কিছু অসাধারণ লোগো যা দেখতে সাধারণ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে অনেক অজানা তথ্য :/

টিউন বিভাগ টেক হিউমার
প্রকাশিত
জোসস করেছেন

গতকাল ২৪ নভেম্বর বিকাল ৫ টায় টিউনার "ইসমাইল টিপু" মাত্র ২২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  উনি ২০০৯ থেকেই ব্লাড ক্যান্সার (Liucoplastic Liucomia)  রোগে ভুগছিলেন। আমরা উনার আত্মার মাগফেরাত কামনা করি। উনার স্মরণে উনার এই টিউনটি নির্বাচিত করা হল।

এখনকার যুগটাই Branding এর, আমরা একটি পণ্যের মান সম্পর্কে জানতে পারি তার Brandএর মাধ্যমে। যেমন চায়না মোবাইল বললেই আমরা ধরে নেই সেটটা খুব একটা ভালো হবে না। আবার নকিয়া বললেই ২ চোখ বন্ধ করে নেয়া যায়। আমরা প্রতিনিয়ত অনেক বিখ্যাত কোম্পানির লোগো দেখি টিভি অ্যাডে বা বিল বোর্ডে। আপাত দৃষ্টিতে শুধুই একটি লোগো মনে হলেও এর মধ্যেই অনেক লুকানো তথ্য থাকে যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা

১. যেহেতু আমার লেপ্পু VAIO তাই এটা দিয়েই শুরু , লোগোটি দেখুন


এর প্রথম দুটি অক্ষর দিয়ে এনালগ সিগনাল বুঝাচ্ছে। আর শেষের দুটি অক্ষর দেখতে 1 and 0 এর মত যা দিয়ে ডিজিটাল সিগনাল বোঝাচ্ছে।

২.Amazon.com


কি আপাত দৃষ্টিতে কিছু বুঝতে পারেন? ভালো করে দেখুন লোগোটিতে হলুদ তীর চিহ্ন দিয়ে হাসি বুঝানো হচ্ছে, যা দারা ওরা ওদের ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টির বিষয়টি বুঝাতে চাচ্ছে। আর ভালো করে লক্ষ্য করুন তীর চিহ্নটি a থেকে z পর্যন্ত, অর্থাৎ ওদের স্টোরে a থেকে z পর্যন্ত সব ধরনের পণ্যই পাওয়া যায়

৩. FedEx

FedExএর এই লোগোটির গোপন বার্তা খুব সহজে বুঝা যায়না। একটু ভাল করে লক্ষ করলে দেখবেন E এবং X এর মধ্যে একটা তীর চিহ্ন গঠিত হয় যা দারা ওদের কোম্পানির গতি এবং যথার্থতা কে বুঝানো হয়

৪.Unilever

এই লোগো দেখননি এরকম মানুষ আমাদের দেশে কেনো পৃথিবীতেই কম আছেন। আপাত দৃষ্টিতেতো একটি U দেখছেন, কিন্তু এর মধ্যে রহস্যটা কোথায়? আসলে ইউনিলিভার এমন একটি কোম্পানি যা খাবার-দাবাড় থেকে শুরু করে সাবান সবধরনের সেবা ও পণ্যই প্রস্তুত করে থাকে।আর এই সব পন্যই তাদের লোগোর মধ্যে বিভিন্ন চিহ্ন দিয়ে ফুটিয়ে তুলেছে। যেমন- হার্ট দিয়ে love, care and health, পাখি দিয়ে ফ্রিডম ও শার্ট দিয়ে পরিস্কার পরিচ্ছন কাপড় বোঝানো হয়েছে

৫. Continental

Continental বিখ্যাত টায়ার প্রস্তুতকারী। ভালো করে লক্ষ্য করুন, এদের লোগোর প্রথম দুটি বর্ণ দারা ত্রি-মাত্রিক টায়ার দেখানো হয়েছে

৬. Formula 1

লোগোটি বুঝা একটু কঠিন, দেখুন F-এর পাশে চিরুনির মত স্ট্রিপ গুলোর মাধ্যমে একটি উল্টো 1(one) গঠিত হয়েছে, যা দারা গতি বুঝানো হয়েছে।

৭. Sun Microsystems

সানের লোগোটি ভালো করে দেখুন, যেদিক থেকেই দেখুন না কেনো আপনি SUN দেখতে পারবেন

৮. Shark Energy Drink

লোগোটি সহজ, দেখুন কত সহজে SHARK শব্দগুলোর মাধ্যমে মুলত একট শার্কের ছবি ফুটিয়ে তোলা হয়েছে

৯. Bangladesh Porjoton Corporation

দেখুন এখানে পাখির মাথার পেছনের অংশে B, পায়ের অংশ P এবং লেজের দিকটায় C, অর্থাৎ BPC- Bangladesh Porjoton Corporation। বাঙ্গালিও কম কিসে?

১০.Twins

দেখুন TWINS লিখবার সময় N কে বাকিয়ে 2 এর মত রুপ দেয়া হয়েছে, অর্থাৎ N এর মধ্যেই 2 কে ফুটিয়ে তোলা হয়েছে।

১১. Eight

লোগোটি অসাধারন, প্রত্যেকটি বর্ণের মধ্যে 8 এর কিছু না কিছু অংশ আছে।

১২. Goodduck

ভালো করে দেখুন, g এর মধ্যেই ওরা ওদের নামের duck অর্থাৎ হাসকে ফুটিয়ে তুলেছে

১৩. Pencil


Pencil শব্দের শেষের দিকে i এবং l দারা একটি পেন্সিল ফুটিয়ে তোলা হয়েছে।

১৪. IBM

দেখুন I B এবং M প্রত্যেকটি বর্ণে দেখবেন আটটা লাইন সহজেই দেখা যায় যা দিয়ে গতি এবং ডায়নামিজম বোঝানো হয়েছে।

১৫. GreenLabs

লোগোটি দেখলে মনে হবে বেহুদা একটা সবুজ গাছ, কিন্তু গাছের মাথায় ভালো করে দেখুন, মানুষের ব্রেইন দেখতে পারবেন, যা দারা ওদের কোম্পানির কর্মচারীদের দক্ষতা বুঝানো হয়েছে, এবং এর মাধ্যমে ওদের নাম GreenLabs এর green এর সবুজ গাছ আর labs এর বুদ্ধি ফুটে উঠেছে।

১৬. Horror Films

নামের মত লোগোতেও কি ভুত দেখতে পাচ্ছেন?

১৭. LOOK

এটা বুঝাতো খুবি সহজ

১৮. Concealed logo

চমৎকার একটি লোগো। দেখুন কিভাবে শিশু দুটির হাতের মাঝে শান্তির প্রতিক পায়রা ফুটিয়ে তোলা হয়েছে

১৯. Peace

লোগোটি বামদিক লক্ষ্য করলে মানুষ আর ডান দিক লক্ষ্য করলে শান্তির প্রতিক পায়রা দেখতে পারবেন

২০. B

দেখুন লোগোটির মাঝে কতসুন্দর ভাবে 'B' এবং 'Bee' (মৌমাছি) দুটিকেই ফুটিয়ে তোলা হয়েছে

২১. Talkmore

দেখুন কত সুন্দর ভাবে talk এর a এবং more এর e কে উল্টিয়ে দিয়ে মুলত inverted comma কে উল্টিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ কোনও কথাই আর inverted commaর মধ্যে সীমিত থাকবেনা, আরও প্যাঁচাল চলবে

কিন্তু আমি আরপ্যাঁচাল মারতে পারবোনা, পুরাই কাহিল, ভালো লাগলে মন্তব্বে জানাবেন

*অনেকদিন আগে সামুতে এইরকম এই টিউন দেখেছিলাম, যেহেতু টেকটিউনসে এই ধরনের টিউন দেখিনি তাই আমি করলাম, তথ্য গুলু অবশ্যই গুগল মামু ও বিভিন্ন ব্লগ ইউজ করে বের করা।কেউ কপি-পেস্ট কইয়া ফাল মারবেন না। আমি আমার মত লিখছি

একজন কমেন্টকারীর অনুরোধে

টেকটিউনসের লোগোটা নিয়া অপারেশন চালাইলাম

techutunes এর থিম হলও- মেতে উঠুন প্রযুক্তির সুরে

দেখুন Techutunes এ, tunes এর u এবং n কে মিউজিক্যাল সাইনের রুপ দেয়া হয়েছে, যার মাধ্যমে সুরে সুরে মেতে উঠা বুঝাচ্ছে, আর tunes এর সামনেতো Tech বাবাজি বহাল তবিয়তেই আছে, তারমানে শেষ কথা হলও-'মেতে উঠুন প্রযুক্তির সুরে'

আমি যা বুঝলাম সেই ভাবে ব্যাখ্যা দিলাম, ভুল হলে কেউ জানাবেন, প্লিজ

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল হইছে……….. ধন্যবাদ………………

    হাসিব ভাই কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, গরীবের ঘরে ডাইনোসরের পা দেখতে ভালাই লাগে 😀

      @নোবেলবিজয়ী টিপু: জানি আর কখনই তোমাকে পাব না, পাব না তোমার মূল্যবান টিউন কিন্তু সারাজীবন তোমাকে টেকটিউন পরিবার শ্রদ্ধাভরে স্মরন করবে। তুমি রবে মোদের হৃদয়ের মাঝে।

