ক্যাপচা টাইপ করার তিনটি ওয়েবসাইট

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসলে ক্যাপচা টাইপ করে খুব অল্প earn করা গেলেও এটাতে তেমন কোনো skill প্রয়োজন হয় না। তাই প্রথমদিকে অনেকেই এই কাজ করে থকে। ক্যাপচা টাইপ করার অনেক সাইট থাকলেও এখানে trusted এবং জনপ্রিয় তিনটি সাইট সম্পর্কে আলোচনা করা হলো -

১)2Captcha.com: এই সাইটটি অন্যগুলোর চেয়ে অনেক user friendly এবং এখানে কাজ করা খুব সহজ। এখানে টাইপিং স্পিড স্লো হলেও সমস্যা নাই, কারন এখানে সময় কমতে থাকার সময় প্রতিটা letter টাইপ করলে সময় আবার বেড়ে যায়। এছাড়া এরা কাজ করার আগে ছোট একটা training বা practice করায়ে শিখিয়ে দেয় এবং সহজে কাউকে ব্যান করে দেয় না। আর এরা ভুলগুলো  ধরিয়েও দেয় যাতে একই ভুল পরে আর না হয়। সবদিক বিবেচনা করে প্রথম কাজ শুরু করার জন্যে এই সাইটটিকে বেশ ভালো বলা চলে। রেট সাধারনত ০.৩০ USD প্রতি ১০০০ ক্যাপচায় এবং recapcha এর রেট ১.১ USD। তাই অ্যাাপ ডাউনলোড করে recaptcha solve করাই ভালো। এটাতে মোবাইলেও ভালো কাজ করা যায়। আর এজন্য VPN use করতে পারলে গুগল থেকে ip block হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে নূন্যতম ০.৫০ USD হলেই withdraw করা যায়।

 

 

2)Captchatypers.com: এই সাইটটিতে টিমভিত্তিক কাজ করা যায়। তাই এখানে প্রথমে একটি এডমিন প্রোফাইল খুলতে হয় এবং তারপর worker প্রোফাইল খুলে সেখানে কাজ করতে হয়। (রেট 2captch এর মতোই)

 

৩) megatypers.com: megatypers এবং protypers হলো আলাদা নামে দুইটি একই ওয়েববসাইট। এটাতে অন্যগুলোর চেয়ে রেট অনেক বেশি দেয় কিন্তু এটাতে কাজ করা বেশ কঠিন। এখানে কাজ করার জন্যে typing speed খুব বেশি প্রয়োজন তাই ঠিকভাবে কাজ করা সম্ভব হয় না এবং  অ্যাাকাউন্ট ব্যান বেশি হয়। এখানে সাধারণ ক্যাপচার রেট এক হাজারে প্রায় ০.৭০ USD। এখান থেকে ৩ USD এর কম withdraw করা যায় না।

Level 0

আমি তানভীরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।

মূল্যহীন মানুষেরাই পানাহারের জন্যে বেঁচে থাকে; আর যারা মূল্যবান তারা পানাহার করে বেঁচে থাকার জন্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস