Day 2 – Web Design এবং Web Development কি? কীভাবে? কেমনে? ফুল প্রসেস নিয়ে বিস্তারিত

কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন,
আজকে আমরা কথা বলব ওয়েবসাইট নিয়ে।
তো আপনি যদি একজন ওয়েব ডিজাইনার কিংবা ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান তবে আপনার সবার আগে জানা জরুরি

  • একটি ওয়েবসাইট কিভাবে কাজ তৈরি করতে হয়?
  • এগুলো করতে কি কি স্কিল শিখতে হবে?
  • কিভাবে শুরু করতে হবে?
  • এবং মোস্ট ইম্পোর্ট্যান্ট একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভলপারের ক্যারিয়ার কেমন?

এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলব, তো চলুন শুরু করা যাক.

ওয়েবসাইট আসলে কি?
আপনি ইন্টারনেটে যা কিছু দেখতেছেন সবই ওয়েবসাইট। আমরা তো সবাই জানি ইউটিউব ফেসবুক গুগুল দারাজ বিক্রয় ডট কম ইভেলী এসব গুলোই এক একটা ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরি করা কি আসলেই কঠিন?
না আসলে কঠিন না, একটি ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ। আমরা যতটা কঠিন ভাবি তার চেয়ে অনেক বেশি সহজ। আর আমরা এই কোর্সে তা খুব সহজে শিখব।

তাহলে কতটা সহজ?
ওয়েবসাইট আসলে দুই ধাপে তৈরি করা হয়। প্রথমটি ডিজাইন এবং পরেরটি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট এর আবার দুটো ভাগ আছে। এক ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট এর ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট।

আর আমাদের এই কোর্সের মুলত আমরা দেখবো ডেভেলপমেন্ট নিয়েই।

ডিজাইনার গুলো কি কাজ করে?

ডিজাইনার গুলো যেটা করে, তারা ওয়েবসাইট এর একটা লেআউট বা ডিজাইন বানাই ইমেজ আকারে, ওই ডিজাইন এ সব ডিটেইলস এ দেয়া থাকে কথাই কি হবে, এর ফ্রন্ট ইন্ড ডেভেলপার গুলো সেই ইমেজ আকারে করা ডিজাইন কে কডিং করে আস্তও একটা ওয়েবসাইট বানাই।

আচ্ছা এখন প্রশ্ন জাগতে পারে মুল কাজ যদি ডেভেলপমেন্ট নিয়ে হয় তবে ডিজাইন কি করতেছে এখান?
- ধরুন একটি বাড়ি বানানো কাজের জন্য আমরা শুরুতে কি করি? অবশ্যই বিল্ডিং এর প্লানিং লে-আউট তৈরি। কয়টা রুম, জানালা দরজা বাথরুম বেলকুনি সব কিছুই আগে থেকে প্লানিং এর মাধ্যমে লে-আউটে থাকে। আর এ কাজ করে একজন আর্কিটেক্ট। ঠিক এভাবেই ওয়েব ডিজাইনের সময় একজন গ্রাফিক্স ডিজাইনার এসব কিছু ডিজাইন করে থাকে। একটি ওয়েবসাইটের বিভিন্ন অপশন গুলো কোথায় থাকবে, হোমপেজ কেমন হবে, স্লাইডার কেমন হবে, ইমেজ-ভিডিও কোথায় থাকবে এসব কিছুই আগে থেকে প্লানিং করে ডিজাইন করাই ওয়েবসাইট ডিজাইনের মধ্যে পড়ে। আর এসব ডিজাইনকে UI UX ডিজাইন বলে হয়।
আর ওয়েব ডেভলপারেরা এই ডিজাইনগুলোকে কোডিং করে ওয়েবসাইটে রুপান্তর করে।
আর এই কোর্সে আমরা কোডিং এর মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় আমরা সেগুলোই শিখবো

আচ্ছা সবই তো শিখলাম কিন্তু এর ফিউচার কি?
- জ্বি, দুনিয়া যে গতিতে এগিয়ে যাচ্ছে তো আমাদের একটা কথা অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে যে আমি যদি কোনো একটা স্কিল ডেভলপ করি তবে এর ফিউচার কি। আমি কিছু শিখলাম তার থেকে ভবিষ্যৎ এ কিভাবে লাভবান হবো। হ্যাঁ আপনি যদি ওয়েব ডেভেলপিং শিখেন তো অবশ্যই আপনার ফিউচার ব্রাইট। একটা বেপার লক্ষ্য করুন বিগত ৫ বছরে আমরা কতটুকু এগিয়েছি। টেকনোলোজি যে হারে আপডেট হচ্ছে তা থেকে নিঃসন্দেহে বলা যায় একজন ওয়েব ডেভলপারের ফিউচার উজ্জ্বল। কারণ এখন আপনি অনলাইনে সুই থেকে সাবমেরিন সব কিছু অর্ডার করতে পারেন, আর তা বাসায় বসে কিনতে পারেন। আর আজকাল ব্রয়লার মুরগি বিক্রেতা থেকে নিয়ে সবজিওয়ালাদেরও ওয়েবসাইট আছে। এখব কিছু জানতে লাইব্রেরি যেতে হয় না গুগুলে সার্চ করে সবাই খুঁজে নেয়।

তো সামনের দিনে আর সম্ভাবনা আরও বাড়বে। সব কিছুই অনলাইনের আওতায় চলে আসবে। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। লোক টাকা হাতে বসে আসছে ওয়েবসাইট বানিয়ে আপনাকে আপনার পারিশ্রমিক বুঝিয়ে দিতে। কিন্তু সে হিসেবে দক্ষ ওয়েব ডেভেলপার বাজারে নেই।

এই ভিডিও তে বিস্থারিত আলোচনা করা আছে চাইলে দেখে নিতে পারেন

আজকের জন্য এতোটুকুই দেখা হচ্ছে পরের টিউনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, নিজে কিছু করুন, অন্যকেও কিছু করার সুযোগ করে দিন।

 

প্রতিদিন ১০-১৫মিনিট এর ক্লাস এ Freelancing শিখুন যেকোনো জায়গা থেকে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হবে পর্যন্ত সম্পূর্ণ গাইড লাইন এর সাথে,

যেমন টা কিনা একটা ট্রেনিং সেন্টারে দেখানো হয়. আর এটা হবে সম্পূর্ণ ফ্রী.

 

কি কি থাকছে এই কোর্স এ, টা যানতে এই টিউন টা দেখতে পারেনঃ https://www.techtunes.io/freelancing/tune-id/645919

Courses এ যইন করার জন্য এবং সকল আপডেট পাওয়ার জন্য এই গ্রউপ এ জইন করুন https://www.facebook.com/groups/LearnFreelancingWithFun/

আমার সম্পর্কে আরো যানতেঃ https://developerjillur.me/my-resume/

 

Level 0

আমি জিল্লুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস