মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট তৈরি করুন অন্ধকারকে বলুন টা টা বাই বাই

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

IPS তৈরি করার টাকা নাইতো কি হয়েছে। তাই বলে অন্ধকারে থাকবো নাকি? Fan না চলুক লাইট তো জ্বালাতে পারবো। আশাকরি মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট ।

প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন । আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।

বাজারে ছোট বড় অনেক ধরনের LED চার্জার লাইট পাওয়া যায়। বাজারের LED চার্জার লাইট এবং এই LED চার্জার লাইটের মধ্যে পার্থক্য রয়েছে,

  • ১। ব্যাকআপ : বাজারেরটাতে ১ - ১.৫ ঘন্টা কিন্তু এটাতে ৬-৭ ঘন্টা।
  • ২। আলো : বাজারেরটা থেকে এটাতে আলো তুলনামূলক বেশি।
  • ৩। সময় : বাজারেরটাতে full চার্জ হতে সময় লাগে ৮ – ১০ ঘন্টা তারউপর বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলে full চার্জ হতে আরো বেশি সময় লাগে কিন্তু এটাতে full চার্জ হতে সময় লাগে ১.৫ – ২ ঘন্টা, বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলেও full চার্জ হতে সময় লাগে একই মাত্র ১.৫ – ২ ঘন্টা।
  • ৪। ইনডিকেটর : বাজারেরটাতে চার্জিং ইনডিকেটর আছে কিন্তু চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন না এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন না আর এটাতে চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন।
  • ৫। স্থায়িত্ব : বাজারেরটাতে অনিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে অল্প দিনেই ব্যাটারী নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে সবচেয়ে নিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে ব্যাটারীর স্থায়িত্ব অনেক বেশি।

লাইটি তৈরি করতে যা প্রয়োজন :

১। একটি মোবাইল ব্যাটারী ------------------------------------------ 150-210 টাকা

২। একটি জ্যাক হোল্ডার --------------------------------------------- 3 টাকা

৩। একটা C828 মডেলের ট্রানজিস্টর -------------------------------- 2 টাকা

৪। একটি IN4007 মডেলের ডায়োড ------------------------------- 1 টাকা

৫। একটি Push on off সুইচ---------------------------------------- 8 টাকা

৬। দুইটি রোধ – 2.2 ওহম এবং 220 ওহম ------------------------- 1 টাকা

৭। একটি ইনডিকেটর LED ------------------------------------------1 টাকা

৮। 20টি উজ্জল আলোর LED -------------------------------------- 30 টাকা

৯। একটি ছোট ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ড বা ব্যারো বোর্ড ------ 25 টাকা

১০। এক গজ লীড --------------------------------------------------15 টাকা

১১। একটি মোবাইল ব্যাটারী কানেক্টর (if) --------------------------- 8 টাকা

পর্যায়ক্রমে ফটো গুলো দেখুন.

http://www.mediafire.com/download.php?4prl411j59f7ahj

Circuit Diagram ক্লিয়ার দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন।

কার্যপদ্ধতি :

  • ১। উজ্জল আলোর 20 টি LED নিয়ে ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ডে সুন্দর করে সেট করে সোল্ডারিং করুন। এক্ষেত্রে মনে রাখবেন যে LED এর দুটি পায়ের মধ্যে লম্বা পা টি হচ্ছে ব্যাটারী + বা P টাইপ আবার ছোট পা টি হচ্ছে ব্যাটারী - বা N টাইপ। সোল্ডারিং করার পর কাটার প্লেয়ার্স (প্লাস) দিয়ে LED এর পা গুলোর বাড়তি অংশ কেটে পেলে দিন। শুধু মনে রাখবেন যে LED এর কোনটি ব্যাটারী + বা P টাইপ এবং কোনটি ব্যাটারী - বা N টাইপ।
  • ২। তারপর সুবিধা মত জায়গা নির্বাচন করে সুইচ, জ্যাক হোল্ডার, ট্রানজিস্টর, ডায়োড, রোধ, ইনডিকেটর LED, ইত্যাদি সার্কিট বোর্ডে বসিয়ে সোল্ডারিং করুন। মোবাইল ব্যাটারী কানেক্টরটি সার্কিট বোর্ডে এর পেচনের সাইডে বসিয়ে এমন ভাবে সোল্ডারিং করবেন যাতে মোবাইল ব্যাটারী সুন্দর করে বসানো যায় এবং মোবাইল ব্যাটারীটি মোবাইল ব্যাটারী কানেক্টরের সাথে ভাল ভাবে আটকে থাকে। কাটার প্লেয়ার্স (প্লাস) দিয়ে ট্রানজিস্টর, ডায়োড, রোধ এর পা গুলোর উপরন্ত অংশ কেটে পেলুন।
  • ৩। সার্কিট ডায়াগ্রাম দেখে সুইচ, জ্যাক হোল্ডার, ট্রানজিস্টর, ডায়োড, রোধ, ইনডিকেটর LED, মোবাইল ব্যাটারী কানেক্টর এবং উজ্জল আলোর LED গুলোর মধ্যে সংযোগ স্থাপন করুন। এক্ষেত্রে আপনি আলাদা তার বা LED এর কাটার প্লেয়ার্স (প্লাস) দিয়ে কাটা অংশ গুলোর সহযোগিতা নিতে পারেন। আমার মনে হয় LED এর কাটার প্লেয়ার্স (প্লাস) দিয়ে কাটা অংশ গুলো দিয়েই সংযোগ স্থাপন করা ভাল এবং টেকসই হবে।

সার্কিট ডায়াগ্রাম সম্পর্কিত তথ্য :

১। Light Section :

এর কাজ হচ্ছে সুইচিং এর সাহায্যে Light On Off করা।

ব্যাটারী কানেক্টর, সুইচ, 2.2 ওহম রোধ এবং 20টি উজ্জল আলোর LED নিয়েই এ Section তৈরি হয়।

সমান্তরালে থাকা 20টি উজ্জল আলোর LED সাথে ব্যাটারী কানেক্টর (ব্যাটারী), সুইচ, 2.2 ওহম রোধ শ্রেনীতে যুক্ত থাকে।

২। Charge Section :

এর কাজ হচ্ছে নোকিয়া চার্জার দিয়ে ব্যাটারী চার্জ করা।

একটা C828 মডেলের ট্রানজিস্টর, একটি IN4007 মডেলের ডায়োড, একটি ইনডিকেটর LED, ব্যাটারী কানেক্টর এবং জ্যাক হোল্ডার নিয়ে এটা তৈরি হয়। অংশটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে LED টি চার্জ হওয়া ইনডিকেইট করবে। Full চার্জ হলে LED নিবে যাবে। আবার ব্যাটারী কানেকশানে বা চার্জ কানেকশানে কোন সমস্যা থাকলে LED টি জ্বলবে না। যখনি সব কানেকশানে Ok থাকবে তখনি LED টি জ্বলবে।

পরামর্শ :

