ডলার ক্রয়-বিক্রয় নিয়ে কিছু কথা

আজকে টিউনে দেখলাম প্রতারিত হবার ঘটনা, খুব খারাপ লাগলো। আমরা কবে ভালো হবো? সোনার বাংলার সোনার ছেলেরা কবে সোনার ছেলে হবে। আমি নিজে পিটিসি সাইট গুলোতে দুই মাস ধরে কাজ করছি, প্রয়োজনে ইনভেস্ট করতে দ্বিধা বোধ করছিনা। ফলে আমাকে প্রা্য়ই ডলার কিনতে হচ্ছে। এ পর্যন্ত আমি redhot67bux.com এ ২০ ডলার এবং buxify.com এ ১০ ডলার ইনভেস্ট করেছি। তবে শুধু একাউন্ট আপডেট করেছি রেফারেল এখোনো কিনতে পারিনি, ডলার এর সর্ট পরেছে। খুব শিঘ্রই ডলার লাগবে। কিছুটা রিক্স নিয়েই ইনভেস্ট করেছি, জানিনা কপালে কি আছে। যাই হোক, এরকম সবা্রই কম বেশি ডলার কিনতে হয় অথবা বিক্রি করতে হয়। সমস্যা হলো কাকে বিশ্বাস করবো? পুরো লেনদেন টা একদম বিশ্বাস এর উপর ছেড়ে দিতে কার মন সায় দেয়। আমি যখন প্রথমবার ১৫ ডলার কিনি তখন বলতে খুব লজ্জাই লাগছিল, কিন্তু পরে লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম, তবে আমাদের লেনদেন টা (ফ্লেক্সিলোড এর মাধ্যমে)  খুব সৎ এবং নির্ভরযোগ্য ছিল। এর পরের বার সজিব ভাই এর কাছ থেকে আরো ১৫ ডলার নেই এবং সে সরাসরি আমার কাছে আসে এবং আবার একটা সফল লেনদেন করি। কিন্তু আজকের টিউনে এই প্রতারনার ঘটনাটা নিজেকেই লজ্জার মধ্যে ফেলে দিল। আগে সাহায্য চেয়ে টিউন করতাম কিন্তু এখন বোধ হয় আর করা হবেনা, সবাই মনে করবে এই বোধ হয় আরএকজন এল চিটিং করার জন্য। এভাবে বিপদে  ফেলার কোন মানে হয়? আউটসোসিং এর জগৎে প্রবেশ করা মানে আমাদের জন্য বিশাল একটা সুযোগ। বাংলাদেশের অবস্থান এখন অনেক ভালো, কিন্তু এভাবে যদি আমরা চিটিং করি তাহলে এই সম্ভাবনাময় খাতটি হয়তো আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, জেনে রাখুন এখন যারা আউটসোর্সিং এর সাথে জড়িত তারা অধিকাংশই ছাত্র। তারা অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে এই ডলারগুলো আয় করে। কিন্তু সমস্যা তারা এই সল্প পরিমান ডলার কিভাবে হাতে আনবে? তাই তারা কিছুটা নিরুপায় হয়ে অচেনা ব্যক্তির কাছে ডলার বিক্রি করে এবং প্রতারিত হয়। এটা ঠিক না, এটা ঘোর অন্যায়, কেন এই অন্যায় আপনারা করেন? আর যারা এই ডলার বিক্রি করেন আপনারা অবশ্যই দেখেশুনে বিক্রি করেন, প্রয়োজন বোধে অপেক্ষা করেন।

এবার আমি একটা সমস্যা তুলে ধরছি। সমস্যা একটাই আমি যে রেটে ডলার গুলো কিনেছি সেই রেটে আমি বাঙলাদেশে আনতে পারবোনা। খুব শিঘ্রই আমার আরো ডলার প্রয়োজন হবে তখন আমি কি করবো বুঝতে পারছিনা। একটা উদাহরন দেই, ১০০ ডলার বাংলাদেশে আনতে হলে একজনের ২০ ডলার খরচ হয় তাহলে সে হাতে পাচ্ছে মাত্র ৮০ ডলার। এবার হিসাব করুন আপনার ১০০ ডলার এর বিপরীতে আপনি পাচ্ছেন ৮০ তারমানে আপনার ডলার এর মূল্য দারাচ্ছে মাত্র ৫৬ টাকা (১ডলার) অথচ আমি কি রেটে কিনেছি তা দিহান ভাই আর সজিব ভাই জানেন। আপনাদের গুরুত্বপূর্ন মতামত আমি একান্ত ভাবে কামনা করছি। ধন্যবাদ।

Level 0

আমি Shahriar Tasdin Jamil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডলার ক্রয়-বিক্রয় করি যাদের সাথে নিয়মিত যোগাযোগ হয় মেসেঞ্জারে। আর অপরিচিতদের সাথে ক্রয়-বিক্রয় করি না। প্রতি মাসেই আমাকে ‌১৫০-২০০ ডলার কিনতে হয়। এবং কারো ডলার লাগলে আমার কাছে না থাকলে অন্যদের থেকে কিনে দেয়ার চেষ্টা করি। এ পর্যন্ত প্রতারণার শিকার হইনি। সবাই যদি সতর্ক হয়ে লেনদেন করে তাহলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নেই।

    ধন্যবাদ আপনাকে। শুনে ভালোই লাগছে যে এখন পর্যন্ত প্রতারনার শিকার হননি। কামনা করি এভাবেই যেন সবাই প্রতারনার শিকার না হন। আপনার কাছে প্রশ্ন, আপনি কত করে কেনা বেচা করেন?

    Level 0

    Boss amar lagle ki apnare bessas korty pare?

    @মানব_সন্তান,
    আমি ৭২-৭৫ টাকা বিক্রি করি। তবে সবসময় আমার কাছে ব্যাল্যান্স থাকে না কারন আমার নিজের হোস্টিং, ডোমেইন, বিলিং স্ক্রীপ্টের বিল দিতে দিতেই ব্যাল্যান্স শেষ হয়ে যায়।

    @GM KONOK,
    বিশ্বাস করার আগে যাচাই করে নিবেন।

    আমাকে মেসেঞ্জারে পাবেন সবসময়। আইডি- salehsoc[at]gmail.com
    salehsust_1986[at]yahoo.com

    আমার সম্পর্কে তথ্য জানতে গুগলে সালেহ আহমদ লিখে সার্চ দিবেন। কোন কোন সাইটের সদস্য পেয়ে যাবেন। আরো নাম ঠিকানা জানতে আমার ওয়েব সাইট ভিজিট করতে পারেন। http://www.socheaphost.com

    ভাই আমি ১০ ডলার কিনতে চাই আপনার নাম্বার টা দিবেন প্লিজ …

পরিচিতি এবং সততা সবার আগে যাচাই করে নেয়া উচিত।

Level 0

আসলে অপরিচিতদের কাছ থেকে ডলার কিনা ঠিক না। পেপালের ডলার তো প্রশ্নই আসে না।
একমাত্র সচেতনতাই পারে প্রতারণার হাত থেকে বাঁচাতে।

    Level 0

    সহমত বুলবুল ভাই

    Level 0

    আমি প্রথমবার বুলবুল ভাইয়ের কাছ থেকে $ নিয়েছি:D

আমার alertpay তে ২/৩ ডলার দরকার কেউ কী আছেন আমাকে সাহায্য করার মতো [email protected]

    profile picture আপলোডে সমস্যা হচ্ছে সাহায্য প্রয়োজন।

Level 0

I want to advise every one to buy dollar from the trusted and senior persons of techtunes.
For example M H Bulbul Bhai (http://www.gsmbd24.blogspot.com/ )
Jamal Uddin Sir (http://alertpay-paypal-lr-dollar-bd.blogspot.com/ ) I have purchased $ 100 from him recently.

Both of them charge 75 taka/ dollar for $ 100 more transaction.

If any one needs reliable paypal money he can contact me @ [email protected]
Please mention Need paypal money on the subject line. Thanks..

আমার কি হবে? আমার ১০ ডলার দরকার!

ami kaj kortesi but akhono temon kiso buji na to tai kiso bollaM NA

Level 2

এ ব্যাপারে ইচ্ছে করলে এডমিন কোন সাহায্য করতে পারে বিশেষ করে ক্রয় বা বিক্রয় এ মিডিয়া হিসেবে সাহায্য করে। আবার এ ক্ষেত্রে হয়তোবা সামান্য কিছু লাভ করে আমাদের প্রিয় টেকটিউনস এর মেইন্টেনেন্স এবং সার্ভার বিল বহন করতে টেকিদেরকে সুযোগ দেয়া যেতে পারে। আমি এই বিষেয় এডমিনের দৃষ্টি আকর্ষন করিছ। ধন্যবাদ।

Level 0

আমাকে কেউ কি দয়া করে সাহায্য করবেন ? আমার এলারট পেতে ৪০ ডলার লাগবে।

ঐ দিনের কমেন্ট গুলোর পর bd_hacker বলছিল ১ দিনের মধ্যে আমার ডলার পাঠিয়ে দিবে। অথচ ২ দিন হয়ে গেল ডলারের কোন খবর নাই। ১৮২০ টাকা+৭০০ টাকা মাত্র লস।

বাংলাদেশে ও scammer দের আনাগোনা দেখা যাচ্ছে…

তাই বলছি জেনে শুনে লেনদেন করবেন..

আমি গত ৫ বছর ধরে অনলাইনে কাজ করছি . … এক বার ও স্কামের শিকার হইনি…

কিছু জিনিস মাথায় রাখবেন লেনদেনের আগে..

১। টিম ভিউয়ার দিয়ে দেখে নিবেন ওনার কাছে সে্ই পরিমান অর্থ আছে কি না ..।
২। ব্লগে পরিচিতি আছে কি না..
৩। পারলে প্রথম বার সরাসরি লেনদেন করুন..

যদি কোন দরকার পড়ে , ইমেইল করুন… [email protected]

(কারো যদি বড় amount এর ডলার লাগে… তাহলে সরাসরি দেখা করে নিয়ে যেতে পারেন…)

amar alert pay account a $50 lagbe. ami kar kas thake nibo?
plz tel me