গেমস জোন [পর্ব-১১৯] :: Forza Motorsport 3 (২০০৯)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হাই। কেমন আছেন? 🙂 ইদানিং বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। স্বস্তির বৃষ্টি। তাই আপনারা মনে হয় "কুল" আছেন (!)। 😉

নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকের পর্বে থাকছে একটি সুন্দর রেসিং গেম ফোর্জা মটরস্পোর্ট ৩

Forza Motorsport 3

 

Developer:

Turn 10 Studios

Publisher:

Microsoft Game Studios

Series:

Forza Motorsport

Engine:

Proprietary

Platform:

Xbox 360

Release Date(s):

October 22, 2009 (on Japan)

October 23, 2009 (on Australia & Europe)

October 27, 2009 (on North America)

Genre:

Racing

Mode(s):

Single-player,

Multiplayer.

Raiting(s):

ESRB: E

OFLC: G

PEGI: 3

রেসিং গেম বলতে আমরা নিড ফর স্পিড কেই বুঝি। কিন্তু নিড ফর স্পিড ছাড়াও আরো অনেক ভাল ভাল রেসিং গেম রয়েছে। তাদের মধ্যে একটি হল ফোর্জা মটরস্পোর্ট ৩। 8)

ফোর্জা মটরস্পোর্ট ৩ গেমটি ফোর্জা মটরস্পোর্ট গেম সিরিজের ৩য় গেম। গেমটি ফোর্জা মটর স্পোর্ট ২ এর সিকুয়্যাল। গেমটি ৪০০টির বেশি গাড়ি (আল্টিমেইট ভার্সনে ৫০০+) সাপোর্ট করে ৫০টি কোম্পানি থেকে এবং ১০০ টির বেশি ট্যাক রয়েছে।

৪০০টি গাড়ির মধ্যে সাধারণ গাড়ি থেকে শুরু করে রেসিং গাড়ি পযর্ন্ত ব্যাপ্ত। এদের মধ্যে

American Le Mans Series  ও রয়েছে।

গেমটির কভার আর্ট এ রয়েছে US-spec Audi R8. এবং সিরিজের ১ম বার কভার আর্ট এ এমন একটি ফিচারিং গাড়ি ব্যবহার করা হয়েছে যেটি রেসিং গাড়ি নয় এবং টিউনড নয়।

সিরিজের এই নতুন ভার্সনে নতুন কিছু আপগ্রেড যুক্ত করা হয়েছে। সেগুলো হল:

a) In-Car Driving View,

b) One Button Assisted Driving,

c) SUVs (Mostly Crossovers)

d) New Series of Stock Cars.

e) Ability to Paint and upgrade ALL CARs.

f) Ability to create in-game videos and upload them to the Forza Motorsport website.

গেমটি ২টি ডিভিডির মাধ্যমে বাজারে আসে। একটি নরমাল ডিভিডি আরেকটি এক্সটা ফিচার সম্বলিত ডিভিডি।

গেমটিতে নতুন ভাবে সিঙ্গেল-প্লেয়ার সিজন যুক্ত করা হয় । এর মাধ্যমে আপনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় যখন খুশি যেখানে খুশি ইভেন্ট নিয়ে খেলতে পারবেন ২০০টির ও বেশি ইভেন্ট এর মধ্য থেকে যাদের মধ্যে Circuit, Oval, Drag, Drift and Timed Events রয়েছে।

সিরিজের এই গেমটিতে কয়েকটি রিয়াল লাইভ রেসিং ট্যাক যুক্ত করা হয়েছে। সেগুলো হল:

1) Circuit de la Sarthe,

2) Circuit de Catalunya,

3) Road Atlanta,

4) Road America,

5) Twin Ring Motegi,

6) Silverstone,

7) Laguna Seca,

8) Tsukuba,

9) Mugello Circuit,

10) Sebring International Receway,

11) Suzuka Circuit,

12) Nurburgring Nordschleife

গেমটির অন-লাইন মাল্টিপ্লেয়ার মোড এ প্লেয়ার সকল গেম রুলস এ একসেস করতে পারে।

ফোর্জা মটরস্পোর্ট ৩ গেমটি তাদের নতুন Accessibility ফিচার গেমটিতে যুক্ত করে। এটি একটিভ থাকলে অটোমেটিক acceleration and braking হবে। আপনাকে শুধু ডানে-বামে গাড়িকে ঘুরাতে হবে।

ফোর্জা মটরস্পোর্ট ৩ গেমটি ২টি এডিশনে রিলিজ হয়।  Standard and Limited Edition.

লিমিটেড এডিশনে ফোর্জা ব্যান্ড এর ইউ.এস.বি স্টিক, কী চেইন, 1টি ভি.আই.পি মেম্বারশিপ কার্ড যেটি অনলাইনে খেলার জন্য দরকার, ৫টি এক্সক্লুসিভ গাড়ি এবং ফোর্জা মটরস্পোর্ট ৩ থিম এক্স.বক্স ৩৬০ এর জন্য যুক্ত করা হয়।

সেপ্টেম্বর, ২০০৯, গেমটি রিলিজের এক মাস পর মাইক্রোসফট গেমটির special limited edition Xbox 360 console for Forza Motorsport 3 বাজারে আনে। এতে রয়েছে গেমটির স্ট্যান্ডার্ড এডিশন ২টি ডিভিডি, ২৫০জিবি হার্ড ড্রাইভ, ২টি ওয়্যারলেস কনট্রলারস এবং এশটি ওয়্যারলেস হেডফোন।

গেমটি রিলিজের ১ বছর পর, অক্টোবর ২০১০ এ, মাইক্রোসফট গেমটির Ultimate Collection ভার্সন রিলিজ করে। এই ভার্সনে রয়েছে:

1) All DLC,

cars:

2) Plymouth Cuda,

3) Jaguar D-Type,

4) Lancia 038,

5) Porsche 550,

6) “stig’s” DLC Garage Car Pack,

7) Mercedes-Benz SLS AMG,

8) Koenigsegg CCX,

9) Lexus LFA

Aggregate Scores

Aggregator

Score

Game Rankings92.13%
Meta Critic92 / 100

Review Scores

Publication

Score

Computer and Video Games9 / 10
Edge9 / 10
Euro gamer9 / 10
G4*****
GameSpy****
GameSpot9.5 / 10
GamesRadar10 / 10
GameTrailers9.2 / 10
IGN9.4 / 10
Official Xbox Magazine9.5 / 10
Team Xbox9.5 / 10

Awards

Name

Awards

2009 Spike Video Game AwardsBest Driving Game
GamespotDriving Game of the year 2009
Ablegamers mainstream AccessibleGame of the year 2010
IGNBest Xbox 360 Racing Game
G4TVBest Racing Game of the year 2009
CNNTechBest Racing Game of 2009
2009 Crystal AwardDriving Game of the year
GameTrilersBest Racing Game of 2009

আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৯৩টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটাতো খালি Xboxএর জন্যে। PC বা PS version নাই.. .