  • ১। মোটামুটি সবগুলো যন্ত্রই ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন। শুধুমাত্র মোবাইল ব্যাটারী কানেক্টর এবং মোবাইল ব্যাটারী মোবাইলের যন্ত্রপাতি বিক্রি করে এমন দোকানে পাবেন।
  • ২। যদি আপনার কাছে আগের কোন মোবাইল ব্যাটারী থাকে তবে নতুন ব্যাটারী কেনার প্রয়োজন নেই। শুধুমাত্র সেই ব্যাটারী মডেল অনুসারে ব্যাটারী কানেক্টর কিনে নিবেন। যদি ব্যাটারী কানেক্টর মিলিয়ে না পান তবে সরাসরি সোল্ডারিং করে ব্যবহার করতে পারেন।
  • ৩। ব্যাটারী ওয়ারেন্টি না থাকলে মোবাইল ব্যাটারী কানেক্টর ব্যবহার না করলেও হবে, ব্যাটারী সরাসরি সোল্ডারিং করে নিতে পারেন। মোবাইল ব্যাটারী কানেক্টর লাগানোর মূল কারন হচ্ছে ব্যাটারীর ওয়ারেন্টি ঠিক থাকা এবং ইচ্ছে মত অন্য ব্যাটারী ব্যবহার করতে পারা। এক্ষেত্রে আপনি লাইটাকে ব্যাটারীর চার্জার হিসেবেও ব্যবহার করতে পারেন।
  • ৪। যেকোন ব্রাণ্ডের মোবাইল ব্যাটারী হলে হবে, তবে মনে রাখবেন যে ৬০০ – ৭০০ mA এর ব্যাটারীর জন্য ৫- ৬ ঘন্টা ব্যাকআপ পাবেন। ৮০০-১০০০ mA এর ব্যাটারীর জন্য ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাবেন।
  • ৫। আপনাকে অবশ্যয় নোকিয়া চার্জার দিয়ে চার্জ করতে হবে। সেক্ষেত্রে অরজিন্যাল নোকিয়া চার্জার হলে ভাল। ১.৫ – ২ ঘন্টার মধ্যে Full চার্জ হবে এবং Full চার্জে ইনডিকেটর লাইট টি off হয়ে যাবে।
  • ৬। অবশ্যয় আপনি মেড ইন হাঙ্গেরী নামের ঝিঞ্জিরা মোবাইল ব্যাটারী গুলো পরিহার করবেন। কারন এই ব্যাটারী গুলোতে ব্যাকআপ পাবেন কম এবং ব্যাটারী Full চার্জ হলে বুঝতে পারবেন না (চার্জ ইনডিকেটর লাইট টি off হবে না)।
  • ৭। Push on off সুইচ টি যথাসম্ভব ভাল মানের ব্যবহার করুন।
  • ৮। Light Section এর রোধের মান 2.2 ওহম ব্যবহার করলেও হবে। রোধটি ½ watt হলে ভাল হয়।
  • ৯। সার্কিট ডায়াগ্রামটি emf ফাইলের, যাহা Windows Picture and Fax Viewer দিয়ে সবচেয়ে ভাল দেখা যায়। যতই জুম করবেন ততই ক্লিয়ার।
  • ১০। সব কাজ শেষে সার্কিটের পেচনের সাইডে মোটা ঢাল কাগজ দিয়ে প্যাকেজিং করে নিবেন যাতে দেখতে সুন্দর দেখায় এবং ধরতে সার্কিটের খোচা না লাগে।

সতর্কতা :

  • ১। ডায়োড এবং LED গুলোর N- টাইপ ও P- টাইপ দেখে সঠিক ভাবে সংযোগ করুন।
  • ২। ট্রানজিস্টরের E, B ও C পাত গুলো সঠিক ভাবে নির্বাচন করে সার্কিটে সংযোগ করুন।
  • ৩। ব্যাটারীর ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন।
  • ৪। জ্যাক হোল্ডারের ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন।
  • ৫। ব্যাটারী দুই লাইন জয়েন্ট হলে গরম হয়ে ব্যাটারী পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত চার্জ হলে ব্যাটারী মোটা হয়ে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন।

(আশাকরি.)

Level 0

আমি Akbar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসার সব টুকুই যাকে দিলাম, তার থেকে অনেক Output পেলাম । সে কখনো প্রতারনা করেনি আমার সাথে এবং করবেও না । সে আমার এগিয়ে চলার প্রত্যয়, আমার ভুবন আমারই ইলেক্ট্রনিক্স..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

অনেক সুন্দর হয়েছে 🙂 ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

    প্রথম কমেন্টের জন্য আপনাকেও অনেক অনেক স্পেশাল ধন্যবাদ ……..

    আমি এরকম একটা বানাইছিলাম but এত উন্নত ছিল না ফলে অধিক চার্য হওয়ায় ব্যাটারি ফেটে গিয়ে আগুন ধরে গিয়েছিল। আর এর জন্য পিটুনি খাইতে হইছিল 😛

    অন্তত মোবাইল ব্যাটারি দিয়ে কোন কিছু করার আগে একটুখানি সতর্ক থাকা দরকার। কারন এই জিনিস ছোটখাট বোমার মতো বাষ্ট হয়। আমি একবার নিজে বাঁচছি আরেকবার ডিজিটাল ক্যামেরার ব্যাটারী বানিয়ে ক্যামেরার বারোটা বাজিয়েছি

    ব্যাটারী দুই লাইন জয়েন্ট হলে গরম হয়ে ব্যাটারী পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত চার্জ হলে ব্যাটারী মোটা হয়ে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।
    বিষয় টা সতর্কতায় যুক্ত করে দিচ্ছি……

    বিষয় টা মনে করিয়ে দেওয়ার জন্য…
    মাইক্রোহ্যাকার_আলমাস এবং মারুফ ভাই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ…….

জটিল টিউন। পরে ট্রাই করে দেখবো। আপাতত ধন্যবাদ।
ব্যাটারীটি কি নতুন হওয়া লাগবে? পুরাতন তবে মোটামুটি ভালো ব্যাটারী ব্যবহার করা যাবে না !

    নষ্ট ব্যাটরী ছাড়া সব ধরনের মোবাইল ব্যাটারী ব্যবহার করতে পারবেন……

    মোঃ আসাদুল্লাহ আল সাইদ ভাই আপনাকেও ধন্যবাদ…..

    Level 0

    hi

ছবি সহ এত সুন্দর বর্ণনা…সত্যিই অসাধারণ……..!!!

এরকম আরো টিউন আশা করছি আপনার কাছ থেকে……অনেক ধন্যবাদ আপনাকে.

    আশা আছে আরো টিউন করবো……

    কৌশিক ভাই আপনাকেও ধন্যবাদ…..

কৌশিক ভাই এর সাথে একমত । সত্যি অসাধারন টিউন ।আরও টিউন চাই । ধন্যবাদ ।

    আমিও একমত….. আশা আছে আরো টিউন করবো……

    আতিক ভাই আপনাকেও ধন্যবাদ…..

    @আতিক: ভালো লাগল, তবে এটা অটো করার পদ্ধতি বলা যাবে। মানে সন্ধ্যা সময় চার্জ এ দিলাম কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে জ্বলে উঠল এবং কারেন্ট আসার সাথে সাথে অফ হয়ে গেল এবং চার্জ নেওয়া শুরু হল।

অসাধারন!! আপনাকে যে ভাবে ধন্যবাদ দিব! ইলেকট্রনিক্সে আপনার প্রচুর জ্ঞান আছে বোঝা যায়।

    ইলেকট্রনিক্স ভূবনটা অনেক বড় । এখনো আমার অনেক অনেক অনেক কিছু শেখার আছে ।

    নতুন পন্ডিত ভাই আপনাকে ধন্যবাদ…..

এক কথায় দারুন

    ebookbd.info ভাই আপনাকে ধন্যবাদ…..

Kob sondor tune.amar pc nai.InsahALLAH pc bebostta hole amar electronics nea tune korar echha ace

    আমরা আশায় রইলাম…….

    Noormohammad Bhuayan ভাই অনেক অনেক শুভ কামনা রইলো…….

