ইন্টারনেট পর্যায় সারনী : একটি নতুন কনসেপ্ট

আমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের সবার কাছেই অত্যন্ত পরিচিত একটি বিষয় হল মেন্ডেলিফের পর্যায় সারনী এবং তারই পর্যায়ক্রমে আসা আধূনিক পর্যায় সারনী। অনেকের মতে রসায়নের ভীত হল এই পর্যায় সারনী। পর্যায় সারনীতে সব মৌলসমূহের সুন্দর সমন্বয় রসায়নকে করেছে সুন্দর ও বোধগম্য।

i-periodic-color.gif

এই পর্যায় সারনীর মত যদি ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলোকে নিয়ে একটি  সারনী বানানো হয় তাহলে কেমন হবে?

হ্যাঁ এইরকই চমৎকার একটি জিনিসের সন্ধান পেয়েছি আমি.আর দেরী না করে নিজের চোখেই দেখে নিন.

ip.png

এই পর্যায় সারনীর মূল সাইট থেকে চাইলে আপনি একটু ঘুরে ও আসতে পারেন।

উল্লেখ্য যে এই পর্যায় সারনী দেখার পর আমি ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশী সাইটগুলোকে নিয়ে একটি পর্যায় সারনী করার চিন্তা করেছি। আশা করি এই ব্যাপারে আমার টিউনার বন্ধুরা আমাকে সাহায্য করবে।

ধন্যবাদ

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ। আমিও বিজ্ঞানের ছাত্র। এই কাজটি সম্পন্ন হলে অনুগ্রহ করে আমাকে সবার আগে জানাবেন।

শুভ কামনা রইল।

আপনারা যত বেশি সাহায্য করবেন তত তাড়াতাড়ি সেই periodic table টি ও পাবেন। যে কোন রকমের information দেয়ার জন্য [email protected] এ মেইল করতে পারেন।

Level 0

ভাল প্রচেষ্টা, তাড়াতাড়ি করে ফেলুন।

আমিও তাড়াতাড়ি করতে চাচ্ছি…………দেখা যাক কি হয়।

জটিল.. কখনও চিন্তাও করি নাই।

ওয়াও! ব্রিলিয়েন্ট – কনসেপ্ট। বাংলা সাইট গুলো করতে আরও অনেক সময় লাগবে। কারণ বাংলায় মানসম্মত সাইটের সংখ্যা এখনও অনেক কম।

প্রথমেই টেকটিউনসকে রাখা হবে। এইটা ড্যাম সিওর

এই পর্যায় সারণী কি মানুষের খুব একটা উপকারে আসবে? কারণ রসায়নের পর্যায় সারণীর একটা চমত্কার সুনির্দিষ্ট ভিত্তি আছে – ইলেক্ট্রন বিন্যাস। আর সব কিছু বাদ দিলেও শুধু এ থেকেই যেকোন মৌল চট করে খুজে বের করে ফেলা যায়। ওয়েবসাইটগুলোর ভিত্তি কি? সাধারণ মানুষ সেগুলোকে কিভাবে খুজবে?

আর ওয়েবসাইটের সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন?

মানুষের উপকারে আসে এমন সাইটের কি অভাব? আমার চেষ্টা থাকবে সেই সাইট গুলোকে নিয়েই সারনী তৈরী করা। এখন যে সমস্ত সাইটগুলো মানুষের কাজে লাগছে তা তো আছেই কিন্তু নতুন কোন প্রয়োজনীয় সাইট আসলে মানুষ এর মাধ্যমেও জানতে পারবে। রাসায়নিক পর্যায়সারনীতে যেমন মৌলের ধর্মের উপর ভিত্তি করে গ্রুপ অনুযায়ী বিন্যস্ত ঠিক সেভাবেই সাইটগুলো কে তাদের ক্যাটাগরী অনুযায়ী বিন্যস্ত করা হবে – যেমন : ব্লগিং গ্রুপ, ফোরাম গ্রুপ, সার্চ ইজ্ঞিন গ্রুপ ইত্যাদি। আপনার কথা ঠিক যে সাইটের সংখ্যা বেড়ে গেলে তখন কি হবে ? আসলে ভাইয়া আমার ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি মতে আধুনিক বিজ্ঞানের এই উন্নতি কিন্তু কোন কোন না সমস্যার ফসল। মানুষ যখনই তাদের সমকালীন প্রযুক্তি নিয়ে সমস্যায় পড়েছে বা প্রযুক্তি যখন যথাযথভাবে কাজ করেনি ঠিক তখনই কিন্তু আমরা নতুন প্রযুক্তির দ্বারস্থ হয়েছি। তাই আমার আশা যখন সংখ্যার এই সমস্যা প্রকট হয়ে দেখা দেবে তখন কোন না কোন উপায় নিশ্চই বেরিয়ে আসবে ইনশাল্লাহ।

ধন্যবাদ

মূল সাইটা ঘেঁটে আমি যতটুকু বুঝলাম যে, সাইটের সংখ্যা কোটি হলেও সমস্যা হবে না। কারণ এই পর্যায় সারণীটা গুগল পেইজ রেঙ্কের উপর ভিত্তি করে করা হয়েছে। বলতে পারেন ইলেক্ট্রন বিন্যাসের মত এটাই এই পর্যায় সারণীর ভিত্তি। আর উপকারের কথা বললে বলা যায় এখানে যতগুলো সাইট ইনক্লুড করা হয়েছে এর সব গুলোই টপ ক্লাশের। এর মাধ্যমে ভাল সাইট গুলোকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব হবে। যা একজন পাওয়ার নেটিজেনের জন্য খুবই জরুরি। এটাকে যদি ডাইনামিক ভাবে মেইন্টেন করা হয় এবং ranking নির্ণয়ে আরও কিছু বিষয় যেমন: এল্যাক্সা, টেকনোরেটি ইত্যাদির ডেটা ব্যবহার করা হয় তবে আরও নিখুঁত করা সম্ভব হবে।

আমার মতে কন্সেপ্টটা আসলেও দারুন এবং একটা ভবিষ্যৎ আছে। অবশ্য বাংলা সাইট গুলো করতে আসলেও সময় লাগবে। ( করলে টেকটিউনস এক নম্বরে থাকবে :-))। সোহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম অভিনব এটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।

হ্যা শফিউল ভাইয়া জিনিসটার গোড়া বুঝাতে পেরেছেন।

আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

ওহ্ দারুন লাগল সাইটটা দেখে। আমিও বিজ্ঞানের ছাত্র। এখন মনে হচ্ছে বিজ্ঞান ছেড়ে ইন্টারনেটের ছাতে হয়ে যাই।…

Level 0

খুব ভালো লাগলো সাইটটা দেখে। আপনাকে ধন্যবাদ।………….