      Level 0

      @নোবেলবিজয়ী টিপু: সত্যিই কি অদ্ভুত.. লোকটা আর আমাদের মাঝে নেই 🙁 অন্য গ্রহের বাসিন্দা হয়ে গেল 🙁 অথচ আমারা তার টিউনে কমেন্ট করে যেন তার সাথেই কাথা বলতেছি .. আমার আর কিছু ভাল লাগছে না 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 . খুব জানতে ইচ্ছে করছে টিপু ভাই কেমন আছেন,, ওখানে এখন কি করতেছেন..? ওই জগতটাই বা কেমন..? 🙁 🙁

    নোবেলবিজয়ী ভাই আমাদের টেকটিউনস এ তো আছে এই ব্যাপার টা। প্লীজ এটাকে ও আপনার টিউন এ এড করে দেন।

    সুমন ভাই, লিঙ্কটা দিলেন না কেন, এড করে দিতাম, আমি কিভাবে খুজব? 🙁 লিঙ্কুটা দিয়া যান

    আরে আমি টেকটিউন স এর লোগো টার কথাই বলছি কোন লিঙ্কের কথা বলি নাই।
    ধন্যবাদ টেকটিউনস এর লোগোটা র ব্যাখ্যা টিউন এ যুক্ত করার জন্য।

    এGi Av‡M GUv wbqv †UKwUD‡b GKwU wUDb nB‡m, GUv wK fv‡e wbe©vwPZ Kiv nj wVK eyRjvg
    bv???@হাসিব:

    GGi Av‡M GUv wbqv †UKwUD‡b GKwU wUDb nB‡m, GUv wK fv‡e wbe©vwPZ Kiv nj
    wVK eyRjvg
    bv??

Level 0

ভাল হইসে। চালায় জান 🙂

    চালাইয়া কই যামু tech no ভাই, বাইরে হরতাল তো, রেব বাবাজীরা এই আন্ধার রাইতেও কালা চশমা পইড়া দাঁড়াইয়া রইছে

    বদ বদ চেহারাতে কালো কালো চশমা, আহা আহা 🙁

বহুত খুব

    কে বহুত খুব আমার টিউন না আমি <লজ্জার ইমো>
    নাকি আবার গার্লফ্রেন্ডের লগে মুপাইলে কথা বলতে বলতে, তারে বলতে গিয়ে ভুলে এইজায়গায় লিখে ফেলছেন 😉

দারুন

    কমেন্টের জন্য ধন্যবাদ, এতোটুকু একটা শব্দ দেখার জন্যই আসলে এতো কষ্ট করে টিউন করি 🙂

Level 0

জটিল হইছে……….. ধন্যবাদ……………… 😀

    ধুরু মিয়া পুরানা আমলের মানুষ রইয়া গেলেন, ডিজুস আমলের পোলাপাইনের মত – 'চরম মাম্মা চরম' কমেন্ট করেন 🙂

পছন্দ হওয়ার মতো লোগো গুলান আর টিউন টা তো বটেই।
আমি প্রিয়তে নিলাম। ধন্যবাদ দিয়া মিয়া ভাইরে ছুডু করবার চাইনা।

    আফনে আমারে ধন্যবাদ দিয়া ছুডু না করলেও আমি আপানেরে কইরলাম 😉

    এখন থেকে কাউরে ছুডু করা লাগলেই ডাইরেক্ট থেরাপি 'ধন্যবাদ' দিয়া দিমু 😛

    নোবেলবিজয়ী টিপু ভাই আমাদের টেকটিউনস এ তো আছে এই ব্যাপার টা। প্লীজ এটাকে ও আপনার টিউন এ এড করে দেন।

খুব্বিই সুন্দর হইছে!!!!!!!!!!!!!!!!!

    একটা জিনিষ লক্ষ্য করেন আপনার নাম 'শেখ সজিব' আর আপনার পরের কমেন্তকারির নাম 'জয়', মাঝখানে যদি ওয়াজেদ নামে কেউ কমেন্ট করত তাহলেই হয়ে যেত – শেখ সজিব ওয়াজেদ জয় 😉

    আচ্ছা বুঝিনা আমার কমেন্ট নিয়া এইরকম টালটি-ফালটি শুরু হইছে কেন, কমেন্ট করি, আইসা দেখি নাই, আবার একজায়গার কমেন্ট আরেক যায়গায়, এটা কি টেকটিউন্সের কোনও বাগ নাকি 🙁

Level 0

thx vai

সুন্দর হইছে টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধুররু আতাউর রহমান ভাই, হেই পরথম টিউন থেইকা আপনের কমেন্টের জন্য প্রহর গুণতেছি, আছিলেন কই এতো দিন 🙁

