ফায়ারফক্সের অজানা কিছু গোপন ফীচার । আপনি জানেন তো ?

আজকে আমার প্রথম টিউন ।  ভুল হলে না হয় বকাবকি করবেন  😆  ।

তাহলে  শুরু করি । আমরা যারা নেটে ব্রাউজ করি তাদের বেশিরভাগই ব্রাউজার হিসাবে মজিলা ফায়ারফক্স ই ব্যাবহার করি । তবে নেট ব্রাউজ করে কিন্তু ফায়ারফক্সের নাম শোনেনি এমন কাউকে মাইক্রোস্কোপ দিয়ে খুজলেও খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে  🙄  ।

ফায়ারফক্স ব্যাবহার করলেও এর অনেক হিডেন ফিচার আছে  যে গুলো অনেকেরই অজানা । চলুন দেখে নেই তেমনই কয়েকটি হিডেন ফিচার ।

১। মিডল মাউস পেস্টঃ আমরা যারা মাউস ব্যাবহার করি তাদের জন্য খুব মজার একটি ফিচার এটি । এঁর সাহায্যে আপনি ফায়ারফক্স এর উইন্ডো থেকে কোন টেক্স কপি করে মিডল মাউসে ক্লিক করে সহজেই পেস্ট করতে পারবেন ।  ধরুন , আপনি বিডিনিউজ২৪ ডট কমের একটি নিউজ কপি করে আপনার ফেসবুক ওয়ালে পেস্ট করবেন । পেস্ট করার সময় আপনি শুধু মাউসের চাকায় ক্লিক করেই পেস্ট করতে পারবেন ।

এজন্য যা করতে হবে । প্রথমে একটি নতুন ট্যাব ওপেন করে about:config লিখে Enter চাপুন । এরপর I'll be careful, I promise!  লেখা দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন । এখন একটি search বার দেখতে পাবেন । সেখানে  paste  লিখুন ।

এখন   middlemouse.paste নামক একটি লেখা দেখতে পাবেন । লেখাটিতে ডাবল ক্লিক করুন । দেখতে পাবেন value  false থেকে true হয়ে গেছে । ব্যাস এবার আপনি মিডল মাউসে ক্লিক করে পেস্ট করতে পারবেন  😀 ।

 

২। লেফট ক্লিক কনটেক্স মেনুঃ   এই ফিচাটির মাধ্যমে আপনি রাইট-ক্লিক মেনু লেফট ক্লিকের মাধ্যমেই বের করতে পারবেন । এজন্য লেফট ক্লিক বাটন ক্লিক করার পর চেপে ধরে  ১-২ সেকেন্ড অপেক্ষা করতে হবে । যেমন , টেকটিউনসের একটি টিউন আপনি একটি নতুন ট্যাবে ওপেন করতে চাচ্ছেন । এজন্য আপনাকে টিউনটির লিঙ্কে রাইট-ক্লিক করে contex menu তে open link in new tab এ ক্লিক করতে হবে । কিন্তু এই ফিচার টি ব্যাবহার করে আপনি লেফট ক্লিকের মাধ্যমেই contex menu  ওপেন করতে পারবেন । কেবল কোন লিঙ্কে ক্লিক করে ১-২ অপেক্ষা করলেই কনটেক্স মেনু (রাইট-ক্লিক মেনু ) ওপেন করতে পারবেন ।

এজন্য যা করতে হবে । প্রথমে একটি নতুন ট্যাব ওপেন করে about:config লিখে Enter চাপুন । এরপর I'll be careful, I promise!  লেখা দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন । এখন একটি search বার দেখতে পাবেন । সেখানে   context_menus  লিখুন ।

এখন  ui.click_hold_context_menus নামক একটি লেখা দেখতে পাবেন । লেখাটিতে ডাবল ক্লিক করুন । দেখতে পাবেন value  false থেকে true হয়ে গেছে । ব্যাস এবার আপনি লেস্ট ক্লিক করে ১-২ সেকেন্ড লেফট বাটন চেপে ধরলেই  কনটেক্স মেনু ওপেন হবে  😀 ।

৩। ইনস্ট্যান্ট অ্যাপ্লাইঃ আপনি যদি কোন preferences  পরিবর্তন করতে চান তাহলে আপনাকে options এ যেতে হবে এবং options এর জন্য একটি নতুন window ওপেন হবে । আপনি যদি কোন কিছু পরিবর্তন করেন তাহলে  কি পরিবর্তন করলেন তা আপনি সাথে সাথে দেখতে পাবেন না । এজন্য আপনাকে আগে options window এর ok বাটনে ক্লিক করতে হবে । ধরুন আপনি options মেনুতে গিয়ে হোমপেজ পরিবর্তন করলেন । কিন্তু আপনি কি পরিবর্তন করলেন সেটা আপনি তাৎক্ষণিক দেখতে পাবেন না । এজন্য আপনাকে আগে options মেনুর ok তে  ক্লিক করতে হবে । এই ফিচারটির মাধ্যমে আপনি ok তে ক্লিক না করেই কি পরিবর্তন করলেন সেটা দেখতে পাবেন ।

