গেমস জোন [পর্ব-৯৫] :: Arma 2 (2009/Military Shooter/Dual Core)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

আরমা ২ একটি মিলিটারী সিমুলেশন ভিডিও গেম শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য। নির্মাণ করেছে বোহিমিয়া ইন্টারএকটিব স্টুডিও। গেমটি অপারেশন ফ্ল্যাশপয়েন্ট সিরিজের অফিসিয়াল সিকুয়্যাল। গেমটি প্রথমে মে ২০০৯ সালে লিমিটেড রিলিজ পায়। পরে জুন এবং জুলাই ২০০৯ সালে পূর্ণদমে মুক্তি পায়। গেমটি একটি এক্সপেনশন প্যাক আরমা ২: অপারেশন এ্যারোহেড মুক্তি পায় ২০১০ সালে। জুন ২০১১ সালে গেমটির একটি “ফ্রি-টু-প্লে” ভার্সন মুক্তি দেওয়া হয়, যেখানে ফুল মাল্টিপ্লেয়ার এবং লিমিটেড সিঙ্গেল প্লেয়ার মোড ফিচার করা হয়।

আরমা ২ গেমটির নামকরণ ল্যাটিন শব্দ “আরমা” হতে নেওয়া হয়েছে, যার অর্থ হলো “অস্ত্র, সৈন্য এবং যুদ্ধ”। সিরিজের প্রথম গেমটির নাম ছিল আরমেড এসাল্ট তাই গেমটিকে অনেকেই আরমেড এসাল্ট ২ বলে আখ্যায়িত করে থাকেন।

গেমটির গেমপ্লে একটি ট্রাগট্রিক্যাল শুটার যেটি ফোকাস করবে প্রাইমারী কমবাট এর উপর। প্লেয়ার তার স্কোর্য়াড মেমবারদের ম্যাপের সাহায্যে আদেশ দিতে পারবে। মজার ব্যাপার হলো যে, তোমার স্কোর্য়াড মেমবাদের উপর যদি তুমি ভালো ব্যবহার না করো তাহলে তারা থতমত খেয়ে যাবে এবং তোমার শত্রু ফোর্সেদের গুরুত্বপূর্ণ মিশন তথ্য দিয়ে দিতে পারে এককথায় বেঈমাণী করতে পারে!! হাহাহাহা। গেমটির ক্যামপেইন সিঙ্গেল প্লেয়ার হিসেবে অফলাইনে এবং অনলাইনে কো-অপারেটিভ মোডে চার জন সদস্য দিয়ে খেলা যাবে।

আরমা ২

 

নির্মাতা:

বহিমিয়া ইন্টারএকটিভ

ইঞ্জিণ:

রিয়াল ভার্চূয়ালিটি ৩

খেলা যাবে:

শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজে

মুক্তি পেয়েছে:

জুন-জুলাই ২০০৯ সালে

ধরণ:

ট্রাকট্রিক্যাল শুটার,

মিলিটারী সিমুলেশন,

ওপেন ওয়ার্ল্ড

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টস:

কোয়ার্ড কোর ২.৮ গিগাহাটর্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম.

জিফোর্স ৮০০০ জিটি অথবা রাডিয়ন ৪৮৫০ গ্রাফিক্স কার্ড,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,

১০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০

 

আরমা ২ গেমটি সিঙ্গেল প্লেয়ার ক্যামপেইন সেট করা হয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবর ২০০৯ সালে সাউথ জাগোরিয়াতে। সাউথ জাগোরিয়া একটি ফিকশনাল শহর যা বাস্তবিক ডিসেন এবং উস্তি ন্যাড লাবেম এর মধ্যে করা হয়েছে। এগুলো চেক রিপাবলিক দেশের বহিমিয়া অঞ্চলের চেক স্ট্রিডোহোরি নামক জায়গায় অবস্থিত। ‍কি কঠিন নাম রে বাবা!

২০০৯ সালের শেষের দিকে, গেমটির পটভূমির শহর চিরনারুস (ব্ল্যাক রাশিয়া) তে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করতে থাকে। যেখানে স্থানীয় সরকার চেষ্টা চালাচ্ছে প্রো-কমিউনিস্ট রেবেলসদের হাতে অভারথ্রউন না হতে। এই রেবেলসদের সবচেয়ে শক্তিশালি গ্রুপ যার নাম চিরনারাশিয়ান মুভমেন্ট অফ দ্যা রেড স্টার সংক্ষেপে ChDKZ এর লিডার একজন কমিউনিস্ট রিভলুশনারি, নাম গ্রিগরি শার্ক লপুটেভ। বহু মাসের সিভিল যুদ্ধের পরও ChDKZ স্থানীয় সরকারকে বাহুতে আনতে না পারায় তারা এখন সোশিয়ালিস্ট রিপাবলিক অফ চারনারুশ এর ‍উপর সেট হয়েছে। দেশটির সরকার আর্ন্তজাতিক সাহায্য চেয়েছে এইসব রেবেলদের হাত থেকে বাঁচার জন্য। ইউনাইটেড স্টেটস তাদের সাহায্যের ডাকে সাড়া দিয়ে দেশটিতে একটি ইউ.এস ন্যাভি এক্সপিডিশনারী স্টাইক গ্রুপ পাঠায়। তবে এরপরও ChDKZ কে হারাতে পারে না।

এরপর রেবেলদের গ্রুপটি সমুদ্র অঞ্চল ইউটেস আইল্যান্ডকে দখলে নিয়ে যায়। এরপর দেশটির সেনাবাহিনী একটি চার্চে রিগ্রুপ করে ChDKZ এর উপর পাল্টা হামলার জন্য। তবে তারাও ChDKZ এর কাছে হেরে যায়। পরে আমেরিকান সৈন্যদের একটি জাহাজ আইল্যান্ডদের অপর দিক হতে আমেরিকান সৈন্যদের আইল্যান্ডে নিয়ে আসে এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ChDKZ পরাজিত হয় এবং আইল্যান্ডকে স্বাধীন করা হয়।

গেমটির Endings কয়েকরকম। এবং এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। এছাড়াও একটি গোপনীয় Enging ও রয়েছে গেমটিতে।

ফিচার সমূহ:

গেমটিতে টোটাল ১১টি সৈন্য সংস্থা রয়েছে:

আরমা ২ গেমটিতে ৮০টি রিয়েলাস্টিক অস্ত্রভান্ডার রয়েছে। এদের মধ্যে রয়েছে এসাল্ট রাইফেল, মেশিন গান এবং মিসাইল লাঞ্চার। এছাড়াও গেমটিতে ১৩০ রকমের গাড়ি রয়েছে, এসমস্ত গাড়িগুলো প্লেয়ার চালাতে পারবে। এদের মধ্যে সাধারণ গাড়ি থেকে ট্রাক এবং সাইকেলও রয়েছে। এছাড়াও যুদ্ধ বিমানও চালানো যাবে তবে এগুলোতে অল্প পরিমাণ ফুয়েল সিস্টেম রয়েছে।

গেমটি তৃতীয় প্রজন্মের রিয়াল ভার্চূয়ালিটি গেম ইঞ্জিণ ব্যবহার করা হয়েছে যা প্রায় ১০ বছরের বেশি সময় নিয়ে নির্মাণ করা হয়েছিলো। ইঞ্জিনটির মিনিমাম সার্পোট ডাইরেক্ট এক্স ৯ সাথে শেডার মডেল ৩.০।

ইঞ্জিণটি ফিচার করে জীবন্ত দিন-রাত চক্র, আবহাওয়া পরিবর্তন, কুয়াশা এবং ধোঁয়া এবং ভিউ ডিস্টেন্স ১৫ কিলোমিটার! গেমটির এজেন্ট সংখ্যা তোমার পিসির গতির উপর নির্ভর করে।

আরমা ২ গেমটির মোট ছয়টি এক্সপেনশন প্যাক মুক্তি দেওয়া হয়:

Name

Release date

Type

Source

Notes

Arma 2: Operation Arrowhead29 June 2010[33]Standalone Expansion packDVD
Download
Arma 2: Combined Operations29 June 2010[34]Standalone Expansion packDVD
Download
Arma 2 + Arma 2: Operation Arrowhead
Arma 2: British Armed Forces26 August 2010[35]Expansion packDownloadUnits of the British Armed Forces
Arma 2: Private Military Company30 November 2010[36]Expansion packDownloadUnits of private military companies
Arma 2: Reinforcements1 April 2011[37]Standalone Expansion packDVD
Download
Addons British Armed Forces + Private Military Company
Arma 2: Army of the Czech Republic1 August 2012[38]Expansion packDownloadUnits of the Army of the Czech Republic

সিকুয়্যাল:

১৯ মে, ২০১১ সালে নির্মাতা বহিমিয়া ইন্টারএকটিভ অফিসিয়াল ভাবে আরমা ৩ গেমটির নির্মাণ কাজের কথা বলেন। আরমা ৩ গেমটিতে র‌্যাডিক্যাল গেম ইঞ্জিণ আপগ্রেড এবং ইউনিক স্যান্ডবক্স স্টাইল মিলিটারী গেমপ্লে সিস্টেম ফিচার করবে। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য ২০১৩ সালের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে। বিস্তারিত জানতে গেমস জোনের  ১৭ তম পর্বে দেখ:

গেমস জোন [পর্ব-১৭] :: (প্রিভিউ) ARMA III (২০১৩/মিলিটারী শুটিং)

ডাউনলোড:

Installation instructions:
1. Vksnit 7.7 MB Ian modes file with Daemon Tools 4.30.04-
2. This key is set to play through: G049-HT8GW-FK40Z-GCHDX-1H749
3. Install patches PATCH
4. Game gainglisurebis for vakopirebt files from archive edds> ARMA2.ENG.LANG folder, sda is the game is installed.
5. The Russification of vakopirebt files from archive: edds> ARMA2.RUSS.LANG game folder
6. Tablet vakopirebt from the archive Crack> ARMA2.CRACK game folder.

CD Key:

G049-HT8GW-FK40Z-GCHDX-1H74

Download:

ftp://serv1.2fun.ge/games/ArmA%202%20%20Armed%20Assault%202%20(2009ENGGERRUS)/2fun.ge_Arma2.rar

Edds:

ftp://serv1.2fun.ge/games/ArmA%202%20%20Armed%20Assault%202%20(2009ENGGERRUS)/edds2fun.ge.rar

একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৭৩টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৪ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.iom

http://www.banglafamily.com

http://www.pchelplinebd.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার ftp server থেকে assasin’s creed brotherhood নামালাম। ইন্সটল করার সময় সব দেখি রাশিয়ান ভাষা। কিছুখন পর কি যেন ফাইল মিসিং , ইন্সটল হ্ল না। আমার ডাটা পুরাই নষ্ট