    ভাইয়া মাইন্ড খাইয়েন না, আমি এভাবেই কথা বলি, আপনি আমার চাইতে অনেক সিনিয়র, তাতে কি? আপনজনের সাথে এতো সুশিল হইলে চলেনি 😉

      @নোবেলবিজয়ী টিপু:ভাই জানি এখন আর আপনি কমেন্টের উত্তর দিতে পারবেন্না,আপনার পরিনতি একদিন আমাদের সবারই হবে,আপনার রাজ্যে আমাদেরও যেতে হবে এইটাই চিরন্তন সত্য।
      দোয়া করি আল্লাহ যেন আপনার উপর উনার রহমতের দৃষ্টি দেন এবং ভাল রাখেন আর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন-আমিন।

Level 0

আউছাম হইছে ভাইয়া 😛

জোশ হইছে। চালায়া যান… আপনার টিউন টা পরে আমার মনটা যা মজা পাইছে!!! তা আপনাকে বলে বুঝাতে পারবনা। ভাল থাকবেন।

    মালেক ভাইয়া অনেক ধন্যবাদ কমেন্টের জন্য, আসলে কষ্ট করে লিখি আরেকজনকে ভালো লাগানোর জন্যই, এটা কেমন যেন একটা নেশা, কেউ যখন বলে ভালো লাগলো, আসলে তখন নিজেইর মধ্যেই কেমন যেন একটা ভালোলাগা কাজ করে 😀

Level 0

khubi valo hoise vai…..:)

খারাপ বলবনা ।

Level 0

অনেক সুন্দর একটা পোস্ট

Level 0

জট্টিল ভাই ! ! !

ভাই দারুণ হয়েছে, খুব ভাল লাগলো। মনটা চাঙ্গা হল। ধন্যবাদ টিউনটির জন্য। 🙂

    মনটা চাঙ্গা হইয়া থাকলে এখন আসমানে পাখা মেলেন, প্রোফাইল পিক্সেতো খালি গ্লাস একখান লাগাইয়া আসমানের দিকে চাইয়া রইছেন 😛 কমেন্টের জন্য ধন্যবাদ, সানি ভাই।

ভীষন ভালো লাগল,ভীষন।

অসাধারন

বাঙ্গালিও কম কিসে হা হা হা খোব মজা পাইলাম

Level 0

জট্টিল ভাই ! ! !

আনকমন তথ্য জানলাম। 😀

    আনকমন গুলা জানতে যাইয়া কমন গুলা ভুইল্লা জাইওনা যোবায়ের, তুমি আমার একটু ছোটই হবে বোধহয় তাই তুমি করে বললাম, পরীক্ষাতো শেষ, নতুন নতুন পোস্টের অপেক্ষায় থাকলাম কিন্তু 😉

Level 0

এইবার sure নোবেল পাইবেন

onek kicu shikte parlam. onek sundor hoiche 🙂

ভাল হইছে। কিন্তু একটা লোগো বাদ দিয়েছেন, সেটা হল .. Techtuens এটা কি বুঝিয়েছে?

    techutunes এর থিম হলও- মেতে উঠুন প্রযুক্তির সুরে

    দেখুন techutunes, tunes এর u এবং n কে মিউজিক্যাল সাইনের রুপ দেয়া হয়েছে, যার মাধ্যমে সুরে সুরে মেতে উঠা উঠা বুঝাচ্ছে, আর tunes এর সামনেতো Tech বাবাজি বহাল তবিয়তেই আছে, তারমানে শেষ কথা হলও-'মেতে উঠুন প্রযুক্তির সুরে'

    আমি যা বুঝলাম সেই ভাবে ব্যাখ্যা দিলাম, ভুল হলে কেউ জানাবেন, প্লিজ

কাজে লাগবে । তাই সরাসরি প্রিয় তে ।

বাহ! হ্যাব্বি হ্যাব্বি রহস্য জানলাম। 😉

ধন্যবাদ।

এটা পড়হ্যাঁ ও দেখ্যা হামার খুব্বি মজা লালগো। এতদিন কুণ্ঠে ছিলেন ভাই। (চাঁপাই নবাবগঞ্জ)।

এটা পড়ে ও দেখে আমার খুব মজা লাগেছে। এতদিন কথাই ছিলেন ভাই।

চরম হইসে ভাই …।

Khub valo laglo.
Thanks.