এজন্য যা করতে হবে । প্রথমে একটি নতুন ট্যাব ওপেন করে about:config লিখে Enter চাপুন । এরপর I'll be careful, I promise!  লেখা দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন । এখন একটি search বার দেখতে পাবেন । সেখানে   instant  লিখুন ।

এখন  browser.preferences.instantApply নামক একটি লেখা দেখতে পাবেন । লেখাটিতে ডাবল ক্লিক করুন । দেখতে পাবেন value  false থেকে true হয়ে গেছে । ব্যাস এবার আপনি ok তে ক্লিক না করেই কি পরিবর্তন করলেন সেটা দেখতে পাবেন   😀 ।

৪। রিসেট মাস্টার কীঃ   অনেকেই ফায়ারফক্সে মাস্টার কী ব্যাবহার করে । কিন্তু আপনি যদি মাস্টার কী এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই হিডেন ফিচারটির মাধ্যমে আপনি মাস্টার কী রিসেট করতে পারবেন । তবে কোন সাইটের লগিন পাসওয়ার্ড যদি সেভ করা থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে 🙁

এজন্য আপনাকে মজিলা ফায়ারফক্স ওপেন করে অ্যাড্রেসবারে নিচের  URL টি  পেস্ট করে Enter  চাপুন  । তারপর ইচ্ছে মত রিসেট করুন আপনার মাস্টার কী  :mrgreen:

chrome://pippki/content/resetpassword.xul

 

 

যদি কোন সমস্যা  হয় তাহলে নিচে কমেন্ট করবেন ।

তাহলে আজকে এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন । আর যদি হার্ট অ্যাটাক করার ইচ্ছা থাকে তাইলে আমার মত বাংলাদেশের খেলা দেখেন  😀  😀  ।

Level 0

আমি newmission17। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। বহুত কাজের জিনিস।

@শাহরিয়ার আপনাকেও অসংখ্য ধন্যবাদ । আমার প্রথম টিউনের আপনিই প্রথম টিউমেনটার 😛 😛 ।

Level 0

Bai ami computure internet open kore browse korte parchina bez internet security chay ki korbo

    @Ar anamul: দুঃখিত ভাই । আমি ঠিক বুঝতে পারছি না .। আপনি আপনার সমস্যাটা একটু বিস্তারিত লিখেন ।

Level 0

Internet browse korte gelei সার্টিফিকেট not support dekay please help

    @Ar anamul: আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন তাহলে
    orange Firefox button (or Tools menu) > Options > Advanced > Certificates mini-tab > “View Certificates” button এখানে গিয়ে “UTN-USER-First-Hardware” এটা খুজে বের করে ক্লিক করুন । এর পর ok তে ক্লিক করুন । দেখেন কাজ হয় কিনা । যদি না হয় তাহলে আপনি যদি মডেম ব্যাবহার করেন USB মডেম এবং ব্রাউজার Uninstall করে আবার Install করুন । মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সন ব্যাবহার করুন । আশা করি কাজ হবে ।

ফায়ারফক্স ব্যবহার করি, স্যমস্যা হচ্ছে যতবারই নূতন ট্যাব ওপেন করি সাথেসাথে এই সাইটি ওপেন হয়ে যায় –
http://www.my-online-search.com/?babsrc=NT_ofln&mntrId=705800FF56FD54E0&cat=delta&dlb=1&affID=124780&tt=250913_nocpn&tsp=5018
কোথাই কি সেটিং করলে নিজের মত করে ট্যাব ওপেন করতে পারবো ?

    @প্রতু ভূঞাঁ: আপনি Firefox ওপেন করে Address বারে লিখুন about:config এবং Enter চাপুন, একটা Message আসবে সেখানে I’ll be careful, I promise! এ ক্লিক করলে একটি search বার দেখতে পাবেন । সেখানে browser.newtab লিখুন । এখন একটা লিস্ট আসবে সেখান থেকে browser.newtab.url লেখা আছে তা খুজে বের করুন এবং browser.newtab.url লেখাটির উপর right ক্লিক করলে reset লেখা দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন। আশা করি কাজ হবে । যদি কাজ হয় জানাবেন কিন্তু 🙂 😆

      @প্রতু ভূঞাঁ: আর হোম পেজ থেকে সাইটটি সরানোর জন্য options এ গিয়ে general লেখাটিতে ক্লিক করুন । এখন হোম পেজ এর একটি URL বক্স দেখতে পাবেন । সেখানে নিজের ইচ্ছা মত হোমপেজ এর নাম লিখুন । এরপর ok তে ক্লিক করুন । ব্যাস এবার Bing বাবাজী কে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন । 😛 😛

অনেক ভাল পোস্ট চালিয়ে যান বস

    @sarwar sajeeb: ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । উৎসাহ দিয়ে অনুপ্রাণিত করার জন্য ।

    @রাকিব হাসান: ভাই আপনাকেও থ্যাঙ্কস…………… 😛 😆

@newmission17 : ভাই আপনার দেখানো উপায়ে কাজ হয়েছে। অনেক অনেক ধ্যন্যবাদ।
{ প্রায় এক মাস পর নেট চালু করায় উত্তর দিতে দেরি হয়েছে }