Level 0

টেকটিউনস এর উপযোগী টিউন। ইদানিং সকলে ডলার রোজগারের টিউন করে। সত্যিকারের শিক্ষনীয় একটি টিউন। ইলেকট্রনিক্স এ হতে খািড় নেই। তাই লাইটটি তৈরি করতে পারব না। কিন্তু সংগ্রহে রাখলাম। টিউন করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এই টিউনটি পূর্বের টিউন এর সত সেরা টিউন নির্বাচিত হবে।

    Eakram ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ………

অসাধারন! তবে এটাতে সোলার চার্জিং সিস্টেম যোগ করলে আরো ভালহয়। কেননা লোডসিডিং হলে একটানা ১-২ ঘন্টার বেশি হয়না। তাতে আমরা নরমাল চার্জ লাইট দিয়েই কাজ চালাতে পারব, যদিও আপনারটাই বেস্ট হবে। এটার ব্যাকআপ সিস্টেম টা প্রত্বন্ত অঞ্চলের লোকেরা পোরপুরি ভোগ করতে পারবে। যেখানে কারেন্ট নাই সেখানেত সোলার প্যানেল দিয়েইত চার্জ করতে হবে। কাজেই আমার কথাটা একটু বিবেচনা করবেন। অর যাদি সম্ভব হয় তবে বিকল্প চার্জিং সিস্টেম হিসেবে সোলার চার্জিং সিস্টেমটা যোগ করে দিবেন। বড় আকারের মন্তব্য করার জন্য দু:খিত।

    কথাটা ঠীক বলছেন আশা করি আকবর ভাই এই দিকে নজর দিবেন।

    খুবই গুরুত্বপূর্ন বিষয় । এই চার্জার লাইটটাকে আপনি সোলার চার্জিং সিস্টেম যোগ করতে পারেন । কোন সোলার সেল থেকে (5 – 6)V নিয়ে চার্জার লাইটের জ্যাক হোল্ডারে ইন করালে ভাল চার্জ হবে ।

    Bakhtiar hasan এবং ফিরোজ আলম ভাই আপনাদেরকে ধন্যবাদ…..

Level 0

সময় উপযোগী এবং কাজের টিউন ।তবে সতর্কতা অংশে ইলেকট্রিক শকের বিষয়টা থাকা জরুরী ।ধন্যবাদ

    মাত্র 5 ভোল্ট, তাও আবার DC । নিশ্চিন্তে থাকুন শক লাগবে না……..

    Tarif ভাই সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ…..

দারুণ হয়েছে।

    আপনাকে ধন্যবাদ…..

ভাই আপনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আপনাকে যদি ধন্যবাদ দেই তাহলে আপনাকে ছোট করা হবে। এত সব রেফারেল পার্টির মধ্যে আপনি কোন গ্রহ থেকে এসেছেন সবাই কে বিনা লাভে উপকার করতে। আসলে আপনাকে দেখে মনে হয় ভাল টিউনার অনেক আছে। বেশির ভাগ দেখি রেফারেল নিয়া ব্যস্ত আর তাদের মাঝে আপনি এক উজ্জ্বল নক্ষত্র। অনেক উপকারি টিউন। যুগ যুগ বেচে থাকেন ভাই। আল্লাহ আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুক। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি। ভাল থাকবেন।

    ""বাধঁন"" আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ………

valo laglo

    selimrashed ভাই আপনাকে অনেক ধন্যবাদ……………

জোসসসসসসসসসসসসসসসসসসসসসস টিউন

    ফিরোজ আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ……………

Thanks.. It's a very good post..

    সাহেবুল ভাই আপনাকে Welcome…….

Hy boss u r great
waiting for next tune
LITE TI KI AUTO ON HOBAY

    প্লানটা ভাল । টিউনের আগে খেয়াল করলে সংযোগ করে দিতাম । এই লাইটে অটো On Off নেই সুইচ দিয়ে করতে হবে ।

    সাইদুল ভাই আপনাকে ধন্যবাদ…..

Level 0

বরাবরের মত ফাটাফাটি টিউন…
টিউন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
আকবর ভাই চালিয়ে যান , সাথে সবসময় পাবেন।

আর হে আপনার দেওয়া আই পি এস সময়ের অভাবে এখনো বানাতে পারি নাই। তবে যে কোন একদিন বানাবো ইনশাল্লাহ …
কোন হেল্প লাগ্লে আপনাকে করতে হবে কিন্তু………

    আমি অবশ্যয় সাহায্য করবো…….

    faRuk ভাই আপনাকেও ধন্যবাদ…..

Level 0

শুধু বলব অসাধারন।

    a.alom ভাই আপনাকে ধন্যবাদ…..

চালিয়ে যান , ধন্যবাদ ।

    আই, এইচ, কমল ভাই আপনাকেও ধন্যবাদ…..

জটিল টিউন, খুব কাজের হবে। এই রকম ইউনিক টিউনই চাই। আমি চেষ্টা করব। একটা কথা আছে, সেটা হচ্ছে আমার কাছে ১৬ লেডের চায়না মামার একটি নষ্ট লাইট আছে, বাজারের প্রচলিত লেড বাদ দিয়ে, ঐটা ব্যাবহার করলে কি চলবে্। মানে শুধু আপনার সার্কিট টা ওইটার ভিতর লাগিয়ে দিতাম নোকিয়া ব্যাটারী সহ। আবারো ধন্যবাদ।

    LED গুলো যদি ঠিক থাকে তাহলেতো কথাই নেই আপনি নিশ্চিন্তে তা ব্যবহার করতে পারেন । আপনি বরং চায়না লইটের ভিতরে ব্যাটারী, জ্যাক হোল্ডার ইত্যাদি বসাতে পারেন কিনা দেখেন । আমার মনে হয় এটাই ভাল হবে ।

    সুমির ভাই আপনাকেও ধন্যবাদ…..

আগের মতই অসাধারণ ।
অনেক অনেক ধন্যবাদ ।
পিডিএফ করে রাখলাম ।

    ছাত্র ও শিক্ষক ভাই আপনাকেও ধন্যবাদ…..

অসাধারন টিউন, সংগ্রহে রাখলাম ঃ)

    Nayeem Chowdhury ভাই আপনাকে ধন্যবাদ…..

এক কথায়… "সুপার টিউন"। (টিউনটি স্টিকি করা হউক)

    এন.সি. দাস ভাই আপনাকে ধন্যবাদ…..

Level 0

ধন্যবাদ, আপাতত প্রিয়তে রাখলাম। পরে চেষ্টা করব।

    rubelboss ভাই আপনাকেও ধন্যবাদ…..

অনেক ধন্যবাদ, সরাসরি প্রিয়তে। ইলেক্ট্রনিক্সের উপর আপনার সিরিজ টিউন চাই।

    আশা আছে আরো অনেক টিউন করবো……

    অদৃশ্য ভাই আপনাকে দেখতে পাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ ।

সেই রকম টিউন হইছে। প্রিয়তে চলে গেল। ধন্যবাদ………….

    প্রচেষ্টা ভাই আপনাকে অনেক ধন্যবাদ…..

আজকের দিনের Best Tune…

    D!pu >>> এখনও বৃষ্টি পড়ে… ভাই আপনাকে অনেক ধন্যবাদ….

বানাতে পারব বলে মনে কনফিডেন্স পাচ্ছি না। দেখি ট্রাই করে।
ধন্যবাদ।

    একজন চমৎকার টিউনার হিসেবে কত কিছুই সম্ভব করলেন আর আপনি বলছেন কনফিডেন্স পাচ্ছি না !!! ট্রাই করে দেখেন অবশ্যয় পারবেন ।

    সাইফুল ইসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ….

অসাধারণ টিউন।

আমার analog meter আছে। কিভাবে ২৫০ m-ah এর উপর পরিমাপ করতে পারব?

    স্বাভাবিক ভাবে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে অ্যামিটারের সাথে একটি অল্প মানের রোধ সমান্তালে যুক্ত করতে হয় । এর শর্ত হচ্ছে

    n গুন সমপরিমান পাল্লা বৃদ্ধি করতে গেলে নিচের সূত্র প্রয়োগ করতে হবে..

    R = r / (n – 1)

    এখানে, R = যে অল্প মানের রোধ অ্যামিটারের সাথে সমান্তালে যুক্ত করতে হয় ।
    r = অ্যামিটারের রোধ । n = যত গুন পাল্লা বৃদ্ধি ।

    এইভাবে অ্যাম্পিয়ার পরিমাপ অনেক জটিল । সহজে অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য বাজারে কিছু মিটার পাওয়া যায় । যে গুলো কোন রকম সংযোগ ছাড়া শুধুমাত্র তারের উপর ধরলে অ্যাম্পিয়ার read দেবে ।

    So আপনি পচন্দ করে নিন…….

    ফিরোজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ….

খুবই চমৎকার হইছে।আপনাকে এ প্লাস দিলাম।

    রাশেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ….

Level 0

keep tuning brother…….

    Al Hizbul ভাই আপনাকে অনেক ধন্যবাদ….

খুবই কাজের একটা টিউন । আমার খুব দরকার লাগবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর টিউন করার জন্য ।

    তরঙ্গ ভাই আপনাকেও অনেক ধন্যবাদ….

নাইস টিউন

    টেকপোকা ভাই আপনাকে অনেক ধন্যবাদ….

এটা কি ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দিবে?

    প্রত্যেক অরজিন্যাল মোবাইল ব্যাটারীতে Full চার্জ Cut Off সার্কিট থাকে । এই চার্জারের ক্ষেত্রে Full চার্জ হলে ইনডিকেটর লাইটটি নিভে যাবে । তখন চার্জ লাইন খুলে নিলে হবে ।

    Bakhtiar hasan ভাই আপনাকে আবারও ধন্যবাদ….

আকবর ভাই,ভাই নিজের বিদ্যা সবার সাথে শেয়ার করার উদার মানসিকতা অন্তত আমাদের মত মানুষের থাকেনা,তাই আপনি আমাদের মাঝে থেকেও আমাদের চেয়ে আলাদা।আর আমি বাধঁন ভাইয়ের সাথে এই ব্যাপারে একমত যে আপনার আসলেই অনেক বছর বেঁচে থাকা প্রয়োজন না হলে আমাদের মত ইলেক্ট্রনিক্স বকলমরা এতো সহজে ইলেক্ট্রনিক্স বুঝবে কি করে আর ইলেক্ট্রনিক্স জিনিস-ই বা বানাবে কি করে।আপনার এই টিউনের জন্যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন।

    ইলেক্ট্রনিক্সকে ভালোবাসি কারন তাতে কাজের মজাই আলাদা এবং কাজটাও সহজ । শুধু একটু ধর্য্যের দরকার । ধর্য্যের পরে ফলাফলটা অনেক বড় । আমি মনে করি ইলেক্ট্রনিক্সে পারপর্ম করার জন্য শুধুমাত্র মনের ইচ্ছা শক্তটাই বড় ।

    আইটি গুরু ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ….

আকবর ভাই আপনার টিউন গুলো টেকটিউন্সে একটা নতুন অধ্যায়ের সুচনা করেছে। আশা করি আমরা আপনাকে এইরকম ইলেক্ট্রসিক্স টিউনের মধ্যেই সবসময় খুজে পাব। ধন্যবাদ রাশি রাশি।

    আশা আছে ইলেক্ট্রনিক্স নিয়ে আরো অনেক টিউন করবো……

    রিদওয়ান ভাই আপনাকেও অনেক ধন্যবাদ….

Akbor bai apnaky protomay donnobad sondor abong akta binno bisoy nia tune korar jonno.Tune poray boja jai apni ai baparta abong tune ar jonno jothasto kosto koraychen.Jai hok amra toiri kortay parlai apnar porissrom sarthok.Bai amar akta cotto katha ,r akto kosta koray jodi video tutorial toiri kortay paren taholay jara tech tune a nai tarao upakkrito hobay sathy tarunra electric somporkay jantay agrohi hobay.
Abu Nayeem

    আমি আপনার সাথে একমত । তাছাড়া Video tutorial হলে বুঝতে ও করতে অনেক সহজ হয় । তবে এটা তৈরি করতে কিছু জটিলতা আছে । দেখি কিছু করা যায় কিনা ।

    নাইম ভাই ভাল পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ।

Level 0

আমি 5 ভোল্ট ডিসি এর কথা বলি নাই ।আমি কাজ করার সময় কোন শকের সম্ভাবনা আছে কিনা সেটা বোঝাতে চেয়েছি ।ভাল থাকবেন ।এসব বিষয়ে আমার ছোট বেলা থেকে খুবই আগ্রহ ।এ ধরনের আরো টিউন করলে খুব খুশি হব ।আর একটা বিষয় ইলেকট্রনিক্স এর প্রাথমিক বিষয়ে ভাল কোন বই থাকলে জানাবেন প্লিজ ।PDF হলে ভাল হয় ।

    আপনি Google -এ Search দিয়ে দেখতে পারেন । আবার লাইব্রেরী গুলোতে বেইসিক ইলেক্ট্রনিক্স এর উপর বই পাওয়া যায় তা দেখতে পারেন । তাছাড়া HSC এর পদার্থ বিজ্ঞান বই পড়তে পারেন ।

    Tarif ভাই আপনাকে ২য় বারের মত ধন্যবাদ….

ধন্যবাদ। আপনার পরিকল্পনা অনুযায়ী আজ আমি তৈরি করলাম। প্রচুর সময় লেগেছে। যদিও আপনার diagram অনুযায়ী তৈরি করলে সময় কম লাগত। আমি practice করার জন্য পুরানো চায়না battery এবং parts(circuit board বাদে) অপসারণ করে তৈরি করেছি। কিন্তু ২২০ ohms এর জায়গায় short করেছি, রোধক ছিল না বলে।
আমার প্রশ্নঃ
১. ২২০ ohms কি indicator LED এর উজ্জলতা কমার জন্য দিয়েছেন? এটি না দিলে কি সমস্যা হবে?
২. হাস্যকর তবুও বলি, রোধকের মাধ্যমে আমরা বাধা সৃষ্টি করলে যতটুকু বাধা সৃষ্টি করলাম ততটকু শক্তি অপচয় হয়?
৩. ফ্যানের রেগুলেটর কমিয়ে ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কম হবে?

২ ও ৩ নং প্রশ্ন অনেকটা একই। সামান্য ব্যাখ্যা করলে উপকৃত হতাম।

    Indicator LED টা সর্বোচ্চ 3V তে চলবে কিন্তু জ্যাক দিয়ে input হচ্ছে 5V । এখন আপনি বলুন 220 ওহম রোধ ব্যবহার করবেন নাকি indicator LED টা নষ্ট করে দিবেন ।

    রেগুলেটর দিয়ে Fan আস্তে চালান বা জোরে চালান বিদ্যুৎ খরচ সমান । কারন AC কারেন্ট ওহমের সূত্র মেনে চলে না । আবার DC কারন্ট ওহমের সূত্র মেনে চলে তাই সেই ক্ষেত্রে এটি সত্য হবে না । অর্থাৎ AC করেন্টে রোধ ব্যবহার করলেও বিদ্যুৎ খরচ সমান কারণ রোধ দিয়ে শক্তির অপচয় হয় কিন্তু DC করেন্টে রোধ ব্যবহার করলে বিদ্যুৎ খরচ সমান নয় কারণ রোধ দিয়ে শক্তির অপচয় হয় না । এক কথায় ওহমের সূত্রের উপর সব কিছু নির্ভর করছে ।

    ফিরোজ ভাই আপনাকে ধন্যবাদ ।

multimeter diye kivabe kono parts er positive negetive nirnoy korbo?

black dioder je pase band thake se pas eto din positive jantam. Er meter er x10 rekhe LED porimap korle je obostai led ti jolbe se obotay negetive-positive nirdharon kora jay. Amar aj sob olot palot lagse. Etodin ki sikhlam?

    ডায়োডের p-টাইপ বা পজেটিভ প্রান্ত এবং n-টাইপ বা নেগেটিভ প্রান্ত দুই ভাবে নির্নয় করা যায় ।

    ১। ডায়োডের বাইরের অবস্থা দেখে নির্নয় :
    ডায়োডের গায়ে সাদা বা কলো দাগ দেওয়া থাকে, আর সেই দাগ প্রান্ত হল n-টাইপ বা নেগেটিভ প্রান্ত আবার দাগহীন অপর প্রান্ত হচ্ছে p-টাইপ বা পজেটিভ প্রান্ত । ( কালো ডায়োডে সাদা দাগ থাকে এবং সাদা বা সচ্চ ডায়োডে কালো দাগ থাকে )

    ২। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে নির্নয় :
    এক্ষেত্রে ডায়োড মাপার জন্য আলাদা স্কেল থাকে বা আপনি রোধ স্কেল দিয়েও ডায়োড মাপতে পারেন । ডায়োডের দুই প্রান্তের সাথে ডিজিটাল মাল্টিমিটারের দুই প্রান্ত যুক্ত করে যখনি display তে read পাবেন, সেই অবস্থায় ডিজিটাল মাল্টিমিটারের লাল প্রান্তের সাথে ডায়োডের যেই প্রান্ত যুক্ত হয়েছে সেই প্রান্ত হল p-টাইপ বা পজেটিভ প্রান্ত আবার অপর প্রান্ত হল n-টাইপ বা নেগেটিভ প্রান্ত ।

    ( এনালগ মাল্টিমিটার দিয়ে কাজ করেছি অনেক আগে তাই এনালগ মাল্টিমিটারের Read এর কথা ভাল মনে নেই । কিন্তু যতদুর মনে পডে এনালগ মাল্টিমিটারের Read ডিজিটাল মাল্টিমিটারের উল্টা )

    ফিরোজ ভাই আপনাকে ধন্যবাদ ।

বাজারে ছুট বড় দুই রকম এলইডি পাওয়া যায়। অমি যদি বড় এলইডি ব্যাবহার করি তবে ২০টার পরিবর্তে কি ১০টা ব্যাবহার করব?

    কিছু LED আছে 6V এর, যেগুলো আকারে বড় । আবার 3V এর LED গুলো আকারে ছোট । আপনাকে অবশ্যয় 3V এর LED ব্যবহার করতে হবে ।

    Bakhtiar hasan ভাই আপনার HSC পরিক্ষার জন্য শুভ কামনা থাকলো ।

Level 0

ভাই আমি ২০ টি এল, ই, ডি এর জায়গায় ৪০ টি এল, ই ,ডি দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? please বিস্য়টি ববেন কি?

    2.2 ওহম রোধ দুইটি ব্যবহার করবেন । 20টি LED এর জন্য একটি রোধ অন্য 20টি LED এর জন্য বাকি রোধটি ব্যবহার করবেন । ব্যাকআপ আগের তুলনায় কম পাবেন ।

    faridi ভাই আপনাকে ধন্যবাদ ।

Level 0

ভাই আপনার তৈরীকৃত টিতে ৩ টি কারনটা কি ? যানাবেন ?

Level 0

ভাই আপনার তৈরীকৃত Circuit Diagram টিতে Register ৩ টি কারনটা কি ? যানাবেন ?

    ভাল জিনিষ খেয়াল করেছেন । আমার তৈরিকৃত চার্জার লাইটে Push on off সুইচে 3 টি পা ছিল এবং তিনটি স্টেপ ছিল । প্রথম স্টেপে কম আলো, ২য় স্টেপে উজ্জল আলো, ৩য় স্টেপে সুইচ Off । প্রথম স্টেপে 22 ওহম রোধ, ২য় স্টেপে 2.2 ওহম রোধ । কিন্তু এই সার্কিটে Push on off সুইচে 2 টি পা ছিল এবং দুইটি স্টেপ ছিল । প্রথম স্টেপে On, ২য় স্টেপে Off । তাই এখানে রোধের পরিমান একটা কম । বাজারে 3 পা ওয়ালা Push On Off সুইচ কম পাওয়া যায় । তাই দুই পা ওয়ালা Push On Off সুইচ ব্যবহারের কথা বলা হয়েছে ।

    LITUXAIL ভাই আপনাকে ধন্যবাদ ।

Level 0

ভাইয়া আপনাকে এত কষ্ট করে লেখার জন্য এবং সবগুল কমেন্ট এর জবাব দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। …আশা করি শিগ্রি আরও কিছু পাব।

    skynet ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ……..

টেকটিউনসের এডমিন ভাইদের ধন্যবাদ সময়উপযোগী একটি টিউনকে নির্বাচিত করার জন্য।
আর আকবর ভাইকে অনুরোধ জানাব এই রকম টিউন করা চালিয়ে যেতে।

    মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ……..

    SMS এর জন্য স্পেশাল ধন্যবাদ……..

চমৎকার টিউন! পূর্ব অভিজ্ঞতা ছাড়াও চেষ্টা করে দেখা যেতে পারে। একটি বিষয়ে আটকে গেলাম…আপনি সব জায়গায় 2.2 ওহম এবং 220 ওহম এর কথা লিখেছেন, কিন্ত একেবারে শেষ চিত্রটিতে এবং ডাউনলোড করা চিত্রটিতেও 2.2 ওহমটির জায়গায় অর্থাৎ এল.ই.ডি লাইট গুলোর নেগেটিভ এ যাওয়ার পূর্বে রোধ ৩.৩ ওহম দেওয়া আছে বিষয়টা একটু দেখবেন প্লিজ।

    LED গুলো 3V এর হয় । সার্কিটে 2.2 ওহম রোধ ব্যবহার করলে LED তে 2.98V input হয় এবং 3.3 ওহম রোধ ব্যবহার করলে LED তে 2.90V input হয় । রোধ ত্রুটির কারনে 2.98V যে কোন সময় 3V এর উপরে যাইতে পারে তাতে LED গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে । রোধে ত্রুটি না থাকলে কোন ক্ষতি হবে না । এক্ষেত্রে রিস্ক এড়াতে 3.3 ওহম রোধ ব্যবহার করতে পারেন ।

    সুজন_কক ভাই আপনাকে ধন্যবাদ………..

Level 0

চমৎকার পোস্ট !! আমি এই Circuit টা Implement করার চেষ্টা করব !! আপনার কাছ থেকে এমন আরও নতুন Deviceআশা করছি !

    আশা আছে এধরনের আরো অনেক টিউন করবো ।

    shanon ভাই আপনাকে ধন্যবাদ ।

tuner ke china china mone hosse

    আমাকে দেখতে চায়না মনে হচ্ছে নাকি টিউনের বিষয় বস্তু চায়না মনে হচ্ছে । ওদের মত মেধাবী হতে পারলেতো ভালোই হতো……..

    Muhammad Misbahul Islam ভাই আপনাকে ধন্যবাদ…….

আকবর ভাই আপনার কাছে জানতে চাইছি, হাতে বানানো ips আর রেডিমেত ips এর মধ্য পার্থক্য কি,রেডিমেত ips ব্যাটারি কি replace করা যায় ১২ volts এর ব্যাটারি সর্বস্ব কত mpr হয়, এবং সর্বস্ব কত প্লেটের হয়, ২৪ volts এর ব্যাটারি সর্বস্ব কত mpr হয়, এবং সর্বস্ব কত প্লেটের হয়, জানালে উপকৃত হব ধন্যবাদ,

    বাজারে যে সব IPS পাওয়া যায় তার এক একটা এক এক রকম । ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন রকম IPS তৈরি করছে । বাংলাদেশের মেইকাররা ভাল IPS তৈরি করেন এবং ১ বৎসর ওয়ারেন্টি দিয়ে সেল করেন । আমি যে IPS টা দেখিয়েছি তা বেইসিক IPS । একটা IPS -এ যা না দিলে নয়, শুধুমাত্র তাই দেওয়া হয়েছে । আরো অনেক সুবিধা আপনি এটার সাথে যুক্ত করতে পারেন যেমন Full চার্জ কাট অপ, Over load Protection ইত্যাদি ।
    বাজারে যেই সব IPS পাওয়া তা দুই রকম
    ১। সাইন ওয়েব
    ২। স্কয়ার ওয়েব
    দুই একটি জনপ্রিয় কোম্পনির IPS সাইন ওয়েব বাকি সব স্কয়ার ওয়েব । সাইন ওয়েবের IPS ব্যবহার করা যন্ত্রের(light, fan) জন্য ভাল, কিন্তু দাম তুলনামুলক অনেক বেশি ।

    অবশ্যয় রেডিমেত IPS এর ব্যাটারী replace করা যায় ।

    বিক্রয়ের জন্য যে সব ব্যাটারী তার মধ্যে 12 volts এর ব্যাটারী সর্বোচ্চ 200 Amp বা 29 প্লেট হয় । 24 volts এর ব্যাটারী পাওয়া যায় না । 12 volts এর দুইটা ব্যাটারী যুক্ত করে 24 volts করা হয় । (তবে বড় বড় গাড়ী গলোর মধ্যে উচ্চ Amp এর ব্যাটারী থাকে )

    এস এম আসাদ ভাই আপনাকেও ধন্যবাদ……

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আর একটু জানতে চাচ্ছি, 12 volts ব্যাটারী ২০০ mpr 29 plate এর ব্যাটারির দাম কেমন হবে, ভাল কম্পানির, এই ব্যাটারির দিয়ে ips বানালে কত খরচ পড়বে, Full চার্জ কাট অপ, Over load Protection সংযুক্ত থাকবে ধন্যবাদ, (আপনার কাছে পরামর্শ চাইছি) সবচেয়ে দীর্ঘ back up দেয় এবং ব্যাটারি replace করা যায় এমন ips হাতে বানালে ভাল হবে নাকি রেডিমেড কিনলে ভাল হবে দাম ক্যামন হবে ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ দারুন একটি পোস্ট করার জন্য

    আরিফ অপু ভাই আপনাকেও ধন্যবাদ……

Thank u
AMPLY FAIR kivabay banano jay ta niay please akti tune korun

    Amplifier & Sub-woofer নিয়ে টিউন করার ইচ্ছা আছে……

    সাইদুল ভাই আপনাকেও ধন্যবাদ……

হুম, খুবই ভাল। প্রিয়তে রেখে দিলাম। পরে কাজে লাগাবো….

    সাগর সুর ভাই আপনাকে ধন্যবাদ……

দারুন ! ডিজিটাল যুগের ডিজিটাল সন্তান।
পড়ে ভালো লাগলো। কাজে লাগবে………….

    আকাশ ভাই আপনাকে ধন্যবাদ……

Level 0

আমি এত্তো কিছু বুঝিনা আপনি আমাকে একটা চার্জার লাইট বানিয়ে দিবেন। আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাই এই জিনিষ বানাইতে গেলে কুল্লু খালাস হয়ে যেতে পারে। তাই পিলিজ পিলিজ আমারে একখান বানাই দেন।

    যদি তাই হয় তাহলে টিউনটার নাম হতো "মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট কিনুন । অন্ধকারকে বলুন টা টা বাই বাই………"

    কমার্স ব্যাকগ্রাউণ্ড বড় কথা না, আপনার ইচ্ছাই আপনার এগিয়ে যাওয়ার শক্তি….

    "ইজি ইলেক্ট্রনিক্স" শিরোনাম নিয়ে ধারাবাহিক টিউন করবো ভাবছি । আশা করছি তখন সমস্যা থাকবে না ।

    mdshamiur ভাই আপনাকে ধন্যবাদ……

    Level 0

    ঠিক আছে ভাইজান। সাহায্য না করার জন্য আনেক ধন্যবাদ 😀

Level 0

এত দিন একটু বেশিই ব্যস্ত ছিলাম ।বাজার থেকে প্রয়োজনীয় সব কিছু কিনলাম আজ।তাই আজ রাতে আমি ট্রাই করবো এবং সাকসেস হব ইনশা আল্লাহ ।

    "আল্লাহ" আপনার সহায় হন, এই প্রার্থনা করি । এরি মাধ্যমে আমার ক্ষুদ্র পরিশ্রমের বড় প্রাপ্তি সবার মাঝে যেন ছড়িয়ে দিতে পারি । আপনি সফল হলেই আমার পরিশ্রমের সার্থকতা খুজে পাব ।
    ফলাফল কি হল দয়াকরে জানাবেন ।

    Tarif ভাই আপনাকে অনেক ধন্যবাদ……

আমি এখনো একটি ও টিউন করিনি কিন্তু নিয়মত পাঠক। এরকম অনুষ্ঠান হবে দাওয়াত না পেতাম জানার অধিকার তো অাছে।

    মন্তব্য টা এইখানে কিভাবে আসলো সেটাই বুঝতে পারছিনা…….. তবুও আপনাকে ধন্যবাদ……

    চট্টগ্রামের বা ঢাকার বাইরের মানুষরা সবসময় Techtunes এর বিভিন্ন আয়োজন থেকে বঞ্চিত থাকে ।

আকবর ভাই,
সালাম রইল, আশা করি ভাল আছেন? অসাধারণ টিউন, আমি একজন প্রযুক্তি প্রেমিক লোক, ইলেক্ট্রোনিক্স থেকে কম্পিউটারে আসা তাই অনেক দিন কোন ইলেক্ট্রোনিক্স কাজ করিনি কিন্তু আজ টিউনটি দেখে লোভ সামলাতে পারলাম না, ইনশাল্লাহ্ তৈরী করতে পারব, যা সুন্দর করে উপস্থাপন করেছেন তুলনা হয়না। আশা করি আরও অনেক সুন্দর সুন্দর টিউন করবেন।
মোঃ শহিদুল ইসলাম ।

    প্রযুক্তি ছাড়া আমাদের একদিনও কি চলে, প্রযুক্তি তো আমাদের সংসারেরই একটা অংশ । ( According to Wheel Powder Advertisement ) হা হা হা……

    আশা আছে ইলেক্ট্রোনিক্স নিয়ে আরো টিউন করার । দোয়া করবেন……..

    শহিদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ……

অসাধারণ টিউন। খুব ভালো লাগলো।

    এটুজেড ভিশন ভাই আপনাকে অনেক ধন্যবাদ…

আকবর ভাই
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আর একটু জানতে চাচ্ছি, 12 volts ব্যাটারী ২০০ mpr 29 plate এর ব্যাটারির দাম কেমন হবে, ভাল কম্পানির, এই ব্যাটারির দিয়ে ips বানালে কত খরচ পড়বে, Full চার্জ কাট অপ, Over load Protection সংযুক্ত থাকবে ধন্যবাদ, (আপনার কাছে পরামর্শ চাইছি) সবচেয়ে দীর্ঘ back up দেয় এবং ব্যাটারি replace করা যায় এমন ips হাতে বানালে ভাল হবে নাকি রেডিমেড কিনলে ভাল হবে দাম ক্যামন হবে ইত্যাদি ধন্যবাদ,

    200A ব্যাটারীর দাম 13000 – 14000 এর মধ্যে । 200A ব্যাটারী চার্জ করতে সর্বনিম্ন 500 Watt IPS লাগবে । এটি নিজে বানাতে 5000 টাকা খরচ হবে ( Full চার্জ কাট অপ, Over load Protection সংযুক্ত থাকবে ) ।

    নতুনের 500 Watt IPS এর দাম 7500 টাকা ( এক বৎসরের ওয়ারেন্টি সহ ) ।

    যে কোন IPS -এ আপনি ইচ্ছে মত ব্যাটারী পরিবর্তন করতে পারেন ।

    এস এম আসাদ ভাই আপনাকে আবারও ধন্যবাদ…

আকবর ভাই,
টিউন এর বিষয় বস্তু ও উপস্থাপন উভই আনেক সুন্দর হয়েছে।
অসাধারন টিউন।

আচ্ছা ভাই UPS এর সাথে বড় *( গাড়ির ব্যাটরি )* ব্যবহার করে ব্যাকাব বাড়ানে সম্ভব (UPS For PC) ?
যদি সম্ভব হয়, তাহলে কিভাবে করাজায় ?

    UPS এর সাথে বড় ব্যাটারী ব্যবহার করতে পারবেন । তবে চার্জ করার জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে । কারণ UPS এর চার্জিং ব্যবস্থা এতই দ্রুত যে
    UPS এর ছোট ব্যাটারীটি তার চার্জ করতে সময় লাগে 6-7 ঘন্টা ।

    চার্জ করার জন্য আলাদা ব্যবস্থার নিয়ম :

    UPS এর মধ্যে চারটা Relay সুইচ থাকে ।
    ১। ব্যাটারী Full চার্জ ।
    ২। ড্রাইভার সেকশেন On Off.
    ৩। ট্রান্সফরমার থেকে Output AC লাইন এবং মূল বিদ্যুৎ AC লাইন নিয়ন্ত্রন ।
    ৪। চার্জ on off.

    এখন Relay সুইচ "চার্জ on off" আপনাকে খুজে বের করতে হবে । এই Relay সুইচের 3 pin এর মধ্যে যে pin টি Relay সুইচ একটিভ অবস্থায় UPS এর ট্রান্সফরমারের সাথে সংযোগ হয় তা কেটে দিয়ে তা আলাদা ট্রান্সফরমারের একটি প্রান্তের সাথে লাগাতে হবে । (220V সাইডে)
    UPS -এ Input হওয়া মূল বিদ্যুৎ লাইনের N প্রান্তের সাথে আলাদা ট্রান্সফরমারের অপর প্রান্ত লাগাতে হবে ।

    এইতো গেল আলাদা ট্রান্সফরমারের 220v input প্রান্ত তারপর আলাদা ট্রান্সফরমারের 18v output প্রান্তের সাথে ব্যাটারীর সংযোগ করতে হবে । তবে আলাদা ট্রান্সফরমারের থেকে 18v output হচ্ছে AC ভোল্ট তাই তাকে DC ভোল্ট করে তারপর ব্যাটারীতে সংযোগ দিতে হবে ।
    DC করার নিয়ম

    AC ভোল্ট থেকে DC ভোল্ট করা একেবারে সহজ । চারটা ডায়োড কিনবেন (দাম প্রতিটি 1 টাকা, মডেল 4007) । ডায়োডের দুটি প্রান্ত (n-টাইপ ও p-টাইপ) । এক প্রান্তে ডায়োডের গায়ে সাদা দাগ থাকে ।
    ১। প্রথমে 2টি ডায়োড নিয়ে সাদা দাগ প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ২। এখন অপর 2টি ডায়োড নিয়ে সাদা দাগের বিপরীত প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ৩। ১ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টির সাথে, ২ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টি যুক্ত করুন ।
    ( যে কোন দিকে যুক্ত করলে হবে)

    একটা ব্রীজ রেকটিফায়ার সার্কিট তৈরি হবে । যার চারটা যুক্ত প্রান্ত থাকবে । যে যুক্ত প্রান্তে শুধুমাত্র ডায়োডের সাদা দাগ প্রান্ত থাকবে তা DC [+ ] অংশ যাহা Battery [+] এর সাথে যুক্ত হবে । আবার যে যুক্ত প্রান্তে ডায়োড 2টির কোন সাদা দাগ প্রান্ত থাকবে না (বলতে পারেন কালো সাইড) তা DC [–] অংশ যাহা Battery [–] এর সাথে যুক্ত হবে । আর অপর দুই যুক্ত প্রান্ত ট্রান্সফরমার থেকে আসা AC দুই তারের সাথে যুক্ত হবে । এই যুক্ত প্রান্ত গুলোর প্রত্যেকটিতে ডায়োডের একটি সাদা দাগ প্রান্ত অপরটি কালো সাইড থাকবে । চার্জ করার জন্য কেপাসেটর না দিলেও চলবে ।

    হয়ে গেল আপনার AC ভোল্ট থেকে DC ভোল্ট রেকটিফায়ার সার্কিট এবং ব্যাটারী চার্জার ।

    প্রিন্স ভাই আপনাকে অনেক ধন্যবাদ…

Level 0

অবশেষেয আমি চার্জার বানাতে সফল হয়েছি ।কিন্তু কিছু প্রবলেম রয়েই গেল ।ইন্ডিকেটর LED টা কাজ করছে না ।আমার ১টা চার্জার আছে যা দিয়ে চার্জ দিলে চার্জারের ইন্ডিকেটর টি লাল হয় আর চার্জ ফুল হলে সবুজ হয় ।কিন্তু এখানে ৫,৬ মিনিট চার্জ দিলে বাতিটি সবুজ হয়ে যাচ্ছে ।কিভাবে চার্জ ফুল নিশ্চিত হব ।

    আপনাকে অবশ্যয় নোকিয়া চার্জার দিয়ে চার্জ করতে হবে । সেক্ষেত্রে অরজিন্যাল নোকিয়া চার্জার হলে ভাল । অর্থাৎ জ্যাক হোল্ডারে 5 VDC input করাতে হবে ।

    LED না জ্বলার কারন ৩ টি

    ১। সার্কিট সঠিক ভাবে তৈরি না হলে
    ২। জ্যাক দিয়ে নোকিয়া চার্জার যথাযত কানেক্ট না হলে
    ৩। ব্যাটারী কানেক্ট যথাযত না হলে

    সব ঠিক থাকলে তারপর ইন্ডিকেটর LED টা জ্বলবে । Full চার্জ হলে LED টি নিভে যাবে ।

    Tarif ভাই শুভ কামনা থাকলো । আশা করছি সফল হবেন…..

excellent 😀 thank you so much for your fantastic tune ………………

    সি‌.এম.তানভীর ভাই আপনাকেও ধন্যবাদ…

অসাধারন। ধন্যবাদ আপনাকে।

    রাজিব ভাই আপনাকেও ধন্যবাদ…

Level 0

khub bhalo

Level 0

ভাই পারলে http://www.mcqexambd.com সাইট নিয়ে একটি পোস্ট করেন। তাহলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। কারণ সাইটটি নতুন অনেকে জানেই না এরকম একটা ফ্রি পরীক্ষা দেওয়ার সাইট আছে। সত্যিই মজার একটা সাইট।

Level 0

এইবার জািতর অনধকার দূর হেব………..চমতকার হেয়েছ আকবর ভাই. next tune koren

Level 0

খূব ভালো একটা জিনিস তৈরী করেচছন আকবর ভাই। এই জিনিসটা আমি তৈরী করব। ধ্যনবাদ।

Level 0

Akbar bhai ekta kotha bolchilam- eto khata khatni kore tomar sundar project ta bananor theke aamar kache sohoj holo tomar bari nemotonya khete jaoya, Akbar bhai tumi aamai amantran koro ami bangladesh e tomar bari jete chai, tarpor bes kobji dubie bhalo mondo khabo aar tarpor tumi aamai oi hazar bati ta gift korbe, korbe na? uttarer opekhai roilam

Level 0

ভাই আমি এক টি SMPS Battery charger বানাতে চাই ।১২ ভল্ট Battery এর জন্য please help me.

