গেমস জোন [পর্ব-১০] :: ডেড স্পেস ২ (২০১১)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

কেমন আছেন? নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। গেমস এমনই একটি নেশা যেটি কাউকে একবার কাবু করে ফেললে তাকে প্রচন্ড ক্ষুদার্থ করে তোলে গেমস এর প্রতি। তবে সবকিছুর নেশা একটি খারাপ জিনিস।

যা হোক আজকের গেমস জোনে থাকছে ডেড স্পেস সিরিজের ২য় গেমস - ডেড স্পেস

ডেড স্পেস ২ একটি র্থাড পারসন হরর শুটিং গেমস যেটি ডেভেলপ করেছে ভিসাররাল গেমস এবং পাবলিশ করেছে ইএ গেমস। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ পিসি, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য গত বছরের ২৫ জানুয়ারী (২০১১) তে রিলিজ পায়। সিরিজের প্রথম গেমসের ৩ বছর পর সিরিজের ২য় গেমসটি রিলিজ হয়।

Dead Space 2

Developer:

Visceral Games

Publisher:

Electronic Arts

Series:

Dead Space

Engine:

Visceral Engine

Platform(s):

Microsoft Windows,

PlayStation 3,

Xbox 360.

Release Date:

January 25, 2011

Genre(s):

Survival Horror,

Third Person Shooter.

Mode(s):

Single-Player,

Multiplayer.

Rating(s):

ACB: MA15+

BBFC: 18

ESRB: M

OFLC: R18

PEGI: 18

USK: 18

Trailer Video:

 http://www.youtube.com/watch?v=776fi2I8e6U

System Requirements:

Mode

OS

Processor

Ram

V-Ram

HDD

MinimumWinXPCore 2 Duo 2.4GHz2GB512MB
NormalWin7Quad Core 2.6GHz2GB512MB
MaximumWin7Core i5 2.8GHz4GB1GB

গেমটির প্লেয়ার হিসেবে আপনি পাবেন ইসহাক ক্লার্ক কে। থার্ড পারসন ভিউ হতে গেমটি আপনাকে খেলতে হবে। সিরিজের আগের গেমসের মতই প্লেয়ার এর পরনে থাকবে রিসোর্জ ইন্টেগ্রেশন গিয়ার (আর.আই.জি) পোষাক। পোষাকে হাড সিস্টেম বিল্ট-ইন থাকায় প্লেয়ার তার চোখের সামনের আয়নায় মেসেজ এবং গুলি সংখ্যা দেখতে পায়। এছাড়াও অক্সিজেন এর সরবরাহ বন্ধ হয়ে গেলে আপনি মাত্র ২ মিনিট পাবেন রিচার্জ করার জন্য। গেমটিতে প্লেয়ার হিসেবে আপনি ২টি মোড পাবেন।

স্টেটিক মোড এবং কেনাইসিস মোড। স্টেটিক মোড এ আপনি শত্রুদের কে স্লো-মোশন এ আনতে পারবেন। আর কেনাইসিস মোড এ আপনি গুলি আরো নিপুণ ভাবে মারতে পারবেন। গেম এর ভিতর পাওয়ার নোডগুলো তুলে লেভেল শেষে আপনি এমর এবং অস্ত্রের আপডেড দিতে পারেন।

ডেড স্পেস ২ গেমটি পাঁচ ধরণের ডিফিকাল্টি লেভেল সর্মথন করে। যেগুলো হল:

Casual.

Normal.

Survivalist.

Zealot.

Hard Core.

Hard Core ে লভেলটি লক করা থাকবে। গেমটিকে কমপ্লিট করার পরই হার্ড কোর ডিফিকাল্টি লেভেল আনলক হবে।

মাল্টিপ্লেয়ার এ একসাথে ৮জন খেলতে পারবেন।

গেমটি রেসিডেন্ট ইভিল এর প্রায় ডুপ্লিকেইট। ডেড স্পেস ২ গেমটির ক্রিয়েটিভ ডিরেক্টর এক সংবাদ সম্মেলনে বলেন:

আমরা আমাদের গেমস ডেড স্পেস এবং ডেড স্পেস তৈরি করতে গিয়ে রেসিডেন্ট ইভিল গেমটির অধিকাংশ গেম-প্লে অনুসরণ করেছি আমাদের ক্রিয়েটিভ টিম রেসিডেন্ট ইভিল গেমস এর খুব ভক্ত

গেমটির রিলিজের প্রথম সপ্তাহেই প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।

 

ডাউনলোড লিংক:

Link 1

OR

Link 2

Crack Fix :

http://safelinking.net/p/81e2b9a84f

Password: Silent.Hunter

আজকের গেমস জোন এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্ব টি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পোস্ট টা ভাল লাগছে। তবে পোস্ট টা আর একটু ভাল করতে পারলে ভাল হত।

Level 0

ফুসকাত্তয়ালী আপুমনি, আপনি যে ত্রত্ত জোস লেখেন জানতাম না। পুরাই আপনার ফ্যান হয়ে জাইতেসি আমি। আরত্ত পোস্ট চাই 😀

    @tech_no: আচ্ছা ছদ্দবেশে কিংবা নকল মুখোশের আড়ালে থেকে পাঠকের সাথে বাইচলামি করা কি কোন রোগ?আমার জানা নেই,আপ্নি কি জানেন?কিংবা একে কি একটু এক কথায় প্রকাশ করে দিতে পারবেন।এই টিউনারের তো সেই রোগ আছে।সমস্যা

      @tech_no: ছাইয়ার চাইতেও এই ভাইয়া বেশি খারাপ।তিনি টিটি আর টিপি তে আলাদা ৩ জনের ছবি ব্যবহার করেছেন এবং উনি ওখানে এখন টিজে ফুসকাওয়ালি 😛

সুন্দর পোস্ট.

bro apnar facebook id ta ki dewa jabe….or plz plz plz facebook a [email protected] a add pathaben………….darun post……ami akjon game pagol :)……..tai apnar post oshadharon legeche..

Level 0

আচ্ছা আপনি কি আমাকে একটি গেমের সন্ধান দিতে পারেন…….যেটি আমি খেলেছিলাম 7-8 এ পড়ার সময় পাড়ার ভিডিও গেমের দোকানে খেলেছিলাম নামটা মনে পড়ছেনা। গেমের প্লটটা হচ্ছে এরকম……..একজন ওয়েস্টার্ণ ঘোড়সওয়ারী অনেকগুলো শত্রুদের বিরুদ্ধে এবং তাদের বসদের সাথে বিভিন্ন রকমের শটগান, পিস্তল ব্যবহার করে শত্রুদের সাথে লড়াই করে…….আবার ঘোড়া থেকে নেমেও লড়াই করে নিজেকে বুলেট বোমা থেকে বাঁচিয়ে রেখে…….অনেক সুন্দর একটি গেম ….যদি গেমটির সন্ধান দিতে পারেন……..তাহলে অনেক খুশি হব।

Level 0

Game ta ami 3 bar shas korachi . গেম খেলে যদি খুব ভয় পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে Dead Space 2 গেমটি, সাউন্ড/ শব্দ চালু রেখে একা খেলুন ।