বাংলা সমস্যার ক্ষণস্থায়ী সমাধান

আমরা অনেকেই মাঝেমধ্যে (সবসময় নয়) সাইবার ক্যাফে থেকে কম্পিউটারে ব্রাউজিং করে থাকি। কিন্তু আপনারা জানেন যে, অধিকাংশ সাইবার ক্যাফেতেই পিসিগুলো বাংলা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকে না। ফলস্বরূপ, আমাদের ব্রাউজিং বিঘ্নিত হয়। যেহেতু সাইবার ক্যাফেতে প্রতিটি মিনিটের বিনিময়ে টাকা দিতে হয়, তাই অভ্র কীবোর্ড ডাউনলোড করা সম্ভব নয়। এছাড়াও ফন্ট ইন্সটলও করতে পারবেন না কারণ, ফন্ট ইন্সটল করতে হলে অ্যাডমিনিস্ট্রেটরে লগ-ইন করা থাকতে হয়। কিন্তু তাই বলে কি আপনার বাংলা সাইট ভিজিট করা বন্ধ হয়ে থাকবে? টেকটিউনস, সামহোয়্যারইনব্লগ বা বিবর্তন, এজাতীয় কিছু সাইট ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ভিজিট করলেই বাংলা প্রদর্শিত হয় সঠিকভাবে। কারণ এসব সাইট আপনার পিসিতে অস্থায়ীভাবে ইওটি ফাইল ডাউনলোড করে যা আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারকে কাঙ্খিত ফন্টটি সঠিকভাবে দেখাতে সাহায্য করে। কিন্তু বিডিনিউজ টুয়েন্টি ফোর, বিজ্ঞানী বা এজাতীয় সাইট যারা ইওটি ফন্ট ডাউনলোড করে না, এসমস্ত সাইটতো আপনি ফন্টটি ছাড়া দেখতে পারবেন না। তাহলে উপায়?

অমিক্রন ল্যাবের ওয়েবসাইটে একটি ফ্রিওয়্যার পাওয়া যাচ্ছে যা ব্যবহার করে এই সমস্যার সাময়িক মুক্তি পেতে পারেন। অর্থাৎ, মাত্র ২২৪ কিলোবাইটের একটি ফাইল ডাউনলোড করলেই আপনি যেকোন বাংলা সাইট ভিজিট করতে পারবেন। এ ফ্রিওয়্যারটির নাম হচ্ছে Banglasavvy। এটি ডাউনলোড করার পর রান করা যায়, কোন ইন্সটলেশনের প্রয়োজন হয় না। আসুন জেনে নিই কীভাবে আপনি Banglasavvy থেকে সাহায্য নিতে পারেন।

প্রথমে এখানে ক্লিক করে মূল ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর বাংলা অপ্রদর্শিত (ভুলভাবে প্রদর্শিত) সাইটের ব্রাউজারটি বন্ধ করে দিন। ফাইলটি রান করুন। আপনার সিসট্রেতে এবার আপনি ফাইলটির আইকন দেখতে পাবেন।

এবার কাঙ্খিত সাইটটি ওপেন করুন। আশা করি সমস্যাটির সাময়িক সমাধান হয়েছে।

দ্রষ্টব্যঃ ফাইলটি ডাউনলোড করার পর যদি পিসিতে কোনরূপ সমস্যা হয় তাহলে টিউনার দায়ী থাকবে না। ব্যক্তিগতভাবে আমি বহুবার এই ফাইলটি বিভিন্ন পিসিতে ব্যবহার করেছি এবং এর দ্বারা পিসি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে শুনিনি বা দেখিওনি।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জটিলজ টিউনস। কাজে আসবে।

আমিনুলের টিউন জটিলই হয়।

Level 0

শেষ এর কথা টা বলে তো ভয় পাইয়ে দিলেন!!!

পাংখা টিউন। বাংলা এখন থেকে পাবো যেকোন স্থানে যেকোন সময়। ধন্যবাদ

Level 2

ডাউলোড করলেই অ্যান্টিভাইরাস-এ.ভি.জি. ভাইরাস হিসেবে দেখায়। বুঝতে পারছিনা রান করব কিনা। আপনারা কি কেউ করেছেন?

Level 0

ডাউলোড করলেই Esst smart security (Beta 4.0314.0) ভাইরাস হিসেবে দেখায়।
bdonlineweb.co.cc এক সাইটে সব…………।

ভাই আপনি নিয়মিত লেখেন না কেন ? আমরা আপনাকে মিস করি

Level 0

সজিব দেখি আমার বয়সি! ভালওইতো লেখ দেখি।

Level 0

দুঃক্ষিত ডাবল পোস্ট করার জন্যে।

এটা ভাইরাস দেখায় কারন এটা রেজিস্ট্রি সম্পাদনা করে বাংলা দেখাতে সাহায্য করে। আসালে ভাইরাশ না!

Level 0

You are the greatist!
🙂

Level 0

দারুন টিউন !