গেমস জোন [পর্ব-১৩৯] :: NFS Undercover (2008)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

আমার খেলা নিড ফর স্পিড এর সবচেয়ে ভাল ড্রাইভিং হ্যান্ডেল’ওয়ালা গেম এটি! অসাধারণ হ্যান্ডেল গাড়ির! চালিয়ে মজা পেয়েছি! হু! গেমস জোনের নতুন পর্ব নিয়ে আমি চলে এলাম টেকটিউনস এর দুনিয়ায়! গেমস জোন এখন প্রফেশনাল বাংলা গেমিং রিভিউ এবং প্রিভিউ পর্যায়ে চলে এসেছে। গত দুটি পর্বে তোমরা তা বুঝতে পেরেছো। তবে গেমস জোনের আসল মজা কিংবা আসল পর্যায় কিন্তু এখনো আসে নি!

নিড ফর স্পিড: আন্ডারকভার একটি একশন ড্রাইভিং গেম মুক্তি পেয়েছে ২০০৮ সালের নভেম্বরে। গেমটি নিড ফর স্পিড সিরিজের ১২তম সংস্করণ। সিরিজের আগের গেম “প্রোস্টিস্ট” তেমন বাজার মাতাতে না পারায় গেমটিতে “মোষ্ট ওয়ান্টেড (২০০৫) এবং আন্ডারগ্রাউন্ড ২” গেমসগুলোর গেম-প্লে উপাদান নেওয়া হয়েছে এবং নতুন কয়েকটি গেম-প্লে উপাদান যুক্ত করা হয়েছে।

গেমটির কাহিনী হলো একজন পুলিশ অফিসার ফিকশনাল ট্রি-সিটির ক্রিমিনাল আন্ডারগ্রাউন্ডে আন্ডারকভার (গুপ্তচর) হিসেবে যায়। প্লেয়ার বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ (JOB) এর মাধ্যমে একটি আর্ন্তজাতিক ক্রাইম সংস্থাকে গ্রেফতার করতে হবে। প্লেয়ার এর সাথে পুলিশের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো চেজ লিন, তার ভূমিকায় অভিনয় করেছেন ম্যাগি কিউ (Maggie Q)

নির্মাতা:

ইএ ব্ল্যাক বক্স

প্রকাশক:

ইলেক্ট্রনিক আর্টস

সিরিজ:

নিড ফর স্পিড

মুক্তি পেয়েছে:

নভেম্বর ১৮ – ২০, ২০০৮ সালে

খেলা যাবে:

পিসি,

প্লে-স্টেশন ৩,

প্লে-স্টেশন ২,

প্লে-স্টেশন পোর্টেবল,

এক্সবক্স ৩৬০,

ঊইই,

নিনটেনডু ডিএস,

নে-গেইজ,

আইফোন

ধরণ:

রেসিং

রেটিং:

T (Teen)

12+

সিস্টেম রিকোয়ারমেন্টস:

অপারেটিং সিস্টেম সার্পোট:

উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২) থেকে উইন্ডোজ এইট (৩২ এবং ৬৪বিট)

ডাইরেক্ট এক্স এবং পিক্সেল শেডার / শেডার মডেল:

ডাইরেক্ট এক্স অপারেটিং সিস্টেম ভেদে ৯.০ থেকে ১১.০ পর্যন্ত সার্পোট করবে আর পিক্সেল শেডার ২.০ থেকে সার্পোট করবে।

হার্ডডিক্স খাবে:

মুভি এবং গান এবং এক্সট্রা ডায়ালগ ছাড়া > ৩.৫০ গিগাবাইট (বাংলাদেশে প্রচলিত)

পূর্ণ সংঙ্করণ > ৬ গিগাবাইট

সর্বনিম্ন গ্রাফিক্স + ৬০/৭০% স্পিড:

পেন্টিয়াম ৪ - ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

২৫৬ মেগাবাইট রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স কার্ড

সর্বনিম্ন গ্রাফিক্স + ৯৬% স্পিড:

ডুয়াল কোর ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইট বিল্ট-ইন / অন বোর্ড এজেপি

সর্বোচ্চ গ্রাফিক্স + ৯০% স্পিড:

ডুয়াল কোর ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড

এইচডি গ্রাফিক্স + ৯৯% স্পিড:

কোর ২ ডুয়ো ২.০ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড

 

কাহিনীচক্র:

গেমটি শুরু হয় ক্যামেরাকে একটি সাগরের পাড় হতে ঘুরিয়ে পুলিশের হেলিক্পাটারে নিয়ে ট্রি-সিটির দিকে যাচ্ছে এমন অবস্থায়। পরে দেখা যায় যে প্লেয়ার একটি নিশান ৩৭০জেড গাড়ি চালাচ্ছে এবং ট্রি-সিটির পুলিশের কাছ থেকে পালানো চেষ্টা করছে। তবে একটি রোডব্লকের সাথে প্লেয়ারে গাড়ি ধাক্কা খায় এবং এই কাহিনী শেষ!

পরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে প্লাম হারবর পুলিশ স্টেশনে জ্যাক এম. ক্যালার এবং চেজ এর সাথে প্লেয়ারের কথাবার্তা হচ্ছে দেখা যায়। সেখানে জ্যাক বলে যে পুলিশের উপরের স্তরের লোকজন ট্রি-সিটি পুলিশকে চাপ দিচ্ছে সমুদ্র বন্দর হতে গাড়ি চুরির মামলায়। পরে আরো জানা যায় যে প্লেয়ারকে আন্ডারকভারে মানে গুপ্তচরে পাঠানো হয়েছে এই মামলায় প্রমাণ খোঁজার জন্য, এখানে পুলিশের নজর একটি আর্ন্তজাতিক অপরাধ সংস্থার প্রতি রয়েছে, তবে উপযুক্ত প্রমাণের জন্য গ্রেফতার করতে পারছে না। (এই ফ্ল্যাশব্যাকের দৃশ্যগুলো তুমি দেখতে পারবে না যদি তোমার গেমের সংঙ্করণে মুভিস বাদ দেওয়া থাকে)

 

গেমটির আসল গেম-প্লে শুরু হয় প্লেয়ার কে একটি নীল নিশান ২৪০এসএক্স গাড়িতে করে চেজ এর নির্দেশে “Hit the Streets” বা রাস্তায় জনপ্রিয় হতে। যতটা সম্ভব ততটা রেস জিততে হবে এবং ক্রিমিনালদের সামনে প্লেয়ারকে জনপ্রিয় হতে হবে। ক্রিমিনালদের যাতে সন্দেহ না হয় যে প্লেয়ার একজন পুলিশ তাই প্লেয়ারকে পুলিশের বিরুদ্ধেও খেলতে হবে।

বসসমূহ:

> হেক্টর

> জ্যাক

> নিক্যাল

> রোওস

> জিম্যাক

> চেজ লিন

প্লেয়ারকে প্রথমে কয়েকটি রেস জিতে রেপুটেশন অর্জন করতে হবে। একে “Wheelman Level” বলা হয়। পর্যায়ক্রমে রেসসমূহ জয় করে গেমটির প্রথম বস জ্যাক মারিও এবং তার ভাই। পরে প্লেয়ারকে একটি কাজ দেওয়া হয় যে গাড়ি চুরি এবং পুলিশের ধ্বংস বা ক্ষতি করতে বসের নির্দেশে। এভাবে প্রতিটি বসের কয়েকটি কাজ করে বসের বিরুদ্ধে রেস করে গেমটিতে এগিয়ে যেতে হবে। গেমটিতে নিচের কাজ (JOB) মিশন রয়েছে:

Betrayed

Deuce

Double Trouble

Duel

Eyes in the Sky

Grand Theft 5-0

Grease Monkey

Hornets Nest

Hot Item

Hunted

Kingpin

Lightspeed

Loco

Meet Carmen

Mystery Job

Nick of Time

Palm Harbor Rally

Payback

Rematch

Road Rage

Rocket Ride

Rollercoaster

Rush Hour

See Carmen

Showdown

Sideshow

Special Delivery

The Feds

The Game

The Trap

Training Wheels

Transporter

Tri-City Tournament

Versus

গাড়িসমূহ:

গেমটিতে গাড়িগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো পার্থক্য হচ্ছে গাড়ির গতি, হ্যান্ডেল এবং সংস্করণের ভিক্তিতে এবং গাড়িসমূহকে “আমেরিকান, ইউরোপিয়ান এবং জাপানিজ” বিভাগে ভেদ করা হয়েছে। নিচে গেমটির “পিসি, এক্সবক্স ৩৬০ এবং পিএস৩” সংস্করণের সবগুলো গাড়ি দেখানো হলো:

 
Chevrolet Chevelle SS

গেম-প্লে:

সিরিজের আগের গেম “প্রোস্ট্রিস্ট” এর গেম-প্লে উপাদান গেমটির অজনপ্রিয়তার জন্য সড়িয়ে নিয়ে আন্ডারকভারে সিরিজের ২০০৫ সালের মোষ্ট ওয়ানটেড এবং আন্ডারগ্রাউন্ড ২ গেমটির অধিকাংশ গেম-প্লে গেমটিতে আনা হয়েছে। নতুন ফিচার হিসেবে রয়েছে নতুন ফিজিক্স হ্যান্ডল সিস্টেম “হিরোইক ড্রাইভিং ইঞ্জিণ”। এতে গেমটির গাড়িগুলো চলমান অবস্থায় ১৮০ ডিগ্রি এঙ্গেলে টার্ন নিতে পারবে যা খুউবই উপভোগ্য এবং মজার।

গেমটিতে ফিকশনাল শহর ট্রি-সিটি বেয় এরিয়াকে বেছে নেওয়া হয়েছে পটভূমি হিসেবে। শহরটি চারটি অঞ্চলে বিভিক্ত: গোল্ড কোষ্ট মাউন্টেনস, প্ল্যাম হারবোর, পোর্ট ক্রিসেন্ট এবং সানসেট হিলস। অঞ্চলগুলো হাইওয়ে দ্বারা সংযুক্ত। গেমটি শুধুমাত্র দিনের বেলার আবহাওয়া ফিচার করে।

ইভেন্ট সমূহ:

গেমটিকে প্লেয়ার ক্যারিয়ার, কুইক রেস, চ্যালেঞ্জ সিরিজ এবং অনলাইন মাল্টিপ্লেয়ারে অংশগ্রহণ করতে পারবে।

> চেকপয়েক্ট রেস: প্লেয়ারকে নিদির্ষ্ট সময়ের ভিতর “পয়েন্ট-টু-পয়েন্ট” রেস শেষ করতে হবে।

> সার্কিট রেস: প্লেয়ারকে নিদির্ষ্ট ল্যাপের ভিতর ৮ জনের বিরুদ্ধে রেস করতে হবে।

> স্প্রিন্ট রেস: প্লেয়ারকে ৮ জনের বিরুদ্ধে  “পয়েন্ট-টু-পয়েন্ট” রেস করতে হবে।

> হাইওয়ে ব্যাটল: প্লেয়ারকে হাইওয়েতে ট্রাফিক সম্বলিত রাস্তার বিভিন্ন রিভালসদের বিরুদ্ধে রেস করতে হবে।

> আউটরান: প্লেয়ারকে হবিভিন্ন রিভালসদের বিরুদ্ধে তাদের গাড়ির আগে বিভিন্ন দূরুত্বে এগিয়ে রেস করতে হবে।

বিবিধ:

> গেমটির ট্রাফিক মডেল “বার্নাআউট প্যারাডাইস” গেমটি হতে নেওয়া হয়েছে।

> গেমটিতে গাড়ির শ্রেণী বিভাগে মিশ্র গতির গাড়ি ব্যবহার করা হয়েছে।

> গেমটিতে “ট্রান্সপোরটার” এবং “গ্রান্ড থেফট” নামগুলো ব্যবহার করা হয়েছে যা যথাক্রমে ২০০৫ সালে ছবি “ট্রান্সপোরটর ২” এবং “গ্রান্ড থেফট অটো” গেমস সিরিজকে নির্দেশ করে

> গেমটিকে ইন্ডিয়ার জোহাল এবং শিখদের স্মৃতিচারণের জন্য উৎসর্গ করা হয়েছে, কারণ শিখরা ব্ল্যাক বক্স গেমস এর কো-ফাউন্ডার এবং জোহালরা ইঞ্জিয়ার পরিচালক ছিলেন। এজন্য গেমটিতে শত্রুর নাম হিসেবে ইন্ডিয়ান নাম পাবে বেশি।

> নিড ফর স্পিড দ্যা রান গেমটির আগে আন্ডারকভার সিরিজের শেষ গেম ছিল যেটিতে কাহিনীচক্র এবং চরিত্রসমূহ আনা হয়েছে।

> আন্ডারকভাব গেমটি সিরিজের শেষ গেম যেখানে পুলিশ সিভিক ক্রুসারস (Police Civic Cruisers) ব্যবহার করা হয়েছে।

> গেমটি সিরিজের সর্বশেষ গেম যেটি প্লে-স্টেশন ২ এর জন্য মুক্তি পেয়েছে।

*************************************

চিটকোড সমূহ:

 

^ গেমটির ক্যারিয়ার মোড চলমান অবস্থা গেমটি পজ (Pause) করে অপশন মেনুতে যেতে হবে। এরপর সিক্রেট কোডস অপশনে গিয়ে নিচের কোডগুলো যথাযথ ভাবে টাইপ করতে হবে। মনে রাখবে, একটি প্রোফাইলে নিচের কোডগুলো শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। এবং গাড়িসমূহ শুধুমাত্র কুইক রেস এর জন্য আনলক হবে:

S1D3K1CK                    - $15,000

$EDSOC or %%$3/"            - $10,000

-KJ3=E or .+)3>$            - NFS.com Lotus Elise Bonus Car

"9:G3IF or "9;&4)%          - Die-Cast Audi R8 Bonus Car

)B7@B= or *!7A!=            - Die-Cast BMW M3 E92 Bonus Car

!K?MMF0 or "*@--%0          - Die-Cast Chevrolet Camaro Concept Bonus Car

!C6;C>E or ""6<"?$          - Die-Cast Dodge Viper SRT10 Bonus Car

0;5M2; or 0;6,2;            - Die-Cast Lexus IS F Bonus Car

!7I3JMI or !8(4*-(          - Die-Cast Lexus IS F(alternate color)Bonus Car

?P:COL or @/;#/+            - Die-Cast Nissan 240SX (S13) Bonus Car

NeedForSpeedShelbyTerlingua - Shelby Terlingua Bonus Car

i3kxodepfc                  - Die-Cast Ford Mustang GT Car

citwoxq53f                  - Die-Cast chevrolet Camaro Concept Bonus Car

qlcukc4bqm                  - Die-Cast Dodge Charger(1969)Bonus Car

28P:I;                      - Die-Cast Posche 911 Turbo Bonus Car

!2ODBJ: or !3/$"):          - Die-Cast Volkwagen R32 Bonus car

yp}jwa or "90=*6@           - Die-Cast Nissan GT-R (R35) Police Bonus car

বিকল্প চিট:

এখন পর্যন্ত গেমটির যাবতীয় সকল ট্রেইনার পরখ করে দেখেছি যে ট্রেইনারগুলো ব্যবহার করলে গেমটি ক্র্যাশ খায়! যেহেতু আমার কাছে অরিজিনাল সংস্করণটি রয়েছে তাই এমনটি হতে পারে আবার তোমাদের কাছে যেই সংস্করণটি রয়েছে সেখানে ট্রেইনার কাজ করলেও করতে পারে। তবে যাদের ট্রেইনার কাজ করে না তাদের জন্য রয়েছে বিকল্প পদ্ধতি:

প্রথমে চিট ইঞ্জিণ সফটওয়্যারটি ডাউনলোড করে নাও:

http://cheatengine.org/

১। গেমটি চালু করো > গাড়ির দোকানে যাও > যে গাড়িটি পছন্দ হয় সেটি সিলেক্ট করো (অবশ্যই আনলক হওয়া থাকতে হবে >

২। গাড়িটির দাম মনে রাখো

৩। এবার চিট ইঞ্জিণ সফটওয়্যারটি চালু করো >

৪। ফাইল মেনুর নিচে কম্পিউটার আইকনে ক্লিক করো > প্রসেসর লিষ্ট আসবে > সেখান থেকে nfs.exe ফাইলটি সিলেক্ট করো > ওপেন কমান্ডে ক্লিক করো।

৫। এবার প্রোগ্রাম টির ডান দিকে দেখো ভ্যালু নামে একটি অংশ রয়েছে > সেখানে গাড়িটির দাম লিখো > First Scan কমান্ডে ক্লিক করো > স্ক্যান হবে।

৬। স্ক্যান হবার পর বাম দিকে ভ্যালুগুলো আসবে > সবগুলো ভ্যালু সিলেক্ট করে নিচের লার তীর চিহ্নে ক্লিক করতে হবে, এতে নিচের দিকে ভ্যালুগুলো আসবে।

৭। এরপর নিচের দিকেও আবারো সবগুলো ফাইল সিলেক্ট করে এন্টার (Enter) কী চাপতে হবে > এবার তোমার ইচ্ছে মতো গাড়ির দাম লিখো (১০ থেকে ১০০)

৮। এবার গেমটিতে যাও, যে গাড়িটির দাম কমিয়েছো তার দাম তোমার দেওয়া দামে পরিবর্তন হয়ে গেছে! হাহাহা

৯। একই পদ্ধতিতে যেকোনো একটি কমদামী গাড়ি কেনার পর আবারো গাড়ির দাম বাড়িয়ে নাও ৯৯৯৯৯৯৯ টাকায়। পরে গাড়িটি এই দামে বিক্রি করলে তোমার প্রোফাইলে ৩০ কোটি টাকা এসে পড়বে! সোজা টাকা!!! এই টাকাগুলো দিয়ে গাড়ির আপগ্রেড সমূহ কিনতে পারো!!!

ডাউনলোড:

এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।

http://www.skidrowgames.com/78/m-o/need-for-speed-undercover-2008-full-iso-full-rip-repack/

http://skidrowcrack.com/?s=need+for+speed+undercover&x=51&y=9

PSP Version:

http://mediafire.com/?vb1n62v2bnmryjq

http://mediafire.com/?mt4ysitbh2asigk

If password needs than visit the SOURCE:

http://www.nokiagate.com/vb/showthread.php?t=55

Windows Phone 7 Version:

http://mediafire.com/?ie13z7588ohyee8

If password needs than visit the SOURCE:

http://hackphone.us/vi/news/Windows-Phone-7/Need-for-Speed-Undercover-Game-dua-xe-cuc-dinh-tren-WP7-254/

Nintendo DS Version:

http://4shared.com/file/0LZ7uV7V/

If password needs than visit the SOURCE:

http://pc-nds-ps2games.blogspot.com/2010/08/download-games-1-httpwww_07.html

একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ২০০টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai ,core i 3 (3.10)ghz Or 4gb Ram .a kala jaby ???

Level 0

গেমওয়ালা vai 1 taka 2 gb ar modda valo game dan to plz………………………

Level 0

boss
game deikha koi nai…game age thekei ase
cheat gula seyram
nice tune