গেমস জোন [পর্ব-১] :: এবার পেন্টিয়াম ৪ এ-ই খেলুন NFS RIVALS, FIFA 14 সহ আরো হাই-কোয়ালিটির গেম’স!!!!!!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হ্যাঁ ঠিক শুনেছেন>>>>>>>

আমরা যারা গেম খেলি তারা অনেকেই জানেন যে, যেকোন গেম আমাদের পিসিতে চালার পিছনে Direct X প্রযুক্তির Shader Model / Pixel Shader এর ভূমিকাটি মূখ্য থাকে। আমাদের দেশের পেন্টিয়াম ৩ বা ৪ এ সর্বোচ্চ  Shader Model / Pixel Shader 2.0 পযনর্- সার্পোট করে থাকে। আর আপনি Shader Model / Pixel Shader 2.0 দিয়ে সর্বোচ্চ ২০০৫ সাল পযনর্- রিলিজ কৃত গেম সমূহ খেলতে পারবেন। কারণ ২০০৬ থেকে গেম সমুহে Shader Model / Pixel Shader 3.0 এর ব্যবহার শুরু হয়েছে। যার কারণে অনেক পিসিতেই NFS:Carbon, FIFA 09, Hitman Blood Money, THE GODFATHER 2, THE HOUSE OF THE DEAD 4, Delta Force Xtreme 2, Grand Theft Auto IV, WWE RAW VS SMACKDOWN 2010 ইত্যাদি গেমস সমূহ চলেই না।

এজন্য অনেকেই অনেক রকম কনসোল ব্যবহার করেন। Shader Model / Pixel Shader 3.0 এর কনসোল অবশেষে বাহির হয়েছে। যার নাম Switf Shader 3.0, যার সাহায্যে আপনি Shader Model / Pixel Shader 3.0 এর গেম সমূহ আপনার পিসিতে খেলতে পারবেন।

Download Link of “Switfshader 3.0”: (3.6 MB)

thepiratebay.sx/torrent/7079614/

 

ফাইলটি ডাউনলোড করার পর, আপনার পিসিতে যে গেমটি/গেমস;সমূহ চলে না তার/তাদের ডাইরেক্টরিতে (যেখানে গেমটি ইনস্টল করেছেন) সেখানে আপনার পিসি যদি ৩২বিট এর হয় তবে x86 ফোল্ডার থেকে d3d9.dll ফাইলটি কপি করুন আর আপনার পিসি যদি ৬৪বিট এর হয় তবে x64ফোল্ডার থেকে d3d9.dll ফাইলটি কপি করুন । এবার গেমটি চালু করুন আর মজা দেখুন।

এরপরও যদি গেমটি না চলে অথবা স্লো চলে তবে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

গেমের ডাইরেক্টরিতে দেখবেন Swifshader.ini নামের একটি ফাইল আছে, ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন।

এখানে [Capabilities] অপশনে আপনার পিসিতে Shader Model / Pixel Shader এর যেই ভার্সনটি সাপোর্ট করে সেটি লিখুন। এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন যে আপনার পিসিতে শ্যাডার মডেলের কোন ভার্সনটি বর্তমান আছে>>>>>

তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে GPU-Z সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

GPU-Z Download Link:

http://www.techpowerup.com/downloads/SysInfo/GPU-Z/

এরপর জিপ ফাইলটি আনজিপ করে GPU-Z আইকনে ডাবল ক্লিক করে এ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এখানে দেখুন Graphics Card ডায়ালগ বক্সে Direct X Support অপশনে বর্তমান ডাইরেক্ট এক্স এবং শেডার মডেলের ভার্সনটি দেওয়া আছে।

এখানে DirectX Support: 9.0/ SM2.0 এর অর্থ হল আমার পিসিতে ডাইরেক্স এক্স এর ৯ তম ভার্সন এবং শেডার মডেল এর ২ তম ভার্সন বিদ্যমান।

এখন Swifshader.ini ফাইলের [Capabilities] অপশনে লিখুনঃ

[Capabilities]

PixelShaderVersion=20

VertexShaderVersion=20

TextureMemory=256

Identifier=0

এখানে আপনার পিসিতে শেডার মডেল যদি ১.৫ সাপোর্ট করে তবে লিখুনঃ

[Capabilities]

PixelShaderVersion=15

VertexShaderVersion=15

TextureMemory=256

Identifier=0

এখানে আপনার পিসিতে শেডার মডেল যদি ১ সাপোর্ট করে তবে লিখুনঃ

[Capabilities]