Level 0

অনেক ভাল লাগলো। সুন্দর সুন্দর কিছু লোগো দেখতে পেলাম।

জটিল হইয়াছে ।

অসাধারন আমি পুরাই অবাক…।।দারুন ভাল হয়েছে

    এতো অবাক হইয়েন না দিহান ভাই, আপনার লেখার ধারে-কাছ দিয়েও এগুলু যায়না 🙁
    আর তাছাড়া এইটা আমার কোনও মৌলিক লেখা না, বিভিন্ন ব্লগ ঘাটা-ঘাটি করেই লিখছি 🙂
    কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, আপনারা কয়েকজন টিউনে কমেন্ট করলে নিজের কাছে খুব ভালো লাগে 😀

আপনার টিউনটি আমার খুব ভালো লেগেছে কিন্তু তার চাইতেও বেশি ভালো লেগেছে আপনার কথা বলার স্টাইল ।

ধন্যবাদ এরকম সুন্দর টিউন সবার সাথে শেয়ার করার জন্য ………………

অনেক ভালো লাগলো। ধন্যবাদ না দিলে কি কৃপনতা হয়ে যায় …………..?????????………….???????? ধন্যবাদ টিপু ভাইয়া। ভালো থাকবেন।

মুকি says:

অনেক ভালো লাগলো। ধন্যবাদ না দিলে কি কৃপনতা হয়ে যায় …………..?????????………….???????? ধন্যবাদ টিপু ভাইয়া। ভালো থাকবেন।

আসলেই অতিরিক্ত চরম একটা পোষ্ট হইছে ..

Level 0

কঠিনজ্ পোষ্ট দিয়েছেন যে 🙂

ওরে কি পুংটার পুংটা…

আরও কিছু Logo নিয়া Tune কইরেন…

Level 0

notun akta jinish shiklam (AWSOME ) hoise…

আল্লাহ আপনার বেহেস্ত নসিব করুক। (আমিন)

Level 0

comment deyar akhon onekei achen kintu reply deyar to keu thaklo na………………………………………………………. :'(

আমি বিশ্বাসই করতে পারছিনা উনি আর এই পৃথিবীতে নেই :'(
আল্লাহ উনাকে বেহেস্তবাসী করুন (আমীন)

আল্লাহ্‌ উনাকে বেহস্তে নসীব করুক । আমিন

টেকটিউনসের প্রাক্তন টিউনার ও জনপ্রিয় টিউনার এবং ভিজিটরদের সম্মানে আমার মনে হয় একটি নির্দিষ্ট জায়গা টেকটিউনসের পেজে রাখা দরকার যাতে আমরা তাদের গভীর ভাবে স্মরন করতে পারি নতুনরা তাদের সম্পর্কে জানতে পারে। ধন্যাবাদ টেকটিউনসের সকল মডারেটর এবং ভিজিটরদেরকে………….. আল্লাহ তাকে জান্নাতনসীব করুক…….. আমীন

——————————————————————————————————————————————————————-
আল্লাহ আপনার বেহেস্ত নসিব করুক। (আমিন)
——————————————————————————————————————————————————————–

দোওয়া ছাড়া আমাদের আর করার তেমন কিছুই নেই!

আসুন টিটির সবাই তার জন্যে মাগফেরাত কামনা করি । আল্লাহ যেন তাকে জান্নাতুন ফেরদাউস দান করেন । (আমীন)

আল্লাহ আপনাকে বেহেশত নছিব করুন

Level 0

আল্লাহ্‌ উনাকে বেহস্তে নসীব করুক । আমিন

আপনার রুহের মাগফেরাত কামনা করছি। ফয়ছল

লোকটার জন্য খারাপ লাগতেছে ! আল্লাহ্‌ আপনাকে বেহেস্ত দান করুক, (আমিন) ।

Level 0

লোগোর সার্থকতা কোম্পানির আর আপনার সার্থকতা এই টেকটিউনে |

আত্মার মাগফেরাত কামনা করছি ………………

আমি মর্মাহত।বড় প্রতিভাবান ভাল ছেলে ছিল।আল্লাহ তাকে শান্তি ও তার আব্বা-আম্মাকে এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা
দান করুন। আমিন

Level 0

এই কমেন্টের আর প্রতিউত্তর আসবে না টিউনারের কাছ থেকে। :'( আল্লাহ তাকে বেহেশতবাসী করুন। আমীন।

Level 2

আল্লাহ টিপু ভাই-কে বেহেস্ত দান করুন

এখন আমার সত্যি সত্যিই কান্না আসছে টিপুর জন্য… আল্লাহ তুমি টিপুকে সহ সবাইকে ক্ষমা কর… সবাইকে ক্ষমা করে দিও। তুমি মহান আল্লাহ তুমি মহান। …
ভালো থেকো টিপু। আল্লাহ তোমাকে বেহেস্ত দান করুক। আমিন//…

এখন আর শুভ কামনা করা ছাড়া কিইবা করার আছে? রিপ্লে পাওয়ারতো আর সম্ভাবনা নেই।

এখন বিশ্বাস না করে আর উপায় নেই যে, টিপু ভাই আর আমাদের মাঝে নেই। হয়তো সে আর কখনোই আমাদের কমেন্টের উত্তর দিবে না। আল্লাহ তুমি টিপু ভাইকে বেহেস্তে নসিব কর। আমিন 🙁

