুল করেছেন। ভাই অনেকেরই তো কাজ হয়েছে কমেন্ট গুল পরলেই তো এর প্রমান পাবেন। আপনি আবার ভাল ভাবে চেষ্টা করেন।

      @Hit Regan: আমি ডাবল চেক করেছি…. আমার মনে হয় আমার সিস্টেম অনেক পুরোনো তাই সমস্যাটি হচ্ছে। সিস্টেম আপডেটের ব্যবস্থা করছি।

      ধন্যবাদ

        Level 0

        @Hello-Khaled: ok bro best of luck.

Level 0

carry on……….infinity thanx vai…………..
manusar upokar kora jan……kaja lagba…….akdin……..

    Level 0

    @Asraful: ভাই আশরাফুল আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য।

      Level 0

      @Hit Regan:
      vai apni facebooka ki nama achan?

Level 0

vaiya services.msc ta ki only ai service gulo manual korla hoba “Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)” ? please janaban..

    Level 0

    @Asraful: Yes bro করা লাগবে।

ভাই আমি প্রথমে ভুল করে ফেলেছিলাম তারপর কম্পিউটার রিষ্টোর করতে হয়েছিল, তারপর যখন দেখলাম টিউনটি নির্বাচিত হয়েছে আর রনি সাটিয়ার ভাইয়ের হয়েছে তারপর আবার কাজ শুরু করলাম এবং সফল হলাম। ধন্যবাদ হিট রিগান ভাই টিউনের জন্য ।

    Level 0

    @শহিদুল: ভাই শুনে খুব ভাল লাগলো যে আপানর কাজ হয়েছে। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

আসসালামু আলাইকুম
পদ্ধতি ২ এ কি শুধু
Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)
এই গুলা অটোমেটিক থেকে মেনুয়াল করতে হবে? নাকি সবগুলা অটোমেটিক থেকে মেনুয়াল করব?

    Level 0

    @thefeel: অলাইকুম সালাম।
    Yes bro শুধু লিস্টের গুলো অটোমেটিক থেকে মেনুয়াল করতে হবে।লিস্টের বাইরের গুলো করতে হবে না।

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । কাজে লাগবে।

    Level 0

    @ব্লগার ভাই: ধন্যবাদ আপনাকেও।

Level 0

vaiya, win 7 a kaj hocchena, plz help me.
0191-10 08 181

    Level 0

    @reazul2011: ভাই win 7 এ যে স্টেপ গুলো পাচ্ছেন না সে গুলো না করলেও চলবে। কোন কোন স্টেপ গুলো পাচ্ছেন না আমাকে কমেন্টে জানান।

Level New

ভাই, টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হিংসুকরা এই ধরনীতে আসে আর চলে যায় কিন্তু কেউ তাদের মনে রাখেনা; ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয় তারা। মানবতার কল্যাণকামী বিশেষ মানুষেরা থেকে যায় মানুষের অন্তরে ও ইতিহাসের সোনালী পাতায়। চামচিকা যদি সুর্যকে ঘৃনা করে, বৃক্ষের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে তাহলে সুর্যের কোন ক্ষতি হয়না। সুতরাং রিগান ভাই, নিন্দুকের কথায় হতাস হবেননা। আমরা আছি আপনার পাশে। মানবতার কল্যানে আপনার লেখনি হউক দুর্বার, গতিশীল ও অনমনীয় এই দোয়াই করি। আগামীতে graphic design, online earn and hacking নিয়ে আপনার টিউনের প্রত্যাশায় বিদায়।

    Level 0

    @taher bahari: ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে পাশে থাকলে সাহস ও অনুপ্রেরণা দিলে আরও ভাল ভাল টিউন করার আগ্রহ পাব। আশা করি এভাবেই পাশে থাকবেন সব সময়।

ধন্যবাদ রেগান ভাই

    Level 0

    @সায়হাম সৌরভ: ধন্যবাদ আপনাকেও। আমার নাম “রিগান” ঠিক আছে ভাই।

Level 0

অনেক ভাল টিউন। পড়লাম আর পড়ার পর একটা কোথাই মনে এল আর টা হল হাঁড়িতে না থাকলে ডাবুতে নাকি উঠেনা। ডাবু একপ্রকার বড় চামিস যেটা ডাল বা তরল জাতীয় খাবার তুলা হয় পাতিল থেকে।
শুদ্ধু বাংলাই পাতিলে না থাকলে চামিসে উঠবে কই থেকে?

    Level 0

    @suvronur: ভাই আপনি কি বুঝাতে চেয়েছেন আমি ঠিক বুঝিনি।
    “শুদ্ধু বাংলাই পাতিলে না থাকলে চামিসে উঠবে কই থেকে?” এটা বলে আপনি কি বুঝতে চান একটু পরিষ্কার করে বলবেন কি???
    আমি টিউনে কোথাও অশুদ্ধ ভাষা ব্যবহার করেছি কি??????
    ধন্যবাদ এত জ্ঞানময় কমেন্ট এর জন্য।

@hit regan ভাই যেকোন ১টা করলে হবে না ২টাই করতে হবে

    Level 0

    @টিউনসবিডি: ভাই সব গুলো স্টেপই ধাপে ধাপে করতে হবে।

আপনি যে পাঁচটা পদ্ধতি বলেছেন তার সবকটাই করে দেখতে হবে নাকি যেকোন একটি? যদি একটা হয় কোনটার কার্যকারিতা বেশি?

    Level 0

    @writerbuddha: ভাই সব গুলো করতে হবে।

@Hit Regan – আপনি যে পাঁচটা পদ্ধতি বলেছেন তার সবকটাই করে দেখতে হবে নাকি যেকোন একটি? যদি একটা হয় কোনটার কার্যকারিতা বেশি?

    Level 0

    @writerbuddha: ভাই সব গুলো করতে হবে।

@Hit Regan – আপনার টিউনে পাঁচটি দেখাচ্ছে না। নিচে ছবির ফাইলগুলোর নাম জানালাম। পারলে ছবিগুলো ডাঊনলোড করার লিঙ্ক দেবেন কারন ছবিগুলো ছাড়া পদ্ধতিগুলো করতে গিয়ে ভুল হতে পারে।
১. How-to-CMD-Flush-DNS-Windows8.jpg
২. Disable-Windows-8-Services-to-Speedup-Internet.jpg
৩. Update-Windows-8-Lan-Drivers-to-Speedup-Internet.jpg
৪. Increase-Windows-8-Internet-Speed-By-Limiting-Bandwidth.jpg
৫. Disable-Bandwidth.jpg

    Level 0

    @writerbuddha: ভাই আমি ছবি সহই টিউন করেছি। আপনার বুঝতে অসুভিধা হলে ভিডিও টিউট্রিয়াল টি দেখেনিতে পারেন।

ধন্যবাদ.।

    Level 0

    @জুয়েল মীর: thanx

Regan vy,
apnar sathe ektu kotha bolte chy, plz help me.. apnar ei tune er bepare ektu kotha bolbo….plz shawon 01911-008181

রিগান ভাই,
আমাকে একটু help plz, apnar ei tune er bepare kotha bola দরকার, cmd তে ” NETSH INT IP RESET C:\RESETLOG.txt” লিখে enter দিলে কাজ হয়না। দয়া করে আমাকে সাহায্য করুন। শাওন
০১৯১১-০০ ৮১ ৮১

    Level 0

    @রিয়াজুল হাসান শাওন: ভাই আপনার কোথাও হয়ত ভুল হচ্ছে ভিডিওটি দেখেনিন। ধন্যবাদ।

Level 0

অনেক সময় নিয়ে ঘুছিয়ে টিউন করেছেন।। টপিক টা এমনিতেই অসাধারন।। ধন্যবাদ

    Level 0

    @Ahsan: আপনাকেও ধন্যবাদ।

আমার নেপ স্পিড ফিক্সড করা, আমি পাইও তাই । তার পরেও কী বেশী পাওয়া সম্ভব ?

    Level 0

    @ইভা লুসি সেন: করে দেখেন আশা করি কাজ হবে। ধন্যবাদ।

Level 0

ভাই আপনার কথামত সবগুলই ঠিকমত করছি। বাট পরে দেখি পিসি আর ওপেন হয়না। প্রায় 5 মিনিট পর ওপেন হওয়ার পর দেখি পিসি ব্লেক স্ক্রিন হয়া গেছে। পরে আবার System Restore করে ঠিক করছি। তাই আমি চাইনা কেউ আমার মত বিপদে পরুক।

    Level 0

    @Raselmulk: ভাই আপনার হয়ত কোথাও ভুল হচ্ছে আপনি ভিডিওটি দেখেনিন। আর কমেন্ট গুল পড়ে দেখেন অনেকেই আপনার মত ভুল করে নাই তাই বিপদেও পরে নাই।

Level 2

ওহ…অনেক সুন্দর একটা টিউন উপহার দিলেন ভাই।ধন্যবাদ আপনার সুন্দর টিউনে্র জন্য।

    Level 0

    @motaleb52: ভাই আপনাকেও ধন্যবাদ।

ভাই আপনাকে সেইরাম ধন্যবাদ!

Level 0

ভাই খুব ই ভাল টিউন। 🙂

    Level 0

    @G.M.Shuvo: ধন্যবাদ।

ভাই সব শেষের পদ্ধতি তে লিখসেন ১ থেকে ১০০ তে দিন ।মানে কি?value data কি ১০০ দিব নাকি ১ দিব?প্লিস জানান

    Level 0

    @ranim-mahfuz: ভাই আপনি যে কোন একটা দিতে পারেন। আমি ১০০ দিয়েছিলাম।

Level 0

ভাই আপনার উপর ভরসা রেখে সম্পূর্ণ করেছি, কাজ কতটুকু হই জানিনা!
তারপর ও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাই আপনার উপর ভরসা রেখে সব করেছি, কাজ কতটুকু হই জানিনা!
তারপর ও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    @রনত: ভাই ভাল করে বুঝে করেন। আশা করি ভুল না করলে কাজ হবে। আর আমার উপর না আল্লাহ্‌ উপর ভরসা করে তারপর করবেন।

Level 0

Amvavib ,Lye my›`i n‡q‡Q |

Level 0

অসাধারন,খুব সুন্দর হয়েছে আরো ভাল tune দিবেন।

    Level 0

    @kumar: আশা করি ভাল কিছু দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

Level 2

great tunes…….thank you……

Level 0

Nice Tunes.

Level 0

ami step 5 er first niyom ta use korsi. 2nd tao ki kora lagbe?

    Level 0

    @Saminkhn3: ভাই জুদি কাজ হয়ে থাকে তাহলে আর করতে হবে না।না হলে ২য় পদ্ধতি ব্যবহার করতে হবে।

Level 0

ভাই, ভালোর জন্য করতে গিয়ে উলটা হয়ে গেলো। আমার ইস্পিদ ১৭০ থেকে ৫০ কেবিপিএস এ চলে আসছে। আমি আমার ডিফল্ট মুডে জেতে চাই। কিভাবে ডিফল্ট করবো প্লিজ জানান। অবস্থা খুব ই খারাপ আমার ইস্পিদের । ডিফল্ট মুদে জেতে চাই শুধু। রিপ্লাই এর অপেক্ষাই আছি।

    Level 0

    @Rahat Axo: ভাই আপনি মনে হয় কোথাও ভুল করেছেন। আপনার Windows টি restore করে নিন।আশা করি সব ঠিক হয়ে যাবে।উপরে শহিদুল ভাই এর কমেন্টি পড়ে নিবেন তাহলে আমার টিউনটি নিয়ে আপনার ভুল ধারনা দূর হবে।।
    যাদের বুঝতে অসুবিদা হচ্ছে তারা ভিডিওটি দেখে নিবেন।

vai 2 no poddhotite to prothom 3 ta chara baki shob gula manual e kora.to 2 no poddhotite ki shob menual kore dite hobe naki autometic thakle menual and menual thakle autometic dibo?????

    Level 0

    @ranim-mahfuz: শুধু লিস্টের গুলো অটোমেটিক থেকে মেনুয়াল করতে হবে।লিস্টের বাইরের গুলো করতে হবে না।Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)
    আর উপরের লিস্টে যে গুল মেনুয়াল আছে সে গুলকে তো আর কিছু করতে হবে না। ধন্যবাদ।

Level 0

great tune !!

Level 2

Hit Regen- ভা্ ি ২য় ধাপে শুধু কি আপনার বর্ণিত এগেুলো : Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA) অটোমেটিক এর পরিবর্তে মেনুয়াল করব সা সবগুলোকে মেনুয়াল করতে হবে? জানালে উপকৃত হব।

    Level 0

    @azad2000: শুধু লিস্টের গুলো অটোমেটিক থেকে মেনুয়াল করতে হবে।লিস্টের বাইরের গুলো কে করতে হবে না।Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)

ভালো টিউন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

    Level 0

    @আশরাফুল আলম: আপনাকেও ধন্যবাদ।

এমনই খুজছিলাম

    Level 0

    ধন্যবাদ ভাই

Outstanding .

    Level 0

    ধন্যবাদ ভাই

চমৎকার

    Level 0

    ধন্যবাদ ভাই

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

সব গুলো পদ্ধতি ব্যাবহার করতে হবে নাকি যে কোন একটি করলেই হবে।