ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ম্যাপ – আসুন ইন্টারনেটের ভেতরে দেখি

টিউন বিভাগ কী কেন কীভাবে
প্রকাশিত
জোসস করেছেন

ভিন্টন গ্রে (ইন্টারনেটের আবিস্কারক) আমাদের এক অদৃশ্য জালে বেধে ফেলেছেন। আজকাল ইন্টারনেট হয়ে পড়েছে তথ্যের সবচেয়ে বড় ভান্ডার। আর ধীরে ধীরে আমরা এই জালে এতটাই জড়িয়ে পরেছি যে এই জাল ছিড়ে বের হয়ে যাওয়া হয়ত অসম্ভব। দিন যতই যাচ্ছে ততই বিস্তৃত হচ্ছে এই জালের আকার। আমরা হয়ত অনেকেই অবাক হয়ে ভাবি " ইন্টারনেটের এই জাল আসলে দেখতে কেমন? এটা কি মাছ অথবা অন্য কোন প্রানী ধরার জালের মত? "

সবার মনের এই নিছক প্রশ্নের ও কিন্তু উত্তর আছে। অবাক হওয়ার কিছু নেই। ইন্টারনেট এই জালেরও একটি ছবি আছে। যারা আগে কখনো দেখেনি তাদের নিশ্চই ভালো লাগবে। একটি ইন্টারনেট জালের চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম

main.jpg

হাই রেজুলেশনের ছবিটির জন্যে এখানে টোকা দিন

এইজালে কোন রং দিয়ে কি বোঝাচ্ছে তা তুলে ধরা হল

১. গাড় নীল: নেট, সি এ, ইউ এস

২. সবুজ : কম, ও আর জি

৩. লাল : মিল, গভ, এডু

৪. হলুদ : জে পি, সি এন, টি ডাব্লিউ, এ ইউ, ডি ই

৫. ম্যাজেন্ডা : ইউ কে, আই টি, পি এল, এফ আর

৬. নীল - সবুজ : বি আর, কে আর, এন এল

৭. সাদা: এখনও অজানা (গভার্নমেন্ট সাইট বলে ধারনা করা হয়)

এই জালের ব্যপারে আরও তথ্যের জন্য আপনি উইকিপিডিয়াতে একটু ঢু মেরে আসতে পারেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভিন্টন গ্রে? ইন্টারনেটের জনক তো টিম বার্নারস লি কে বলা হয়। তথ্যটা ঠিক করা প্রয়োজন।

father of the internet is vinton cref…………as far as i can remember………..let me have another check……….thanks for your important information…………..

টিম বার্নস লি হলো ও্য়ার্লড ওয়াইড ও্য়েব এর জনক। 🙂 www & internet is different.

ধন্যবাদ মিজানভাই তথ্যের জন্য……..তবে ওখানে একটা সম্পর্ক আছে যার ফলে ম্যাপটা তৈরী করা সম্ভব হয়েছে………সময় স্বল্পতার কারনে বলতে পারছিনা…..আমি একটু ব্যস্ত……..তবে এইখানে সংশোধন এবং সংযোজন অবশ্যই হবে………আপনাকে আবারও ধন্যবাদ

ধন্যবাদ এমন তথ্য দেবার জন্য।

Thanks bolar Vasha khuje pachchi na.

ধন্যবাদ ভাই।

অনেক তথ্যবহুল পোষ্ট। খুব ভাল লেগেছে। তথ্য-প্রযুক্তি সম্পর্কিত সকল আপডেট সংবাদ পেতে ঘুরে আসতে একটু পারেন http://bn.timeline-bangladesh.com/category/%E0%A6%A4%E0%

দারুন হয়েছে পোস্টটা।