আল্লাহ টিপু ভাইকে বেহেস্ত নসিব করুক আমিন

আল্লাহ টিপু ভাইকে বেহেস্ত নসিব করুক আমিন

Level 0

TT te khokono tune korte pari na, tipu vhai amader maj theke hareye gelo, khub kharap lagce:(

Level 0

আজকে সারাটা দিন আমার মাথায় একটা জিনিসই ঘুরছে! সৃষ্টি কর্তা এই মানুষ’টা এই অসীম ”মানুষিক” ক্ষমতা কিভাবে দিলেন??
এত বড় সত্যিটা জেনেও…
সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছে।
পৃথিবীর বাহিরের শ্রেষ্ঠ জায়গা’টা তার জন্য কমনা করছি। আল্লাহ তাকে ভালো রাখুন।

    @Rubel Oron: হুম, আমিও আপনার সাথে সহমত। উনার কাছে অনেক কিছুই শেখার আছে আমাদের। 🙁

Level 2

সর্ব প্রথম তাহার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তা’আলা তাহাকে জান্নাত নাসিব করুন। আমীন।
তাহার যত ভাল কাজ মানুষের উপকারে আসবে কিয়ামত পর্যন্ত কবরে ছাওাব যেতে তাকবে।
টেকটিউনস আমাদেরকে অনেক কিছু দিয়েছে চলুন যারা দিয়েছে তাদের কে কিছু দিই
আসুন আমারা সবাই তাহার জন্যে দোয়া করি সবাই একবার সুরা ফাতিহা ও তিনবার সুরা ইখলাস পাঠ করে
ঈসালে ছাওয়াব প্রেরণ করি। দয়া করে কেউ ভুলবেন না। আগে আমি নিজে করেছি এখন আপনারা করেন

Level 0

তাহার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তা’আলা জেন তাহাকে জান্নাত নাসিব করে ।আজ আবারো যে কথাটা সত্য বলে জানলাম সেটা হল ভাল মানুষ বেশি দিন বাচেনা।

তোমাকে চিনতাম না-চিনলাম।তোমাকে জানতাম না-জানলাম কিন্তু বড় দেরীতে।টিপু ভালো থেকো।জানি তুমি সব চাওয়া -পাওয়ার উর্ধে।তবুও তোমার যে জিনিসটা এখন খুব প্রয়োজন সেটা হলো দোয়া।আমরা সবাই মিলে সেটাই দিলাম তোমাকে।ভয় কি,আমরাও তো আসছি।

চোখ দিয়ে পানি চলে… বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি

টিপু ভাই এর সামু ব্লগ এ কমেন্ট করতে পারি নাই। উনি একজন নির্ভিক মানুষ ছিলেন। সামু ব্লগ এ ভাল ব্লগার দের সম্মান করা কি হচ্ছে? ারা মানুষ কে হাসাতে পারে তাদের মুল্লায় ন হয়! টিপু ভাই এর মত লোক দের পোস্ট এ কমেন্ট থাকেনা!

হা ভাই, কিছুই তু লিখতে পারছিনা, আসলে আমি কিন্ত খুব ইমোশনাল হয়ে গেছি , আমার যেন উপরে @ আশেক ভাই এর কথা গুলি একটু সরণ করি, সবাই তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আমরা সবাই মরে যাব ।just আগে পিচে।

Level New

টিপু ভাই এর আত্মা শান্তিতে থাকুক এই কামনাই করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক

আমরা কক্ষনো ভুলবনা তোমাকে ……….সুধী তুমি ভালো থেকো……………………….

আমরা কক্ষনো ভুলবনা তোমাকে ……….শুধু তুমি ভালো থেকো……………………….

ভাই কি বলব উনার জন্য কছু ভাল লিখব আর উনি তা দেকবেন না!
আল্লাহ তায়ালা উনাকে বেসেশ্ত নসিব করুক, আমিন আমিন আমিন …

Level New

আল্লাহ তাকে শান্তি ও বেহেশত নসিব করুক.তার আব্বা-আম্মাকে এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা
দান করুন। আমিন

