গেমস জোন [পর্ব-১৭] :: (প্রিভিউ) ARMA III (২০১৩/মিলিটারী শুটিং)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হাই! গেম ভক্তরা কেমন আছ? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব। আগেই বলেছি, এ মাসের গেমস জোনগুলো শুধুমাত্র প্রিভিউ থাকবে। তাই আজকের গেমস জোনের প্রিভিউতে থাকছে একটি মিলিটারী শুটিং গেম। তবে আজকের গেমটি খুউবই হাই-কোয়ালিটি গ্রাফিক্স দিয়ে তৈরি। খেলতে চাইলে তোমার দরকার কোরআই (মিনিমাম!!!) প্রসেসর। যাই হোক, আজকের গেম আরমা

আরমা ৩ একটি আপকামিং ওপেন ওয়ার্ল্ড ট্র্যাকটিক্যাল শুটার ভিডিও গেম, নির্মাণ করেছে বহিমিয়া ইন্টারএকটিভ। গেমটি ২০১৩ সালে মুক্তি পেতে পারে। গেমটির পটভূমি ২০৩০ সালের মাঝামাঝিতে যেখানে ফিকশনাল অপারেশন মেগনিটুড তে তোমাকে খেলতে হবে। এটি ন্যাটো দ্বারা পরিচালিত এবং ইউরোপে যুদ্ধ টি হবে ইরান এবং অন্যান্য দেশের বিরুদ্ধে।

-

-

Waal

আরমা

CCCV

নির্মাতা:

বহিমিয়া ইন্টারএকটিভ

ইঞ্জিণ:

রিয়াল ভার্চুয়ালিটি ৪

মুক্তিপাবে:

২০১৩ - ২০১৪

সিরিজ:

আরমা

খেলাযাবে:

মাইক্রোসফট উইন্ডোজ এ

ধরণ:

  • মিলিটারী সিমুলেশন,
  • ট্রাকট্রিক্যাল শুটার,
  • ওপেন ওয়ার্ল্ড

খেলারধরণ

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলারভিডিও:

http://www.youtube.com/watch?v=0tOSjYgGvHw
http://www.youtube.com/watch?v=fiPf2lO-CXQ

সিস্টেমরিকোয়ারমেন্টস:

কমপক্ষে:

  • উইন্ডোজ ৭ / ৮ অপারেটিং সিস্টেম,
  • ইন্টেল কোর আই ৫ ২.৮ গিগাহার্টস অথবা এএমডি ফিনোম এক্স৪ গতির প্রসেসর,
  • ২ গিগাবাইট র‌্যাম,
  • এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ২৬০ অথবা এটিআই রাডিয়ন এইচডি ৫৭৭০ সিরিজের গ্রাফিক্স কার্ড সাথে ৮৯৬ মেগাবাইট ভির‌্যাম।
  • ১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস।
  • ডাইরেক্ট এক্স ১০ সাথে শেডার মডেল ৩.০।

MM

আরমা৩ গেমটির পটভূমি

২০৩০ সালের মাঝামাঝিতে, যেখানে ন্যাটো জোর করে গ্রিক আইল্যান্ড এ তাদের ক্ষমতা ধরে রাখতে চায় ইরানিয়ান মিলিটারীদের হাত থেকে। গেমটিতে তোমাকে ব্রিটিশ স্পেশাল ফোর্স সোল্ডার ক্যাপ্টেইন স্কট মিলার এর ভূমিকায় খেলতে হবে। গেমটির শুরুতে তোমাকে নিজে নিজে বেঁচে থাকতে হবে অনেকক্ষণ। তবে বলা বাহুল্য যে, গেমটি মিশনগুলো অনেক বড় বড়। তাই গেমটি খেলতে তোমার অবশ্যই ধৈর্য্য প্রয়োজন। গেমটিতে তুমি তোমার ক্যারেক্টার এর গেম স্টাইলের উপর নির্ভর করে ইউএভি, আর্টিলারী এবং এয়ার সাপোর্ট নিতে পারে।

গেমটির পটভুমি তে থাকছে এজিয়ান আইল্যান্ড। যেটি গ্রিস এ অবসি'ত। গেমটি সর্বউন্নত গ্রাফিক্স মডেল ব্যবহার করা হয়েছে। তাই আমাদেরকে একটু বেগ পেতে হবে গেমটিকে খেলার জন্য। গেমটিতে মোট ২৯৯ কিলোমিটারের গ্রাউন্ড রয়েছে, ৫০ টির বেশি গ্রাম রয়েছে যেখানে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়ি প্রবেশ এবং ধ্বংস যোগ্য। (বলে কি!!!!)

SC1

SC2

SC3

SC4

SC5

SC6

SC7

SC8

SC9

SC10

SC11

SC12

SC13

আরমা ৩ গেমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে বহিমিয়া ইন্টারএকটিভ এর নিজস্ব ইঞ্জিণ রিয়াল ভার্চুয়ালীটির নতুন ভার্সন। ফিজিক্স ২.০ থেকে ৩.০ তে আপগ্রেড করা হয়েছে। গেমটিতে গ্রাফিক্স আপগ্রেড হিসেবে আরো রয়েছে:

  • * এনহান্স মিশন এডিটর
  • * ডাইরেক্ট এক্স ১০, ১১ সার্পোট
  • * ২০ কিলোমিটার ভিউ ডিসটেন্স ( এর জন্যই ম্যাক্সিমাম লো কোয়ালিটির পিসিতে গেমটি চলবে না)
  • * র‌্যাগডল ফিজিক্স
  • * ফিজিক্স এর ৩.০ তম ভার্সন
  • * পানির নিচের জীবন- দুনিয়া
  • * অস্ত্র এবং ইউনিফ্রমেও ব্যবহার করা হয়েছে উচ্চ মানে গ্রাফিক্স
  • * ভলিউমেটিক ক্লাউডস (অসাম!!!)
  • * রেন্ডার টু টেক্সচার
  • * লাইটিং ইঞ্জিন আপগ্রেড
  • * জাভা সার্পোট
  • * হেলিক্‌পটার এর মডেল আপগ্রেড
  • * সিক্স ডিগ্রি ফ্রিডম আপগ্রেড ইত্যাদি

আরমা ৩ গেমটির পটভূমির জন্য ছবি এবং ভিডিও তুলতে গিয়ে গ্রিস এ একজন ডেভেলপার গ্রেফতার হয়েছেন। এছাড়াও ইরানের সরকার দেশটিতে আরমা ৩ গেমটি নিষিদ্ধ করেছে।

যাই হোক, রেডি হয়ে থাক পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স নিয়ে আরমা ৩ খেলার জন্য। আমি মনে করি এই গেমটি বাংলাদেশে খেলার উপযোগী হয়ে উঠবে ২০১৮ কিংবা ২০২১ সালের “ডিজিটাল বাংলাদেশে”!!!!

http://www.facebook.com/games.zone.bd

Games Zone HD

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কোর টু ডু এবং 2 জিবি ‌র‌্যাম এ খেলা যাবে এমন গেইমস এর এড্রেস দিলে খুব খুসি হব। টিউনের জন্য অনেক ধন্যবাদ

Level New

khub sundor. this reviews are awesome 😀

১টা ডিভিডি দেওয়া যাবে ভাই? গ্রামে থেকে এগুলো আমরা পাইনা