গেমস জোন [পর্ব-৩৪] :: প্ল্যানেট সাইড ২ (২০১২/শুটিং/মাল্টিপ্লেয়ার)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হ্যালো! কেমন আছো তোমরা? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব। আজকের পর্বে থাকছে আমাদেরই একজন রিডারের রিকোয়েস্টকৃত গেম নিয়ে রিভিউ। আজকের গেম প্ল্যানেট সাইড ২।

প্ল্যানেট সাইড ২ একটি ফ্রি টু প্লে ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম। অর্থ্যাৎ অনেকটা কাউন্টার স্ট্রাইক গেমস সিরিজের মতই। গেমটি নির্মাণ এবং প্রকাশ করেছে সনি অনলাইন এন্টারটেইমেন্ট। গেমটি ২০০৩ সালের প্ল্যানেটসাইড গেমটির সিকুয়্যাল এবং ২০১২ সালের ২০ নভেম্বর মুক্তি পায়। গেমটি এনাউন্স করা হয় জুলাই ৭, ২০১১ তে।  সিরিজের দ্বিতীয় গেমটিতে থাকছে ব্রান্ড নিউ গেম ইঞ্জিণ এবং শত শত প্লেয়ার এর সার্পোট ফিচার। গেমটির পটভূমি প্ল্যানেট এ্যাওরাক্সিস।

প্ল্যানেট  সাইড  

 

নির্মাতা  এবং  প্রকাশক:

সনি অনলাইন এন্টারটেইমেন্ট

ইঞ্জিণ:

ফোর্জলাইট ইঞ্জিণ

খেলা  যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ তে

সিরিজ:

প্ল্যানেটসাইড

মুক্তি  পেয়েছে:

নভেম্বর ২০, ২০১২ সালে

ধরণ:

অনলাইন মাল্টিপ্লেয়ার,

ফার্স্ট পারসন শুটার

খেলার  ধরণ:

মাল্টিপ্লেয়ার

পাওয়া  যাবে:

শুধু মাত্র ডাউনলোডে।

ট্রেইলার  ভিডিও:

http://www.youtube.com/watch?v=41QFL4QB3NE

http://www.youtube.com/watch?v=xgQxLVgbBtI

http://www.youtube.com/watch?v=r_htNqTRnv0

http://www.youtube.com/watch?v=Fb90FBLfPBA

সিস্টেম  রিকোয়ারমেন্টস:

কমপক্ষে:

মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,

ইন্টেল কোর ২ ডুয়ো ই৬৮৫০ অথবা এএমডি ফিনোম ২ এক্স২ গতির প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

২৫৬ মেগাবাইট এনভিডিয়া জির্ফোস ৮৬০০ অথবা এএমডি / এটিআই ৪৮৫০ সিরিজের গ্রাফিক্স কার্ড

১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

ডাইরেক্টএক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০

ভাল  ভাবে  খেলতে  হলে:

উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম,

ইন্টেল কোর আই৫ অথবা এএমডি ফিনোম ২ এক্স৬ গতির প্রসেসর,

৮ গিগাবাইট র‌্যাম,

১ গিগাবাইট এনভিডিয়া জির্ফোস জিটিএক্স ৫০০ অথবা এএমডি এইচডি ৬৮৭০ গ্রাফিক্স কার্ড,

১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৪.০

প্ল্যানেটসাইড ২ একটি সাইন্স ফিকশন অনলাইন মাল্টিপ্লেয়ার গেম যেটি সেট করা হয়েছে এ্যাওরাক্সিস আবিস্কার করার ৩০০ বছর পর। একটি যুদ্ধের জন্য তখন পৃথিবী প্রায় ধ্বংসের দিকে। গেমটি প্ল্যানেটসাইড গেমটি থেকে অনেক কিছুই ডুপ্লিকেইট ভাবে এসেছে। তবে গ্রাফিক্স এবং গেম-প্লে তে উন্নয়ন করা হয়েছে। গেমটিতে একসাথে প্রায় ২০০০ জন প্লেয়ার খেলতে পারবে! গেমটি খেলা যাবে ফার্স্ট পারসন ভিউতে। গেমটি শুটিং গেম। এছাড়াও গেমটির দিন-রাত এবং আবহাওয়া সিস্টেম খুউবই চমৎকার।

গেমটিতে ৬ ক্লাসের প্লেয়ার পাওয়া যাবে। প্রতিটি ক্লাসের ২ টি করে বিভাগ করেছে। তবে সবারই হ্যান্ডগান এবং ছুড়ি অস্ত্র রয়েছে। ক্লাসগুলো হলো:

১। লাইট এসল্ট: এটি জেটপ্যাক ট্রুপার, এই গ্রুপ গ্রেণেড এবং এক্সপ্লোসিভ এক্সপার্ট।

২। হেভি এসল্ট: এটি একটি হেভি এন্টি-ইনফেন্টি এবং এন্টি-ভিয়েকল ইউনিক বা গ্রুপ। এটি হেভি টাইপের অস্ত্র ব্যবহার করে।

৩। মেডিক: এটি হসপিটালিটি গ্রুপ

৪। ইঞ্জিনিয়ার: এটি গাড়ি রিপেয়ার করতে পারে।

৫। ইনফিলট্রেটর: এটি একটি স্নাইপার গ্রুপ।

৬ মেকানিজেড এসল্ট ইক্সো (ম্যাক্স): এটি একটি রোবোটিক গ্রুপ।

এই ক্লাস গুলো কোনো নিদিষ্ট ক্যারেক্টারে সীমাবদ্ধ নয়। তুমি চাইলে গেমটি খেলার যেকোনো সময়  ক্লাস পরিবর্তন করতে পারো।

এছাড়াও গেমটিতে মোট ১১ প্রকারের গাড়ি রয়েছে। এদের মধ্যে রয়েছে ফ্ল্যাশ এটিভি, গ্যালাক্সি এয়ার ট্রান্সপোর্ট, লিবারেটর বোম্বার ইত্যাদি।

গেমটির ইঞ্জিণ ফোর্জলাইট বানানো হয়েছে এনভিডিয়ার ফিজিক্স থেকে। এতে গেমটির জীবন- এফেক্ট খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

প্ল্যানেটসাইড ২ গেমটি ফ্রি টু প্লে। অথ্যার্ৎ বিনামুল্যে তুমি ডাউনলোড করতে পারবে। যদিও অফিসিয়াল ভাবে বাজারে এটি ডিভিডি আকারে ছাড়ে নি। গেমটির কথা প্রথম শুনা যায় ২০০৯ সালে। খুব শীঘ্রই গেমটি ম্যাক ভার্সন আসছে।

ডাউনলোড:

http://www.launch.soe.com/installer/PS2_setup.exe

আশা করবো আজকের গেমস জোন তোমাদের ভাল লেগেছে। গেমস জোন যদি তোমাদের ভাল লাগে তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন্ট করতে ভুলো না যেন।

http://www.facebook.com/games.zone.bd

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Not Found

Sorry, but you are looking for something that isn’t here. —???

Level 0

Not Found

Sorry, but you are looking for something that isn’t here. —??? eta lekha ase …. r counter strike go er multiplayer khelte chai online e …pls valo 1ta torrent link o share kren jdi paren ..

The link is not working.Please update link.