আল্লার কাছে দোওয়া করি , আল্লা আপনাকে বেহেস্ত নসীব করুন । আমীন

নোবেলবিজয়ী_টিপু নামে এক ব্লগার ২৪ তারিখে পরলোক গমন করেছেন । যারা ব্লগিং এর সাথে জড়িত তারা সবাই জানেন সকলের সাথে একটি ভার্চুয়াল রিলেশন তৈরি হয় যা আপনজনের সাথে যে রিলেশন তা থেকে কোন অংশে কম না । তাকে আমি চিনতাম না তার পুরানলেখাও পড়লাম আজকেই । সে ব্লগার হিসেবে কেমন ছিল তা নিয়ে কিছু বলবো না । তার লেখা ক্যান্সার বিষয়ক একটি পুর্নাঙ্গ পোস্ট ছিল তার শেষের কথাগুলো ছিল এমন
“””””এত বড় পোস্ট কেন করলাম? কেউত পরবে না? এই পোস্ট অন্য কারো জন্য নয়, নিজের জন্য। আমার খুব কাছের একজন এই মরণব্যাধিতে আক্রান্ত, আমি জানি খুব বেশি দিন নেই তার, তারপরেও তাকে এই মিথ্যাটুকুই সারাদিন বলি ‘কিচ্ছু হবে না'””””””

কতটুকু বুদ্ধিদৃপ্ত হলে এই ভাবে নিজের মরনের কথা বলা যায় ?
এই লেখাটুকু পড়ে কোন কথা বলার শক্তি পাচ্ছি না টিপু ভাই তুমি আজ থাকলে দেখতে পেতে । আমাদের সকল ব্লগারকে রেখে দূর পরবাসে পারি জমালে । ব্লগাররা তেদের সংসারের এক আপনজনকে হারালো । আপনজন হারানোর ব্যাথা সবাই কমবেশি জানে । আর কোন দিন তুমি ব্লগ এ লিখবে না তাই বলে কি তোমাকে আমরা ভুলে যাব বা তোমার প্রতি ভালোবাসার কোন কমতি হবে ? কখনোই না । তুমি সকলের মনে সব সময় নারা দিবে সব সময় আমদের মাঝেই থাকবে । তোমার আত্নার মাগফিরাত কামনা করছি ।

আপনি বা আমিও একদিন চলে যাব । তখন কাছের মানুষ গুলো কাঁদবে ।

Level 0

এ বছর অনেক ভাল মানুষের মৃত্যু দেখতে পেলাম…!!!আল্লাহ আপনার রুহের মাগফেরাত দিক…আমিন

Level 0

চমৎকার

জানিনা কোন দিন আমিও চলে জাবো তবে টিপু ভাই একজন ভালো টিউনার ছিলো তাই তাকে টেক টিউন সরন করেছে এ থেকে শিক্ষা নেয়া উচিত মারা জাওয়ার আগে এক টা অন্তত ভাল টিউন করতে হবে।। আর ভাল একটি সম্পরক তৈরী করতে হবে টেক টিউন ও প্রতিটি টিউনার এর সাথে।। এ শিক্ষা টুকু দেয়ার জন্য টিপু ভাই কে ধন্নো বাদ ।। আল্লাহ আমার এই ধন্যবাদ তার কাছে পৌছে দাও আর তাকে দান কর জান্নাতুল ফেরদউস ।। কারন আমরা টেক টিউন এর হাজারো টিউনার সাক্ষ্য দিছি যে সে একজন ভাল মানুস ছিল আর আমরা তার উপর খুশি ।।

Level 0

R valo lagche na. monta kharap hoye geche

বেহেস্তেই তোমার ঠিকানা হোক । আমীন

Ochru Sojol noyone apona k soron kori aj r partona kori sorbo soktimaner Kache tini Jno apna k jannatul ferdaus Dan koren! Jete nahi debo hay tobu Jete dite hoy tobu chole jay

বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।

Level New

@নোবেলবিজয়ী টিপু ভাই, জানি এখন আর আপনি কমেন্টের উত্তর দিতে পারবেন না,আপনার পরিনতি একদিন আমাদের সবারই হবে,আপনার রাজ্যে আমাদেরও যেতে হবে এইটাই চিরন্তন সত্য।
দোয়া করি আল্লাহ যেন আপনার উপর উনার রহমতের দৃষ্টি দেন এবং ভাল রাখেন আর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন-আমিন।
আতাউর রহমান ভাইয়ের সাথে সাথে আমিও এই দোয়া করছি ।

আমরা কিছু করতে পারলাম না। আমাদের মাঝ থেকে চলেগেল একজন চমৎকার টিউনার, হয়ত এই ধরনের টিউনার আর আমরা পাব না। আল্লাহ তার বেহস্ত্ নসীব করুক এই দোয়া করি। তার পরিবার-পরিজন সুস্থ, সুন্দর জীবন কামনা করছি।

Sukhe theko,,,,……..