PixelShaderVersion=10

VertexShaderVersion=10

TextureMemory=256

Identifier=0

এখানে TextureMemory অপশনে আপনার গেমটি চালাতে যেটুকু মেমরির দরকার হয় সেটি লিখুন (যা আপনি গেমের সিডিতে কনফিগারেশন এ জানতে পারবেন)। ধরুন আপনি NFS: THE RUN গেমটি খেলতে চান তবে  TextureMemory অপশনে লিখুন ২০৪৮ । কারণ গেমটি চালাতে ২জিবি মেমোরির প্রয়োজন হয়।

[Capabilities]

PixelShaderVersion=20

VertexShaderVersion=20

TextureMemory=2048

Identifier=0

[Caches] অপশনটি পরিবর্তন না করাই ভাল।

[Quality] অপশন এ গেমটির সর্বোচ্চ পারফরমেন্স পাওয়ার জন্য সবগুলো লাইনের = চিহ্নের পর ০ দিয়ে রাখুনঃ

[Quality]

TextureSampleQuality=0

MipmapQuality=0

PerspectiveCorrection=0

TranscendentalPrecision=0

TransparencyAntialiasing=0

[Processor] অপশন এ গেমটির সর্বোচ্চ পারফরমেন্স পাওয়ার জন্য সবগুলো লাইনের = চিহ্নের পর ০ দিয়ে রাখুনঃ

[Processor]

ThreadCount=0

EnableSSE3=0

EnableSSSE3=0

EnableSSE4_1=0

[Optimization] অপশনটি পরিবর্তন না করাই ভাল।

[Testing] অপশন এ Shadow Mapping=3 অপশনে ০ লিখুন যদি গেমে কোন ছায়া না চান। অনেক পিসিতে শুধুমাত্র ছায়ার কারণে অনেক গেমস স্লো চলে।

এরপর ফাইলটি সেভ করে বেরিয়ে আসুন। এরপর গেমটি ওপেন করুন। গেমটির স্পিড অনেকাংশে বেড়ে যাবে।

ধন্যবাদ।।।।।।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার পিসি তে dual core processor , 2gb ram , nvidia 1 gb graphics card রয়েছে এবং আমি এগুলা দিয়ে call of duty mw3 খেলেছি কিন্তু battlefied 3 আর nfs the run ইন্সটল হয়েসে এবং খেলাও জাসসে কিন্তু too much slow …..nfs the run খেলতেই পারসিনা …এই ক্ষেত্রে আমি কি করতে পারি ???? এবং আপনার এই সফট টি কি ভাবে ব্যবহার করব টা একটু বলেন … reply plz….

    Level 0

    @ফুসকাওয়ালী: gaming performance doesnt depend much on CPU unless it is not atleast a dual core LGA775 socket CPU. rather it depends much on graphics card(built-in/ext). একটা 2..2 GHz dual core CPU with sufficient RAM এখনকার বেশিরভাগ(99%) গেম কোন lagging ছাড়া চালাতে পারার কথা। rather gaming performance and fps depends on graphics performance. so আপনার টিউনটা নাম ও হওয়া উচিত ছিল probably “বিল্টইন গ্রাফিক্স এ……” or something like that

    এক্ষেত্রে এই সফটটি আপনার কাজে লাগবে না

Oi miya kam nai….Exam time a game niya post den!!!Game Khelmu naki pormu!! Vai RAM 512 hoile ki prob hoibe naki janaien…..

Level 0

jotill tune…. khub valo hoyeche… carry on

Level 2

not working with ATOM processors 🙁

Level 0

Thanks for share.

priote…………………..

jodi kaj kore tahole 100% thnx.

Level 0

vai grapics card sara ke eisob game khala jaba ?

“ফাইলটি ডাউনলোড করার পর, আপনার পিসিতে যে গেমটি/গেমস;সমূহ চলে না তার/তাদের ডাইরেক্টরিতে (যেখানে গেমটি ইনস্টল করেছেন) সেখানে আপনার পিসি যদি ৩২বিট এর হয় তবে x64 ফোল্ডার থেকে d3d9.dll ফাইলটি কপি করুন আর আপনার পিসি যদি ৬৪বিট এর হয় তবে x86 ফোল্ডার থেকে d3d9.dll ফাইলটি কপি করুন ।”
=======================

ভুল হয়ে গেলো ভাই। ৩২ বিট হলে x86 ফোল্ডার থেকে এবং ৬৪বিট হলে x64 ফোল্ডার থেকে কপি করতে হবে।

যাইহোক দারুন টিউন হয়েছে ভাই। খুব উপকারি গেমারদের জন্য।

Switfshader 3.0 mediafire e din ……………plzz

at প্রিয়

ভাই যত বারি ডাউনলোড দিতে গিয়ে Captha send করছি ততবারই বলছে Wrong Captha !!! এইটা কোন কথা ? mediafire link দিলে খুসি হব ।

    Level 0

    @Engr_Mazhar: vai ami 5310 mobil dea dwnload korlam aj e 1st mobil dea hotfile a download korlam by mobil

    Level 0

    @Engr_Mazhar: rapid8.com এ গিয়ে লিঙ্ক দিয়ে leeching করে নিন normal download এ সমস্যা হলে

Swifshader.iniএই ফাইলটা তো ভাই খুজে পাচ্ছি না। help please

wrong captcha দেখায়। mediafire link দেন please.

KEU KI SUCESS HOYACHEN JANAN ?

Level 0

isn’t x86=32bit and x64=64bit??? আপনার টিউনের ভুলটা ঠিক করুন। সম্ভবত এজন্যই অনেকে সফটওয়্যারটা ব্যাবহার করতে পারছে না

sorasori piyo te nilam 😉

amr ta shaders 320 unified ar directx 10.1/sm4.1 er mane ki ! 320 mane bujlam na

    @আপোন জন: আমি জানি আপনার কম্পিউটার টি হচ্ছে
    প্রসেসর 3.1 intel core i 3
    ram 4 gb এবং গ্রাফিক্স ১ জিবি আমার মনে হই আপনি কম্পিউটার কিছুদিন আগে কিনেছেন

      @N. খান: না ভাই আমার কম্পিউটার ২ বছর আগের প্রসেসর pentium dual core 2.60ghz ram 1 gb 🙁 grapich card 1 gb 😀

    এর মানে হচ্ছে আপনার পিসিতে Directx 10 এবং shader model 4.1 বিদ্যমান আছে. . . . . , . আপনার পিসিতে কোন Software লাগবে না এমনি তেই সব গেমস চলবে

আমার টাতে তো লেখা 10.0 / SM4.0 তবুও জিটিএ ৪ চলে না। কারণ, আমার গ্রাফিক্স কার্ড ইন্তারনাল 😛

Level 0

thx @fuskawali nice tune keep it up

Level 0

আমার একটা সমস্যা আছে …
GPU-Z দিয়ে আমার পিসির গ্রাফিক্স কার্ড এর Direct X Support এর ডাইরেক্ট এক্স এবং শেডার মডেলের ভার্সন-এ দেখাছে 6.0/SM0.0 …

আমার টাতে কি গেম চলবে???

..Vai ei soft diye jodi amar PC te jodi Fifa 12 khela jay tobe eta hobe amar dekha sera tune.. many many thanks vai….

Level 0

vai amar laptop er Direct X support 10.0/sm4.0 graphics memory 32 mb(built in) amar computer e ki PES 08 football games cholbe?????????????????

Level 0

Vai amar Direct X support 10.0/sm4.0 kintu ami nfs hot pursuit game ta khelte parina slow kore r ami Swifshader.ini ay file ta khuje paina please help me please

Level 0

ভাই আপনি আমাকে একটু বলুণ যে আমি Swifshader.ini ফাইলটা কোথায় পাব

Level 3

vai amar pc te DirectX Support:10.1/SM4.1 ami [Capabilities] option a ki likhbo? plz vaia kindly janaben plzzzzzzzz……

Level 0

many many thnx for ur post….vaiya….aapnar kotha moto swift shader use korar por amr pc te(core 2 duo…1gb ram…..graphics 64 built in) e PES 2012 install kore khelsi….but game khub slow chole r majhe majhe atkiye jay…….aami aapnar post onujayi swift shader er configuration change korechi….but game atkiye atkiye jay…….can u solve this?

vai apner email ta pate pari

Level 0

Dear Brother,Does this really works?

corei3 2100, 4gb ram ,a fifa 13 khela jabe
???

Level 0

bhudai karo ans. dis na ken ?????

Level 0

bhudai karo question er ans. dis na ken ?????

Level 0

ami apnar full direction follow kore nfs shift run korte ceyechi but hoini careear e gelei stop hoye jai. N.B amar directx.10.1 ar SM 4.1.plz help

Level 0

Amar ta SM4.1
Please help koren @@ @gamewala

Far cry 2 তে Swifshader.ini ফাইল টা খুজে পাইনি। সমাধান থাকলে জানাবেন। ধন্যবাদ।

ভাই আমি ফিফা ১৫ আমার ল্যাপটপ (আসুস K42F) এ চালাতে গেলে বলে “your video card is not supported”. আমার ল্যাপটপ এ Intel HD Graphics 758 MB. কিন্তু same game আমার বন্ধুর ল্যাপটপ এ ভালোভাবে চলে। আমার ল্যাপটপ এ ডটনেট ৪্‌.৫ এবং direct x version 11 install করা আছে and OS windows 7 64 bit RAM 2GB DDR3 আমি কিভাবে ফিফা ১৫ খেলতে পারব দয়া করে জানাবেন