আকবর ভাই ।
আশা করি ভাল আছেন।
ভাই আপনি মনে হয় কাজে সব সময়ে ব্যাস্ত থাকেন।
তাই হয়তো সময় পাননা টিউন করতে।
আপনার সব টিউন অসাধারন।
আপনি বোধহয় ইলেকট্রিক কাজের বিষয়ে পড়াশোনা ও কাজ করেছেন।
ভাই সাম্প্রতিক মশা মারার ইলেকট্রিক ব্যাট পাওয়া যায় এর মূল সার্কিট টি কিভাবে বাড়িতে তৈরি করা যায় তা একটি টিউন করুন।
দয়া করে উত্তর দিবেন।
ধন্যবাদ

চরম টিউন
আমাকে একটু হেল্প করেন ভাই
আমাদের বাসায় দুইটা মিনি আইপিএস আছে, একটা ভাল আছে কিন্তু অন্যটা দশ-বার মিনিটের মধ্যে মনে হয় চার্জ শেষ হয়ে যায়

প্রতিটি দিয়ে একটি ডিসি ফ্যান ১২ভোল্ট ও একটি ১৪ ওয়াট এসি লাইট চলে
ব্যাটারী মনে হয় ৭.২ এম্পিয়ার
প্রায় নষ্ট হয়ে যাওয়া আইপিএস টি কিভাবে ঠিক করতে পারি

ব্যাটারি মাত্র একবার ফুল চার্জ দেখেয়েছিল(দুইটাতেই)
যেটাতে সমস্যা হয়েছিল আমি সেটার লাইটের তার দুই গজের মত বড় করেছিলাম এটা কি সমস্যা হওয়ার কারণ?

ধন্যবাদ

ধন্যবাদ

Level 0

আকবর ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ । এধরনের একটি টিউনের জন্য ।
ভাই আমি টাকা দিলে কি কস্ট করে আমাকে একিট চার্জার লাইট তৈরি করে দেবেন ?
প্লিজ …
প্লিজ…
প্লিজ…
[email protected]
01918-190694

ভাইয়া আমি একটা LED Flash Headlight তৈরী করেছি | আগে আমি এসব কাজে কোন সার্কিট ব্যবহার করতাম না | এই প্রথম আপনার দেয়া সার্কিট আমার পছন্দ হয়েছে এবং আমার এই জিনিসটাতে ব্যবহার করেছি |
আমার বানানো চার্জার লাইট টাকেও আপনার সার্কিট দিয়ে আপগ্রেড করেছি|
এই লিঙ্কে গিয়ে LED Flash Headlight টা দেখে আসলে খুব খুশি হবো |
🙂
http://www.facebook.com/media/set/?set=a.199433213436811.53433.100001104008367&l=b6b73f6add

বাজার থেকে রেজিস্টর কিনলাম কিন্তু বুঝলাম না কোনটি ২২০ ওহম আর কোনটি ২.২ ওহম।কি করে বুঝবো…..?
আর আমি যদি আপনার সার্কিট অনুযায়ী 4 টি লেড ব্যবহার করি এবং পুস সুইচ ব্যবহার না করে বিদ্যু্ত সুইচ ব্যবহার করি তাহলে কি সমস্যা হবে….একবার জানালে উপকৃত হব।
আপনাকে অনেক ধন্যবাদ।

    ভাই কোন জবাব দেননা তো….!

    এ ধরনের ছোট সার্কিটের জন্য সুইচ যে কোনটাই ব্যবহার করা যাবে |
    ২২০ ওহমের কালার হল : লাল-লাল-খয়েরি-সোনালী
    ২.২ ওহমের কালার হল : লাল-লাল-সোনালী-সোনালী
    দোকান থেকে কেনার সময় আলাদা করে নিয়ে আসবেন তাহলে আর ঝামেলা হবে না |
    🙂
    উত্তর দিতে দেরি করার জন্য দুক্ষিত |

Level 0

very good tune.

Level 0

Good post.
i searched the item in hocky stadium merket.
they charge me more then u. from where u suggest to buy .

Vai ami apnar light banaici..kintu problem holo diode khub beshi
gorom hoye jay and indecetor light blinking kore na..please vai somadan
dile kushi hobo

আকবর vai please help me urgent

Na thanks na dia parlam na emon sundar post age porsi bole mone hoy na.Vai many many Thanks for this post.

vai jan salam onek deri koe holeo ami aponer post ta dekhisi….. ami aponer post dekhe amar bashai 5ti porano light cilo china.. sob goli k aponer system e convert koresi…. but amar kono light e indicator jolse na….. amar aponer sathe ekto kotha boler dorker cilo…..aponer number ta dile upoker hoito or amar number 01922870032 . ami buje uthe persi na kothai problem. or amar trinsistor e ki kono problem naki.? please aponi ekto transistor ta ki kore kaj korse ekto bolle bujte subidha hoto……

খুবই সুন্দর, ধন্যবাদ।

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ…

আকবর ভাই, আপনার পোষ্ট টা দারুন হয়েছে।
আমার একটা সমাধান দরকার।
আমার একটা i-neat এর UPS আছে।এটার ২টা ব্যটারী। আমি একটা ব্যাটারী থেকে লাইন নিয়ে একটা ৮ ইন্চি ফ্যান চালাই। আর একটা ব্যাটারী থেকে ৩টা LED লাইট জালাই।

তবে, এতে ফ্যান টা ২ ঘন্টা চলার পরে চার্জ কমে যায়। আর ১২ ভোল্টের LED বাল্ব গুলো টিকে না । ২ টা বাল্ব কেটে গেছে।

এখন আমি চাচ্ছি, ২টা ব্যাটারী থেকে আলাদা আলাদা লাইন না নিয়ে , যদি ২ ব্যাটারী থেকে ১টা লাইন করে প্যারালাল লাইনে ফ্যান ও লাইট চালাই , তাহলে আমার পাওয়ার সোর্স ২৪ভোল্ট হয় । এতে ফ্যান এ লাইট নস্ট হবে।

তাহলে আমি এটা কীভাবে ব্যবহার করতে পারি । যাতে ফ্যান ও লাইট দীর্ঘ সময় চালাতে পারি। আর এর সংঙ্গে ব্যাটারী লেভেল দেখতে চাই। এটা কীভাবে করা যায় ?

thkzzzzz,ei rakom r kichhu

আমার একটি প্রশ্ন ছিল –
এই সার্কিটটিতে মোবাইল ব্যাটারির বদলে কি UPS এর ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারি ?

If you show the process as video then it would be very helpful for us to understand. Can u please make a video tutorial of these process???

Level 1

অসাধারন ভাই, প্রিয়তে রাখলাম।

সময় পেলে এই ব্লগ সাইট থেকে একটু ঘুরে আসিয়েনঃ https://imtiazshuvo.com/

WoW, Just awesome cilo

অনেক সুন্দর হয়েছে পোস্ট টা।
আশা করি আরো ভালো কিছু পাবো আপনার থেকে

লেখক খুব সুন্দর করে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

javed ভাই আপনাকে ধন্যবাদ…