Level 0

টিপু ভাই >>> আপনি আর নেই একথা বলব না। এইতো আপনি আপনার সুষ্টিশীলতার মাঝে আজো বেচে আছেন থাকবেন। আপনি জান্নাতবাসী হবেন ইনশাল্লাহ।

Visit here Easy Free Movie Download

Level 0

হাজার সালাম

Level 0

শুনে সত্যিই খুব কষ্ট পেলাম যে আপনি আর আমাদের নেই । এই পুথিবীতে আমরা কেউই থাকবনা ঠিক। কিন্তু আপনি একটু আগেই গেলেন, আমরা সবাই যাব সেখানে, আবার দেখা হবে এবং কথা হবে আশা করি । খোদা আপনাকে সুখে রাখুক প্রত্যাশা রইল ।

Latest Movie free

Level 0

excellent

Level 0

আল্লাহ আপনাকে বেহেশতে নসিব করুন।

Level 0

আল্লাহ আপনাকে বেহেশতে নসিব করুন। আমিন ।

সব চেয়ে কষ্টের বিষয় হলো আমরা আর আপনার টিউনস পাবনা। স্বর্গ ই যেন আপনার স্থান হয়।

খুব ভাল পোস্ট।

Level 0

মানুষ বেঁচে থাকে মানুষের হৃদয়ের মাঝে……..মরহুম টিপু ..আল্লাহ আপনাকে মাফ করে দিবেন । দশে যাকে ভাল বলবেন আল্লাহ পাক তাকে ভাল বলবেন । আপনার অকাল মৃত্যুতে আমরা একজন বিজ্ঞান মনস্ক টগবগে বন্ধুকে হারালাম। আমরা তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করি।

পড়তে পড়তে কখন যে দুচোখ ভিজে গিয়েছে খেয়ালই করিনি। যেখানেই থাকুন ভালো থাকুন।

ভাল লাগল।

আল্লালা জেনো টিপু কে বেহেশতে নছিফ কেরেন

শুধুই টিপুর জন্য লগইন করলাম।
এখন আমার ঘড়িতে রাত ৪:০৫ মিনিট। একটু পরে আরেকটি নতুন দিন শুরু হবে। টিপুর মৃত্যুর দিনটি আরেকটু পুরোনো হবে। আমরা একসময় ভুলে যাবো টিপুকে। আমরা সবসময় ভুলে যাই। আমরা ভুলে গেছি আমাদের জীবনের অসংখ্য ট্রাজেডি। টিপুকেও ভুলে যাবো আমরা চিরায়ত প্রাত্যহিক ব্যস্ততায়। টিপু কি আমাদের ভুলতে পারবে? ও যেখানে থাকবে, সেখানে নিশ্চয়ই ব্লগ নেই। ফেসবুক নেই। তাহলে কিভাবে ওর সময় কাটবে? আমাদের কথা নিশ্চয়ই ওর খুব মনে পড়বে। আমাদের খুব ভালোবাসতো বোকা ছেলেটা। টিপু, আমি তোকে ভুলবো না রে। অনেক কষ্ট হচ্ছে বন্ধু। এভাবে হারিয়ে যেতে হয় না। আমরা বড়ো একা হয়ে যাই। আমার কোন ভাই নেই রে। তোকে একটু ভাইয়া ডাকতে দিবি?

টিপু ভায়ের জন্য রইল অনেক অনেক দোয়া। অপারে একদিন আপনার সাথে পরিচয় হবে……………হতেই হবে। আল্লাহ আপনার বেহেশত নসিব করুক।

আস্থির হইসে 🙂 পুরাই সেরাম

বেহেস্তেই তোমার ঠিকানা হোক । আমীন

Level 0

very sad news. Pray for him

Level 0

May Allah grant eternal peace on his departed soul.

………………………………..!!

sundor hiyse

Level 0

nice & good post.

Level 0

টেকটিউন্স পরিবারের একজন মেধাবী সদস্যকে হারিয়ে আমরা শোকাহত। আমি আপনার জন্য মাগফিরাত কামনা করছি। আমিন।

Tipu Vai ke Allah jannat dan koruk . Ameen

Level 0

Jotil bapar heabby hoysa
Keep going,,,,,,,,,,,,,

Level 0

ভাই আপনি চিরদিনের জন্য চলে গেলেও বেসে থাকবেন আমাদের অন্তরে

আমি আপনার জন্য মাগফিরাত কামনা করছি। আমিন।

আমি টিপু ভাইকে অর্থহীন এর “ক্যান্সার” গানটা উত্‍সর্গ করছি 🙁

আল্লহামদুলিল্লাহ এত গুলি দোয়া আল্লাহ কবুল করবেন, ইসমাইল টিপু তুমি মরে গেলে ও টেকটিউনস এর কাছে।
বাপ্পী রায়হান: গান উপহার না দিয়ে দোয়া উপহার দিন তাহলে টিপু ভাই শান্তি পাবে।

আল্লাহ আপনাকে জান্নাত নাযিল করুন…….আমিন।

এত সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ ।।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

Level 0

@High Speed: ভাই আপনি উপরের কমেন্ট গুলো পরেছেন ! অন্তত এখনে নিজের বিজ্ঞাপনটা না দিলেও পারতেন !